Ajker Patrika

জীবন বদলে দেওয়া চার্লি চ্যাপলিনের কিছু কথা

আপডেট : ২৫ ডিসেম্বর ২০২৩, ১৫: ২৭
জীবন বদলে দেওয়া চার্লি চ্যাপলিনের কিছু কথা

পরনে জরাজীর্ণ কোট-টাই, ঢিলেঢালা মলিন প্যান্টের সঙ্গে মাথায় কালো রঙের ডার্বি হ্যাট, হাতে ছড়ি, পায়ে পুরোনো এক জোড়া বুট আর ঠোঁটের ওপর খাটো অথচ প্রশস্ত একটুখানি টুথব্রাশ গোঁফ–এই লোকটা আর কেউ নন, সকলের প্রিয় মূকাভিনেতা চার্লি চ্যাপলিন। এক শতাব্দী পূর্বে তাঁর অমর কাজগুলো আজকের দিনেও আমাদের বিনোদনের খোরাক জোগায়। আজ ইতিহাসের জনপ্রিয় চলচ্চিত্র ব্যক্তিত্ব চার্লি চ্যাপলিনের ৫৬তম মৃত্যুদিন।

চার্লি চ্যাপলিনের শৈশব কেটেছে চরম অভাব-অনটন ও নিদারুণ কষ্টের মাঝে। ১২ বছর বয়স পূর্ণ হওয়ার পূর্বেই তিনি যেসব অভিজ্ঞতার মধ্য দিয়ে গিয়েছিলেন, অনেক মানুষকে পুরো জীবদ্দশাতেও সেসব অভিজ্ঞতার মুখোমুখি হতে হয় না। তাই তাঁর জীবনদর্শনে উঠে এসেছে বেশ কিছু উক্তি। চ্যাপলিনের জীবন বদলে দেওয়া কিছু কথা—

আয়না হচ্ছে আমার সবচেয়ে ভালো বন্ধু, কারণ যখন আমি কাঁদি সে তখন হাসে না।

চার্লি চ্যাপলিন। ছবি: সংগৃহীতহাসি হলো ওষুধ, যা দুঃখ থেকে মুক্তি দেয়।

চার্লি চ্যাপলিন। ছবি: সংগৃহীতহাসি ছাড়া একটি দিন মানে সেই দিনটা নষ্ট।

চার্লি চ্যাপলিন। ছবি: সংগৃহীতএই পৃথিবীতে কিছুই স্থায়ী নয়, এমনকি আমাদের সমস্যাগুলোও না।

চার্লি চ্যাপলিন। ছবি: সংগৃহীতআমি বৃষ্টিতে হাঁটি যাতে কেউ আমার অশ্রু দেখতে না পায়।

চার্লি চ্যাপলিন। ছবি: সংগৃহীতকাছ থেকে দেখলে জীবন হচ্ছে ট্র্যাজেডি, কিন্তু দূর থেকে দেখলে সেটা কমেডি।

চার্লি চ্যাপলিন। ছবি: সংগৃহীততুমি কিসের অর্থ খোঁজো? জীবন হলো একটা আকাঙ্ক্ষা, কোনো অর্থ নয়।

চার্লি চ্যাপলিন। ছবি: সংগৃহীতযেদিন আমি ভালো কোনো কাজ করি সেটাই আমার সবচেয়ে সুখের দিন।

চার্লি চ্যাপলিন। ছবি: সংগৃহীতসব সত্যের মধ্যেই মিথ্যার একটা বীজ রয়েছে।

চার্লি চ্যাপলিনের জীবনী থেকে আমরা একাগ্রতা, নিষ্ঠা ও অধ্যবসায়ের শিক্ষা পাই। প্রাচুর্য ও সফলতার শীর্ষে আরোহণ করেও তিনি তাঁর শৈশবের স্মৃতিকে ভুলে যাননি। এ জন্য প্রচুর অর্থবিত্তের মাঝে থেকেও তিনি বিলাসিতায় গা ভাসিয়ে দেননি। হাজার প্রতিকূলতার মধ্যেও তিনি হাল ছেড়ে দেননি, জীবনকে তিনি ইতিবাচকভাবে নিয়েছেন, বেঁচে থাকার স্বপ্ন দেখেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত