তুমুল জনপ্রিয় টিভি সিরিজ ‘গেম অব থ্রোনস’-এর প্রিক্যুয়েল ‘হাউস অব দ্য ড্রাগন’। গত রোববার প্রথম পর্ব মুক্তির পর ফিরে এসেছে পুরোনো উন্মাদনা। ভক্তরা আবারো মেতেছেন এ সিরিজ নিয়ে। রেকর্ড পরিমাণ দর্শক দেখে ফেলেছেন সিরিজের প্রথম পর্ব। এখন অপেক্ষা দ্বিতীয় পর্বের। ২৮ আগস্ট প্রচারিত হবে ‘হাউস অব দ্য ড্রাগন’-এর দ্বিতীয় পর্ব ‘দ্য রাফ প্রিন্স’।
লেখক জর্জ আর আর মার্টিনের ২০১৮ সালের উপন্যাস ‘ফায়ার অ্যান্ড ব্লাড’ অবলম্বনে তৈরি হয়েছে সিরিজটি। এর পটভূমি ‘গেম অব থ্রোনস’-এর ৩০০ বছর আগের। কীভাবে টার্গারিয়েন পরিবার জড়িয়ে পড়ে গৃহযুদ্ধে সেটাই এ সিরিজের কাহিনি। গল্পের শুরু কিং ভিসারিস টার্গারিয়েনের আলোচনার মধ্য দিয়ে। পরবর্তী উত্তরাধিকার কে হওয়া উচিত—তার ভাই প্রিন্স ডায়েমন নাকি তার মেয়ে প্রিন্সেস রেনাইরা!
‘হাউস অব দ্য ড্রাগন’ সিরিজে প্রিন্স ডায়েমন টার্গারিয়েন চরিত্রে অভিনয় করছেন ‘ডক্টর হু’ তারকা ম্যাট স্মিথ। অন্যদিকে, কিং ভিসারিস টার্গারিয়েন চরিত্রে দেখা যাচ্ছে প্যাডি কন্সিডাইনকে।
এইচবিও-র পক্ষ থেকে জানানো হয়েছে, টেলিভিশন ও স্ট্রিমিং সাইট মিলিয়ে ‘হাউস অব দ্য ড্রাগন’-এর প্রথম পর্বের প্রিমিয়ার দেখেছেন এক কোটির বেশি দর্শক। আর প্রথম চারদিনে এ সংখ্যা হয়েছে দ্বিগুণ। যা একটি রেকর্ড হিসেবে বিবেচনা করছে চ্যানেলটি। এর আগে তাদের কোনো সিরিজ এত সংখ্যক দর্শক টানতে পারেনি।
তুমুল জনপ্রিয় টিভি সিরিজ ‘গেম অব থ্রোনস’-এর প্রিক্যুয়েল ‘হাউস অব দ্য ড্রাগন’। গত রোববার প্রথম পর্ব মুক্তির পর ফিরে এসেছে পুরোনো উন্মাদনা। ভক্তরা আবারো মেতেছেন এ সিরিজ নিয়ে। রেকর্ড পরিমাণ দর্শক দেখে ফেলেছেন সিরিজের প্রথম পর্ব। এখন অপেক্ষা দ্বিতীয় পর্বের। ২৮ আগস্ট প্রচারিত হবে ‘হাউস অব দ্য ড্রাগন’-এর দ্বিতীয় পর্ব ‘দ্য রাফ প্রিন্স’।
লেখক জর্জ আর আর মার্টিনের ২০১৮ সালের উপন্যাস ‘ফায়ার অ্যান্ড ব্লাড’ অবলম্বনে তৈরি হয়েছে সিরিজটি। এর পটভূমি ‘গেম অব থ্রোনস’-এর ৩০০ বছর আগের। কীভাবে টার্গারিয়েন পরিবার জড়িয়ে পড়ে গৃহযুদ্ধে সেটাই এ সিরিজের কাহিনি। গল্পের শুরু কিং ভিসারিস টার্গারিয়েনের আলোচনার মধ্য দিয়ে। পরবর্তী উত্তরাধিকার কে হওয়া উচিত—তার ভাই প্রিন্স ডায়েমন নাকি তার মেয়ে প্রিন্সেস রেনাইরা!
‘হাউস অব দ্য ড্রাগন’ সিরিজে প্রিন্স ডায়েমন টার্গারিয়েন চরিত্রে অভিনয় করছেন ‘ডক্টর হু’ তারকা ম্যাট স্মিথ। অন্যদিকে, কিং ভিসারিস টার্গারিয়েন চরিত্রে দেখা যাচ্ছে প্যাডি কন্সিডাইনকে।
এইচবিও-র পক্ষ থেকে জানানো হয়েছে, টেলিভিশন ও স্ট্রিমিং সাইট মিলিয়ে ‘হাউস অব দ্য ড্রাগন’-এর প্রথম পর্বের প্রিমিয়ার দেখেছেন এক কোটির বেশি দর্শক। আর প্রথম চারদিনে এ সংখ্যা হয়েছে দ্বিগুণ। যা একটি রেকর্ড হিসেবে বিবেচনা করছে চ্যানেলটি। এর আগে তাদের কোনো সিরিজ এত সংখ্যক দর্শক টানতে পারেনি।
রাজধানীর উত্তরায় দিয়াবাড়িতে বিমানবাহিনীর এফ-৭ বিজেআই প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনা ঘটেছে। নিহত ও আহত ব্যক্তিদের প্রতি সমবেদনা জানিয়ে শোক প্রকাশ করেছেন শোবিজ তারকারা। একই সঙ্গে তাঁরা আহত ব্যক্তিদের চিকিৎসার্থে এগিয়ে আসার জন্য সবাইকে আহ্বান জানিয়েছেন।
৩৩ মিনিট আগেরবি কিষাণ বলেন, ‘সে আমার দুঃসময়ের সঙ্গী। যখন আমার কিছুই ছিল না, কোনো অর্থ সম্পদ ছিল না; তখনো সে আমার সঙ্গ ছাড়েনি। সকল উত্থান পতনে একমাত্র ভরসা হয়ে সে ছিল আমার পাশে। আজ আমার যত অর্জন, যত সাফল্য; সবই তার জন্য।’
৫ ঘণ্টা আগেজাই উলফের আসল নাম সজীব সাহা। বাংলাদেশে জন্ম নেওয়া এই মার্কিন শিল্পী অনেক নামীদামি ফেস্টিভ্যালে তাঁর পারফরম্যান্স দিয়ে মুগ্ধ করেছেন শ্রোতাদের। এবার প্রথমবারের মতো বাংলাদেশে পারফর্ম করতে আসছেন জাই উলফ।
৮ ঘণ্টা আগেএক আফ্রিকান ব্রিটিশ যুবক লন্ডনের ইসকনের নিরামিষ রেস্তোরাঁয় প্রবেশ করেন। হঠাৎ ব্যাগ থেকে কেএফসির একটি বাক্স বের করেন। সেখানে দাঁড়িয়ে সবাইকে দেখিয়ে চিকেন ফ্রাই খেতে শুরু করেন।
৯ ঘণ্টা আগে