বিনোদন ডেস্ক
পপতারকা জো জোনাসের সঙ্গে বিচ্ছেদের মাসখানেক যেতেই নতুন সম্পর্কে জড়িয়েছেন সোফি টার্নার! সম্প্রতি জনবহুল রাস্তায় এক পুরুষের সঙ্গে চুম্বনরত অবস্থায় তাঁকে দেখা গেছে। এতেই গুঞ্জন চলছে, বিচ্ছেদের শোক কাটিয়ে নতুন জীবন শুরু করতে যাচ্ছেন ‘গেম অব থ্রোন্স’ তারকা।
সাত বছর একসঙ্গে ছিলেন জো ও সোফি। গত অক্টোবরে তাঁরা বিচ্ছেদের ঘোষণা দেন।
বিনোদন সংবাদমাধ্যম পেজ সিক্সের প্রতিবেদন অনুযায়ী, ব্রিটেনের এক ধনকুবেরের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন সোফি টার্নার। তাঁর নাম পিয়ারগ্রিন পেরি জন ডিকিনসন পিয়ারসন।
গতকাল মঙ্গলবার রাস্তায় প্রকাশ্যে পিয়ারগ্রিনের সঙ্গে চুম্বনরত অবস্থায় দেখা যায় সোফিকে। দুজনে রাস্তায় দাঁড়িয়ে কথা বলেন কিছুক্ষণ। তাঁদের হাস্যোজ্জ্বল দেখাচ্ছিল।
কথা বলার একপর্যায়ে সোফির টুপি খুলে ঠোঁটে ঠোঁট রাখেন পিয়ারগ্রিন। এই পিয়ারগ্রিন ইংল্যান্ডে ইস্ট সাসেক্সের ধনকুবের। তিনি যে বাড়িটিতে থাকেন, সেটির মূল্য প্রায় ৫০ লাখ পাউন্ড (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬৬ হাজার কোটি টাকা)।
পেজ সিক্সের প্রতিবেদন অনুযায়ী, পিয়ারগ্রিনেরও প্রেম ভেঙেছে কয়েক দিন আজে। ইংল্যান্ডের রাজা চার্লসের ধর্মকন্যার সঙ্গে তাঁর প্রেম ছিল বলে শোনা যায়।
জো-সোফির বিবাহবিচ্ছেদের গুঞ্জন বেশ কয়েক মাস ধরেই চলছিল। বিবাহবিচ্ছেদের কারণ হিসেবে জো জোনাসকেই দুষেছেন সোফি। বিচ্ছেদের পর দুই সন্তানের অভিভাবকত্ব নিয়ে আইনি লড়াই চলছে। দুই সন্তানকে যুক্তরাষ্ট্রে আটকে রাখার অভিযোগ করেছেন সোফি। জোর বিরুদ্ধে আইনি পদক্ষেপও নিয়েছেন।
উল্লেখ্য, বলিউড তারকা প্রিয়াঙ্কা চোপড়ার ভাশুর জো জোনাস। সোফির সঙ্গে প্রিয়াঙ্কার সম্পর্ক বেশ উষ্ণ ছিল বলেই জানা যায়। যদিও বিচ্ছেদের পর তিক্ততার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। সোফি টার্নার ব্রিটিশ। তবে জোর সঙ্গে বিয়ে পর শ্বশুরবাড়ি যুক্তরাষ্ট্রেই থাকতেন। বিচ্ছেদের পর ব্রিটেনে ফিরে এসেছেন।
পপতারকা জো জোনাসের সঙ্গে বিচ্ছেদের মাসখানেক যেতেই নতুন সম্পর্কে জড়িয়েছেন সোফি টার্নার! সম্প্রতি জনবহুল রাস্তায় এক পুরুষের সঙ্গে চুম্বনরত অবস্থায় তাঁকে দেখা গেছে। এতেই গুঞ্জন চলছে, বিচ্ছেদের শোক কাটিয়ে নতুন জীবন শুরু করতে যাচ্ছেন ‘গেম অব থ্রোন্স’ তারকা।
সাত বছর একসঙ্গে ছিলেন জো ও সোফি। গত অক্টোবরে তাঁরা বিচ্ছেদের ঘোষণা দেন।
বিনোদন সংবাদমাধ্যম পেজ সিক্সের প্রতিবেদন অনুযায়ী, ব্রিটেনের এক ধনকুবেরের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন সোফি টার্নার। তাঁর নাম পিয়ারগ্রিন পেরি জন ডিকিনসন পিয়ারসন।
গতকাল মঙ্গলবার রাস্তায় প্রকাশ্যে পিয়ারগ্রিনের সঙ্গে চুম্বনরত অবস্থায় দেখা যায় সোফিকে। দুজনে রাস্তায় দাঁড়িয়ে কথা বলেন কিছুক্ষণ। তাঁদের হাস্যোজ্জ্বল দেখাচ্ছিল।
কথা বলার একপর্যায়ে সোফির টুপি খুলে ঠোঁটে ঠোঁট রাখেন পিয়ারগ্রিন। এই পিয়ারগ্রিন ইংল্যান্ডে ইস্ট সাসেক্সের ধনকুবের। তিনি যে বাড়িটিতে থাকেন, সেটির মূল্য প্রায় ৫০ লাখ পাউন্ড (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬৬ হাজার কোটি টাকা)।
পেজ সিক্সের প্রতিবেদন অনুযায়ী, পিয়ারগ্রিনেরও প্রেম ভেঙেছে কয়েক দিন আজে। ইংল্যান্ডের রাজা চার্লসের ধর্মকন্যার সঙ্গে তাঁর প্রেম ছিল বলে শোনা যায়।
জো-সোফির বিবাহবিচ্ছেদের গুঞ্জন বেশ কয়েক মাস ধরেই চলছিল। বিবাহবিচ্ছেদের কারণ হিসেবে জো জোনাসকেই দুষেছেন সোফি। বিচ্ছেদের পর দুই সন্তানের অভিভাবকত্ব নিয়ে আইনি লড়াই চলছে। দুই সন্তানকে যুক্তরাষ্ট্রে আটকে রাখার অভিযোগ করেছেন সোফি। জোর বিরুদ্ধে আইনি পদক্ষেপও নিয়েছেন।
উল্লেখ্য, বলিউড তারকা প্রিয়াঙ্কা চোপড়ার ভাশুর জো জোনাস। সোফির সঙ্গে প্রিয়াঙ্কার সম্পর্ক বেশ উষ্ণ ছিল বলেই জানা যায়। যদিও বিচ্ছেদের পর তিক্ততার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। সোফি টার্নার ব্রিটিশ। তবে জোর সঙ্গে বিয়ে পর শ্বশুরবাড়ি যুক্তরাষ্ট্রেই থাকতেন। বিচ্ছেদের পর ব্রিটেনে ফিরে এসেছেন।
ফিলিস্তিনি এক অধিকারকর্মীর সঙ্গে ইসরায়েলের এক সাংবাদিকের বন্ধুত্বের গল্প ডকুমেন্টারির অন্যতম উপজীব্য। ২০১৯ থেকে ২০২৩ সাল পর্যন্ত চার বছর ধরে সংগ্রহ করা হয়েছে এই ডকুমেন্টারির তথ্য। পশ্চিম তীরে ইসরায়েলি দখলদারি, সেনাবাহিনীর নির্যাতন, দখলদারদের অত্যাচার সবকিছু ফুটিয়ে তোলা হয়েছে ডকুমেন্টারিটিতে।
৭ ঘণ্টা আগেদ্য ব্রুটালিস্ট সিনেমার জন্য সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন অ্যাড্রিয়েন ব্রুডি। এমিলিয়া প্যারেজ–এর জন্য জো সালডানা এবং অ্যা রিয়েল পেইন–এর জন্য কিয়েরা কালকিন পেয়েছেন সেরা পার্শ্ব অভিনেতার পুরস্কার।
৯ ঘণ্টা আগেছোট পর্দার অনেক অভিনয়শিল্পী ওটিটিতে মনোযোগী হলেও ব্যতিক্রম জাহিদ হাসান। মোশাররফ করিম, চঞ্চল চৌধুরীরা ওটিটি দাপিয়ে বেড়ালেও ওয়েবে জাহিদের কাজ হাতে গোনা। সর্বশেষ দুই বছর আগে গৌতম কৌরির ওয়েব সিরিজ ‘কে’তে দেখা গিয়েছিল তাঁকে। বিরতি কাটিয়ে আবার ওটিটিতে ফিরছেন জাহিদ হাসান। ‘আমলনামা’ নামের ওয়েব ফিল্মে দেখা য
১২ ঘণ্টা আগেআন্দোলনে গত জুলাইয়ে সারা দেশ যখন উত্তাল, সে সময় ‘চলো ভুলে যাই’ শিরোনামের গান বাঁধেন পারশা মাহজাবীন। মুহূর্তেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে গানটি। আলোচনায় চলে আসেন পারশা। সেই পারশা প্যারিসে ইউনেসকো সদর দপ্তরে আয়োজিত আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের ২৫ বছর পূর্তির অনুষ্ঠানে গাইলেন।
১২ ঘণ্টা আগে