বিনোদন ডেস্ক
জেমস বন্ড সিরিজের ২৫ তম ছবি মুক্তি পেতে যাচ্ছে আগামীকাল বৃহস্পতিবার। হলি-তারকা ডেনিয়েল ক্রেগের 'জেমস বন্ড' হিসেবে এটাই শেষ ছবি। এই নিয়ে পর্দায় পঞ্চমবার বন্ড হিসেবে হাজির হবেন ডেনিয়েল। স্থানীয় সময় মঙ্গলবার লন্ডনের রয়্যাল আলবার্ট হলে এই ছবিটির প্রিমিয়ারে অংশ নিয়েছিলেন ব্রিটিশ রাজপরিবারের সদস্যরা।
প্রায় ২০০ মিলিয়ন ডলার বাজেটের ছবি 'নো টাইম টু ডাই'-এর প্রিমিয়ারের রেড কার্পেটে হাজির ছিলেন ব্রিটিশ রাজপরিবারের প্রিন্স চার্লস এবং তাঁর ছেলে উইলিয়াম তাঁদের স্ত্রী ক্যামিলা ও ক্যাথরিন। এ ছাড়া ছিলেন ছবির পরিচালক ক্যারি জোজি ফুকুনাগা, ছবির প্রযোজক জুটি মাইকেল জি উইলসন, বারবারা ব্রকোলি এবং স্বয়ং ড্যানিল ক্রেগ।
সম্প্রতি ইউএস ওপেন জেতা নারী টেনিস খেলোয়াড় এমা রাডুকানুও এই প্রিমিয়ারে অংশ নেন। এর সঙ্গে ছিলেন ফুটবলার হ্যারিকেন এবং তাঁর স্ত্রীও।
অফিসিয়াল এক বিবৃতিতে জানানো হয়েছে, প্রিমিয়ার থেকে আয়কৃত অর্থ ব্রিটেনের স্পেশাল ফোর্সের বর্তমান এবং সাবেক সদস্যদের দাতব্য প্রতিষ্ঠানে দেওয়া হবে।
প্রযোজকদের জেদ ছিল কিছুতেই 'বন্ড'-কে তাঁরা ওটিটি প্ল্যাটফর্মে দর্শকদের সামনে হাজির করবেন না। তাতে দেরি হলে হবে। ২০২০ সালের এপ্রিল থেকে এ পর্যন্ত তিনবার শিডিউল পরিবর্তনের পর গোয়েন্দা সিরিজের ২৫ তম সিনেমা নো টাইম টু ডাই ওয়ার্ল্ড প্রিমিয়ারের অংশ হিসেবে ব্রিটেনে মুক্তি দেয়া হবে ৩০ সেপ্টেম্বর। আগামী ৮ অক্টোবর যুক্তরাষ্ট্রে মুক্তি পাবে এই ছবি।
প্রিমিয়ারে অংশ নিয়ে জেমস বন্ড চরিত্রে অভিনয় করা ড্যানিয়েল ক্রেগ বলেন, আমি খুব খুশি সিনেমার জন্য আমরা বন্ড ছবিটি বানিয়েছি। শেষ পর্যন্ত আমরা এখানে উপস্থিত হতে পেরেছি। এর চেয়ে খুশির আর কী হতে পারে।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, নো টাইম টু ডাই সিনেমাটির অগ্রিম টিকিট বিক্রিতে ভালো সাড়া মিলেছে। যুক্তরাজ্যের সিনেমা ব্যবসায়ীদের বড় চেইন ওডিওন বলছে, গত সোমবারই নো টাইম টু ডাই সিনেমাটির অগ্রিম এ লাখ ৭৫ হাজার টিকিট বিক্রি হয়েছে। ২০১৯ সালের অ্যাভেঞ্জার্স: এন্ডগেম সিনেমার পর নো টাইম টু ডাই সিনেমাটির সর্বোচ্চ অগ্রিম টিকিট বিক্রি হয়েছে।
জেমস বন্ড সিরিজের ২৫ তম ছবি মুক্তি পেতে যাচ্ছে আগামীকাল বৃহস্পতিবার। হলি-তারকা ডেনিয়েল ক্রেগের 'জেমস বন্ড' হিসেবে এটাই শেষ ছবি। এই নিয়ে পর্দায় পঞ্চমবার বন্ড হিসেবে হাজির হবেন ডেনিয়েল। স্থানীয় সময় মঙ্গলবার লন্ডনের রয়্যাল আলবার্ট হলে এই ছবিটির প্রিমিয়ারে অংশ নিয়েছিলেন ব্রিটিশ রাজপরিবারের সদস্যরা।
প্রায় ২০০ মিলিয়ন ডলার বাজেটের ছবি 'নো টাইম টু ডাই'-এর প্রিমিয়ারের রেড কার্পেটে হাজির ছিলেন ব্রিটিশ রাজপরিবারের প্রিন্স চার্লস এবং তাঁর ছেলে উইলিয়াম তাঁদের স্ত্রী ক্যামিলা ও ক্যাথরিন। এ ছাড়া ছিলেন ছবির পরিচালক ক্যারি জোজি ফুকুনাগা, ছবির প্রযোজক জুটি মাইকেল জি উইলসন, বারবারা ব্রকোলি এবং স্বয়ং ড্যানিল ক্রেগ।
সম্প্রতি ইউএস ওপেন জেতা নারী টেনিস খেলোয়াড় এমা রাডুকানুও এই প্রিমিয়ারে অংশ নেন। এর সঙ্গে ছিলেন ফুটবলার হ্যারিকেন এবং তাঁর স্ত্রীও।
অফিসিয়াল এক বিবৃতিতে জানানো হয়েছে, প্রিমিয়ার থেকে আয়কৃত অর্থ ব্রিটেনের স্পেশাল ফোর্সের বর্তমান এবং সাবেক সদস্যদের দাতব্য প্রতিষ্ঠানে দেওয়া হবে।
প্রযোজকদের জেদ ছিল কিছুতেই 'বন্ড'-কে তাঁরা ওটিটি প্ল্যাটফর্মে দর্শকদের সামনে হাজির করবেন না। তাতে দেরি হলে হবে। ২০২০ সালের এপ্রিল থেকে এ পর্যন্ত তিনবার শিডিউল পরিবর্তনের পর গোয়েন্দা সিরিজের ২৫ তম সিনেমা নো টাইম টু ডাই ওয়ার্ল্ড প্রিমিয়ারের অংশ হিসেবে ব্রিটেনে মুক্তি দেয়া হবে ৩০ সেপ্টেম্বর। আগামী ৮ অক্টোবর যুক্তরাষ্ট্রে মুক্তি পাবে এই ছবি।
প্রিমিয়ারে অংশ নিয়ে জেমস বন্ড চরিত্রে অভিনয় করা ড্যানিয়েল ক্রেগ বলেন, আমি খুব খুশি সিনেমার জন্য আমরা বন্ড ছবিটি বানিয়েছি। শেষ পর্যন্ত আমরা এখানে উপস্থিত হতে পেরেছি। এর চেয়ে খুশির আর কী হতে পারে।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, নো টাইম টু ডাই সিনেমাটির অগ্রিম টিকিট বিক্রিতে ভালো সাড়া মিলেছে। যুক্তরাজ্যের সিনেমা ব্যবসায়ীদের বড় চেইন ওডিওন বলছে, গত সোমবারই নো টাইম টু ডাই সিনেমাটির অগ্রিম এ লাখ ৭৫ হাজার টিকিট বিক্রি হয়েছে। ২০১৯ সালের অ্যাভেঞ্জার্স: এন্ডগেম সিনেমার পর নো টাইম টু ডাই সিনেমাটির সর্বোচ্চ অগ্রিম টিকিট বিক্রি হয়েছে।
কনসার্টপ্রেমীদের জন্য গত কয়েক মাস ভালো যায়নি। নিরাপত্তার অজুহাত দেখিয়ে বেশ কটি কনসার্ট স্থগিত করা হয়েছে। তবে আজ কনসার্টপ্রেমীদের জন্য রয়েছে আনন্দের সংবাদ। কেননা আজ ঢাকার দুই ভেন্যুতে অনুষ্ঠিত হবে দু্ইটি কনসার্ট।
১ দিন আগেপর্দায় শাকিব খানের সঙ্গে দেখা যাবে পশ্চিমবঙ্গের অভিনেতা যিশু সেনগুপ্তকে। গুঞ্জনটা প্রায় এক বছরের। রায়হান রাফীর ‘তুফান’ সিনেমার শুটিং শুরুর পর এ নিয়ে প্রথম চর্চা শুরু হয়। শেষ পর্যন্ত তুফানে দেখা যায়নি যিশুকে। সেই রেশ কাটতে না-কাটতে গত বছরের শেষ দিকে আবার শুরু হয় একই গুঞ্জন। এবার খবর ছড়িয়ে পড়ে মেহেদী
১ দিন আগে২১ ফেব্রুয়ারি প্রতিষ্ঠার ২৯ বছরে পা রাখে নাট্যদল প্রাচ্যনাট। এ উপলক্ষে ফেব্রুয়ারি মাসব্যাপী নানা আয়োজন করে দলটি। আজ রাজধানীর শিল্পকলা একাডেমিতে বর্ষপূর্তির সমাপনী অনুষ্ঠান দিয়ে শেষ হচ্ছে মাসব্যাপী এই আয়োজন।
১ দিন আগেবলিউড বাদশা শাহরুখ খানের যারা ভক্ত তাদের কাছে তাঁর বাড়ি ‘মান্নাত’ যেন এক তীর্থস্থান। জন্মদিন, সিনেমার মুক্তি, ঈদে মান্নাতের বারান্দায় শুধু ভক্তদের জন্য দেখা দেন কিং খান। বান্দ্রার এই বাড়িটির সামনে বিশেষ দিনগুলোতে নামে অগণিত মানুষের ঢল। কিন্তু এই এই হেরিটেজ ছেড়ে স্ত্রী গৌরী ও সন্তানদের নিয়ে ভাড়া...
২ দিন আগে