তুমুল জনপ্রিয় টিভি সিরিজ ‘গেম অব থ্রোনস’-এর প্রিক্যুয়েল ‘হাউস অব দ্য ড্রাগন’। গত রোববার প্রথম পর্ব মুক্তির পর ফিরে এসেছে পুরোনো উন্মাদনা। ভক্তরা আবারো মেতেছেন এ সিরিজ নিয়ে। রেকর্ড পরিমাণ দর্শক দেখে ফেলেছেন সিরিজের প্রথম পর্ব। এখন অপেক্ষা দ্বিতীয় পর্বের। ২৮ আগস্ট প্রচারিত হবে ‘হাউস অব দ্য ড্রাগন’-এর দ্বিতীয় পর্ব ‘দ্য রাফ প্রিন্স’।
লেখক জর্জ আর আর মার্টিনের ২০১৮ সালের উপন্যাস ‘ফায়ার অ্যান্ড ব্লাড’ অবলম্বনে তৈরি হয়েছে সিরিজটি। এর পটভূমি ‘গেম অব থ্রোনস’-এর ৩০০ বছর আগের। কীভাবে টার্গারিয়েন পরিবার জড়িয়ে পড়ে গৃহযুদ্ধে সেটাই এ সিরিজের কাহিনি। গল্পের শুরু কিং ভিসারিস টার্গারিয়েনের আলোচনার মধ্য দিয়ে। পরবর্তী উত্তরাধিকার কে হওয়া উচিত—তার ভাই প্রিন্স ডায়েমন নাকি তার মেয়ে প্রিন্সেস রেনাইরা!
‘হাউস অব দ্য ড্রাগন’ সিরিজে প্রিন্স ডায়েমন টার্গারিয়েন চরিত্রে অভিনয় করছেন ‘ডক্টর হু’ তারকা ম্যাট স্মিথ। অন্যদিকে, কিং ভিসারিস টার্গারিয়েন চরিত্রে দেখা যাচ্ছে প্যাডি কন্সিডাইনকে।
এইচবিও-র পক্ষ থেকে জানানো হয়েছে, টেলিভিশন ও স্ট্রিমিং সাইট মিলিয়ে ‘হাউস অব দ্য ড্রাগন’-এর প্রথম পর্বের প্রিমিয়ার দেখেছেন এক কোটির বেশি দর্শক। আর প্রথম চারদিনে এ সংখ্যা হয়েছে দ্বিগুণ। যা একটি রেকর্ড হিসেবে বিবেচনা করছে চ্যানেলটি। এর আগে তাদের কোনো সিরিজ এত সংখ্যক দর্শক টানতে পারেনি।
তুমুল জনপ্রিয় টিভি সিরিজ ‘গেম অব থ্রোনস’-এর প্রিক্যুয়েল ‘হাউস অব দ্য ড্রাগন’। গত রোববার প্রথম পর্ব মুক্তির পর ফিরে এসেছে পুরোনো উন্মাদনা। ভক্তরা আবারো মেতেছেন এ সিরিজ নিয়ে। রেকর্ড পরিমাণ দর্শক দেখে ফেলেছেন সিরিজের প্রথম পর্ব। এখন অপেক্ষা দ্বিতীয় পর্বের। ২৮ আগস্ট প্রচারিত হবে ‘হাউস অব দ্য ড্রাগন’-এর দ্বিতীয় পর্ব ‘দ্য রাফ প্রিন্স’।
লেখক জর্জ আর আর মার্টিনের ২০১৮ সালের উপন্যাস ‘ফায়ার অ্যান্ড ব্লাড’ অবলম্বনে তৈরি হয়েছে সিরিজটি। এর পটভূমি ‘গেম অব থ্রোনস’-এর ৩০০ বছর আগের। কীভাবে টার্গারিয়েন পরিবার জড়িয়ে পড়ে গৃহযুদ্ধে সেটাই এ সিরিজের কাহিনি। গল্পের শুরু কিং ভিসারিস টার্গারিয়েনের আলোচনার মধ্য দিয়ে। পরবর্তী উত্তরাধিকার কে হওয়া উচিত—তার ভাই প্রিন্স ডায়েমন নাকি তার মেয়ে প্রিন্সেস রেনাইরা!
‘হাউস অব দ্য ড্রাগন’ সিরিজে প্রিন্স ডায়েমন টার্গারিয়েন চরিত্রে অভিনয় করছেন ‘ডক্টর হু’ তারকা ম্যাট স্মিথ। অন্যদিকে, কিং ভিসারিস টার্গারিয়েন চরিত্রে দেখা যাচ্ছে প্যাডি কন্সিডাইনকে।
এইচবিও-র পক্ষ থেকে জানানো হয়েছে, টেলিভিশন ও স্ট্রিমিং সাইট মিলিয়ে ‘হাউস অব দ্য ড্রাগন’-এর প্রথম পর্বের প্রিমিয়ার দেখেছেন এক কোটির বেশি দর্শক। আর প্রথম চারদিনে এ সংখ্যা হয়েছে দ্বিগুণ। যা একটি রেকর্ড হিসেবে বিবেচনা করছে চ্যানেলটি। এর আগে তাদের কোনো সিরিজ এত সংখ্যক দর্শক টানতে পারেনি।
নতুন গান প্রকাশ করল ব্যান্ড মেঘদল। শিরোনাম ‘গোলাপের নাম’। এটি মেঘদলের নতুন অ্যালবাম ‘অ্যালুমিনিয়ামের ডানা’র ৭ম গান। গানটি লিখেছেন ও সুর করেছেন শিবু কুমার শীল। ভিডিও নির্মাণ করেছেন সৌরভ সরকার।
১২ ঘণ্টা আগেএত দিনে ২০২৩ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ীদের ঘরে থাকার কথা ছিল। তবে বাস্তবতা হলো, রাজনৈতিক পট পরিবর্তনের কারণে সময়মতো আসেনি জাতীয় পুরস্কারের ঘোষণা, আয়োজন করা যায়নি অনুষ্ঠানের। শোনা যাচ্ছে, আগামী মাসেই ২০২৩ সালের বিজয়ীদের হাতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার তুলে দেওয়া হবে। গত আগস্টের আগেও সবার...
১২ ঘণ্টা আগেসংস্কৃতি খাতে জাতীয় বাজেটে ন্যূনতম ১ শতাংশ বরাদ্দের দাবি করেছেন সংস্কৃতিকর্মীরা। তাঁরা বলছেন, বিগত এক যুগে জাতীয় বাজেটের আকার বাড়লেও উল্লেখযোগ্য হারে বাড়েনি সংস্কৃতি খাতের বরাদ্দ। গত এক দশকে বাজেটে সংস্কৃতি খাতে বরাদ্দ শূন্য দশমিক শূন্য ৯ শতাংশ থেকে শূন্য দশমিক ১৬ শতাংশের ওপরে ওঠেনি...
১২ ঘণ্টা আগেবিশ্বের কাছে নতুন বিস্ময় এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রযুক্তি। এআই প্রযুক্তি ব্যবহার করে নানা কণ্ঠের মিথস্ক্রিয়ায় নতুন গান তৈরি হচ্ছে দেদার। সেলিব্রিটিদের কণ্ঠ নকল করে ইউটিউব ও টিকটকে এসব মিউজিক ছাড়া হচ্ছে। তবে অনেক সংগীতশিল্পী এই কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারে বিরক্ত। রীতিমতো অস্তিত্ব সংকটে...
১২ ঘণ্টা আগে