Ajker Patrika

অস্কার বিজয়ী হলিউড অভিনেতা জেমি ফক্সের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ

আপডেট : ২৩ নভেম্বর ২০২৩, ১৪: ১২
অস্কার বিজয়ী হলিউড অভিনেতা জেমি ফক্সের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ

আট বছর আগে নিউইয়র্কের জনপ্রিয় এক রেস্তোরাঁয় যৌন নিপীড়নের অভিযোগে অস্কার বিজয়ী হলিউড অভিনেতা জেমি ফক্সের বিরুদ্ধে মামলা করেছেন এক নারী। গত সোমবার নিউইয়র্ক অঙ্গরাজ্যের বিচারিক আদালতে মামলা দায়ের হয় বলে বিবিসি জানিয়েছে।

ওই নারীর অভিযোগ, ২০১৫ সালের ২৭ আগস্ট রাতে ক্যাচ এনওয়াইসি নামের ছাদখোলা রেস্তোরাঁয় জেমি ফক্সের সঙ্গে তিনি ছবি তুলতে চাইলে তিনি জোর করে তাঁর বুকে ও যৌনাঙ্গে হাত দেন। ঘটনার সময় ফক্সকে ‘নেশাগ্রস্ত’ মনে হয়েছিল।

ওই নারীকে উদ্ধৃত করে বিনোদন ম্যাগাজিন ভ্যারাইটির প্রতিবেদনে বলা হয়, রাত ১টার দিকে এক বন্ধুকে নিয়ে তিনি রেস্তোরাঁটিতে বসে ছিলেন। পাশের টেবিলে বসে ছিলেন জেমি ফক্স। ছবি তোলার অনুরোধ পেয়ে ফক্স তাদের টেবিলের কাছে আসেন এবং বেশ কয়েকটি ছবিও তোলেন।

মামলার বাদী বলছেন, ফক্স তাঁকে বলেছিল ‘বাহ, তোমার তো সুপার মডেলের মতো চেহারা এবং তুমি দেখতেও খুব ভালো।’ এরপর জেমি ফক্স তাঁকে ক্যাচ এনওয়াইসি রুফটপ লাউঞ্জের পেছনের দিকে টেনে নিয়ে যান। তাঁর বুকসহ শরীরের বিভিন্ন অংশে হাত দেন।

হলিউড অভিনেতা জেমি ফক্স। ছবি: এএফপিএকজন নিরাপত্তারক্ষী এই ঘটনার সাক্ষী হলেও তিনি তাঁকে বাঁচাতে এগিয়ে আসেননি বলে মামলায় দাবি করা হয়। একপর্যায়ে তাঁর বন্ধু এলে জেমি ফক্স তাঁকে ছেড়ে দেন। ওই ঘটনার পর থেকে মানসিক যন্ত্রণা, উদ্বেগ, অপমান, শারীরিক যন্ত্রণায় ভুগছেন বলে তাঁর দাবি। তাই তিনি ক্ষতিপূরণ দাবি করছেন।

তবে জেমি ফক্সের পক্ষ থেকে এখনো পর্যন্ত এই অভিযোগের কোনো রকম জবাব দেননি। ৫৫ বছর বয়সী এই অভিনেতার প্রকৃত নাম এরিক মারলন বিশপ। ১৯৯১ সালে ‘সিটকম ইন লিভিং কালারে’ যোগদানের আগে স্ট্যান্ডআপ কমেডিয়ান হিসাবে ক্যারিয়ার শুরু করেছিলেন। ১৯৯৬ সালে, তিনি তাঁর নিজের ‘সিটকম দ্য জেমি ফক্স শো’র জন্য জনপ্রিয় হয়ে ওঠেন।

২০০৪ সালের বায়োপিক ‘রে’তে রে চার্লসের চরিত্রে অভিনয়ের জন্য সেরা অভিনেতা হিসেবে অস্কারও জেতেন তিনি। ‘কোলাটারাল’, ‘ড্রিমগার্লস’, ‘দ্য কিংডম’, ‘জ্যাঙ্গো আনচেইনড’ এবং ‘দ্য অ্যামেজিং স্পাইডার-ম্যান ২’-এর মতো সিনেমাতেও অভিনয় করেছেন ফক্স।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত