Ajker Patrika

ডোনাল্ড ট্রাম্পের উত্থানের গল্প নিয়ে চলচ্চিত্র

আপডেট : ৩০ নভেম্বর ২০২৩, ১৪: ২৯
ডোনাল্ড ট্রাম্পের উত্থানের গল্প নিয়ে চলচ্চিত্র

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গল্প এবার উঠে আসবে সেলুলয়েডের পর্দায়। ১৯৭০ ও ১৯৮০-র দশকে নিউইয়র্ক সিটিতে ডোনাল্ড ট্রাম্পের একজন রিয়েল এস্টেট টাইকুন হিসেবে উত্থানের গল্প উঠে আসবে এতে। ভ্যারাইটি জানিয়েছে, ‘দ্য অ্যাপ্রেনটিস’ শিরোনামের চলচ্চিত্রটিতে তরুণ ট্রাম্প চরিত্রে দেখা যাবে মার্ভেল অভিনেতা সেবাস্তিয়ান স্ট্যানকে।

সংবাদমাধ্যমটি আরও জানিয়েছে, জনপ্রিয় ইরানি চলচ্চিত্র নির্মাতা আলী আব্বাসির পরিচালিত সিনেমাটিতে ট্রাম্পের সাবেক স্ত্রী প্রয়াত ইভানা ট্রাম্পের চরিত্রে অভিনয় করবেন হলিউড অভিনেত্রী মারিয়া বাকালভা।

এ ছাড়া সিনেমাটিতে যুক্তরাষ্ট্রে আইনজীবী ও রাজনৈতিক মধ্যস্থতাকারী রয় কোনের চরিত্রে অভিনয় করবেন অভিনেতা জেরেমি স্ট্রেং, যাকে ট্রাম্প তাঁর কর্মজীবনের প্রথম দিকে একজন পরামর্শদাতা হিসেবে নিয়োগ দিয়েছিলেন।

জেরেমি স্ট্রেং‘দ্য অ্যাপ্রেনটিস’-এর নির্বাহী প্রযোজক অ্যামি বেয়ারের সিএনএনকে পাঠানো এক সংক্ষিপ্ত বিবরণে জানিয়েছেন, আলী আব্বাসি পরিচালিত চলচ্চিত্রটির লগলাইন হলো, ‘দুর্নীতি ও প্রতারণার জগতে ক্ষমতা ও উচ্চাকাঙ্ক্ষা অন্বেষণ।’

সিনেমাটিতে মার্কিন সাম্রাজ্যের উত্থানে জয়ী ও বিজিতের সংস্কৃতির ফলে নৈতিক ও মানবিক মূল্যবোধের যে ক্ষয় হয়েছে, তা উঠে আসবে।

‘দ্য অ্যাপ্রেনটিস’ কবে মুক্তি পাবে, তা জানায়নি প্রযোজনা প্রতিষ্ঠান। প্রযোজকদের পক্ষ থেকে গতকাল বুধবার সিএনএনকে নিশ্চিত করা হয়, সিনেমাটির দৃশ্য ধারণ শুরু হয়েছে।

হলিউড অভিনেত্রী মারিয়া বাকালভাউল্লেখ্য, ‘পাম অ্যান্ড টমি’তে মটলি ক্রু ড্রামার টমি লি হিসাবে অভিনয়ের জন্য স্ট্যান গত বছর গোল্ডেন গ্লোব ও এমি মনোনয়ন অর্জন করেছিলেন। এ ছাড়া তিনি মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের ‘ক্যাপ্টেন আমেরিকা’ ও ‘অ্যাভেঞ্জার্স’ সিনেমায় এবং ডিজনি প্লাসের ‘দ্য ফ্যালকন অ্যান্ড দ্য উইন্টার সোলজার’ মিনি সিরিজে বাকি বার্নস চরিত্রে অভিনয় করেছেন।

এদিকে হলিউড অভিনেত্রী বাকালোভা ২০২০-এর ‘বোরাত সাবসিকোয়েন্ট মুভিফিল্ম’-এ তুতার সাগদিয়েভ চরিত্রে অভিনয় করে খ্যাতি অর্জন করেন এবং এ কাজের জন্য তিনি প্রথম বুলগেরীয় অভিনেত্রী হিসেবে অস্কারের জন্য মনোনয়ন লাভ করেন। এরপর তিনি কমেডি ঘরানার ‘দ্য বাবল’ (২০২২), ‘বডিজ বডিজ বডিজ’ (২০২২) এবং ‘ফেয়ারিল্যান্ড’ (২০২৩) চলচ্চিত্রে অভিনয় করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত