বিনোদন প্রতিবেদক
ঢাকা: পপসম্রাট মাইকেল জ্যাকসন মারা গেছেন ১২ বছর হয়ে গেল। এখনো তাঁকে নিয়ে বিশ্বের অগণিত মানুষের কৌতূহলের শেষ নেই। কারণ, গানের ভুবনে তিনি অনন্য। তবে তিনি ফের আলোচনায় তার এক কালো অধ্যায় নিয়ে। ‘লিভিং নেভারল্যান্ড’ নামক তথ্যচিত্রে ওয়েড রবসনের বিরুদ্ধে যৌন হয়রানির মামলা আলোচনায় এসেছে।
এবার লস এঞ্জেলস আদালত জানিয়ে দিয়েছে মাইকেল জ্যাকসন স্টেটের বিরুদ্ধে ওয়েডের এই মামলা নিতে আর রাজি নয় তারা। সুপিরিয়র কোর্টের বিচারক মার্ক এ ইয়াং তার রায়তে লিখেন, ‘বাদী জ্যাকসনের উপর এখন অব্দি তিনদফা অভিযোগ এনেছেন। কিন্তু এখন অব্দি অভিযোগের পক্ষে তেমন কোনো যুক্তি তিনি দেখাতে পারেননি। বিবাদী এবং বাদীর মধ্যে বিদ্যমান কোনো বিশেষ সম্পর্ক খুঁজে পাওয়া যায়নি। এই মামলার কোনো প্রকার প্রমাণই আনতে পারেননি ওয়েড। তাই আদালত জ্যাকসনের বিরুদ্ধে করা এই অভিযোগটি প্রত্যাখান করছেন।’
মামলার রায়ের পর এক বিবৃতিতে জ্যাকসনের এস্টেটের প্রতিনিধিত্বকারী জোনাথন স্টিনসাপির জানান, ‘এখন পর্যন্ত এই মামলাটির বিচারকার্য ৩ দফায় দুইজন পৃথক বিচারক দ্বারা সম্পন্ন হয়েছে। ওয়েড রবসন গত ৮ বছর ধরে এই মামালাটি নিয়ে আমাদের সময় নষ্ট করেছেন। অবশেষে তার শেষ মামলাটিও আদালত কর্তৃক খারিজ হয়ে গেল।’
এদিকে বাদি ওয়েডের পক্ষ থেকে জানানো হয়, আবারো মামলাটি নিয়ে সুপ্রিম কোর্টের আপিল করবেন তিনি ও তার আইন পরামর্শক।
প্রসঙ্গত, ‘লিভিং নেভারল্যান্ড’ নামে একটি তথ্যচিত্রে ওয়েড রবসন দাবি করেন ১৯৯০ সালে তার বয়স যখন ৭ তখন থেকেই মাইকেল জ্যাকসন তাকে অনেকবার যৌন হয়রানি করেছিলেন। এরপর গণমাধ্যমের কাছে বেশ কয়েকবার জ্যাকসনকে একজন পিডোফাইল বা শিশুদের যৌন নিপীড়নকারী বলেও অভিহিত করেছেন তিনি।
ঢাকা: পপসম্রাট মাইকেল জ্যাকসন মারা গেছেন ১২ বছর হয়ে গেল। এখনো তাঁকে নিয়ে বিশ্বের অগণিত মানুষের কৌতূহলের শেষ নেই। কারণ, গানের ভুবনে তিনি অনন্য। তবে তিনি ফের আলোচনায় তার এক কালো অধ্যায় নিয়ে। ‘লিভিং নেভারল্যান্ড’ নামক তথ্যচিত্রে ওয়েড রবসনের বিরুদ্ধে যৌন হয়রানির মামলা আলোচনায় এসেছে।
এবার লস এঞ্জেলস আদালত জানিয়ে দিয়েছে মাইকেল জ্যাকসন স্টেটের বিরুদ্ধে ওয়েডের এই মামলা নিতে আর রাজি নয় তারা। সুপিরিয়র কোর্টের বিচারক মার্ক এ ইয়াং তার রায়তে লিখেন, ‘বাদী জ্যাকসনের উপর এখন অব্দি তিনদফা অভিযোগ এনেছেন। কিন্তু এখন অব্দি অভিযোগের পক্ষে তেমন কোনো যুক্তি তিনি দেখাতে পারেননি। বিবাদী এবং বাদীর মধ্যে বিদ্যমান কোনো বিশেষ সম্পর্ক খুঁজে পাওয়া যায়নি। এই মামলার কোনো প্রকার প্রমাণই আনতে পারেননি ওয়েড। তাই আদালত জ্যাকসনের বিরুদ্ধে করা এই অভিযোগটি প্রত্যাখান করছেন।’
মামলার রায়ের পর এক বিবৃতিতে জ্যাকসনের এস্টেটের প্রতিনিধিত্বকারী জোনাথন স্টিনসাপির জানান, ‘এখন পর্যন্ত এই মামলাটির বিচারকার্য ৩ দফায় দুইজন পৃথক বিচারক দ্বারা সম্পন্ন হয়েছে। ওয়েড রবসন গত ৮ বছর ধরে এই মামালাটি নিয়ে আমাদের সময় নষ্ট করেছেন। অবশেষে তার শেষ মামলাটিও আদালত কর্তৃক খারিজ হয়ে গেল।’
এদিকে বাদি ওয়েডের পক্ষ থেকে জানানো হয়, আবারো মামলাটি নিয়ে সুপ্রিম কোর্টের আপিল করবেন তিনি ও তার আইন পরামর্শক।
প্রসঙ্গত, ‘লিভিং নেভারল্যান্ড’ নামে একটি তথ্যচিত্রে ওয়েড রবসন দাবি করেন ১৯৯০ সালে তার বয়স যখন ৭ তখন থেকেই মাইকেল জ্যাকসন তাকে অনেকবার যৌন হয়রানি করেছিলেন। এরপর গণমাধ্যমের কাছে বেশ কয়েকবার জ্যাকসনকে একজন পিডোফাইল বা শিশুদের যৌন নিপীড়নকারী বলেও অভিহিত করেছেন তিনি।
মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় স্তব্ধ গোটা দেশ। ২২ জুলাই এক দিনের রাষ্ট্রীয় শোক পালন করা হয়। এই ঘটনায় প্রভাব পড়েছে দেশের শোবিজ অঙ্গনেও। রাষ্ট্রীয় শোক পালনের দিন বন্ধ রাখা হয় সারা দেশের সব সিনেমা হল। এবার পিছিয়ে গেল নাটক ও সিনেমা মুক্তি।
৪৩ মিনিট আগেমনসুন রেভল্যুশনের স্পিরিটকে উপজীব্য করে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে নতুন নাট্য প্রযোজনা নির্মাণের অংশ হিসেবে মঞ্চে আসছে আরও এক নতুন নাটক। নাটকের নাম ‘মুখোমুখি’। নাটকটি মঞ্চে আনছে থিয়েটার ওয়েব নাট্যদল। মুখোমুখির ভাবনা, পরিকল্পনা ও নির্দেশনায় রয়েছেন
১ ঘণ্টা আগেভারতের অডিও প্রযোজনা প্রতিষ্ঠান টি-সিরিজ প্রকাশ করল বাংলাদেশের সংগীতশিল্পী জিসান খান শুভর নতুন গান। গতকাল টি-সিরিজ বাংলা ইউটিউব চ্যানেলে প্রকাশিত গানটির শিরোনাম ‘আজও বলতে পারিনি’। লিখেছেন ইশতিয়াক আহমেদ। সুর ও সংগীত করেছেন ভারতের ডাব্বু ঘোষাল। ভিডিও নির্মাণ করেছেন আদিত্য পাল। এতে মডেল হয়েছেন সূর্য সর
১ ঘণ্টা আগেমাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ভয়াবহ বিমান দুর্ঘটনায় শোকে কাতর পুরো দেশ। এমন মর্মান্তিক ঘটনায় ব্যথিত হয়েছেন জনপ্রিয় চিত্রনায়িকা সিমলাও। আজ বুধবার (২৩ জুলাই) সন্ধ্যায় মহাখালীর রাওয়া কনভেনশন হলে গণমাধ্যমের সামনে কান্নায় ভেঙে পড়েন এই অভিনেত্রী।
১০ ঘণ্টা আগে