অপেক্ষার অবসান হতে চলেছে। আগামী সপ্তাহেই অনুষ্ঠিত হবে বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার অস্কারের আসর। প্রতিবারের মতো এবারও সংগীতের অনন্য একটি যৌথ পরিবেশনা থাকবে। সুরের জাদুতে একসঙ্গে কারা মাতাবেন অস্কারের মঞ্চ, তার একটি তালিকা প্রকাশ করেছেন আসরের প্রযোজক উইল প্যাকার ও শাইলা কাওয়ান।
অনুষ্ঠানটি ২৭ মার্চ স্থানীয় সময় রোববার ডলবি থিয়েটার থেকে সরাসরি সম্প্রচার করবে এবিসি। এবিসি নিউজের এক প্রতিবেদনে জানা যায়, ৯৪তম অস্কার অনুষ্ঠানের মঞ্চে যৌথ পরিবেশনা থাকবে চার মার্কিন সংগীত তারকার। এই চার তারকা হলেন—পারকশনিস্ট ও গায়িকা শিলা ই., সংগীত পরিচালক ও বেজ গিটারিস্ট অ্যাডাম ব্ল্যাকস্টোন, ড্রামার ট্র্যাভিস বার্কার ও পিয়ানোবাদক রবার্ট গ্লাসপার।
এ ছাড়া অনুষ্ঠানে আরও পারফর্ম করবেন আমেরিকান ডিজে ডি-নাইস। এর আগে শুক্রবার থেকে রোববার পর্যন্ত অনুষ্ঠিত হবে অস্কার-পূর্ববর্তী আয়োজন; যা ‘গভর্নরস বল’ নামে পরিচিত। এতে থাকবেন এবারের অস্কারের অধিকাংশ অংশগ্রহণকারী।
এদিকে অস্কারের দিন যত ঘনিয়ে আসছে, সিনেমাপ্রেমীদের উত্তেজনার পারদ ততই তুঙ্গে। নানা জল্পনা-কল্পনা চলছে এবারের অস্কার নিয়ে। বিশেষ করে সেরা ছবি রয়েছে আলোচনার শীর্ষে। আলোচনায় একাধিক ছবি থাকলেও এগিয়ে আছে নেটফ্লিক্সের ‘দ্য পাওয়ার অব দ্য ডগ’। সেরা ছবি, সেরা পরিচালক ও সেরা অভিনেতার স্বীকৃতিসহ ১২টি বিষয়ে মনোনয়ন পেয়েছে ছবিটি।
অপেক্ষার অবসান হতে চলেছে। আগামী সপ্তাহেই অনুষ্ঠিত হবে বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার অস্কারের আসর। প্রতিবারের মতো এবারও সংগীতের অনন্য একটি যৌথ পরিবেশনা থাকবে। সুরের জাদুতে একসঙ্গে কারা মাতাবেন অস্কারের মঞ্চ, তার একটি তালিকা প্রকাশ করেছেন আসরের প্রযোজক উইল প্যাকার ও শাইলা কাওয়ান।
অনুষ্ঠানটি ২৭ মার্চ স্থানীয় সময় রোববার ডলবি থিয়েটার থেকে সরাসরি সম্প্রচার করবে এবিসি। এবিসি নিউজের এক প্রতিবেদনে জানা যায়, ৯৪তম অস্কার অনুষ্ঠানের মঞ্চে যৌথ পরিবেশনা থাকবে চার মার্কিন সংগীত তারকার। এই চার তারকা হলেন—পারকশনিস্ট ও গায়িকা শিলা ই., সংগীত পরিচালক ও বেজ গিটারিস্ট অ্যাডাম ব্ল্যাকস্টোন, ড্রামার ট্র্যাভিস বার্কার ও পিয়ানোবাদক রবার্ট গ্লাসপার।
এ ছাড়া অনুষ্ঠানে আরও পারফর্ম করবেন আমেরিকান ডিজে ডি-নাইস। এর আগে শুক্রবার থেকে রোববার পর্যন্ত অনুষ্ঠিত হবে অস্কার-পূর্ববর্তী আয়োজন; যা ‘গভর্নরস বল’ নামে পরিচিত। এতে থাকবেন এবারের অস্কারের অধিকাংশ অংশগ্রহণকারী।
এদিকে অস্কারের দিন যত ঘনিয়ে আসছে, সিনেমাপ্রেমীদের উত্তেজনার পারদ ততই তুঙ্গে। নানা জল্পনা-কল্পনা চলছে এবারের অস্কার নিয়ে। বিশেষ করে সেরা ছবি রয়েছে আলোচনার শীর্ষে। আলোচনায় একাধিক ছবি থাকলেও এগিয়ে আছে নেটফ্লিক্সের ‘দ্য পাওয়ার অব দ্য ডগ’। সেরা ছবি, সেরা পরিচালক ও সেরা অভিনেতার স্বীকৃতিসহ ১২টি বিষয়ে মনোনয়ন পেয়েছে ছবিটি।
খ্যাতিমান কথাসাহিত্যিক শহীদুল জহিরের ছোটগল্পের অনুপ্রেরণায় তৈরি হয়েছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘দাঁড়কাক’। বানিয়েছেন জায়েদ সিদ্দিকী। তোরাব শেখ নামের একজন বয়স্ক মানুষকে নিয়ে এ সিনেমার গল্প। তার উপার্জন নেই, ফলে এই সংসারে নিজেকে অপ্রয়োজনীয় বোধ করে সে। তার অজান্তে মেয়ের বিয়ে দেওয়ায় সে ক্ষুব্ধ হয়।
৪ ঘণ্টা আগেমুহাম্মদ ইমরান হোসেনের ‘অন্তরালে প্রেম’ নাটকে প্রথম একসঙ্গে অভিনয় করেছিলেন তানিয়া বৃষ্টি ও পার্থ শেখ। আগামী কোরবানির ঈদের জন্য আবার তাঁরা একসঙ্গে অভিনয় করলেন। নাটকের নাম ‘এই শহরে মেঘেরা একা’। মেহরাব জাহিদের রচনায় নাটকটি পরিচালনা করছেন সোহেল রানা ইমন। গত রোব ও সোমবার রাজধানীর উত্তরার দোলনচাঁপা শুটিং
৪ ঘণ্টা আগেঈদে মুক্তি পেয়েছিল সালমান খানের নতুন সিনেমা ‘সিকান্দার’। মুক্তির আগেই পড়েছিল পাইরেসির কবলে। তবু প্রথম কয়েক দিন হলে ভিড় ছিল ভালোই। কিন্তু সিকান্দারের গল্প, অভিনয় মন ছুঁতে পারেনি দর্শকের। ফলে প্রত্যাশিত ব্যবসা করতে ব্যর্থ হয়েছে এ আর মুরুগাদোস পরিচালিত সিনেমাটি। ৩০ মার্চ মুক্তি পাওয়া সিকান্দার প্রায়
৪ ঘণ্টা আগেবছরের শুরুতে গত ৭ জানুয়ারি রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে অনুষ্ঠিত হয়েছিল বিবর্তন সাংস্কৃতিক কেন্দ্রের নাটক ‘ক্রীতদাস কথা’। প্রথম প্রদর্শনীতে সুধীজনের নজর কেড়েছিল নাটকটি। এবার একই মঞ্চে নাটকটির দ্বিতীয় প্রদর্শনীর আয়োজন করেছে বিবর্তন সাংস্কৃতিক কেন্দ্র। আজ সন্ধ্যা ৭টায়
৪ ঘণ্টা আগে