Ajker Patrika

‘জোকার ২’ ছবিতে হোয়াকিন ফিনিক্সের সঙ্গে লেডি গাগা

আপডেট : ২৪ মার্চ ২০২৪, ১২: ১৭
‘জোকার ২’ ছবিতে হোয়াকিন ফিনিক্সের সঙ্গে লেডি গাগা

সিক্যুয়েল আসতে চলেছে ‘জোকার’-এর। এতে মুখ্য চরিত্রে আবারও দেখা যাবে হোয়াকিন ফিনিক্সকে। যদিও এ খবর অনেক পুরোনো। তবে ভক্তদের জন্য দারুণ খবর। ভ্যারাইটি জানিয়েছে, বিশ্বখ্যাত মার্কিন গায়িকা লেডি গাগাও অভিনয় করছেন সিনেমাটিতে। হার্লে কুইনের চরিত্রটিতে দেখা যাবে তাঁকে।

গত ভালোবাসা দিবসে সিনেমাটির পোস্টার প্রকাশ্যে আসার পরই জল্পনার শুরু। আর এবার সিনেমাটি নিয়ে বেশ কিছু নতুন তথ্য ভক্তদের উন্মাদনা বাড়িয়েছে।

ভ্যারাইটি জানিয়েছে, মিউজিক্যাল থ্রিলারটির বাজেট ২০০ মিলিয়ন ডলার। ১৫টা পরিচিত গানকে নতুনভাবে পরিবেশন করা হবে এতে। এর সঙ্গে কিছু অরিজিনাল গানও থাকবে বলে শোনা যাচ্ছে। পুরোনো গানের পাশাপাশি নতুন গান থাকবে। তবে পুরোটাই এখনো মিস্ট্রি। কারণ এ বিষয়ে কেউ মুখ খুলতে চাইছেন না।

অ্যাকাডেমি পুরস্কার বিজয়ী কম্পোজার হিলডুর গানেডটেয়ার সিনেমাটির মিউজিক কম্পোজ করতে পারেন। তবে নির্মাতাদের এ নিয়ে প্রশ্ন করা হলে তাঁরা বিষয়টি এড়িয়ে গেছেন। কোনো জবাব দিতে অস্বীকার করেছেন।

হোয়াকিন ফিনিক্স ও লেডি গাগাযেখানে ‘জোকার’-এর প্রথম ভাগ শেষ হয়েছিল, সেখান থেকেই শুরু হবে এর সিক্যুয়েল। লেডি গাগা আর হোয়াকিন ফিনিক্স ছাড়া সিনেমাটিতে আরও দেখা যাবে—জ্যাজি বিটজ, ক্যাথরিন কিনা, ব্রেন্ডান গ্লিসনকে। এর চিত্রনাট্য লিখেছেন ফিলিপস আর স্কট সিলভার।

২০১৯ সালে মুক্তি পাওয়া ‘জোকার’ সিনেমায় ‘আর্থার ফ্লেক’ নামের এক ব্যর্থ কমেডিয়ানের চরিত্রে অভিনয় করে সেরা অভিনেতার অ্যাকাডেমিক অ্যাওয়ার্ড জিতে নেন ফিনিক্স। ওই সিনেমায় গোথাম শহরে হঠাৎ করে উঠে আসা এক কমেডিয়ান একের পর এক অপরাধের সঙ্গে জড়িয়ে যান। ‘জোকার’ চরিত্রটির মাধ্যমে তুলে ধরা হয় সমাজের নিপীড়িত মানুষের যন্ত্রণা।

শোনা যাচ্ছে, সিনেমাটি মুক্তি পাচ্ছে ৪ অক্টোবর। তবে নির্মাতাদের পক্ষ থেকে কোনো বিবৃতি পাওয়া যায়নি এ বিষয়ে। তবে যতক্ষণ না কোনো কিছুর ঘোষণা আসছে, জল্পনার ওপর ভর করেই চলতে হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

বৃদ্ধের চার বিয়ে, থানায় স্বরাষ্ট্র উপদেষ্টার জেরার মুখে হাসির রোল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত