Ajker Patrika

হলিউডের বর্ষীয়ান অভিনেত্রী বারবারা রাশের মৃত্যু

আপডেট : ০১ এপ্রিল ২০২৪, ১৩: ১৭
হলিউডের বর্ষীয়ান অভিনেত্রী বারবারা রাশের মৃত্যু

হলিউডের বর্ষীয়ান অভিনেত্রী বারবারা রাশ মারা গেছেন। ফক্স নিউজ জানিয়েছে, গতকাল রোববার ৯৭ বছর বয়সী এ অভিনেত্রীর মৃত্যু হয়েছে। ফক্স নিউজ ডিজিটালকে এ তথ্য নিশ্চিত করেছেন সংবাদমাধ্যমটির জ্যেষ্ঠ প্রতিবেদক ও অভিনেত্রীর মেয়ে ক্লডিয়া কওয়ান।

ক্লডিয়া কওয়ান বলেন, ‘আমার মমতাময়ী মা আজ (রোববার) সন্ধ্যা ৫টা ২৮ মিনিটে মারা গেছেন। সকালে আমি তাঁর সঙ্গে ছিলাম এবং নিরাপদে বাড়ি ফেরার জন্য তিনি আমার জন্য অপেক্ষা করছিলেন। চলে যাওয়ার জন্য তিনি ইস্টারকে বেছে নিয়েছেন, দিনটি তাঁর খুবই প্রিয় ছিল। অবশ্যই আজ থেকে এই দিনটি আমাদের পরিবারের জন্য আরও গভীর তাৎপর্য বহন করবে।’

বারবারা রাশ ক্যারিয়ারে ‘ম্যাগনিফিসেন্ট অবসেশন’, ‘বিগার দ্যান লাইফ’ ও ‘দ্য ইয়াং ফিলাডেলফিয়ান’র মতো ক্ল্যাসিক সিনেমায় অভিনয় করেছেন। ‘হোয়েন ওয়ার্ল্ডস কোলাইড’ ও ‘ইট ক্যাম ফ্রম আউটার স্পেস’ চলচ্চিত্রের জন্য তিনি সায়েন্স ফিকশনপ্রেমীদের কাছে বিশেষভাবে পরিচিত।

হলিউডে পঞ্চাশ ও ষাটের দশকে দ্যুতি ছড়িয়েছেন তিনিক্যারিয়ারে অনেকগুলো ক্ল্যাসিক ও সুপারহিট সিনেমা উপহার দিলেও রাশকে কখনো অস্কার কিংবা এমি পুরস্কারের জন্য মনোনয়ন করা হয়নি। তবে ১৯৫৪ সালে ইট ক্যাম ফ্রম আউটার স্পেস চলচ্চিত্রের জন্য তাঁকে গোল্ডেন গ্লোব জিতেন তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ইস্পাহানে বাংকার বাস্টার মারেনি যুক্তরাষ্ট্র, অক্ষত ৬০ শতাংশ সমৃদ্ধ ইউরেনিয়াম

বাবুই পাখির কান্না কেউ শুনল না, কেটে ফেলা হলো তালগাছটি

ঢাকার সঙ্গে সম্পর্ক মেরামতে বিশেষজ্ঞদের সঙ্গে ভারতের সংসদীয় কমিটির দীর্ঘ বৈঠক

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা: নান্দাইলে সাবেক এমপি-মন্ত্রীকন্যার বিরুদ্ধে মামলা

গোষ্ঠীস্বার্থে বহু মানুষের স্বপ্ন নষ্ট করেছে এই প্ল্যাটফর্ম: দায়িত্ব ছেড়ে উমামা ফাতেমার পোস্ট

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত