ঢাকা: দক্ষিণ কোরিয়ার সিনেমা ‘প্যারাসাইট’ ২০১৯ সালের অস্কার আসরে সেরা ছবির পুরস্কার জিতে নিয়েছিল। ওই সিনেমায় একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছিলেন পার্ক সিও-জুন। খবর এসেছে, ‘ক্যাপ্টেন মার্ভেল টু’-তে অভিনয় করবেন তিনি।
এই প্রথম কোনো মার্ভেল ছবিতে অভিনয় করবেন তিনি। স্টারনিউজ কোরিয়ার সূত্রে জানা গেছে, ‘ক্যাপ্টেন মার্ভেল’ সিরিজের এই দ্বিতীয় কিস্তির নাম হতে পারে ‘দ্য মার্ভেলস’। এ বছরের শেষ দিকে শুরু হতে পারে শুটিং। প্রিমিয়ার হওয়ার কথা আগামী বছরের জুলাইয়ে।
ছবির মূল চরিত্র ‘ক্যারল ড্যানভার্স’ হিসেবে এবারও থাকছেন ব্রি লারসন। পরিচালনা করছেন নিয়া ডিকস্তা। সব ঠিক থাকলে নারী সুপারহিরো–নির্ভর ‘দ্য মার্ভেলস’-এর শুটিং হবে যুক্তরাষ্ট্রে। পার্ক সিও-জুন এখন কাজ করছেন কোরিয়ান সিনেমা ‘কনক্রিট ইউটোপিয়া’য়। ছবিটির কাজ শেষ হলে ব্রি লারসনের সঙ্গে শুটিং করতে যুক্তরাষ্ট্রে উড়াল দেবেন পার্ক সিও-জুন।
‘দ্য মার্ভেলস’ ছবিতে পার্ক অভিনয় করলে তিনি হবেন মার্ভেলসের ছবিতে কাজ করা তৃতীয় কোরিয়ান অভিনেতা। এর আগে ‘ট্রেন টু বুসান’ অভিনেতা মা ডং সিওক হাজির হয়েছেন মার্ভেলসের ছবি ‘দ্য এটারনালস’-এ। বানাচ্ছেন এ বছরের অস্কারজয়ী নির্মাতা ক্লোয়ি ঝাও। কোরিয়ান অভিনেত্রী ক্লাউডিয়া কিমও অভিনয় করেছেন ‘অ্যাভেঞ্জার্স: এজ অব আলট্রন’-এ।
পার্ক সিও-জুন পরিচিতি পেয়েছিলেন কোরিয়ান ড্রামা সিরিজ ‘ইটেওয়ান ক্লাস’ দিয়ে। এরপর ‘হোয়াটস রং উইথ সেক্রেটারি কিম’, ‘কিল মি হিল মি’, ‘দ্য ক্রনিকলস অব ইভিল’, ‘বি উইথ ইউ’–এর মতো সাড়া জাগানো সিনেমায় অভিনয় করেছেন তিনি।
ঢাকা: দক্ষিণ কোরিয়ার সিনেমা ‘প্যারাসাইট’ ২০১৯ সালের অস্কার আসরে সেরা ছবির পুরস্কার জিতে নিয়েছিল। ওই সিনেমায় একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছিলেন পার্ক সিও-জুন। খবর এসেছে, ‘ক্যাপ্টেন মার্ভেল টু’-তে অভিনয় করবেন তিনি।
এই প্রথম কোনো মার্ভেল ছবিতে অভিনয় করবেন তিনি। স্টারনিউজ কোরিয়ার সূত্রে জানা গেছে, ‘ক্যাপ্টেন মার্ভেল’ সিরিজের এই দ্বিতীয় কিস্তির নাম হতে পারে ‘দ্য মার্ভেলস’। এ বছরের শেষ দিকে শুরু হতে পারে শুটিং। প্রিমিয়ার হওয়ার কথা আগামী বছরের জুলাইয়ে।
ছবির মূল চরিত্র ‘ক্যারল ড্যানভার্স’ হিসেবে এবারও থাকছেন ব্রি লারসন। পরিচালনা করছেন নিয়া ডিকস্তা। সব ঠিক থাকলে নারী সুপারহিরো–নির্ভর ‘দ্য মার্ভেলস’-এর শুটিং হবে যুক্তরাষ্ট্রে। পার্ক সিও-জুন এখন কাজ করছেন কোরিয়ান সিনেমা ‘কনক্রিট ইউটোপিয়া’য়। ছবিটির কাজ শেষ হলে ব্রি লারসনের সঙ্গে শুটিং করতে যুক্তরাষ্ট্রে উড়াল দেবেন পার্ক সিও-জুন।
‘দ্য মার্ভেলস’ ছবিতে পার্ক অভিনয় করলে তিনি হবেন মার্ভেলসের ছবিতে কাজ করা তৃতীয় কোরিয়ান অভিনেতা। এর আগে ‘ট্রেন টু বুসান’ অভিনেতা মা ডং সিওক হাজির হয়েছেন মার্ভেলসের ছবি ‘দ্য এটারনালস’-এ। বানাচ্ছেন এ বছরের অস্কারজয়ী নির্মাতা ক্লোয়ি ঝাও। কোরিয়ান অভিনেত্রী ক্লাউডিয়া কিমও অভিনয় করেছেন ‘অ্যাভেঞ্জার্স: এজ অব আলট্রন’-এ।
পার্ক সিও-জুন পরিচিতি পেয়েছিলেন কোরিয়ান ড্রামা সিরিজ ‘ইটেওয়ান ক্লাস’ দিয়ে। এরপর ‘হোয়াটস রং উইথ সেক্রেটারি কিম’, ‘কিল মি হিল মি’, ‘দ্য ক্রনিকলস অব ইভিল’, ‘বি উইথ ইউ’–এর মতো সাড়া জাগানো সিনেমায় অভিনয় করেছেন তিনি।
দীর্ঘদিনের অভিজ্ঞ অভিনেত্রী রওশন আরা বেগম ওরফে মৌ শিখা সম্প্রতি এক আবেগঘন ফেসবুক পোস্টে নিজের কাজ কমে যাওয়া এবং এর ফলে সৃষ্ট মানসিক ও অর্থনৈতিক সংকটের কথা তুলে ধরেছেন। তাঁর এই আর্তি মিডিয়াপাড়ায় অনেককেই নাড়া দিয়েছে। তিনি প্রশ্ন তুলেছেন, যেখানে একসময় মাসে ১৫ থেকে ২০ দিন কাজ করতেন, সেখানে গত আড়াই...
৩ ঘণ্টা আগেপরিচালক মোহিত সুরির নতুন চলচ্চিত্র ‘সায়ারা’ দ্বিতীয় সপ্তাহের মতো বক্স অফিস কাঁপাচ্ছে। দেশের বক্স অফিসে ২০০ কোটি রুপি আয়ের মাইলফলক অতিক্রম করার পথে রয়েছে ছবিটি। অভিনেতা আহান পাণ্ডের অভিষেক চলচ্চিত্র ‘সায়ারা’। প্রথম সিনেমাতেই বাজিমাত করলেন তিনি। প্রেক্ষাগৃহে দারুণ ব্যবসা করছে।
৬ ঘণ্টা আগেগত বছর জুনে পথচলার চার দশক পূর্ণ করেছে দেশের ব্যান্ড ওয়ারফেজ। সে সময় দলটির প্রধান শেখ মনিরুল আলম টিপু জানিয়েছিলেন, চার দশক পূর্তি উপলক্ষে বছরব্যাপী দেশের বিভিন্ন স্থানে কনসার্টের পাশাপাশি যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া, মালয়েশিয়া, ভারতসহ আরও কয়েকটি দেশে কনসার্ট করার পরিকল্পনা আছে তাদের।
৯ ঘণ্টা আগেবাদল সরকারের পেশাগত নাম সুধীন্দ্রনাথ সরকার। নাটক লিখেছেন প্রায় ৬০টি। তিনি মনে করতেন, নাটক সমাজের দর্পণ হওয়া উচিত। বাংলা থিয়েটারে ষাটের দশকের শেষ দিকে ‘থার্ড থিয়েটার’ নামক একটি নতুন নাট্যধারার প্রবর্তন করেন বাদল সরকার। ‘থার্ড থিয়েটার’ সমকালে অভিনব ও ব্যতিক্রমধর্মী নাট্যরীতি হিসেবে সমাদৃত হয়।
৯ ঘণ্টা আগে