Ajker Patrika

মুক্তির ১৭ দিনেই বিলিয়ন ডলার ছাড়াল ‘বার্বি’

বিনোদন ডেস্ক
আপডেট : ০৭ আগস্ট ২০২৩, ১১: ৪২
Thumbnail image

মুক্তির ১৭ দিনেই বিশ্বজুড়ে বিলিয়ন ডলার আয় ছাড়াল ওয়ার্নার ব্রাদার্সের সিনেমা ‘বার্বি’র। এখন পর্যন্ত সিনেমাটির মোট আয় ১.০৩ বিলিয়ন ডলার। ‘বার্বি’ বক্স অফিসে ১ বিলিয়ন ডলারের মাইলফলক ছুঁতেই রেকর্ড গড়ে ফেললেন পরিচালক গ্রেটা গেরউইগ। তিনিই প্রথম মহিলা পরিচালক যার সিনেমা ১ বিলিয়ন ডলারের গণ্ডি ছুঁল।

বার্বেনহাইমারের ক্রেজের মধ্যে ‘বার্বি’র সাফল্য হয়তো প্রত্যাশিত ছিল। তবে এত দ্রুত বক্স অফিসে এই সাফল্য কারও ধারণাতেও ছিল না।

কমস্কোরের সিনিয়র মিডিয়া অ্যানালিস্ট পল ডারগারাবেডিয়ান এই প্রসঙ্গে বলেন, ‘আমি ৩০ বছর ধরে এই পেশায় আছি। বার্বি বলুন বা বার্বেনহাইমার এই ট্রেন্ড বা ক্রেজটা একেবারেই অপ্রত্যাশিত এবং অকল্পিত ছিল।’ তাঁর মতে অতীতে কম-বেশি মাত্র ৫০টির মতো সিনেমা মূল্যস্ফীতির কারণে ১ বিলিয়ন ডলারের গণ্ডি ছুঁতে পেরেছে।

‘বার্বি’ সিনেমার বিপণনের দায়িত্বে ছিল ওয়ার্নার ব্রোস। তারা মনে করছে বিশ্বজুড়ে এই সিনেমার এই বিপুল সাফল্যের নেপথ্যে রয়েছে কিছু বড় মার্কেটে এই ছবিটিকে ঘিরে উন্মাদনা। এর মধ্যে যুক্তরাজ্য, মেক্সিকো এবং অস্ট্রেলিয়ার বক্স অফিসে সব থেকে বেশি ব্যবসা করেছে সিনেমাটি।

‘বার্বি সিনেমার দৃশ্যে মার্গট রোবি ও রায়ান গসলিংবিশ্বের দ্বিতীয় সব থেকে বড় বাজার চীনেও এই সিনেমা অপ্রত্যাশিতভাবে দারুণ ব্যবসা করেছে। ‘ট্রান্সফর্মারস’, ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’, মার্ভেলের সুপারহিরো মুভির দারুণ চাহিদা আছে চীনে।

সেন্টার ফর চাইনিজ স্টাডিজের ডিরেক্টর মাইকেল বেরি মনে করেন ‘বার্বি’র সেখানে এত সাড়া পাওয়ার কারণ হচ্ছে খেলনা হিসেবে চীনে এর জনপ্রিয়তা অনেক বেশি।

‘বার্বি’ সিনেমায় অভিনয় করেছেন হলিউডের নামী তারকারা। কেন্দ্রীয় চরিত্র বার্বি ও কেইন হিসেবে দেখা গেছে মার্গট রোবি ও রায়ান গসলিংকে। মার্কিন পপ তারকা ডুয়া লিপা ‘মারমেইড বার্বি’ চরিত্রে অভিনয় করেছেন। এ ছাড়া আরও রয়েছেন নিকোলা কফলান, আনা ক্রুজ কেইন, এমা ম্যাকি, মারেল্ড ফেনেল, স্কট ইভান্স, কিংসলে বেন-আডির, কেইট ম্যাককেনন, মাইকেল সেরা, আমেরিকা ফেরেরা প্রমুখ। সিনেমায় ধারা বর্ণনা শোনা যাবে ডেম হেলেন মিরেনের কণ্ঠে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত