পপতারকা জো জোনাসের সঙ্গে বিচ্ছেদের মাসখানেক যেতেই নতুন সম্পর্কে জড়িয়েছেন সোফি টার্নার! সম্প্রতি জনবহুল রাস্তায় এক পুরুষের সঙ্গে চুম্বনরত অবস্থায় তাঁকে দেখা গেছে। এতেই গুঞ্জন চলছে, বিচ্ছেদের শোক কাটিয়ে নতুন জীবন শুরু করতে যাচ্ছেন ‘গেম অব থ্রোন্স’ তারকা।
সাত বছর একসঙ্গে ছিলেন জো ও সোফি। গত অক্টোবরে তাঁরা বিচ্ছেদের ঘোষণা দেন।
বিনোদন সংবাদমাধ্যম পেজ সিক্সের প্রতিবেদন অনুযায়ী, ব্রিটেনের এক ধনকুবেরের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন সোফি টার্নার। তাঁর নাম পিয়ারগ্রিন পেরি জন ডিকিনসন পিয়ারসন।
গতকাল মঙ্গলবার রাস্তায় প্রকাশ্যে পিয়ারগ্রিনের সঙ্গে চুম্বনরত অবস্থায় দেখা যায় সোফিকে। দুজনে রাস্তায় দাঁড়িয়ে কথা বলেন কিছুক্ষণ। তাঁদের হাস্যোজ্জ্বল দেখাচ্ছিল।
কথা বলার একপর্যায়ে সোফির টুপি খুলে ঠোঁটে ঠোঁট রাখেন পিয়ারগ্রিন। এই পিয়ারগ্রিন ইংল্যান্ডে ইস্ট সাসেক্সের ধনকুবের। তিনি যে বাড়িটিতে থাকেন, সেটির মূল্য প্রায় ৫০ লাখ পাউন্ড (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬৬ হাজার কোটি টাকা)।
পেজ সিক্সের প্রতিবেদন অনুযায়ী, পিয়ারগ্রিনেরও প্রেম ভেঙেছে কয়েক দিন আজে। ইংল্যান্ডের রাজা চার্লসের ধর্মকন্যার সঙ্গে তাঁর প্রেম ছিল বলে শোনা যায়।
জো-সোফির বিবাহবিচ্ছেদের গুঞ্জন বেশ কয়েক মাস ধরেই চলছিল। বিবাহবিচ্ছেদের কারণ হিসেবে জো জোনাসকেই দুষেছেন সোফি। বিচ্ছেদের পর দুই সন্তানের অভিভাবকত্ব নিয়ে আইনি লড়াই চলছে। দুই সন্তানকে যুক্তরাষ্ট্রে আটকে রাখার অভিযোগ করেছেন সোফি। জোর বিরুদ্ধে আইনি পদক্ষেপও নিয়েছেন।
উল্লেখ্য, বলিউড তারকা প্রিয়াঙ্কা চোপড়ার ভাশুর জো জোনাস। সোফির সঙ্গে প্রিয়াঙ্কার সম্পর্ক বেশ উষ্ণ ছিল বলেই জানা যায়। যদিও বিচ্ছেদের পর তিক্ততার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। সোফি টার্নার ব্রিটিশ। তবে জোর সঙ্গে বিয়ে পর শ্বশুরবাড়ি যুক্তরাষ্ট্রেই থাকতেন। বিচ্ছেদের পর ব্রিটেনে ফিরে এসেছেন।
পপতারকা জো জোনাসের সঙ্গে বিচ্ছেদের মাসখানেক যেতেই নতুন সম্পর্কে জড়িয়েছেন সোফি টার্নার! সম্প্রতি জনবহুল রাস্তায় এক পুরুষের সঙ্গে চুম্বনরত অবস্থায় তাঁকে দেখা গেছে। এতেই গুঞ্জন চলছে, বিচ্ছেদের শোক কাটিয়ে নতুন জীবন শুরু করতে যাচ্ছেন ‘গেম অব থ্রোন্স’ তারকা।
সাত বছর একসঙ্গে ছিলেন জো ও সোফি। গত অক্টোবরে তাঁরা বিচ্ছেদের ঘোষণা দেন।
বিনোদন সংবাদমাধ্যম পেজ সিক্সের প্রতিবেদন অনুযায়ী, ব্রিটেনের এক ধনকুবেরের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন সোফি টার্নার। তাঁর নাম পিয়ারগ্রিন পেরি জন ডিকিনসন পিয়ারসন।
গতকাল মঙ্গলবার রাস্তায় প্রকাশ্যে পিয়ারগ্রিনের সঙ্গে চুম্বনরত অবস্থায় দেখা যায় সোফিকে। দুজনে রাস্তায় দাঁড়িয়ে কথা বলেন কিছুক্ষণ। তাঁদের হাস্যোজ্জ্বল দেখাচ্ছিল।
কথা বলার একপর্যায়ে সোফির টুপি খুলে ঠোঁটে ঠোঁট রাখেন পিয়ারগ্রিন। এই পিয়ারগ্রিন ইংল্যান্ডে ইস্ট সাসেক্সের ধনকুবের। তিনি যে বাড়িটিতে থাকেন, সেটির মূল্য প্রায় ৫০ লাখ পাউন্ড (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬৬ হাজার কোটি টাকা)।
পেজ সিক্সের প্রতিবেদন অনুযায়ী, পিয়ারগ্রিনেরও প্রেম ভেঙেছে কয়েক দিন আজে। ইংল্যান্ডের রাজা চার্লসের ধর্মকন্যার সঙ্গে তাঁর প্রেম ছিল বলে শোনা যায়।
জো-সোফির বিবাহবিচ্ছেদের গুঞ্জন বেশ কয়েক মাস ধরেই চলছিল। বিবাহবিচ্ছেদের কারণ হিসেবে জো জোনাসকেই দুষেছেন সোফি। বিচ্ছেদের পর দুই সন্তানের অভিভাবকত্ব নিয়ে আইনি লড়াই চলছে। দুই সন্তানকে যুক্তরাষ্ট্রে আটকে রাখার অভিযোগ করেছেন সোফি। জোর বিরুদ্ধে আইনি পদক্ষেপও নিয়েছেন।
উল্লেখ্য, বলিউড তারকা প্রিয়াঙ্কা চোপড়ার ভাশুর জো জোনাস। সোফির সঙ্গে প্রিয়াঙ্কার সম্পর্ক বেশ উষ্ণ ছিল বলেই জানা যায়। যদিও বিচ্ছেদের পর তিক্ততার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। সোফি টার্নার ব্রিটিশ। তবে জোর সঙ্গে বিয়ে পর শ্বশুরবাড়ি যুক্তরাষ্ট্রেই থাকতেন। বিচ্ছেদের পর ব্রিটেনে ফিরে এসেছেন।
ওয়েব কনটেন্টের নিয়মিত দর্শক চিত্রাঙ্গদা সিং। এই বলিউড অভিনেত্রীর ওয়াচ লিস্টে রয়েছে সারা বিশ্বের সিনেমা-সিরিজ। বর্তমানে তিনি দেখছেন ‘ল্যান্ডম্যান’। চিত্রাঙ্গদার প্রিয় হয়ে উঠেছে সিরিজটি। অভিনেত্রী জানালেন তাঁর আরও দুই পছন্দের ওয়েব সিরিজের নাম।
৩ ঘণ্টা আগেউত্তরা সেক্টর-৪ এলাকায় নাটক ও চলচ্চিত্রের শুটিং কার্যক্রমে জারি করা নিষেধাজ্ঞা শিগগির শর্ত সাপেক্ষে প্রত্যাহার করা হতে পারে। উত্তরা কল্যাণ সমিতির পক্ষ থেকে এ সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
১২ ঘণ্টা আগেএকজন গর্ভবতী নারীর দীর্ঘপথ পাড়ি দিয়ে বেঁচে থাকার সংগ্রাম, সাতটি দেশের অভিবাসন-পথ পেরিয়ে বেঁচে থাকার গল্প- এটি কোনো কাল্পনিক থ্রিলার নয়, বরং বাস্তবতার ওপর নির্মিত এক সিনেম্যাটিক দলিল। বাংলাদেশি নির্মাতা আজিজুল হাসান সূর্য পরিচালিত আসন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র ‘ফিল্ডস অব ফ্রিডম’ এমন এক গল্প নিয়ে এগিয়ে
১৩ ঘণ্টা আগেঅভিনয়শিল্পীদের নাম দেখে অনেকে হয়তো পরিবার নিয়ে সিরিজটি দেখার কথা ভাববেন। তবে তেমনটা না ভাবাই উত্তম। কারণ, পরিবার নিয়ে দেখতে বসলে আপনাকে পড়তে হবে বিব্রতকর পরিস্থিতিতে। আইস্ক্রিনে মুক্তি পাওয়া ‘পাপ কাহিনী’ ওয়েব সিরিজটি যেন আবার ফিরিয়ে নিয়ে গেল অশ্লীলতার অন্ধকার সময়ে।
১৪ ঘণ্টা আগে