বিনোদন ডেস্ক
দীর্ঘ ৬০ বছর একটি পরিবারের হাতে ছিল জেমস বন্ডের নিয়ন্ত্রণ। ১৯৬২ সালে নির্মিত জেমস বন্ড সিরিজের প্রথম সিনেমা ‘ডক্টর নো’ থেকে ২০২১ সালে সর্বশেষ ‘নো টাইম টু ডাই’ মোট ২৫টি সিনেমা প্রযোজনা করেছে ইয়ন ফিল্মস। মাত্র দুটি সিনেমা ‘ক্যাসিনো রয়েল’ (১৯৬৭) ও ‘নেভার সে নেভার অ্যাগেইন’ (১৯৮৩) তৈরি হয়েছে অন্য প্রতিষ্ঠানের ব্যানারে। জেমস বন্ড কোন চশমা পরবে, কোন গাড়িতে চড়বে, কোন অস্ত্রে ঘায়েল করবে শত্রুদের—সব ঠিক করতেন ইয়নের স্বত্বাধিকারী মাইকেল জি উইলসন ও বারবারা ব্রোকলি। তবে এখন থেকে গল্পটি লেখা হবে ভিন্নভাবে।
গত বৃহস্পতিবার আমাজন এমজিএম স্টুডিও ও ইয়ন ফিল্মসের মধ্যে একটি ঐতিহাসিক চুক্তি হলো। যার আওতায় জেমস বন্ডের সৃজনশীল নিয়ন্ত্রণ আর থাকছে না মাইকেল জি উইলসন ও বারবারা ব্রোকলির হাতে। সফল ফ্যাঞ্চাইজি হিসেবে দীর্ঘ সময় হলিউডে রাজত্ব করছে জেমস বন্ড। ফলে চরিত্রটির স্রষ্টা ইয়ান ফ্লেমিংয়ের মতো হলিউডে প্রভাব সৃষ্টি হয়েছে এর প্রযোজক ব্রোকলি পরিবারের। এ চুক্তির পর সেই প্রভাব অনেকটা কমল। তবে একেবারে বিদায় নিচ্ছেন না তাঁরা, থাকছেন সহস্বত্বাধিকারী হিসেবে। সিনেমার নতুন পর্বের সিদ্ধান্ত থেকে অভিনয়শিল্পী নির্বাচনসহ সৃজনশীল সব বিষয় নিয়ন্ত্রণ করবে এমজিএম।
প্রাইম ভিডিও ও আমাজন এমজিএমের প্রধান মাইক হপকিন্স দ্য গার্ডিয়ানকে বলেন, ‘ছয় দশকের বেশি সময় আগে থিয়েটারে সূচনা হয়েছিল জেমস বন্ডের। এ চরিত্রকে সিনেমা হলে নিয়ে আসার জন্য আমরা কৃতজ্ঞ প্রয়াত আলবার্ট আর. ব্রোকলি ও হ্যারি সল্টজম্যানের কাছে। তাঁদের পর মাইকেল জি উইলসন ও বারবারা ব্রোকলি শক্ত হাতে হাল ধরেছিলেন। তাঁদের কাছেও আমাদের কৃতজ্ঞতা। এ ঐতিহ্য রক্ষার দায়িত্ব পেয়ে আমরা সম্মানিত।’
অন্যদিকে মাইকেল জি উইলসন ও বারবারা ব্রোকলি জানিয়েছেন, চলচ্চিত্র নির্মাণ থেকে সরে গিয়ে শিল্প ও দাতব্য কাজে মনোনিবেশের পরিকল্পনা করেছেন তাঁরা। তাই জেমস বন্ডকে নিয়ে চলচ্চিত্র নির্মাণের দায়িত্ব ছেড়ে দিয়েছেন আমাজন এমজিএম স্টুডিওর হাতে। এ চুক্তিকে স্বাগত জানিয়েছেন জেমস বন্ড অভিনেতা ড্যানিয়েল ক্রেগ। ২০০৬ সালে ‘ক্যাসিনো রয়েল’ থেকে শুরু করে ২০২১ সালে মুক্তি পাওয়া ‘নো টাইম টু ডাই’—পাঁচটি সিনেমায় জেমস বন্ড হিসেবে হাজির হয়েছেন তিনি। সর্বশেষ সিনেমার পর এ চরিত্র থেকে অবসর নিয়েছেন। তাঁর পর নতুন জেমস বন্ড কে হবেন, তা নিয়ে জল্পনা চলছে। শোনা গেছে, এ চরিত্রে অভিনয়ের প্রস্তাব দেওয়া হয়েছে অ্যারন টেলর-জনসনকে।
দীর্ঘ ৬০ বছর একটি পরিবারের হাতে ছিল জেমস বন্ডের নিয়ন্ত্রণ। ১৯৬২ সালে নির্মিত জেমস বন্ড সিরিজের প্রথম সিনেমা ‘ডক্টর নো’ থেকে ২০২১ সালে সর্বশেষ ‘নো টাইম টু ডাই’ মোট ২৫টি সিনেমা প্রযোজনা করেছে ইয়ন ফিল্মস। মাত্র দুটি সিনেমা ‘ক্যাসিনো রয়েল’ (১৯৬৭) ও ‘নেভার সে নেভার অ্যাগেইন’ (১৯৮৩) তৈরি হয়েছে অন্য প্রতিষ্ঠানের ব্যানারে। জেমস বন্ড কোন চশমা পরবে, কোন গাড়িতে চড়বে, কোন অস্ত্রে ঘায়েল করবে শত্রুদের—সব ঠিক করতেন ইয়নের স্বত্বাধিকারী মাইকেল জি উইলসন ও বারবারা ব্রোকলি। তবে এখন থেকে গল্পটি লেখা হবে ভিন্নভাবে।
গত বৃহস্পতিবার আমাজন এমজিএম স্টুডিও ও ইয়ন ফিল্মসের মধ্যে একটি ঐতিহাসিক চুক্তি হলো। যার আওতায় জেমস বন্ডের সৃজনশীল নিয়ন্ত্রণ আর থাকছে না মাইকেল জি উইলসন ও বারবারা ব্রোকলির হাতে। সফল ফ্যাঞ্চাইজি হিসেবে দীর্ঘ সময় হলিউডে রাজত্ব করছে জেমস বন্ড। ফলে চরিত্রটির স্রষ্টা ইয়ান ফ্লেমিংয়ের মতো হলিউডে প্রভাব সৃষ্টি হয়েছে এর প্রযোজক ব্রোকলি পরিবারের। এ চুক্তির পর সেই প্রভাব অনেকটা কমল। তবে একেবারে বিদায় নিচ্ছেন না তাঁরা, থাকছেন সহস্বত্বাধিকারী হিসেবে। সিনেমার নতুন পর্বের সিদ্ধান্ত থেকে অভিনয়শিল্পী নির্বাচনসহ সৃজনশীল সব বিষয় নিয়ন্ত্রণ করবে এমজিএম।
প্রাইম ভিডিও ও আমাজন এমজিএমের প্রধান মাইক হপকিন্স দ্য গার্ডিয়ানকে বলেন, ‘ছয় দশকের বেশি সময় আগে থিয়েটারে সূচনা হয়েছিল জেমস বন্ডের। এ চরিত্রকে সিনেমা হলে নিয়ে আসার জন্য আমরা কৃতজ্ঞ প্রয়াত আলবার্ট আর. ব্রোকলি ও হ্যারি সল্টজম্যানের কাছে। তাঁদের পর মাইকেল জি উইলসন ও বারবারা ব্রোকলি শক্ত হাতে হাল ধরেছিলেন। তাঁদের কাছেও আমাদের কৃতজ্ঞতা। এ ঐতিহ্য রক্ষার দায়িত্ব পেয়ে আমরা সম্মানিত।’
অন্যদিকে মাইকেল জি উইলসন ও বারবারা ব্রোকলি জানিয়েছেন, চলচ্চিত্র নির্মাণ থেকে সরে গিয়ে শিল্প ও দাতব্য কাজে মনোনিবেশের পরিকল্পনা করেছেন তাঁরা। তাই জেমস বন্ডকে নিয়ে চলচ্চিত্র নির্মাণের দায়িত্ব ছেড়ে দিয়েছেন আমাজন এমজিএম স্টুডিওর হাতে। এ চুক্তিকে স্বাগত জানিয়েছেন জেমস বন্ড অভিনেতা ড্যানিয়েল ক্রেগ। ২০০৬ সালে ‘ক্যাসিনো রয়েল’ থেকে শুরু করে ২০২১ সালে মুক্তি পাওয়া ‘নো টাইম টু ডাই’—পাঁচটি সিনেমায় জেমস বন্ড হিসেবে হাজির হয়েছেন তিনি। সর্বশেষ সিনেমার পর এ চরিত্র থেকে অবসর নিয়েছেন। তাঁর পর নতুন জেমস বন্ড কে হবেন, তা নিয়ে জল্পনা চলছে। শোনা গেছে, এ চরিত্রে অভিনয়ের প্রস্তাব দেওয়া হয়েছে অ্যারন টেলর-জনসনকে।
ভারতের প্রায় ৮০ শতাংশ মানুষ হিন্দু ধর্মের অনুসারী এবং অধিকাংশই এখনো জাতপাত-ভিত্তিক সমাজব্যবস্থা অনুসরণ করেন। ফুলে দম্পতি এই ব্যবস্থার বিরুদ্ধে লড়াই করেছেন। বিশেষত দলিতদের শিক্ষার অধিকার ও সামাজিক সমতার পক্ষে লড়েছেন তাঁরা। যাদের হিন্দু বর্ণ প্রথায় ‘অস্পৃশ্য’ (যাদের স্পর্শ অপবিত্র বলে মনে করে উচ্চ
৩ ঘণ্টা আগে২০০২ সালে বাংলাদেশ টেলিভিশনের তালিকাভুক্ত শিল্পী হিসেবে টিভি নাটকে অভিষেক গুলশান আরার। অভিনয় করেছেন সিনেমাতেও। কাজল আরেফিন অমির ‘ব্যাচেলর পয়েন্ট’ ধারাবাহিক নাটকে পলি চেয়ারম্যানের চরিত্রে অভিনয় করে বর্তমান প্রজন্মের কাছেও বেশ জনপ্রিয় এই অভিনেত্রী।
৫ ঘণ্টা আগেআজ পয়লা বৈশাখ। বাংলা নববর্ষ ১৪৩২। সারা দেশে আনন্দ-উৎসবের পরিবেশ বিরাজ করছে। সোশ্যাল মিডিয়াতেও নববর্ষের শুভেচ্ছা বিনিময়ে মেতে উঠেছে সবাই। সাধারণ মানুষের পাশাপাশি এ যাত্রায় শামিল হয়েছেন শোবিজ তারকারাও।
১ দিন আগেঅনেক দিন ধরেই খবরে নেই অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সোশ্যাল মিডিয়াতেও নেই কোনো খোঁজ। গেল ঈদের সময়েও কোনো পোস্ট করতে দেখা যায়নি তাঁকে। বিরতি কাটিয়ে বাংলা নববর্ষের দিন সোশ্যাল মিডিয়ায় ফিরলেন বাঁধন। নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বাঁধন বললেন, সোশ্যাল মিডিয়া দূরে থেকে থাকায় শান্তিতে ছিলেন তিনি।
১ দিন আগে