আট বছর আগে নিউইয়র্কের জনপ্রিয় এক রেস্তোরাঁয় যৌন নিপীড়নের অভিযোগে অস্কার বিজয়ী হলিউড অভিনেতা জেমি ফক্সের বিরুদ্ধে মামলা করেছেন এক নারী। গত সোমবার নিউইয়র্ক অঙ্গরাজ্যের বিচারিক আদালতে মামলা দায়ের হয় বলে বিবিসি জানিয়েছে।
ওই নারীর অভিযোগ, ২০১৫ সালের ২৭ আগস্ট রাতে ক্যাচ এনওয়াইসি নামের ছাদখোলা রেস্তোরাঁয় জেমি ফক্সের সঙ্গে তিনি ছবি তুলতে চাইলে তিনি জোর করে তাঁর বুকে ও যৌনাঙ্গে হাত দেন। ঘটনার সময় ফক্সকে ‘নেশাগ্রস্ত’ মনে হয়েছিল।
ওই নারীকে উদ্ধৃত করে বিনোদন ম্যাগাজিন ভ্যারাইটির প্রতিবেদনে বলা হয়, রাত ১টার দিকে এক বন্ধুকে নিয়ে তিনি রেস্তোরাঁটিতে বসে ছিলেন। পাশের টেবিলে বসে ছিলেন জেমি ফক্স। ছবি তোলার অনুরোধ পেয়ে ফক্স তাদের টেবিলের কাছে আসেন এবং বেশ কয়েকটি ছবিও তোলেন।
মামলার বাদী বলছেন, ফক্স তাঁকে বলেছিল ‘বাহ, তোমার তো সুপার মডেলের মতো চেহারা এবং তুমি দেখতেও খুব ভালো।’ এরপর জেমি ফক্স তাঁকে ক্যাচ এনওয়াইসি রুফটপ লাউঞ্জের পেছনের দিকে টেনে নিয়ে যান। তাঁর বুকসহ শরীরের বিভিন্ন অংশে হাত দেন।
একজন নিরাপত্তারক্ষী এই ঘটনার সাক্ষী হলেও তিনি তাঁকে বাঁচাতে এগিয়ে আসেননি বলে মামলায় দাবি করা হয়। একপর্যায়ে তাঁর বন্ধু এলে জেমি ফক্স তাঁকে ছেড়ে দেন। ওই ঘটনার পর থেকে মানসিক যন্ত্রণা, উদ্বেগ, অপমান, শারীরিক যন্ত্রণায় ভুগছেন বলে তাঁর দাবি। তাই তিনি ক্ষতিপূরণ দাবি করছেন।
তবে জেমি ফক্সের পক্ষ থেকে এখনো পর্যন্ত এই অভিযোগের কোনো রকম জবাব দেননি। ৫৫ বছর বয়সী এই অভিনেতার প্রকৃত নাম এরিক মারলন বিশপ। ১৯৯১ সালে ‘সিটকম ইন লিভিং কালারে’ যোগদানের আগে স্ট্যান্ডআপ কমেডিয়ান হিসাবে ক্যারিয়ার শুরু করেছিলেন। ১৯৯৬ সালে, তিনি তাঁর নিজের ‘সিটকম দ্য জেমি ফক্স শো’র জন্য জনপ্রিয় হয়ে ওঠেন।
২০০৪ সালের বায়োপিক ‘রে’তে রে চার্লসের চরিত্রে অভিনয়ের জন্য সেরা অভিনেতা হিসেবে অস্কারও জেতেন তিনি। ‘কোলাটারাল’, ‘ড্রিমগার্লস’, ‘দ্য কিংডম’, ‘জ্যাঙ্গো আনচেইনড’ এবং ‘দ্য অ্যামেজিং স্পাইডার-ম্যান ২’-এর মতো সিনেমাতেও অভিনয় করেছেন ফক্স।
আট বছর আগে নিউইয়র্কের জনপ্রিয় এক রেস্তোরাঁয় যৌন নিপীড়নের অভিযোগে অস্কার বিজয়ী হলিউড অভিনেতা জেমি ফক্সের বিরুদ্ধে মামলা করেছেন এক নারী। গত সোমবার নিউইয়র্ক অঙ্গরাজ্যের বিচারিক আদালতে মামলা দায়ের হয় বলে বিবিসি জানিয়েছে।
ওই নারীর অভিযোগ, ২০১৫ সালের ২৭ আগস্ট রাতে ক্যাচ এনওয়াইসি নামের ছাদখোলা রেস্তোরাঁয় জেমি ফক্সের সঙ্গে তিনি ছবি তুলতে চাইলে তিনি জোর করে তাঁর বুকে ও যৌনাঙ্গে হাত দেন। ঘটনার সময় ফক্সকে ‘নেশাগ্রস্ত’ মনে হয়েছিল।
ওই নারীকে উদ্ধৃত করে বিনোদন ম্যাগাজিন ভ্যারাইটির প্রতিবেদনে বলা হয়, রাত ১টার দিকে এক বন্ধুকে নিয়ে তিনি রেস্তোরাঁটিতে বসে ছিলেন। পাশের টেবিলে বসে ছিলেন জেমি ফক্স। ছবি তোলার অনুরোধ পেয়ে ফক্স তাদের টেবিলের কাছে আসেন এবং বেশ কয়েকটি ছবিও তোলেন।
মামলার বাদী বলছেন, ফক্স তাঁকে বলেছিল ‘বাহ, তোমার তো সুপার মডেলের মতো চেহারা এবং তুমি দেখতেও খুব ভালো।’ এরপর জেমি ফক্স তাঁকে ক্যাচ এনওয়াইসি রুফটপ লাউঞ্জের পেছনের দিকে টেনে নিয়ে যান। তাঁর বুকসহ শরীরের বিভিন্ন অংশে হাত দেন।
একজন নিরাপত্তারক্ষী এই ঘটনার সাক্ষী হলেও তিনি তাঁকে বাঁচাতে এগিয়ে আসেননি বলে মামলায় দাবি করা হয়। একপর্যায়ে তাঁর বন্ধু এলে জেমি ফক্স তাঁকে ছেড়ে দেন। ওই ঘটনার পর থেকে মানসিক যন্ত্রণা, উদ্বেগ, অপমান, শারীরিক যন্ত্রণায় ভুগছেন বলে তাঁর দাবি। তাই তিনি ক্ষতিপূরণ দাবি করছেন।
তবে জেমি ফক্সের পক্ষ থেকে এখনো পর্যন্ত এই অভিযোগের কোনো রকম জবাব দেননি। ৫৫ বছর বয়সী এই অভিনেতার প্রকৃত নাম এরিক মারলন বিশপ। ১৯৯১ সালে ‘সিটকম ইন লিভিং কালারে’ যোগদানের আগে স্ট্যান্ডআপ কমেডিয়ান হিসাবে ক্যারিয়ার শুরু করেছিলেন। ১৯৯৬ সালে, তিনি তাঁর নিজের ‘সিটকম দ্য জেমি ফক্স শো’র জন্য জনপ্রিয় হয়ে ওঠেন।
২০০৪ সালের বায়োপিক ‘রে’তে রে চার্লসের চরিত্রে অভিনয়ের জন্য সেরা অভিনেতা হিসেবে অস্কারও জেতেন তিনি। ‘কোলাটারাল’, ‘ড্রিমগার্লস’, ‘দ্য কিংডম’, ‘জ্যাঙ্গো আনচেইনড’ এবং ‘দ্য অ্যামেজিং স্পাইডার-ম্যান ২’-এর মতো সিনেমাতেও অভিনয় করেছেন ফক্স।
সৌদি আরবের প্রথম দিকের কয়েকজন নারী র্যাপারের একজন জারা। সংগীতশিল্পী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে সৌদির সীমানা পেরিয়ে তিনি এখন সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে থাকছেন। আরবি, ইংরেজির পাশাপাশি সুইডিশ ভাষাতেও সাবলীল এই তরুণী। জানান, আরও একটি ভাষা শেখার ইচ্ছা আছে তাঁর। সম্প্রতি প্রকাশিত হয়েছে তাঁর গান...
১১ ঘণ্টা আগেবিজ্ঞাপন, মিউজিক ভিডিও ও নাচের মঞ্চে মামনুন ইমন ও প্রার্থনা ফারদিন দীঘি জুটি হয়েছিলেন আগে। এবার এই জুটিকে প্রথমবারের মতো দেখা যাবে বড় পর্দায়। সরকারি অনুদানের ‘দেনাপাওনা’ সিনেমায় অভিনয় করবেন তাঁরা।
১৭ ঘণ্টা আগেঅত ভালো ছাত্র ছিলেন না সুরিয়া। টেনেটুনে পাস করতেন। ফেল ছিল তাঁর নিত্যসঙ্গী। সেই গড়পড়তা ছাত্র এখন হাজারো শিক্ষার্থীর ভরসা। ২০০৬ সালে তামিল এই অভিনেতা গড়ে তোলেন আগারাম ফাউন্ডেশন নামের একটি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি থেকে তামিলনাড়ুর প্রত্যন্ত অঞ্চলের পিছিয়ে পড়া শিক্ষার্থীদের জন্য কাজ করেন তি
১৭ ঘণ্টা আগেএকসময় টিভি নাটকে ছিল পারিবারিক গল্পের রাজত্ব। মাঝে প্রেম আর কমেডি গল্পের ভিড়ে হারিয়ে যেতে বসেছিল এই ধরনের নাটক। সংখ্যায় কম হলেও সম্প্রতি আবার ফিরছে পারিবারিক গল্পের নাটক। গত বছরের শেষ দিকে কে এম সোহাগ রানা শুরু করেন ‘দেনা পাওনা’ নামের ধারাবাহিকের কাজ। শুরুতে ইউটিউবে ৮ পর্বের মিনি সিরিজ হিসেবে পরিকল্
১৭ ঘণ্টা আগে