ঢাকা: দক্ষিণ কোরিয়ার সিনেমা ‘প্যারাসাইট’ ২০১৯ সালের অস্কার আসরে সেরা ছবির পুরস্কার জিতে নিয়েছিল। ওই সিনেমায় একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছিলেন পার্ক সিও-জুন। খবর এসেছে, ‘ক্যাপ্টেন মার্ভেল টু’-তে অভিনয় করবেন তিনি।
এই প্রথম কোনো মার্ভেল ছবিতে অভিনয় করবেন তিনি। স্টারনিউজ কোরিয়ার সূত্রে জানা গেছে, ‘ক্যাপ্টেন মার্ভেল’ সিরিজের এই দ্বিতীয় কিস্তির নাম হতে পারে ‘দ্য মার্ভেলস’। এ বছরের শেষ দিকে শুরু হতে পারে শুটিং। প্রিমিয়ার হওয়ার কথা আগামী বছরের জুলাইয়ে।
ছবির মূল চরিত্র ‘ক্যারল ড্যানভার্স’ হিসেবে এবারও থাকছেন ব্রি লারসন। পরিচালনা করছেন নিয়া ডিকস্তা। সব ঠিক থাকলে নারী সুপারহিরো–নির্ভর ‘দ্য মার্ভেলস’-এর শুটিং হবে যুক্তরাষ্ট্রে। পার্ক সিও-জুন এখন কাজ করছেন কোরিয়ান সিনেমা ‘কনক্রিট ইউটোপিয়া’য়। ছবিটির কাজ শেষ হলে ব্রি লারসনের সঙ্গে শুটিং করতে যুক্তরাষ্ট্রে উড়াল দেবেন পার্ক সিও-জুন।
‘দ্য মার্ভেলস’ ছবিতে পার্ক অভিনয় করলে তিনি হবেন মার্ভেলসের ছবিতে কাজ করা তৃতীয় কোরিয়ান অভিনেতা। এর আগে ‘ট্রেন টু বুসান’ অভিনেতা মা ডং সিওক হাজির হয়েছেন মার্ভেলসের ছবি ‘দ্য এটারনালস’-এ। বানাচ্ছেন এ বছরের অস্কারজয়ী নির্মাতা ক্লোয়ি ঝাও। কোরিয়ান অভিনেত্রী ক্লাউডিয়া কিমও অভিনয় করেছেন ‘অ্যাভেঞ্জার্স: এজ অব আলট্রন’-এ।
পার্ক সিও-জুন পরিচিতি পেয়েছিলেন কোরিয়ান ড্রামা সিরিজ ‘ইটেওয়ান ক্লাস’ দিয়ে। এরপর ‘হোয়াটস রং উইথ সেক্রেটারি কিম’, ‘কিল মি হিল মি’, ‘দ্য ক্রনিকলস অব ইভিল’, ‘বি উইথ ইউ’–এর মতো সাড়া জাগানো সিনেমায় অভিনয় করেছেন তিনি।
ঢাকা: দক্ষিণ কোরিয়ার সিনেমা ‘প্যারাসাইট’ ২০১৯ সালের অস্কার আসরে সেরা ছবির পুরস্কার জিতে নিয়েছিল। ওই সিনেমায় একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছিলেন পার্ক সিও-জুন। খবর এসেছে, ‘ক্যাপ্টেন মার্ভেল টু’-তে অভিনয় করবেন তিনি।
এই প্রথম কোনো মার্ভেল ছবিতে অভিনয় করবেন তিনি। স্টারনিউজ কোরিয়ার সূত্রে জানা গেছে, ‘ক্যাপ্টেন মার্ভেল’ সিরিজের এই দ্বিতীয় কিস্তির নাম হতে পারে ‘দ্য মার্ভেলস’। এ বছরের শেষ দিকে শুরু হতে পারে শুটিং। প্রিমিয়ার হওয়ার কথা আগামী বছরের জুলাইয়ে।
ছবির মূল চরিত্র ‘ক্যারল ড্যানভার্স’ হিসেবে এবারও থাকছেন ব্রি লারসন। পরিচালনা করছেন নিয়া ডিকস্তা। সব ঠিক থাকলে নারী সুপারহিরো–নির্ভর ‘দ্য মার্ভেলস’-এর শুটিং হবে যুক্তরাষ্ট্রে। পার্ক সিও-জুন এখন কাজ করছেন কোরিয়ান সিনেমা ‘কনক্রিট ইউটোপিয়া’য়। ছবিটির কাজ শেষ হলে ব্রি লারসনের সঙ্গে শুটিং করতে যুক্তরাষ্ট্রে উড়াল দেবেন পার্ক সিও-জুন।
‘দ্য মার্ভেলস’ ছবিতে পার্ক অভিনয় করলে তিনি হবেন মার্ভেলসের ছবিতে কাজ করা তৃতীয় কোরিয়ান অভিনেতা। এর আগে ‘ট্রেন টু বুসান’ অভিনেতা মা ডং সিওক হাজির হয়েছেন মার্ভেলসের ছবি ‘দ্য এটারনালস’-এ। বানাচ্ছেন এ বছরের অস্কারজয়ী নির্মাতা ক্লোয়ি ঝাও। কোরিয়ান অভিনেত্রী ক্লাউডিয়া কিমও অভিনয় করেছেন ‘অ্যাভেঞ্জার্স: এজ অব আলট্রন’-এ।
পার্ক সিও-জুন পরিচিতি পেয়েছিলেন কোরিয়ান ড্রামা সিরিজ ‘ইটেওয়ান ক্লাস’ দিয়ে। এরপর ‘হোয়াটস রং উইথ সেক্রেটারি কিম’, ‘কিল মি হিল মি’, ‘দ্য ক্রনিকলস অব ইভিল’, ‘বি উইথ ইউ’–এর মতো সাড়া জাগানো সিনেমায় অভিনয় করেছেন তিনি।
সৌদি আরবের প্রথম দিকের কয়েকজন নারী র্যাপারের একজন জারা। সংগীতশিল্পী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে সৌদির সীমানা পেরিয়ে তিনি এখন সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে থাকছেন। আরবি, ইংরেজির পাশাপাশি সুইডিশ ভাষাতেও সাবলীল এই তরুণী। জানান, আরও একটি ভাষা শেখার ইচ্ছা আছে তাঁর। সম্প্রতি প্রকাশিত হয়েছে তাঁর গান...
৯ ঘণ্টা আগেবিজ্ঞাপন, মিউজিক ভিডিও ও নাচের মঞ্চে মামনুন ইমন ও প্রার্থনা ফারদিন দীঘি জুটি হয়েছিলেন আগে। এবার এই জুটিকে প্রথমবারের মতো দেখা যাবে বড় পর্দায়। সরকারি অনুদানের ‘দেনাপাওনা’ সিনেমায় অভিনয় করবেন তাঁরা।
১৫ ঘণ্টা আগেঅত ভালো ছাত্র ছিলেন না সুরিয়া। টেনেটুনে পাস করতেন। ফেল ছিল তাঁর নিত্যসঙ্গী। সেই গড়পড়তা ছাত্র এখন হাজারো শিক্ষার্থীর ভরসা। ২০০৬ সালে তামিল এই অভিনেতা গড়ে তোলেন আগারাম ফাউন্ডেশন নামের একটি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি থেকে তামিলনাড়ুর প্রত্যন্ত অঞ্চলের পিছিয়ে পড়া শিক্ষার্থীদের জন্য কাজ করেন তি
১৫ ঘণ্টা আগেএকসময় টিভি নাটকে ছিল পারিবারিক গল্পের রাজত্ব। মাঝে প্রেম আর কমেডি গল্পের ভিড়ে হারিয়ে যেতে বসেছিল এই ধরনের নাটক। সংখ্যায় কম হলেও সম্প্রতি আবার ফিরছে পারিবারিক গল্পের নাটক। গত বছরের শেষ দিকে কে এম সোহাগ রানা শুরু করেন ‘দেনা পাওনা’ নামের ধারাবাহিকের কাজ। শুরুতে ইউটিউবে ৮ পর্বের মিনি সিরিজ হিসেবে পরিকল্
১৫ ঘণ্টা আগে