জেমস বন্ড সিরিজের ২৫ তম ছবি মুক্তি পেতে যাচ্ছে আগামীকাল বৃহস্পতিবার। হলি-তারকা ডেনিয়েল ক্রেগের 'জেমস বন্ড' হিসেবে এটাই শেষ ছবি। এই নিয়ে পর্দায় পঞ্চমবার বন্ড হিসেবে হাজির হবেন ডেনিয়েল। স্থানীয় সময় মঙ্গলবার লন্ডনের রয়্যাল আলবার্ট হলে এই ছবিটির প্রিমিয়ারে অংশ নিয়েছিলেন ব্রিটিশ রাজপরিবারের সদস্যরা।
প্রায় ২০০ মিলিয়ন ডলার বাজেটের ছবি 'নো টাইম টু ডাই'-এর প্রিমিয়ারের রেড কার্পেটে হাজির ছিলেন ব্রিটিশ রাজপরিবারের প্রিন্স চার্লস এবং তাঁর ছেলে উইলিয়াম তাঁদের স্ত্রী ক্যামিলা ও ক্যাথরিন। এ ছাড়া ছিলেন ছবির পরিচালক ক্যারি জোজি ফুকুনাগা, ছবির প্রযোজক জুটি মাইকেল জি উইলসন, বারবারা ব্রকোলি এবং স্বয়ং ড্যানিল ক্রেগ।
সম্প্রতি ইউএস ওপেন জেতা নারী টেনিস খেলোয়াড় এমা রাডুকানুও এই প্রিমিয়ারে অংশ নেন। এর সঙ্গে ছিলেন ফুটবলার হ্যারিকেন এবং তাঁর স্ত্রীও।
অফিসিয়াল এক বিবৃতিতে জানানো হয়েছে, প্রিমিয়ার থেকে আয়কৃত অর্থ ব্রিটেনের স্পেশাল ফোর্সের বর্তমান এবং সাবেক সদস্যদের দাতব্য প্রতিষ্ঠানে দেওয়া হবে।
প্রযোজকদের জেদ ছিল কিছুতেই 'বন্ড'-কে তাঁরা ওটিটি প্ল্যাটফর্মে দর্শকদের সামনে হাজির করবেন না। তাতে দেরি হলে হবে। ২০২০ সালের এপ্রিল থেকে এ পর্যন্ত তিনবার শিডিউল পরিবর্তনের পর গোয়েন্দা সিরিজের ২৫ তম সিনেমা নো টাইম টু ডাই ওয়ার্ল্ড প্রিমিয়ারের অংশ হিসেবে ব্রিটেনে মুক্তি দেয়া হবে ৩০ সেপ্টেম্বর। আগামী ৮ অক্টোবর যুক্তরাষ্ট্রে মুক্তি পাবে এই ছবি।
প্রিমিয়ারে অংশ নিয়ে জেমস বন্ড চরিত্রে অভিনয় করা ড্যানিয়েল ক্রেগ বলেন, আমি খুব খুশি সিনেমার জন্য আমরা বন্ড ছবিটি বানিয়েছি। শেষ পর্যন্ত আমরা এখানে উপস্থিত হতে পেরেছি। এর চেয়ে খুশির আর কী হতে পারে।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, নো টাইম টু ডাই সিনেমাটির অগ্রিম টিকিট বিক্রিতে ভালো সাড়া মিলেছে। যুক্তরাজ্যের সিনেমা ব্যবসায়ীদের বড় চেইন ওডিওন বলছে, গত সোমবারই নো টাইম টু ডাই সিনেমাটির অগ্রিম এ লাখ ৭৫ হাজার টিকিট বিক্রি হয়েছে। ২০১৯ সালের অ্যাভেঞ্জার্স: এন্ডগেম সিনেমার পর নো টাইম টু ডাই সিনেমাটির সর্বোচ্চ অগ্রিম টিকিট বিক্রি হয়েছে।
জেমস বন্ড সিরিজের ২৫ তম ছবি মুক্তি পেতে যাচ্ছে আগামীকাল বৃহস্পতিবার। হলি-তারকা ডেনিয়েল ক্রেগের 'জেমস বন্ড' হিসেবে এটাই শেষ ছবি। এই নিয়ে পর্দায় পঞ্চমবার বন্ড হিসেবে হাজির হবেন ডেনিয়েল। স্থানীয় সময় মঙ্গলবার লন্ডনের রয়্যাল আলবার্ট হলে এই ছবিটির প্রিমিয়ারে অংশ নিয়েছিলেন ব্রিটিশ রাজপরিবারের সদস্যরা।
প্রায় ২০০ মিলিয়ন ডলার বাজেটের ছবি 'নো টাইম টু ডাই'-এর প্রিমিয়ারের রেড কার্পেটে হাজির ছিলেন ব্রিটিশ রাজপরিবারের প্রিন্স চার্লস এবং তাঁর ছেলে উইলিয়াম তাঁদের স্ত্রী ক্যামিলা ও ক্যাথরিন। এ ছাড়া ছিলেন ছবির পরিচালক ক্যারি জোজি ফুকুনাগা, ছবির প্রযোজক জুটি মাইকেল জি উইলসন, বারবারা ব্রকোলি এবং স্বয়ং ড্যানিল ক্রেগ।
সম্প্রতি ইউএস ওপেন জেতা নারী টেনিস খেলোয়াড় এমা রাডুকানুও এই প্রিমিয়ারে অংশ নেন। এর সঙ্গে ছিলেন ফুটবলার হ্যারিকেন এবং তাঁর স্ত্রীও।
অফিসিয়াল এক বিবৃতিতে জানানো হয়েছে, প্রিমিয়ার থেকে আয়কৃত অর্থ ব্রিটেনের স্পেশাল ফোর্সের বর্তমান এবং সাবেক সদস্যদের দাতব্য প্রতিষ্ঠানে দেওয়া হবে।
প্রযোজকদের জেদ ছিল কিছুতেই 'বন্ড'-কে তাঁরা ওটিটি প্ল্যাটফর্মে দর্শকদের সামনে হাজির করবেন না। তাতে দেরি হলে হবে। ২০২০ সালের এপ্রিল থেকে এ পর্যন্ত তিনবার শিডিউল পরিবর্তনের পর গোয়েন্দা সিরিজের ২৫ তম সিনেমা নো টাইম টু ডাই ওয়ার্ল্ড প্রিমিয়ারের অংশ হিসেবে ব্রিটেনে মুক্তি দেয়া হবে ৩০ সেপ্টেম্বর। আগামী ৮ অক্টোবর যুক্তরাষ্ট্রে মুক্তি পাবে এই ছবি।
প্রিমিয়ারে অংশ নিয়ে জেমস বন্ড চরিত্রে অভিনয় করা ড্যানিয়েল ক্রেগ বলেন, আমি খুব খুশি সিনেমার জন্য আমরা বন্ড ছবিটি বানিয়েছি। শেষ পর্যন্ত আমরা এখানে উপস্থিত হতে পেরেছি। এর চেয়ে খুশির আর কী হতে পারে।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, নো টাইম টু ডাই সিনেমাটির অগ্রিম টিকিট বিক্রিতে ভালো সাড়া মিলেছে। যুক্তরাজ্যের সিনেমা ব্যবসায়ীদের বড় চেইন ওডিওন বলছে, গত সোমবারই নো টাইম টু ডাই সিনেমাটির অগ্রিম এ লাখ ৭৫ হাজার টিকিট বিক্রি হয়েছে। ২০১৯ সালের অ্যাভেঞ্জার্স: এন্ডগেম সিনেমার পর নো টাইম টু ডাই সিনেমাটির সর্বোচ্চ অগ্রিম টিকিট বিক্রি হয়েছে।
১৯৯৯ সালে যাত্রা শুরু নেমেসিস ব্যান্ডের। প্রতিষ্ঠার ছয় বছর পর ২০০৫ সালে প্রকাশ পেয়েছিল ব্যান্ডের প্রথম স্টুডিও অ্যালবাম ‘অন্বেষণ’। এরপর ২০১১ ও ২০১৭ সালে আসে ‘তৃতীয় যাত্রা’ ও ‘গণজোয়ার’ নামের আরও দুটি স্টুডিও অ্যালবাম। প্রতিটি অ্যালবামে ছিল ৬ বছরের গ্যাপ। তবে চতুর্থ অ্যালবাম প্রকাশ করতে আরও বেশি সময়
১১ ঘণ্টা আগেবিজ্ঞাপনের মডেল হওয়ার পর গত বছর মুহাম্মদ মোস্তফা কামাল রাজের ‘সন্ধিক্ষণ’ নাটক দিয়ে অভিনয়ে নাম লিখিয়েছেন মালাইকা চৌধুরী। সম্পর্কে তিনি মেহজাবীন চৌধুরীর ছোট বোন। নিজ অভিজ্ঞতার আলোকে পরামর্শ দিয়ে বোন মালাইকাকে সার্বক্ষণিক সহযোগিতা করছেন মেহজাবীন। অভিনয়ের প্রথম প্রশিক্ষণও বড় বোনের কাছেই পেয়েছেন মালাইকা।
১১ ঘণ্টা আগে৫ মে শুরু হয়েছে তারকাদের ক্রিকেট টুর্নামেন্ট ‘সেলিব্রিটি চ্যাম্পিয়নস ট্রফি’ বা সিসিটি। প্রথম রাউন্ড শেষে ফাইনালে উঠেছে গিগাবাইট টাইটানস ও স্বপ্নধরা স্পারটান্স। দল দুটির মেন্টর হিসেবে আছেন নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম ও মুহাম্মদ মোস্তফা কামাল রাজ।
১১ ঘণ্টা আগেসিনেমার কোনো সীমান্ত নেই, সিনেমা মানে না কাঁটাতারের বিধিনিষেধ—প্রতিবছর কান চলচ্চিত্র উৎসবে সেটা আরও স্পষ্ট হয়ে ধরা দেয়। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে পরিচালক, প্রযোজক, সেলস এজেন্ট ও সাংবাদিকেরা হাজির হন ‘বড় পর্দার অলিম্পিক’খ্যাত এ উৎসবে। নির্মাতারা আসেন তাঁদের সিনেমা দেখাতে। সেসব বিক্রির প্রক্রিয়া
১১ ঘণ্টা আগে