Ajker Patrika

গাজায় যুদ্ধ বন্ধে ইসরায়েলকে চাপ দিতে বাইডেনকে হলিউড তারকাদের চিঠি

আপডেট : ২২ অক্টোবর ২০২৩, ১২: ২৮
গাজায় যুদ্ধ বন্ধে ইসরায়েলকে চাপ দিতে বাইডেনকে হলিউড তারকাদের চিঠি

গাজায় যুদ্ধ বন্ধে ইসরায়েলকে চাপ দিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনকে চিঠি দিয়েছেন হলিউডের ৬০ তারকা। সেই তালিকায় রয়েছেন অস্কার বিজয়ী অভিনেতা হোয়াকিন ফিনিক্স ও কমেডিয়ান জন স্টেওয়ার্ট।

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে জানিয়েছে, এই চিঠিতে আরও সই করেছেন সুসান সারানডন, ক্রিস্টেন স্টেওয়ার্ট, কুইনটা ব্রুনসন, রামি ইউসুফ, রিজ আহমেদ ও মাহেরশালা আলি।

গত ৭ অক্টোবর ইসরায়েলে নজিরবিহীন হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস। তাতে ১ হাজার ৪০০ মানুষ নিহত হয়। সেই সঙ্গে ২০০ জনকে ধরে নিয়ে যায় তারা। পাল্টা জবাবে গাজায় নির্বিচারে বোমা হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। এতে এখন পর্যন্ত ৪ হাজার ১০০ ফিলিস্তিনি মারা গেছে।

এর প্রেক্ষাপটে মার্কিন প্রেসিডেন্ট বাইডেনকে হলিউড তারকারা লিখেছেন, পবিত্র ভূমির সব মানুষের জীবনের প্রতি শ্রদ্ধা জানাতে আপনার প্রশাসন ও বিশ্বনেতাদের অনুরোধ করছি। অনতিবিলম্বে যুদ্ধবিরতির ব্যবস্থা করুন। গাজায় মুহুর্মুহু বোমাবর্ষণ থামান। জিম্মিদের নিরাপদে মুক্ত করুন।

তাঁরা আরও লিখেছেন, বিধ্বংসী সংঘাতে আমরা নীরব ছিলাম—ভবিষ্যৎ প্রজন্মকে এ গল্প শোনাতে চাই না। তাই সরব হয়েছি আমরা। একই বর্তায় অবরুদ্ধ গাজাবাসীর কাছে মানবিক সহায়তা পৌঁছে দেওয়ার অনুরোধও করা হয়েছে।

এর আগে শুক্রবার (২০ অক্টোবর) ইউএস প্রেসিডেন্ট বাইডেন বলেন, আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে ত্রাণবাহী ট্রাক গাজায় পৌঁছাবে। বেসামরিক লোকজন হতাহত এড়াতে পদক্ষেপ নেওয়া হবে।

উল্লেখ্য, ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস ও ইসরায়েলের মধ্যকার যুদ্ধ ১৬তম দিনে গড়িয়েছে। এরই মধ্যে ইসরায়েলের হামলায় ফিলিস্তিনের গাজা ও পশ্চিম তীরে প্রায় সাড়ে ৪ হাজার মানুষ নিহত হয়েছে। এমন পরিস্থিতিতে গাজায় হামলা আরও জোরদারের হুমকি দিয়েছে ইসরায়েল।

গত ৭ অক্টোবর সকালে ইসরায়েলে নজিরবিহীন হামলা শুরু করে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। তারা মাত্র ২০ মিনিটের মধ্যে ইসরায়েলের দিকে ৫ হাজার ক্ষেপণাস্ত্র ছোড়ে। একই সঙ্গে স্থলপথ, জলপথ ও আকাশপথে দেশটিতে ঢুকে পড়েন হামাস যোদ্ধারা। হামাসের হামলায় ১ হাজার ৪০০ জনের বেশি ইসরায়েলি নিহত হয়েছে। এখনো অনেকে হামাসের কাছে বন্দী আছে। ইসরায়েলও এমন পরিস্থিতিতে যুদ্ধ ঘোষণা করে হামাসের বিরুদ্ধে। এর পর থেকেই দফায় দফায় গাজায় বিমান ও স্থল, এমনকি নৌবাহিনীর জাহাজ থেকে হামলা চালাচ্ছে ইসরায়েল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত