Ajker Patrika

ফিলিস্তিনপন্থী ছাত্র বিক্ষোভে র‍্যাপার ম্যাকলমোরের সমর্থন, বাইডেনের সমালোচনায় গান

বিনোদন ডেস্ক
Thumbnail image

ফিলিস্তিনের গাজায় সাত মাস ধরে চলা ইসরায়েলের বর্বর হামলার প্রতিবাদে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোর ক্যাম্পাসে শিক্ষার্থীদের বিক্ষোভ চলছে। যা ইতিমধ্যে ছড়িয়ে পড়ছে বিশ্বজুড়ে। এবার আন্দোলনরত শিক্ষার্থীদের সমর্থন দিতে নতুন গান প্রকাশ করেছেন গ্র্যামি-জয়ী জনপ্রিয় মার্কিন র‍্যাপার ম্যাকলমোর।

সিএনএন প্রতিবেদনে জানিয়েছে, গানটির শিরোনাম ‘হিন্দ’স হল’। হিন্দ’স হলের নামকরণ করা হয়েছে কলম্বিয়া ইউনিভার্সিটির একটি ভবনের নামানুসারে। ফিলিস্তিনপন্থী শিক্ষার্থীরা ক্যাম্পাসের হ্যামিল্টন হল দখল করে ‘হিন্দ’স হল’ নামকরণ করেছেন। ইসরায়েলের হামলায় গাজায় নিহত ছয় বছর বয়সী শিশু হিন্দ রজবের নামে শিক্ষার্থীরা হলটির নামকরণ করেছেন।

এদিকে ইসরায়েলকে মার্কিন সরকারের অব্যাহত সাহায্যের নিন্দা করেছেন ম্যাকলমোর। সঙ্গে তিনি প্রতিশ্রুতি দিয়েছেন, আগামী নভেম্বরের যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে তিনি জো বাইডেনকে সমর্থ দেবেন না।

অনেকেই মনে করছেন, ইসরায়েলের প্রতি যুক্তরাষ্ট্রের অব্যাহত সমর্থন, এই বছরের প্রেসিডেন্ট নির্বাচনে বাইডেনের রাস্তা কঠিন করছে। তরুণ ভোটারদের কাছে সমর্থন হারানোর ফলে, নির্বাচন তাঁর জন্য  হতে পারে চ্যালেঞ্জিং। এমনকি সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হোয়াইট হাউসে ফিরে আসার সম্ভাবনাও অনেকে দেখছেন।

স্কুল অব দ্য আর্ট ইনস্টিটিউট অব শিকাগো, রুজভেল্ট কলেজ এবং কলম্বিয়া কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ। ছবি: এএফপিফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় সাত মাস ধরে চলা ইসরায়েলের বর্বর হামলার প্রতিবাদে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোর ক্যাম্পাসে শিক্ষার্থীদের বিক্ষোভ ছড়িয়ে পড়ছে বিশ্বজুড়ে। অবিলম্বে গাজায় ইসরায়েলের হামলা বন্ধ এবং স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠাসহ নানা দাবি তুলে ধরা হচ্ছে এসব বিক্ষোভ থেকে।

গত এক সপ্তাহে মার্কিন বিশ্ববিদ্যালয়গুলোতে ব্যাপক ধরপাকড় চলেছে। এর মধ্যে ২ হাজারের বেশি বিক্ষোভকারী আটক হয়েছেন। অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, ফ্রান্স, কানাডা, ভারত ও লেবাননের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও মাঠে নেমেছেন। অবিলম্বে গাজায় ইসরায়েলের হামলা বন্ধ এবং স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠাসহ নানা দাবি তুলে ধরা হচ্ছে এসব বিক্ষোভ থেকে।

স্কুল অব দ্য আর্ট ইনস্টিটিউট অব শিকাগো, রুজভেল্ট কলেজ এবং কলম্বিয়া কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ। ছবি: এএফপিগত ৭ অক্টোবর থেকে ইসরায়েলি বাহিনীর হামলায় গাজায় সাড়ে ৩৪ হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। এই হত্যাযজ্ঞের প্রতিবাদে ১৮ এপ্রিল বিক্ষোভ শুরু করেন নিউইয়র্কের কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। অন্যান্য বিশ্ববিদ্যালয়ে ছড়িয়ে পড়া বিক্ষোভ দমনে কঠোর পদক্ষেপ নিচ্ছে মার্কিন সরকার। এর মধ্যে ইউরোপ, এশিয়া ও মধ্যপ্রাচ্যের অনেক বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন শুরু করেছেন শিক্ষার্থীরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত