ঢাকা: সংগীত তারকা লেডি গাগার বয়স তখন মাত্র ১৯। পৃথিবীর কঠিন বাস্তবতা তখনো ছোঁয়নি তাঁকে। গান নিয়েই স্বপ্ন। গানকে ঘিরেই সমস্ত প্রচেষ্টা। ওই বয়সেই এমন এক পরিস্থিতির মুখোমুখি হতে হয় তাঁকে, যেটা সারা জীবন লেডি গাগাকে তাড়িয়ে বেড়িয়েছে।
তখন নিজের কিছু গান রেকর্ড করছিলেন গাগা। একজন পরিচিত প্রযোজক ছিলেন। তাঁর স্টুডিওতে কাজের জন্য মাঝেমধ্যেই যেতে হতো গাগাকে। একদিনের ঘটনা। স্টুডিওতে গাগা। প্রযোজকও আছেন। কাজের ফাঁকে হঠাৎ তিনি গাগাকে এমন এক কথা বলে বসলেন, যেটা শুনে প্রথমে নিজের কানকেও বিশ্বাস করতে পারেননি শিল্পী। তাঁকে কাপড় খুলে নগ্ন হতে বলেন প্রযোজক!
সামলে উঠতে কয়েক মুহূর্ত লাগল লেডি গাগার। তারপর তিনি ‘না’ বলে স্টুডিও থেকে বেরিয়ে যেতে চাইলেন। প্রযোজক হুমকি দিলেন গাগার সব গানের রেকর্ড নষ্ট করে ফেলার।
ঘটনা এখানেই শেষ নয়। ওই স্টুডিওতে নির্মমভাবে তাঁকে ধর্ষণ করেন প্রযোজক। ১৯ বছরের একটা মেয়ে। গান গাইতে এসে এমন পরিস্থিতির মুখে পড়বেন, কল্পনায়ও আসেনি কখনো। কয়েক মাস ঘর থেকে বের হতে পারেননি গাগা। সন্তানসম্ভবা হয়ে পড়েন। ক্রমেই শারীরিক অবস্থার অবনতি হতে থাকে।
ওই সময়ের স্মৃতি সম্প্রতি সামনে এনেছেন সংগীত তারকা লেডি গাগা। প্রিন্স হ্যারি ও অপরাহ উইনফ্রের প্রযোজনা ও উপস্থাপনায় ‘দ্য মি ইউ কান্ট সি’ নামে একটি নতুন শো শুরু হয়েছে। অ্যাপল প্লাস টিভিতে প্রচার হয় শোটি। সেখানে অস্কার ও গ্র্যামিজয়ী লেডি গাগা জীবনের এ কঠিন সময় নিয়ে কথা বলেন।
গাগা বলেন, ‘তিনি আমাকে ধর্ষণ করে ঘরের এক কোনায় ফেলে চলে যান। কারণ আমি অসুস্থ হয়ে পড়েছিলাম। বমি হচ্ছিল। এ ঘটনায় আমি মানসিকভাবে ভেঙে পড়ি। বেশ কয়েক বছর ধরে আমার চিকিৎসা চলে।’
ওই প্রযোজকের নাম মুখে আনেননি গাগা। বলেন, ‘সারা জীবন আমি তাঁর চেহারা দেখতে চাই না। দীর্ঘ সময় আমি নিজের শরীরকে ঘৃণা করেছি। এই ট্রমা কাটিয়ে উঠতে আমার অনেক সময় লেগেছে।’
দীর্ঘদিন এ মানসিক যন্ত্রণায় ভুগে একপর্যায়ে তিনি ফিরে আসেন। নতুন শক্তি নিয়ে ঘুরে দাঁড়ান। গানকেই আঁকড়ে থাকেন। তারপর তো বাদবাকি ইতিহাস। লেডি গাগা হয়ে ওঠেন তারকাশিল্পী। সারা বিশ্বে ছড়িয়ে পড়ে তাঁর নামডাক। লেডি গাগার ভাষায়, ‘ওই ঘটনা আমি আর কখনোই মনে করতে চাই না। এটাও চাই না, এ নিয়ে আমাকে কোনো প্রশ্ন করা হোক। সবাইকে কেবল একটা কথাই জানাতে চাই, এমন জঘন্য ঘটনার পরেও জীবন শেষ হয়ে যায় না। জীবনের কাছ থেকে তখনো অনেক উপহার পাওয়া বাকি।’
নিজের জীবন দিয়ে উপলব্ধি করেছেন বলেই আরও যাঁরা মানসিক কষ্টে ভোগেন, তাঁদের জন্য সব সময় কিছু করতে চেয়েছেন লেডি গাগা। তাই ২০১২ সালে তৈরি করেন ‘বর্ন দিজ ওয়ে’ নামে একটি সংস্থা। বিভিন্ন মানসিক জটিলতায় ভুগছেন যাঁরা, তাঁদের সহায়তা করে লেডি গাগার এই সংগঠন।
ঢাকা: সংগীত তারকা লেডি গাগার বয়স তখন মাত্র ১৯। পৃথিবীর কঠিন বাস্তবতা তখনো ছোঁয়নি তাঁকে। গান নিয়েই স্বপ্ন। গানকে ঘিরেই সমস্ত প্রচেষ্টা। ওই বয়সেই এমন এক পরিস্থিতির মুখোমুখি হতে হয় তাঁকে, যেটা সারা জীবন লেডি গাগাকে তাড়িয়ে বেড়িয়েছে।
তখন নিজের কিছু গান রেকর্ড করছিলেন গাগা। একজন পরিচিত প্রযোজক ছিলেন। তাঁর স্টুডিওতে কাজের জন্য মাঝেমধ্যেই যেতে হতো গাগাকে। একদিনের ঘটনা। স্টুডিওতে গাগা। প্রযোজকও আছেন। কাজের ফাঁকে হঠাৎ তিনি গাগাকে এমন এক কথা বলে বসলেন, যেটা শুনে প্রথমে নিজের কানকেও বিশ্বাস করতে পারেননি শিল্পী। তাঁকে কাপড় খুলে নগ্ন হতে বলেন প্রযোজক!
সামলে উঠতে কয়েক মুহূর্ত লাগল লেডি গাগার। তারপর তিনি ‘না’ বলে স্টুডিও থেকে বেরিয়ে যেতে চাইলেন। প্রযোজক হুমকি দিলেন গাগার সব গানের রেকর্ড নষ্ট করে ফেলার।
ঘটনা এখানেই শেষ নয়। ওই স্টুডিওতে নির্মমভাবে তাঁকে ধর্ষণ করেন প্রযোজক। ১৯ বছরের একটা মেয়ে। গান গাইতে এসে এমন পরিস্থিতির মুখে পড়বেন, কল্পনায়ও আসেনি কখনো। কয়েক মাস ঘর থেকে বের হতে পারেননি গাগা। সন্তানসম্ভবা হয়ে পড়েন। ক্রমেই শারীরিক অবস্থার অবনতি হতে থাকে।
ওই সময়ের স্মৃতি সম্প্রতি সামনে এনেছেন সংগীত তারকা লেডি গাগা। প্রিন্স হ্যারি ও অপরাহ উইনফ্রের প্রযোজনা ও উপস্থাপনায় ‘দ্য মি ইউ কান্ট সি’ নামে একটি নতুন শো শুরু হয়েছে। অ্যাপল প্লাস টিভিতে প্রচার হয় শোটি। সেখানে অস্কার ও গ্র্যামিজয়ী লেডি গাগা জীবনের এ কঠিন সময় নিয়ে কথা বলেন।
গাগা বলেন, ‘তিনি আমাকে ধর্ষণ করে ঘরের এক কোনায় ফেলে চলে যান। কারণ আমি অসুস্থ হয়ে পড়েছিলাম। বমি হচ্ছিল। এ ঘটনায় আমি মানসিকভাবে ভেঙে পড়ি। বেশ কয়েক বছর ধরে আমার চিকিৎসা চলে।’
ওই প্রযোজকের নাম মুখে আনেননি গাগা। বলেন, ‘সারা জীবন আমি তাঁর চেহারা দেখতে চাই না। দীর্ঘ সময় আমি নিজের শরীরকে ঘৃণা করেছি। এই ট্রমা কাটিয়ে উঠতে আমার অনেক সময় লেগেছে।’
দীর্ঘদিন এ মানসিক যন্ত্রণায় ভুগে একপর্যায়ে তিনি ফিরে আসেন। নতুন শক্তি নিয়ে ঘুরে দাঁড়ান। গানকেই আঁকড়ে থাকেন। তারপর তো বাদবাকি ইতিহাস। লেডি গাগা হয়ে ওঠেন তারকাশিল্পী। সারা বিশ্বে ছড়িয়ে পড়ে তাঁর নামডাক। লেডি গাগার ভাষায়, ‘ওই ঘটনা আমি আর কখনোই মনে করতে চাই না। এটাও চাই না, এ নিয়ে আমাকে কোনো প্রশ্ন করা হোক। সবাইকে কেবল একটা কথাই জানাতে চাই, এমন জঘন্য ঘটনার পরেও জীবন শেষ হয়ে যায় না। জীবনের কাছ থেকে তখনো অনেক উপহার পাওয়া বাকি।’
নিজের জীবন দিয়ে উপলব্ধি করেছেন বলেই আরও যাঁরা মানসিক কষ্টে ভোগেন, তাঁদের জন্য সব সময় কিছু করতে চেয়েছেন লেডি গাগা। তাই ২০১২ সালে তৈরি করেন ‘বর্ন দিজ ওয়ে’ নামে একটি সংস্থা। বিভিন্ন মানসিক জটিলতায় ভুগছেন যাঁরা, তাঁদের সহায়তা করে লেডি গাগার এই সংগঠন।
দোহায় ‘আর্থনা শীর্ষ সম্মেলন ২০২৫’-এ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ও ব্রিটিশ অভিনেতা ইদ্রিস এলবার সাক্ষাৎ হয়েছে। সম্মেলনের ফাঁকে হাসিমুখে একে অপরের সঙ্গে সময় কাটান তাঁরা। জলবায়ু পরিবর্তন, টেকসই উন্নয়ন ও যুবসম্পৃক্ততা নিয়ে আলোচনায় অংশ নিচ্ছেন দুজনেই।
৪ ঘণ্টা আগেবরবাদ দিয়ে নতুন রেকর্ড গড়েছেন শাকিব খান। দেশের পাশাপাশি বিদেশেও ভালো সাড়া ফেলেছে মেহেদি হাসান হৃদয় পরিচালিত সিনেমাটি। তবে শাকিব এবার আরও বড় স্বপ্ন দেখছেন। এবার তাঁর স্বপ্ন ১০০ কোটির। বলিউডের মতো তাঁর সিনেমাও ভবিষ্যতে শতকোটির ক্লাবে নাম লেখাবে, আশা শাকিবের।
৭ ঘণ্টা আগেগত সোমবার হঠাৎ ছড়িয়ে পড়ে গুজব—ববিতা অসুস্থ! ফরিদা আক্তার ববিতা নামের ফেসবুক অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয় হাতে ক্যানুলা লাগানো একটি ছবি। সোশ্যাল মিডিয়ায় দ্রুত ছড়িয়ে পড়ে সে খবর। তবে ববিতা গণমাধ্যমকে জানালেন, তিনি সুস্থ আছেন। অসুস্থতার ভুয়া খবর ছড়ানোয় বিব্রত অভিনেত্রী।
৭ ঘণ্টা আগেখ্যাতিমান কথাসাহিত্যিক শহীদুল জহিরের ছোটগল্পের অনুপ্রেরণায় তৈরি হয়েছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘দাঁড়কাক’। বানিয়েছেন জায়েদ সিদ্দিকী। তোরাব শেখ নামের একজন বয়স্ক মানুষকে নিয়ে এ সিনেমার গল্প। তার উপার্জন নেই, ফলে এই সংসারে নিজেকে অপ্রয়োজনীয় বোধ করে সে। তার অজান্তে মেয়ের বিয়ে দেওয়ায় সে ক্ষুব্ধ হয়।
১৮ ঘণ্টা আগে