মারা গেছেন আমেরিকান কিংবদন্তি প্রযোজক ও নির্মাতা নরম্যান লিয়ার। ভ্যারাইটি জানিয়েছে, গত মঙ্গলবার লস অ্যাঞ্জেলেসে নিজ বাড়িতে ১০১ বছর বয়সে বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন তিনি। তাঁর পরিবারের পক্ষ থেকে গতকাল বুধবার ভ্যারাইটিকে তথ্যটি নিশ্চিত করা হয়।
এক বিবৃতিতে লিয়ারের পরিবার জানিয়েছে, ‘নরম্যান লিয়ার সৃজনশীলতা, দৃঢ়তা এবং সহানুভূতির জীবনযাপন করেছিলেন। তিনি আমাদের দেশকে গভীরভাবে ভালোবাসতেন এবং সকলের জন্য ন্যায়বিচার ও সাম্যের আদর্শ রক্ষায় আজীবন কাটিয়েছেন। তাকে জানা এবং ভালোবাসা আমাদের জন্য সবচেয়ে বড় উপহার। আমরা এই অসাধারণ মানুষটির মৃত্যুতে শোক প্রকাশ করছি।’
রেডিও এবং টেলিভিশনের লেখক হিসেবে ক্যারিয়ার শুরু হয় লিয়ারের। ১৯৭০ এর দশকের জনপ্রিয় টেলিভিশন শো দিয়ে সবার দৃষ্টি কাড়েন। শোটির নাম ‘অল ইন দ্য ফ্যামিলি’। একটি প্রজন্মের জন্য তাঁর সেই নির্মাণ ছিল আশীর্বাদ। সামাজিক নানা সমস্যা নিয়ে আলোচনা হত তার শোয়ে। বর্ণবাদ, ধর্ষণ এবং গর্ভপাত থেকে মেনোপজ, সমকামিতা এবং ধর্ম; এসব বিষয় উঠে আসে তার শোতে। যা নিয়ে কখনোই এর আগে টিভিতে আলোচনা করা হত না।
শোটির ৯টি সিজন সম্প্রচারিত হয়েছিল। এর মধ্যে ২২টি এমি অ্যাওয়ার্ড জিতেছিল শোটি। টানা পাঁচ বছর রেটিংয়ে নম্বর ১ এ ছিল বিখ্যাত এই অনুষ্ঠানটি।
এক বিবৃতিতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন লিয়ারকে আমেরিকান সংস্কৃতিতে একটি রূপান্তরকারী শক্তি বলে অভিহিত করেছেন। বাইডেন বলেন, ‘লিয়ারের পথচলা সাহস, বিবেক এবং হাস্যরসের সঙ্গে টেলিভিশনকে নতুনভাবে সংজ্ঞায়িত করে।’
শুধু ‘অল ইন দ্য ফ্যামিলি’, নয়, ‘মউড’, ‘দ্য জেফারসনস’ এবং ‘ওয়ান ডে অ্যাট এ টাইম’ এর মতো যুগান্তকারী সিরিজের কারিগর কিংবদন্তি টেলিভিশন প্রযোজক ও লেখক নরম্যান।
মারা গেছেন আমেরিকান কিংবদন্তি প্রযোজক ও নির্মাতা নরম্যান লিয়ার। ভ্যারাইটি জানিয়েছে, গত মঙ্গলবার লস অ্যাঞ্জেলেসে নিজ বাড়িতে ১০১ বছর বয়সে বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন তিনি। তাঁর পরিবারের পক্ষ থেকে গতকাল বুধবার ভ্যারাইটিকে তথ্যটি নিশ্চিত করা হয়।
এক বিবৃতিতে লিয়ারের পরিবার জানিয়েছে, ‘নরম্যান লিয়ার সৃজনশীলতা, দৃঢ়তা এবং সহানুভূতির জীবনযাপন করেছিলেন। তিনি আমাদের দেশকে গভীরভাবে ভালোবাসতেন এবং সকলের জন্য ন্যায়বিচার ও সাম্যের আদর্শ রক্ষায় আজীবন কাটিয়েছেন। তাকে জানা এবং ভালোবাসা আমাদের জন্য সবচেয়ে বড় উপহার। আমরা এই অসাধারণ মানুষটির মৃত্যুতে শোক প্রকাশ করছি।’
রেডিও এবং টেলিভিশনের লেখক হিসেবে ক্যারিয়ার শুরু হয় লিয়ারের। ১৯৭০ এর দশকের জনপ্রিয় টেলিভিশন শো দিয়ে সবার দৃষ্টি কাড়েন। শোটির নাম ‘অল ইন দ্য ফ্যামিলি’। একটি প্রজন্মের জন্য তাঁর সেই নির্মাণ ছিল আশীর্বাদ। সামাজিক নানা সমস্যা নিয়ে আলোচনা হত তার শোয়ে। বর্ণবাদ, ধর্ষণ এবং গর্ভপাত থেকে মেনোপজ, সমকামিতা এবং ধর্ম; এসব বিষয় উঠে আসে তার শোতে। যা নিয়ে কখনোই এর আগে টিভিতে আলোচনা করা হত না।
শোটির ৯টি সিজন সম্প্রচারিত হয়েছিল। এর মধ্যে ২২টি এমি অ্যাওয়ার্ড জিতেছিল শোটি। টানা পাঁচ বছর রেটিংয়ে নম্বর ১ এ ছিল বিখ্যাত এই অনুষ্ঠানটি।
এক বিবৃতিতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন লিয়ারকে আমেরিকান সংস্কৃতিতে একটি রূপান্তরকারী শক্তি বলে অভিহিত করেছেন। বাইডেন বলেন, ‘লিয়ারের পথচলা সাহস, বিবেক এবং হাস্যরসের সঙ্গে টেলিভিশনকে নতুনভাবে সংজ্ঞায়িত করে।’
শুধু ‘অল ইন দ্য ফ্যামিলি’, নয়, ‘মউড’, ‘দ্য জেফারসনস’ এবং ‘ওয়ান ডে অ্যাট এ টাইম’ এর মতো যুগান্তকারী সিরিজের কারিগর কিংবদন্তি টেলিভিশন প্রযোজক ও লেখক নরম্যান।
সৌদি আরবের প্রথম দিকের কয়েকজন নারী র্যাপারের একজন জারা। সংগীতশিল্পী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে সৌদির সীমানা পেরিয়ে তিনি এখন সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে থাকছেন। আরবি, ইংরেজির পাশাপাশি সুইডিশ ভাষাতেও সাবলীল এই তরুণী। জানান, আরও একটি ভাষা শেখার ইচ্ছা আছে তাঁর। সম্প্রতি প্রকাশিত হয়েছে তাঁর গান...
৯ ঘণ্টা আগেবিজ্ঞাপন, মিউজিক ভিডিও ও নাচের মঞ্চে মামনুন ইমন ও প্রার্থনা ফারদিন দীঘি জুটি হয়েছিলেন আগে। এবার এই জুটিকে প্রথমবারের মতো দেখা যাবে বড় পর্দায়। সরকারি অনুদানের ‘দেনাপাওনা’ সিনেমায় অভিনয় করবেন তাঁরা।
১৫ ঘণ্টা আগেঅত ভালো ছাত্র ছিলেন না সুরিয়া। টেনেটুনে পাস করতেন। ফেল ছিল তাঁর নিত্যসঙ্গী। সেই গড়পড়তা ছাত্র এখন হাজারো শিক্ষার্থীর ভরসা। ২০০৬ সালে তামিল এই অভিনেতা গড়ে তোলেন আগারাম ফাউন্ডেশন নামের একটি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি থেকে তামিলনাড়ুর প্রত্যন্ত অঞ্চলের পিছিয়ে পড়া শিক্ষার্থীদের জন্য কাজ করেন তি
১৫ ঘণ্টা আগেএকসময় টিভি নাটকে ছিল পারিবারিক গল্পের রাজত্ব। মাঝে প্রেম আর কমেডি গল্পের ভিড়ে হারিয়ে যেতে বসেছিল এই ধরনের নাটক। সংখ্যায় কম হলেও সম্প্রতি আবার ফিরছে পারিবারিক গল্পের নাটক। গত বছরের শেষ দিকে কে এম সোহাগ রানা শুরু করেন ‘দেনা পাওনা’ নামের ধারাবাহিকের কাজ। শুরুতে ইউটিউবে ৮ পর্বের মিনি সিরিজ হিসেবে পরিকল্
১৫ ঘণ্টা আগে