হ্যারি পটার তারকা রুপার্ট গ্রিন্ট করের মামলায় ফেঁসেছেন। হ্যারি পটার সিরিজে তিনি রোনাল্ড বিলিয়াস উইজলির চরিত্রে অভিনয় করেছেন। আদালত তাঁকে ১৮ লাখ পাউন্ড (২৭ কোটি ৩০ লাখ টাকার বেশি) কর দেওয়ার নির্দেশ দিয়েছেন।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৯ সালে রুপার্ট গ্রিন্ট এইচএম রেভিনিউ অ্যান্ড কাস্টমসের সঙ্গে একটি আইনি লড়াইয়ে পরাজিত হন। ২০১১–১২ কর বছরের কর বিবরণী নিয়ে তদন্তের পর তাঁকে এই পরিমাণ অর্থ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
৩৬ বছর বয়সী গ্রিন্টের আইনজীবীরা পরে আপিল করেন। তাঁরা দাবি করেন, তাঁদের মক্কেল একটি কোম্পানি থেকে যে অর্থ পেয়েছিলেন, তা সঠিকভাবে মূলধনী সম্পত্তি হিসেবে কর দেওয়া হয়েছে। তবে কর কর্তৃপক্ষ বলে যে, এই পরিমাণ অর্থ উচ্চ হারে কর আদায়যোগ্য। কিন্তু গ্রিন্টের এই যুক্তি খারিজ করে দিয়েছেন ট্রাইব্যুনালের বিচারক।
গ্রিন্ট একটি কোম্পানি থেকে ৪৫ লাখ পাউন্ড পেয়েছিলেন। এই কোম্পানি তাঁর ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করত। তিনি দাবি করেন, এই অর্থ একটি ‘মূলধনী সম্পদ’ এবং তাই এটি মূলধনী মুনাফা করের আওতায় পড়ে।
কিন্তু কর কর্তৃপক্ষ যুক্তি দিয়েছে, এই অর্থ ফি হিসেবে শ্রেণিবদ্ধ হওয়া উচিত। তদন্তের পরে গ্রিন্টকে অতিরিক্ত ১৮ লাখ ১ হাজার ৬০ পাউন্ড কর পরিশোধের নির্দেশ দেওয়া হয়।
স্কাই নিউজের প্রতিবেদন অনুযায়ী, গ্রিন্টের আইনজীবীরা লন্ডনের ফার্স্ট–টায়ার ট্রাইব্যুনালে ২০২২ সালের নভেম্বর এবং ডিসেম্বরে শুনানিতে কর কর্তৃপক্ষের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করেন।
ট্রাইব্যুনালের বিচারক হ্যারিয়েট মর্গানের সিদ্ধান্ত অনুযায়ী, এই অর্থ ‘মূলত গ্রিন্ট তাঁর কাজের পারিশ্রমিক হিসেবে পেয়েছিলেন’ এবং এটি ‘অন্যভাবে আয় হিসেবে দেখানো হয়েছিল’। এর ফলে গ্রিন্টের আপিল খারিজ হয়ে যায়।
২০১৯ সালে গ্রিন্ট কর বিবরণী সংক্রান্ত আরেকটি মামলায় হেরে গিয়েছিলেন। ওই সময় তাঁকে ১০ লাখ পাউন্ড পরিশোধ করতে হয়।
রুপার্ট গ্রিন্ট ২০০১ সালে ১২ বছর বয়সে ‘হ্যারি পটার অ্যান্ড দ্য ফিলোসফারস স্টোন’ চলচ্চিত্রে রোনাল্ড বিলিয়াস উইজলির চরিত্রে অভিনয় করেন। রোনাল্ড উইজলি জে কে রাউলিং–এর হ্যারি পটার সিরিজের একটি জনপ্রিয় চরিত্র। গ্রিন্ট ২০০১ থেকে ২০১১ পর্যন্ত মুক্তি পাওয়া সবকটি হ্যারি পটার সিনেমায় এই চরিত্রে অভিনয় করেন।
হ্যারি পটার সিরিজের পর গ্রিন্ট ‘ইনটু দ্য হোয়াইট’ এবং ‘নক অ্যাট দ্য ক্যাবিন’–এর মতো সিনেমায় অভিনয় করেন। তিনি টিভি এবং থিয়েটারেও কাজ করেছেন। গত চার বছর ধরে তিনি অ্যাপল টিভির সিরিজ ‘সার্ভেন্ট’–এ অভিনয় করছেন।
হ্যারি পটার তারকা রুপার্ট গ্রিন্ট করের মামলায় ফেঁসেছেন। হ্যারি পটার সিরিজে তিনি রোনাল্ড বিলিয়াস উইজলির চরিত্রে অভিনয় করেছেন। আদালত তাঁকে ১৮ লাখ পাউন্ড (২৭ কোটি ৩০ লাখ টাকার বেশি) কর দেওয়ার নির্দেশ দিয়েছেন।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৯ সালে রুপার্ট গ্রিন্ট এইচএম রেভিনিউ অ্যান্ড কাস্টমসের সঙ্গে একটি আইনি লড়াইয়ে পরাজিত হন। ২০১১–১২ কর বছরের কর বিবরণী নিয়ে তদন্তের পর তাঁকে এই পরিমাণ অর্থ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
৩৬ বছর বয়সী গ্রিন্টের আইনজীবীরা পরে আপিল করেন। তাঁরা দাবি করেন, তাঁদের মক্কেল একটি কোম্পানি থেকে যে অর্থ পেয়েছিলেন, তা সঠিকভাবে মূলধনী সম্পত্তি হিসেবে কর দেওয়া হয়েছে। তবে কর কর্তৃপক্ষ বলে যে, এই পরিমাণ অর্থ উচ্চ হারে কর আদায়যোগ্য। কিন্তু গ্রিন্টের এই যুক্তি খারিজ করে দিয়েছেন ট্রাইব্যুনালের বিচারক।
গ্রিন্ট একটি কোম্পানি থেকে ৪৫ লাখ পাউন্ড পেয়েছিলেন। এই কোম্পানি তাঁর ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করত। তিনি দাবি করেন, এই অর্থ একটি ‘মূলধনী সম্পদ’ এবং তাই এটি মূলধনী মুনাফা করের আওতায় পড়ে।
কিন্তু কর কর্তৃপক্ষ যুক্তি দিয়েছে, এই অর্থ ফি হিসেবে শ্রেণিবদ্ধ হওয়া উচিত। তদন্তের পরে গ্রিন্টকে অতিরিক্ত ১৮ লাখ ১ হাজার ৬০ পাউন্ড কর পরিশোধের নির্দেশ দেওয়া হয়।
স্কাই নিউজের প্রতিবেদন অনুযায়ী, গ্রিন্টের আইনজীবীরা লন্ডনের ফার্স্ট–টায়ার ট্রাইব্যুনালে ২০২২ সালের নভেম্বর এবং ডিসেম্বরে শুনানিতে কর কর্তৃপক্ষের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করেন।
ট্রাইব্যুনালের বিচারক হ্যারিয়েট মর্গানের সিদ্ধান্ত অনুযায়ী, এই অর্থ ‘মূলত গ্রিন্ট তাঁর কাজের পারিশ্রমিক হিসেবে পেয়েছিলেন’ এবং এটি ‘অন্যভাবে আয় হিসেবে দেখানো হয়েছিল’। এর ফলে গ্রিন্টের আপিল খারিজ হয়ে যায়।
২০১৯ সালে গ্রিন্ট কর বিবরণী সংক্রান্ত আরেকটি মামলায় হেরে গিয়েছিলেন। ওই সময় তাঁকে ১০ লাখ পাউন্ড পরিশোধ করতে হয়।
রুপার্ট গ্রিন্ট ২০০১ সালে ১২ বছর বয়সে ‘হ্যারি পটার অ্যান্ড দ্য ফিলোসফারস স্টোন’ চলচ্চিত্রে রোনাল্ড বিলিয়াস উইজলির চরিত্রে অভিনয় করেন। রোনাল্ড উইজলি জে কে রাউলিং–এর হ্যারি পটার সিরিজের একটি জনপ্রিয় চরিত্র। গ্রিন্ট ২০০১ থেকে ২০১১ পর্যন্ত মুক্তি পাওয়া সবকটি হ্যারি পটার সিনেমায় এই চরিত্রে অভিনয় করেন।
হ্যারি পটার সিরিজের পর গ্রিন্ট ‘ইনটু দ্য হোয়াইট’ এবং ‘নক অ্যাট দ্য ক্যাবিন’–এর মতো সিনেমায় অভিনয় করেন। তিনি টিভি এবং থিয়েটারেও কাজ করেছেন। গত চার বছর ধরে তিনি অ্যাপল টিভির সিরিজ ‘সার্ভেন্ট’–এ অভিনয় করছেন।
ওয়েব কনটেন্টের নিয়মিত দর্শক চিত্রাঙ্গদা সিং। এই বলিউড অভিনেত্রীর ওয়াচ লিস্টে রয়েছে সারা বিশ্বের সিনেমা-সিরিজ। বর্তমানে তিনি দেখছেন ‘ল্যান্ডম্যান’। চিত্রাঙ্গদার প্রিয় হয়ে উঠেছে সিরিজটি। অভিনেত্রী জানালেন তাঁর আরও দুই পছন্দের ওয়েব সিরিজের নাম।
৪ ঘণ্টা আগেউত্তরা সেক্টর-৪ এলাকায় নাটক ও চলচ্চিত্রের শুটিং কার্যক্রমে জারি করা নিষেধাজ্ঞা শিগগির শর্ত সাপেক্ষে প্রত্যাহার করা হতে পারে। উত্তরা কল্যাণ সমিতির পক্ষ থেকে এ সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
১৩ ঘণ্টা আগেএকজন গর্ভবতী নারীর দীর্ঘপথ পাড়ি দিয়ে বেঁচে থাকার সংগ্রাম, সাতটি দেশের অভিবাসন-পথ পেরিয়ে বেঁচে থাকার গল্প- এটি কোনো কাল্পনিক থ্রিলার নয়, বরং বাস্তবতার ওপর নির্মিত এক সিনেম্যাটিক দলিল। বাংলাদেশি নির্মাতা আজিজুল হাসান সূর্য পরিচালিত আসন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র ‘ফিল্ডস অব ফ্রিডম’ এমন এক গল্প নিয়ে এগিয়ে
১৩ ঘণ্টা আগেঅভিনয়শিল্পীদের নাম দেখে অনেকে হয়তো পরিবার নিয়ে সিরিজটি দেখার কথা ভাববেন। তবে তেমনটা না ভাবাই উত্তম। কারণ, পরিবার নিয়ে দেখতে বসলে আপনাকে পড়তে হবে বিব্রতকর পরিস্থিতিতে। আইস্ক্রিনে মুক্তি পাওয়া ‘পাপ কাহিনী’ ওয়েব সিরিজটি যেন আবার ফিরিয়ে নিয়ে গেল অশ্লীলতার অন্ধকার সময়ে।
১৫ ঘণ্টা আগে