ঢাকা: বলিউডের জনপ্রিয় সংগীতশিল্পী হিমেশ রেশমিয়ার বিখ্যাত অ্যালবাম ‘আপ কা সুরুর’–এর কথা মনে আছে? ২০০৬ সালে বাজারে এসেছিল অ্যালবামটি। বলতে গেলে, হিন্দি গানের ইতিহাস বদলে দেয় ‘আপ কা সুরুর’। প্রায় সাড়ে পাঁচ কোটি কপি বিক্রি হয়েছিল ওই অ্যালবাম। বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ বিক্রীত অ্যালবাম এটি।
‘আশিক বানায়া আপনে’, ‘দিল নাশি’, ‘আপ কি কাসিস’- হিমেশ রেশমিয়ার হিট গানের সংখ্যা কম নয়। এই জনপ্রিয় শিল্পী তাঁর তৃতীয় একক অ্যালবাম নিয়ে আসছেন। নাম দিয়েছেন ‘সুরুর ২০২১’। গত রোববার নতুন অ্যালবামের পোস্টার ও টিজার প্রকাশ করেছেন হিমেশ।
পোস্টারে হিমেশের ছবি নেই। আছে তাঁর আইকনিক ক্যাপ। তাতে বড় হরফে লেখা, ‘এইচ আর’ অর্থাৎ হিমেশ রেশমিয়া।
কথা দিচ্ছি এ অ্যালবাম সবাইকে মেলোডি যুগে ফিরিয়ে নিয়ে যাবে। দীর্ঘদিন ধরে গানগুলো কম্পোজ করেছি। আমি সন্তুষ্ট গানগুলো নিয়ে। তাই প্রকাশের সিদ্ধান্ত নিয়েছি। সব গান আমার সংগীতায়োজনে। নিজেও গেয়েছি। অন্য শিল্পীরাও গেয়েছেন।
হিমেশ রেশমিয়া, সংগীতশিল্পী
‘আপ কা সুরুর’–এর মতো নতুন অ্যালবামটিও সবাই পছন্দ করবেন, প্রত্যাশা হিমেশ রেশমিয়ার। মিউজিক লেবেল হিমেশ রেশমিয়া মেলোডিসের ব্যানারে নির্মিত ‘সুরুর ২০২১’ অ্যালবামের মাধ্যমে কয়েকজন নতুন শিল্পীকে সুযোগ দিয়েছেন তিনি।
১৯৯৮ সালে সালমান খানের ‘পেয়ার কেয়া তো ডারনা কেয়া’ সিনেমায় দুটি গানের সংগীতায়োজন করে বলিউডে ক্যারিয়ার শুরু করেন হিমেশ রেশমিয়া। পরবর্তী সময়ে ‘ইয়ে হে জাওয়াল’, ‘দুলহান হাম লে জায়েঙ্গে’, ‘তেরে নাম’ সিনেমায় সংগীত পরিচালনা করেও সাফল্য পেয়েছেন। ২০০৫ সালে ‘আশিক বানায়া আপনে’ সিনেমার গান তাঁকে তুমুল জনপ্রিয় শিল্পীর কাতারে দাঁড় করিয়ে দেয়। এই জনপ্রিয় শিল্পী এখন ‘ইন্ডিয়ান আইডল ১২’ রিয়ালিটি শো–এর বিচারক।
ঢাকা: বলিউডের জনপ্রিয় সংগীতশিল্পী হিমেশ রেশমিয়ার বিখ্যাত অ্যালবাম ‘আপ কা সুরুর’–এর কথা মনে আছে? ২০০৬ সালে বাজারে এসেছিল অ্যালবামটি। বলতে গেলে, হিন্দি গানের ইতিহাস বদলে দেয় ‘আপ কা সুরুর’। প্রায় সাড়ে পাঁচ কোটি কপি বিক্রি হয়েছিল ওই অ্যালবাম। বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ বিক্রীত অ্যালবাম এটি।
‘আশিক বানায়া আপনে’, ‘দিল নাশি’, ‘আপ কি কাসিস’- হিমেশ রেশমিয়ার হিট গানের সংখ্যা কম নয়। এই জনপ্রিয় শিল্পী তাঁর তৃতীয় একক অ্যালবাম নিয়ে আসছেন। নাম দিয়েছেন ‘সুরুর ২০২১’। গত রোববার নতুন অ্যালবামের পোস্টার ও টিজার প্রকাশ করেছেন হিমেশ।
পোস্টারে হিমেশের ছবি নেই। আছে তাঁর আইকনিক ক্যাপ। তাতে বড় হরফে লেখা, ‘এইচ আর’ অর্থাৎ হিমেশ রেশমিয়া।
কথা দিচ্ছি এ অ্যালবাম সবাইকে মেলোডি যুগে ফিরিয়ে নিয়ে যাবে। দীর্ঘদিন ধরে গানগুলো কম্পোজ করেছি। আমি সন্তুষ্ট গানগুলো নিয়ে। তাই প্রকাশের সিদ্ধান্ত নিয়েছি। সব গান আমার সংগীতায়োজনে। নিজেও গেয়েছি। অন্য শিল্পীরাও গেয়েছেন।
হিমেশ রেশমিয়া, সংগীতশিল্পী
‘আপ কা সুরুর’–এর মতো নতুন অ্যালবামটিও সবাই পছন্দ করবেন, প্রত্যাশা হিমেশ রেশমিয়ার। মিউজিক লেবেল হিমেশ রেশমিয়া মেলোডিসের ব্যানারে নির্মিত ‘সুরুর ২০২১’ অ্যালবামের মাধ্যমে কয়েকজন নতুন শিল্পীকে সুযোগ দিয়েছেন তিনি।
১৯৯৮ সালে সালমান খানের ‘পেয়ার কেয়া তো ডারনা কেয়া’ সিনেমায় দুটি গানের সংগীতায়োজন করে বলিউডে ক্যারিয়ার শুরু করেন হিমেশ রেশমিয়া। পরবর্তী সময়ে ‘ইয়ে হে জাওয়াল’, ‘দুলহান হাম লে জায়েঙ্গে’, ‘তেরে নাম’ সিনেমায় সংগীত পরিচালনা করেও সাফল্য পেয়েছেন। ২০০৫ সালে ‘আশিক বানায়া আপনে’ সিনেমার গান তাঁকে তুমুল জনপ্রিয় শিল্পীর কাতারে দাঁড় করিয়ে দেয়। এই জনপ্রিয় শিল্পী এখন ‘ইন্ডিয়ান আইডল ১২’ রিয়ালিটি শো–এর বিচারক।
বিশ্বের কাছে নতুন বিস্ময় এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রযুক্তি। এআই প্রযুক্তি ব্যবহার করে নানা কণ্ঠের মিথস্ক্রিয়ায় নতুন গান তৈরি হচ্ছে দেদার। সেলিব্রিটিদের কণ্ঠ নকল করে ইউটিউব ও টিকটকে এসব মিউজিক ছাড়া হচ্ছে। তবে অনেক সংগীতশিল্পী এই কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারে বিরক্ত। রীতিমতো অস্তিত্ব সংকটে...
২ মিনিট আগেসম্প্রতি যুক্তরাষ্ট্রে গেছেন সংগীতশিল্পী ফাহমিদা নবী। সেখান থেকে গত বুধবার সোশ্যাল মিডিয়ায় সংগীত ইন্ডাস্ট্রি নিয়ে নিজের আক্ষেপের কথা তুলে ধরলেন তিনি। জানালেন, এখন গান গাওয়া অনেক সহজ, কোনো সাধনার প্রয়োজন হয় না। চাইলেই হওয়া যায় সংগীতশিল্পী। আরও জানালেন গান এখন হয়ে গেছে দেখার...
১ দিন আগেপ্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাবে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
১ দিন আগেদর্শক চাহিদা না থাকায় প্রথম সপ্তাহ শেষ না হতেই শাকিব খান অভিনীত ‘অন্তরাত্মা’ সিনেমাটি নামিয়ে দেওয়া হয়েছে সিনেপ্লেক্স থেকে। সিঙ্গেল স্ক্রিনেও দর্শক টানতে পারেনি সিনেমাটি। অন্তরাত্মার ভরাডুবির কারণ জানিয়ে ক্ষোভ প্রকাশ করলেন সিনেমার অন্যতম অভিনয়শিল্পী শাহেদ শরীফ খান।
১ দিন আগে