সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গল্প এবার উঠে আসবে সেলুলয়েডের পর্দায়। ১৯৭০ ও ১৯৮০-র দশকে নিউইয়র্ক সিটিতে ডোনাল্ড ট্রাম্পের একজন রিয়েল এস্টেট টাইকুন হিসেবে উত্থানের গল্প উঠে আসবে এতে। ভ্যারাইটি জানিয়েছে, ‘দ্য অ্যাপ্রেনটিস’ শিরোনামের চলচ্চিত্রটিতে তরুণ ট্রাম্প চরিত্রে দেখা যাবে মার্ভেল অভিনেতা সেবাস্তিয়ান স্ট্যানকে।
সংবাদমাধ্যমটি আরও জানিয়েছে, জনপ্রিয় ইরানি চলচ্চিত্র নির্মাতা আলী আব্বাসির পরিচালিত সিনেমাটিতে ট্রাম্পের সাবেক স্ত্রী প্রয়াত ইভানা ট্রাম্পের চরিত্রে অভিনয় করবেন হলিউড অভিনেত্রী মারিয়া বাকালভা।
এ ছাড়া সিনেমাটিতে যুক্তরাষ্ট্রে আইনজীবী ও রাজনৈতিক মধ্যস্থতাকারী রয় কোনের চরিত্রে অভিনয় করবেন অভিনেতা জেরেমি স্ট্রেং, যাকে ট্রাম্প তাঁর কর্মজীবনের প্রথম দিকে একজন পরামর্শদাতা হিসেবে নিয়োগ দিয়েছিলেন।
‘দ্য অ্যাপ্রেনটিস’-এর নির্বাহী প্রযোজক অ্যামি বেয়ারের সিএনএনকে পাঠানো এক সংক্ষিপ্ত বিবরণে জানিয়েছেন, আলী আব্বাসি পরিচালিত চলচ্চিত্রটির লগলাইন হলো, ‘দুর্নীতি ও প্রতারণার জগতে ক্ষমতা ও উচ্চাকাঙ্ক্ষা অন্বেষণ।’
সিনেমাটিতে মার্কিন সাম্রাজ্যের উত্থানে জয়ী ও বিজিতের সংস্কৃতির ফলে নৈতিক ও মানবিক মূল্যবোধের যে ক্ষয় হয়েছে, তা উঠে আসবে।
‘দ্য অ্যাপ্রেনটিস’ কবে মুক্তি পাবে, তা জানায়নি প্রযোজনা প্রতিষ্ঠান। প্রযোজকদের পক্ষ থেকে গতকাল বুধবার সিএনএনকে নিশ্চিত করা হয়, সিনেমাটির দৃশ্য ধারণ শুরু হয়েছে।
উল্লেখ্য, ‘পাম অ্যান্ড টমি’তে মটলি ক্রু ড্রামার টমি লি হিসাবে অভিনয়ের জন্য স্ট্যান গত বছর গোল্ডেন গ্লোব ও এমি মনোনয়ন অর্জন করেছিলেন। এ ছাড়া তিনি মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের ‘ক্যাপ্টেন আমেরিকা’ ও ‘অ্যাভেঞ্জার্স’ সিনেমায় এবং ডিজনি প্লাসের ‘দ্য ফ্যালকন অ্যান্ড দ্য উইন্টার সোলজার’ মিনি সিরিজে বাকি বার্নস চরিত্রে অভিনয় করেছেন।
এদিকে হলিউড অভিনেত্রী বাকালোভা ২০২০-এর ‘বোরাত সাবসিকোয়েন্ট মুভিফিল্ম’-এ তুতার সাগদিয়েভ চরিত্রে অভিনয় করে খ্যাতি অর্জন করেন এবং এ কাজের জন্য তিনি প্রথম বুলগেরীয় অভিনেত্রী হিসেবে অস্কারের জন্য মনোনয়ন লাভ করেন। এরপর তিনি কমেডি ঘরানার ‘দ্য বাবল’ (২০২২), ‘বডিজ বডিজ বডিজ’ (২০২২) এবং ‘ফেয়ারিল্যান্ড’ (২০২৩) চলচ্চিত্রে অভিনয় করেন।
সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গল্প এবার উঠে আসবে সেলুলয়েডের পর্দায়। ১৯৭০ ও ১৯৮০-র দশকে নিউইয়র্ক সিটিতে ডোনাল্ড ট্রাম্পের একজন রিয়েল এস্টেট টাইকুন হিসেবে উত্থানের গল্প উঠে আসবে এতে। ভ্যারাইটি জানিয়েছে, ‘দ্য অ্যাপ্রেনটিস’ শিরোনামের চলচ্চিত্রটিতে তরুণ ট্রাম্প চরিত্রে দেখা যাবে মার্ভেল অভিনেতা সেবাস্তিয়ান স্ট্যানকে।
সংবাদমাধ্যমটি আরও জানিয়েছে, জনপ্রিয় ইরানি চলচ্চিত্র নির্মাতা আলী আব্বাসির পরিচালিত সিনেমাটিতে ট্রাম্পের সাবেক স্ত্রী প্রয়াত ইভানা ট্রাম্পের চরিত্রে অভিনয় করবেন হলিউড অভিনেত্রী মারিয়া বাকালভা।
এ ছাড়া সিনেমাটিতে যুক্তরাষ্ট্রে আইনজীবী ও রাজনৈতিক মধ্যস্থতাকারী রয় কোনের চরিত্রে অভিনয় করবেন অভিনেতা জেরেমি স্ট্রেং, যাকে ট্রাম্প তাঁর কর্মজীবনের প্রথম দিকে একজন পরামর্শদাতা হিসেবে নিয়োগ দিয়েছিলেন।
‘দ্য অ্যাপ্রেনটিস’-এর নির্বাহী প্রযোজক অ্যামি বেয়ারের সিএনএনকে পাঠানো এক সংক্ষিপ্ত বিবরণে জানিয়েছেন, আলী আব্বাসি পরিচালিত চলচ্চিত্রটির লগলাইন হলো, ‘দুর্নীতি ও প্রতারণার জগতে ক্ষমতা ও উচ্চাকাঙ্ক্ষা অন্বেষণ।’
সিনেমাটিতে মার্কিন সাম্রাজ্যের উত্থানে জয়ী ও বিজিতের সংস্কৃতির ফলে নৈতিক ও মানবিক মূল্যবোধের যে ক্ষয় হয়েছে, তা উঠে আসবে।
‘দ্য অ্যাপ্রেনটিস’ কবে মুক্তি পাবে, তা জানায়নি প্রযোজনা প্রতিষ্ঠান। প্রযোজকদের পক্ষ থেকে গতকাল বুধবার সিএনএনকে নিশ্চিত করা হয়, সিনেমাটির দৃশ্য ধারণ শুরু হয়েছে।
উল্লেখ্য, ‘পাম অ্যান্ড টমি’তে মটলি ক্রু ড্রামার টমি লি হিসাবে অভিনয়ের জন্য স্ট্যান গত বছর গোল্ডেন গ্লোব ও এমি মনোনয়ন অর্জন করেছিলেন। এ ছাড়া তিনি মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের ‘ক্যাপ্টেন আমেরিকা’ ও ‘অ্যাভেঞ্জার্স’ সিনেমায় এবং ডিজনি প্লাসের ‘দ্য ফ্যালকন অ্যান্ড দ্য উইন্টার সোলজার’ মিনি সিরিজে বাকি বার্নস চরিত্রে অভিনয় করেছেন।
এদিকে হলিউড অভিনেত্রী বাকালোভা ২০২০-এর ‘বোরাত সাবসিকোয়েন্ট মুভিফিল্ম’-এ তুতার সাগদিয়েভ চরিত্রে অভিনয় করে খ্যাতি অর্জন করেন এবং এ কাজের জন্য তিনি প্রথম বুলগেরীয় অভিনেত্রী হিসেবে অস্কারের জন্য মনোনয়ন লাভ করেন। এরপর তিনি কমেডি ঘরানার ‘দ্য বাবল’ (২০২২), ‘বডিজ বডিজ বডিজ’ (২০২২) এবং ‘ফেয়ারিল্যান্ড’ (২০২৩) চলচ্চিত্রে অভিনয় করেন।
সৌদি আরবের প্রথম দিকের কয়েকজন নারী র্যাপারের একজন জারা। সংগীতশিল্পী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে সৌদির সীমানা পেরিয়ে তিনি এখন সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে থাকছেন। আরবি, ইংরেজির পাশাপাশি সুইডিশ ভাষাতেও সাবলীল এই তরুণী। জানান, আরও একটি ভাষা শেখার ইচ্ছা আছে তাঁর। সম্প্রতি প্রকাশিত হয়েছে তাঁর গান...
৯ ঘণ্টা আগেবিজ্ঞাপন, মিউজিক ভিডিও ও নাচের মঞ্চে মামনুন ইমন ও প্রার্থনা ফারদিন দীঘি জুটি হয়েছিলেন আগে। এবার এই জুটিকে প্রথমবারের মতো দেখা যাবে বড় পর্দায়। সরকারি অনুদানের ‘দেনাপাওনা’ সিনেমায় অভিনয় করবেন তাঁরা।
১৫ ঘণ্টা আগেঅত ভালো ছাত্র ছিলেন না সুরিয়া। টেনেটুনে পাস করতেন। ফেল ছিল তাঁর নিত্যসঙ্গী। সেই গড়পড়তা ছাত্র এখন হাজারো শিক্ষার্থীর ভরসা। ২০০৬ সালে তামিল এই অভিনেতা গড়ে তোলেন আগারাম ফাউন্ডেশন নামের একটি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি থেকে তামিলনাড়ুর প্রত্যন্ত অঞ্চলের পিছিয়ে পড়া শিক্ষার্থীদের জন্য কাজ করেন তি
১৫ ঘণ্টা আগেএকসময় টিভি নাটকে ছিল পারিবারিক গল্পের রাজত্ব। মাঝে প্রেম আর কমেডি গল্পের ভিড়ে হারিয়ে যেতে বসেছিল এই ধরনের নাটক। সংখ্যায় কম হলেও সম্প্রতি আবার ফিরছে পারিবারিক গল্পের নাটক। গত বছরের শেষ দিকে কে এম সোহাগ রানা শুরু করেন ‘দেনা পাওনা’ নামের ধারাবাহিকের কাজ। শুরুতে ইউটিউবে ৮ পর্বের মিনি সিরিজ হিসেবে পরিকল্
১৫ ঘণ্টা আগে