কয়েক দিন ধরেই গুঞ্জন ছড়িয়েছে ডেট করছেন হলিউড অভিনেতা টম ক্রুজ ও পপ তারকা শাকিরা। এবারের মিয়ামি ফর্মুলা ওয়ান গ্র্যান্ড প্রিক্সে তাঁদের সর্বশেষ একসঙ্গে দেখার পর থেকে গুঞ্জনের শুরু। সংবাদমাধ্যমে শোনা যাচ্ছে, ডেটিং করছেন এ দুই তারকা। গুঞ্জনের বিষয়ে এবার মন্তব্য করেছেন শাকিরা। গায়িকা জানিয়েছেন বিষয়টি হাস্যকর। শাকিরার বরাত দিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম ইউএস ম্যাগাজিন।
অনলাইনের এই গুজব প্রসঙ্গে শাকিরা বলেন, ‘এটি হাস্যকর। কারণ, বিষয়টি সত্য নয়।’
সম্প্রতি যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম পেজ সিক্সে জানিয়েছিল, টম ক্রুজ শাকিরার সঙ্গে ডেটিংয়ে আগ্রহী।
এ ছাড়া পেজ সিক্স আরও জানায়, গত রোববার দক্ষিণ ফ্লোরিডায় অটো রেসিং ইভেন্ট শেষে টম ক্রুজ শাকিরাকে ফুলও পাঠিয়েছিলেন। এই জুটিকে সেখানে বেশ হাস্যোজ্জ্বল দেখা গেছে।
প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, ক্রুজ ও শাকিরা দীর্ঘদিন ধরেই বন্ধুত্ব বজায় রেখেছেন। এমনকি শাকিরার সাবেক প্রেমিক পিকের সঙ্গে বিচ্ছেদের পর গায়িকাকে সমর্থনও করেছিলেন টম ক্রুজ।
সম্প্রতি ১২ বছরের প্রেমিক জেরার্ড পিকের সঙ্গে বিচ্ছেদ হয়েছে শাকিরার। এই জুটির দুটি সন্তান রয়েছে। ১০ বছর বয়সী মিলান এবং আট বছর বয়সী সাশা। অপর দিকে ক্রুজ তিন সন্তানের পিতা। সাবেক স্ত্রী নিকোল কিডম্যানের সঙ্গে দুই সন্তান, যাদের নাম ইসাবেলা ও কনর এবং অপর সাবেক স্ত্রী কেটি হোমসের সঙ্গে এক সন্তান, যার নাম সুরি।
কয়েক দিন ধরেই গুঞ্জন ছড়িয়েছে ডেট করছেন হলিউড অভিনেতা টম ক্রুজ ও পপ তারকা শাকিরা। এবারের মিয়ামি ফর্মুলা ওয়ান গ্র্যান্ড প্রিক্সে তাঁদের সর্বশেষ একসঙ্গে দেখার পর থেকে গুঞ্জনের শুরু। সংবাদমাধ্যমে শোনা যাচ্ছে, ডেটিং করছেন এ দুই তারকা। গুঞ্জনের বিষয়ে এবার মন্তব্য করেছেন শাকিরা। গায়িকা জানিয়েছেন বিষয়টি হাস্যকর। শাকিরার বরাত দিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম ইউএস ম্যাগাজিন।
অনলাইনের এই গুজব প্রসঙ্গে শাকিরা বলেন, ‘এটি হাস্যকর। কারণ, বিষয়টি সত্য নয়।’
সম্প্রতি যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম পেজ সিক্সে জানিয়েছিল, টম ক্রুজ শাকিরার সঙ্গে ডেটিংয়ে আগ্রহী।
এ ছাড়া পেজ সিক্স আরও জানায়, গত রোববার দক্ষিণ ফ্লোরিডায় অটো রেসিং ইভেন্ট শেষে টম ক্রুজ শাকিরাকে ফুলও পাঠিয়েছিলেন। এই জুটিকে সেখানে বেশ হাস্যোজ্জ্বল দেখা গেছে।
প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, ক্রুজ ও শাকিরা দীর্ঘদিন ধরেই বন্ধুত্ব বজায় রেখেছেন। এমনকি শাকিরার সাবেক প্রেমিক পিকের সঙ্গে বিচ্ছেদের পর গায়িকাকে সমর্থনও করেছিলেন টম ক্রুজ।
সম্প্রতি ১২ বছরের প্রেমিক জেরার্ড পিকের সঙ্গে বিচ্ছেদ হয়েছে শাকিরার। এই জুটির দুটি সন্তান রয়েছে। ১০ বছর বয়সী মিলান এবং আট বছর বয়সী সাশা। অপর দিকে ক্রুজ তিন সন্তানের পিতা। সাবেক স্ত্রী নিকোল কিডম্যানের সঙ্গে দুই সন্তান, যাদের নাম ইসাবেলা ও কনর এবং অপর সাবেক স্ত্রী কেটি হোমসের সঙ্গে এক সন্তান, যার নাম সুরি।
শুটিং বন্ধের নির্দেশনার জন্য প্রতিবাদ জানিয়েছেন অভিনয়শিল্পী সংঘের সাবেক সভাপতি আহসান হাবিব নাসিম। পাশাপাশি তিনি জানান আবাসিক এলাকায় বন্ধ করতে হবে শুটিং। পরামর্শ দেন বাণিজ্যিক শুটিং জোন গড়ে তোলার।
৩ ঘণ্টা আগেএসব ওটিটি প্ল্যাটফর্মের অনেক কনটেন্টে যৌন ইঙ্গিতসূচক বিষয় দেখানো হয়েছে। অনেকক্ষেত্রে সরাসরি যৌন দৃশ্যও প্রচারিত হয়েছে। অশ্লীলতা ছড়িয়ে দর্শক টানাই এদের প্রধান উদ্দেশ্য। তাই এসব ওটিটি প্ল্যাটফর্ম নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
৪ ঘণ্টা আগেপ্রথমবারের মতো বাংলা সিনেমায় কাজ করতে চলেছেন ‘থ্রি ইডিয়টস’খ্যাত বলিউড অভিনেতা শরমন জোশী। একই সিনেমায় তাঁর সঙ্গে দেখা যাবে খায়রুল বাসার ও তানজিন তিশাকে। এই সিনেমার জন্য বাংলা ভাষা শিখছেন শরমন।
৮ ঘণ্টা আগেএবার সিনেমা হলের ব্যবসাতেও নেমে পড়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। পশ্চিমবঙ্গে ১০০টি সিনেমা হল তৈরি হচ্ছে তাঁর উদ্যোগে। বেশি দর্শক নয়, ৪০-৫০ জন ধারণক্ষমতাসম্পন্ন হল বানাচ্ছেন তিনি।
৯ ঘণ্টা আগে