আজ সোমবার সকাল থেকে গায়িকা প্রস্মিতা পালের সঙ্গে অনুপম রায়ের বিয়ের খবর প্রকাশ্যে আসতেই শুরু হয় হইচই। শুধু অনুপম-প্রস্মিতাকে নিয়ে আলোচনা নয়, বারবার ফিরে এসেছে আরও একজনের নাম। অনুপমের প্রাক্তন স্ত্রী পিয়া চক্রবর্তী। সাত বছর সংসার শেষে ২০২১ সালে বিবাহ বিচ্ছেদ হয় তাঁদের। গত বছরের নভেম্বরে পিয়া বিয়ে করেন অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়কে। এরপর থেকে নিন্দা থেকে সমবেদনা, নানা রকম আলোচনার কেন্দ্রে শুধুই ছিলেন পিয়া।
অনুপম বিয়ে নিয়ে কথা বলছেন পিয়া। পশ্চিমবঙ্গের সংবাদমাধ্যম আনন্দবাজার অনলাইনের সঙ্গে কথা বলেছেন তিনি। জানিয়েছেন, অনুপমদের জন্য শুভকামনাই রয়েছে তাঁর মনে। অনুপম আর প্রস্মিতার আগামী জীবন সুখের হবে, এমনই আশা পিয়ার।
কিন্তু অনুপমের নতুন সম্পর্কের কথা কি আগে জানতেন প্রাক্তন স্ত্রী? নাকি তিনিও অন্য সবার মতো সোমবারই গায়কের বিয়ের খবর পেয়েছেন? এমন প্রশ্নে পিয়া জানালেন, সবটাই আগে থেকে জানা ছিল তাঁর। আনন্দবাজার অনলাইনকে পিয়া বলেন, ‘যখন থেকে বিয়ের কথা জেনেছি, তখন নিজে থেকেই শুভেচ্ছা জানিয়েছি অনুপমকে। বিয়ের দিন ঠিক হয়েছে, তা আগেই জানতাম।’
অনুপমের হবু স্ত্রী প্রস্মিতা পালের সঙ্গেও আলাপ আছে পিয়ার। আনন্দবাজার অনলাইনকে তিনি বললেন, ‘আগে থেকেই জানি তাঁদের কথা। আমরা সকলেই তো সকলের চেনা।’
কদিন আগেই পিয়া চক্রবর্তীর সঙ্গে যখন পরমব্রতর বিয়ে হয়, তখন কটাক্ষের রেশ উঠে। পরমকে তখন দেওয়া হয়েছিল ‘বউ চোর’ তকমা। এবার অনুপমের বিয়ের খবর নিয়ে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেছেন পরমব্রত। ভারতীয় সংবাদমাধ্যম নিউজ ১৮-কে পরম বলেন, ‘দু’জন মানুষ ভালোবেসে একসঙ্গে থাকতে চাইছে, এটা সব সময়েই আনন্দের খবর। অনেক শুভেচ্ছা অনুপম এবং প্রস্মিতাকে।’
উল্লেখ্য, একসময় অনুপমের সঙ্গে শুধুই পেশাদার সম্পর্ক ছিল প্রস্মিতার। কাজ করতে করতে সেই সম্পর্ক গড়িয়েছে ভালোবাসায়। এক বছর সম্পর্কের পর এখন দুজনের সংসার শুরু করার পালা।
আজ সোমবার সকাল থেকে গায়িকা প্রস্মিতা পালের সঙ্গে অনুপম রায়ের বিয়ের খবর প্রকাশ্যে আসতেই শুরু হয় হইচই। শুধু অনুপম-প্রস্মিতাকে নিয়ে আলোচনা নয়, বারবার ফিরে এসেছে আরও একজনের নাম। অনুপমের প্রাক্তন স্ত্রী পিয়া চক্রবর্তী। সাত বছর সংসার শেষে ২০২১ সালে বিবাহ বিচ্ছেদ হয় তাঁদের। গত বছরের নভেম্বরে পিয়া বিয়ে করেন অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়কে। এরপর থেকে নিন্দা থেকে সমবেদনা, নানা রকম আলোচনার কেন্দ্রে শুধুই ছিলেন পিয়া।
অনুপম বিয়ে নিয়ে কথা বলছেন পিয়া। পশ্চিমবঙ্গের সংবাদমাধ্যম আনন্দবাজার অনলাইনের সঙ্গে কথা বলেছেন তিনি। জানিয়েছেন, অনুপমদের জন্য শুভকামনাই রয়েছে তাঁর মনে। অনুপম আর প্রস্মিতার আগামী জীবন সুখের হবে, এমনই আশা পিয়ার।
কিন্তু অনুপমের নতুন সম্পর্কের কথা কি আগে জানতেন প্রাক্তন স্ত্রী? নাকি তিনিও অন্য সবার মতো সোমবারই গায়কের বিয়ের খবর পেয়েছেন? এমন প্রশ্নে পিয়া জানালেন, সবটাই আগে থেকে জানা ছিল তাঁর। আনন্দবাজার অনলাইনকে পিয়া বলেন, ‘যখন থেকে বিয়ের কথা জেনেছি, তখন নিজে থেকেই শুভেচ্ছা জানিয়েছি অনুপমকে। বিয়ের দিন ঠিক হয়েছে, তা আগেই জানতাম।’
অনুপমের হবু স্ত্রী প্রস্মিতা পালের সঙ্গেও আলাপ আছে পিয়ার। আনন্দবাজার অনলাইনকে তিনি বললেন, ‘আগে থেকেই জানি তাঁদের কথা। আমরা সকলেই তো সকলের চেনা।’
কদিন আগেই পিয়া চক্রবর্তীর সঙ্গে যখন পরমব্রতর বিয়ে হয়, তখন কটাক্ষের রেশ উঠে। পরমকে তখন দেওয়া হয়েছিল ‘বউ চোর’ তকমা। এবার অনুপমের বিয়ের খবর নিয়ে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেছেন পরমব্রত। ভারতীয় সংবাদমাধ্যম নিউজ ১৮-কে পরম বলেন, ‘দু’জন মানুষ ভালোবেসে একসঙ্গে থাকতে চাইছে, এটা সব সময়েই আনন্দের খবর। অনেক শুভেচ্ছা অনুপম এবং প্রস্মিতাকে।’
উল্লেখ্য, একসময় অনুপমের সঙ্গে শুধুই পেশাদার সম্পর্ক ছিল প্রস্মিতার। কাজ করতে করতে সেই সম্পর্ক গড়িয়েছে ভালোবাসায়। এক বছর সম্পর্কের পর এখন দুজনের সংসার শুরু করার পালা।
ছেলের অসুস্থতার কারণে দুই বছরের অধিক সময় ধরে কানাডাতেই বেশির ভাগ সময় কাটে সংগীতশিল্পী কুমার বিশ্বজিতের। সেখান থেকে সুযোগ পেলে কনসার্টে অংশ নিচ্ছেন, তৈরি করছেন নতুন গান। গত আগস্টে প্রকাশ পেয়েছিল তাঁর সুর ও সংগীতায়োজনে কিশোর দাসের ‘কান্দে রে ভাই কান্দে’ শিরোনামের একটি গান।
৩ ঘণ্টা আগেলালন সাঁইয়ের ১৩৫তম তিরোধান দিবস উপলক্ষে আজ থেকে কুষ্টিয়া, ঢাকাসহ সারা দেশে একযোগে শুরু হচ্ছে লালন উৎসব—ভক্ত, সাধক আর শিল্পীদের মিলনমেলা। সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে বাংলাদেশ শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় আজ কুষ্টিয়াসহ দেশের ৬৪ জেলায় একযোগে লালন উৎসব ও লালন মেলা পালিত হবে।
৩ ঘণ্টা আগেপ্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাবে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
৪ ঘণ্টা আগেসাত বছর আগে ২০১৮ সালে চ্যানেল আইয়ে টিভি সিরিজ হিসেবে প্রচারিত হয়েছিল ‘সাত ভাই চম্পা’। টিভিতে প্রচারের পর গত বছর ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে ওয়েব ফিল্ম হিসেবে মুক্তি পেয়েছিল এই টিভি সিরিজ। টিভি ও ওটিটির পর এবার প্রেক্ষাগৃহে দেখা যাবে সাত ভাই চম্পা। আজ দেশের তিনটি প্রেক্ষাগৃহে সিনেমা...
৪ ঘণ্টা আগে