মুক্তির প্রথম সপ্তাহ পেরোতেই উত্তর আমেরিকার বক্স অফিসে হিট জেমস বন্ড ফ্র্যাঞ্চাইজির সর্বশেষ সিনেমা 'নো টাইম টু ডাই'। ইন্ডাস্ট্রি অফ ওয়াচার এক্সিবিউটর রিলেশন্স অনুসারে প্রথম সপ্তাহে সিনেমাটি আয় করেছে ৫ কোটি ৫৫ লাখ ডলার। যা বাংলাদেশি মুদ্রায় ৪৭৪ কোটি ৭৬ লাখ টাকা।
৩০ সেপ্টেম্বর যুক্তরাজ্যে নো টাইম টু ডাই মুক্তি পায়। প্রথম দিনেই ছবিটি আয় করেছে পাঁচ মিলিয়ন পাউন্ড। যা বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৫৮ কোটি টাকা। বর্তমানে যুক্তরাজ্য ও আয়ারল্যান্ডের ৭৭২ প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ছবিটি। সিনেমাটির আয়ের তোড়ে গত সপ্তাহের শীর্ষ থেকে তালিকায় দ্বিতীয় অবস্থানে নেমে এসেছে গত সপ্তাহে ৩ কোটি ১৭ লাখ ডলার আয় করা সিনেমা ভেনম: লেট দা বি কার্নেজ। এই সিনেমাটি প্রথম দুই সপ্তাহে আয় করেছে ১৪ কোটি ১০ লাখ ডলার।
এ ছাড়া, ১ কোটি ডলার আয় করে এ সপ্তাহে তৃতীয় অবস্থানে আছে দা অ্যাডামস ফ্যামিলি ২। ৪৩ লাখ ডলার আয় করে চতুর্থ অবস্থানে ছিল ডিজনির ব্লকবাস্টার শাং-চি এবং দ্য লিজেন্ড অফ দা টেন রিংস। পঞ্চম স্থানে দা মেনি সেন্টস অফ নেটওয়ার্ক এবং ষষ্ঠ অবস্থানে রায়ান রেনল্ডস অভিনীত কমেডি অ্যাকশন মুভি ফ্রি গাই। এর পরে রয়েছে যথাক্রমে ডিয়ার ইভান হ্যানসেন (১০ লাখ ডলার), ল্যাম্ব (১০ লাখ ডলার), ক্যান্ডিম্যান (৭ লাখ ১০ হাজার ডলার) ও ১০ নম্বরে জঙ্গল ক্রুজ (২ লাখ ১৫ হাজার ডলার)।
'নো টাইম টু ডাই' বন্ড ফ্র্যাঞ্চাইজির ২৫ তম ও কেন্দ্রীয় চরিত্রে ড্যানিয়েল ক্রেইগের সর্বশেষ সিনেমা। সিরিজের ইতিহাসে 'নো টাইম টু ডাই' একাধিক কারণে আলাদা। শুধু এজেন্ট-ভিলেন দ্বৈরথের দেয়ালে এ সিনেমাকে আটকে রাখা যাবে না। প্রচণ্ড অ্যাকশনের পাশাপাশি এ ছবিটি অনেক বেশি মানবিক। ছবিতে জেমস বন্ডের প্রতিপক্ষ দু'জন। জেমস বন্ডের প্রতিটি ছবির মতোই এ ছবিতে ব্যবহার করা হয়েছে দারুণ আবহ সংগীত, যা করেছেন হান্স জামিয়ার। ছবির থিম সং 'নো টাইম টু ডাই' গেয়েছেন বিলি আইলিশ।
সিনেমার কেন্দ্রে রয়েছে ডিএনএ এবং জেনোসাইডের থিম। নিজের সেরা অভিনয় উজাড় করে দিয়েছেন ডেনিয়েল ক্রেইগ। বন্ডের বিপরীতে দুর্ধর্ষ দুশমন রামি মালিক, থুড়ি হানিবালও এক কথায় অনবদ্য। ক্যারি জোজি ফাকুনাগাও ছিলেন বন্ড অনুরাগীদের জন্য বাড়তি পাওয়া। কুবা থেকে বন্ডকে পালানোয় সাহায্য করা আনা দি আরমাসের ছোট্ট চরিত্রও উল্লেখযোগ্য। নতুন এজেন্ট ০০৭-এর চরিত্রে রাশানা লিঞ্চও নজর কেড়েছে দর্শকদের।
মুক্তির প্রথম সপ্তাহ পেরোতেই উত্তর আমেরিকার বক্স অফিসে হিট জেমস বন্ড ফ্র্যাঞ্চাইজির সর্বশেষ সিনেমা 'নো টাইম টু ডাই'। ইন্ডাস্ট্রি অফ ওয়াচার এক্সিবিউটর রিলেশন্স অনুসারে প্রথম সপ্তাহে সিনেমাটি আয় করেছে ৫ কোটি ৫৫ লাখ ডলার। যা বাংলাদেশি মুদ্রায় ৪৭৪ কোটি ৭৬ লাখ টাকা।
৩০ সেপ্টেম্বর যুক্তরাজ্যে নো টাইম টু ডাই মুক্তি পায়। প্রথম দিনেই ছবিটি আয় করেছে পাঁচ মিলিয়ন পাউন্ড। যা বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৫৮ কোটি টাকা। বর্তমানে যুক্তরাজ্য ও আয়ারল্যান্ডের ৭৭২ প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ছবিটি। সিনেমাটির আয়ের তোড়ে গত সপ্তাহের শীর্ষ থেকে তালিকায় দ্বিতীয় অবস্থানে নেমে এসেছে গত সপ্তাহে ৩ কোটি ১৭ লাখ ডলার আয় করা সিনেমা ভেনম: লেট দা বি কার্নেজ। এই সিনেমাটি প্রথম দুই সপ্তাহে আয় করেছে ১৪ কোটি ১০ লাখ ডলার।
এ ছাড়া, ১ কোটি ডলার আয় করে এ সপ্তাহে তৃতীয় অবস্থানে আছে দা অ্যাডামস ফ্যামিলি ২। ৪৩ লাখ ডলার আয় করে চতুর্থ অবস্থানে ছিল ডিজনির ব্লকবাস্টার শাং-চি এবং দ্য লিজেন্ড অফ দা টেন রিংস। পঞ্চম স্থানে দা মেনি সেন্টস অফ নেটওয়ার্ক এবং ষষ্ঠ অবস্থানে রায়ান রেনল্ডস অভিনীত কমেডি অ্যাকশন মুভি ফ্রি গাই। এর পরে রয়েছে যথাক্রমে ডিয়ার ইভান হ্যানসেন (১০ লাখ ডলার), ল্যাম্ব (১০ লাখ ডলার), ক্যান্ডিম্যান (৭ লাখ ১০ হাজার ডলার) ও ১০ নম্বরে জঙ্গল ক্রুজ (২ লাখ ১৫ হাজার ডলার)।
'নো টাইম টু ডাই' বন্ড ফ্র্যাঞ্চাইজির ২৫ তম ও কেন্দ্রীয় চরিত্রে ড্যানিয়েল ক্রেইগের সর্বশেষ সিনেমা। সিরিজের ইতিহাসে 'নো টাইম টু ডাই' একাধিক কারণে আলাদা। শুধু এজেন্ট-ভিলেন দ্বৈরথের দেয়ালে এ সিনেমাকে আটকে রাখা যাবে না। প্রচণ্ড অ্যাকশনের পাশাপাশি এ ছবিটি অনেক বেশি মানবিক। ছবিতে জেমস বন্ডের প্রতিপক্ষ দু'জন। জেমস বন্ডের প্রতিটি ছবির মতোই এ ছবিতে ব্যবহার করা হয়েছে দারুণ আবহ সংগীত, যা করেছেন হান্স জামিয়ার। ছবির থিম সং 'নো টাইম টু ডাই' গেয়েছেন বিলি আইলিশ।
সিনেমার কেন্দ্রে রয়েছে ডিএনএ এবং জেনোসাইডের থিম। নিজের সেরা অভিনয় উজাড় করে দিয়েছেন ডেনিয়েল ক্রেইগ। বন্ডের বিপরীতে দুর্ধর্ষ দুশমন রামি মালিক, থুড়ি হানিবালও এক কথায় অনবদ্য। ক্যারি জোজি ফাকুনাগাও ছিলেন বন্ড অনুরাগীদের জন্য বাড়তি পাওয়া। কুবা থেকে বন্ডকে পালানোয় সাহায্য করা আনা দি আরমাসের ছোট্ট চরিত্রও উল্লেখযোগ্য। নতুন এজেন্ট ০০৭-এর চরিত্রে রাশানা লিঞ্চও নজর কেড়েছে দর্শকদের।
নতুন গান প্রকাশ করল ব্যান্ড মেঘদল। শিরোনাম ‘গোলাপের নাম’। এটি মেঘদলের নতুন অ্যালবাম ‘অ্যালুমিনিয়ামের ডানা’র ৭ম গান। গানটি লিখেছেন ও সুর করেছেন শিবু কুমার শীল। ভিডিও নির্মাণ করেছেন সৌরভ সরকার।
৫ ঘণ্টা আগেএত দিনে ২০২৩ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ীদের ঘরে থাকার কথা ছিল। তবে বাস্তবতা হলো, রাজনৈতিক পট পরিবর্তনের কারণে সময়মতো আসেনি জাতীয় পুরস্কারের ঘোষণা, আয়োজন করা যায়নি অনুষ্ঠানের। শোনা যাচ্ছে, আগামী মাসেই ২০২৩ সালের বিজয়ীদের হাতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার তুলে দেওয়া হবে। গত আগস্টের আগেও সবার...
৫ ঘণ্টা আগেসংস্কৃতি খাতে জাতীয় বাজেটে ন্যূনতম ১ শতাংশ বরাদ্দের দাবি করেছেন সংস্কৃতিকর্মীরা। তাঁরা বলছেন, বিগত এক যুগে জাতীয় বাজেটের আকার বাড়লেও উল্লেখযোগ্য হারে বাড়েনি সংস্কৃতি খাতের বরাদ্দ। গত এক দশকে বাজেটে সংস্কৃতি খাতে বরাদ্দ শূন্য দশমিক শূন্য ৯ শতাংশ থেকে শূন্য দশমিক ১৬ শতাংশের ওপরে ওঠেনি...
৫ ঘণ্টা আগেবিশ্বের কাছে নতুন বিস্ময় এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রযুক্তি। এআই প্রযুক্তি ব্যবহার করে নানা কণ্ঠের মিথস্ক্রিয়ায় নতুন গান তৈরি হচ্ছে দেদার। সেলিব্রিটিদের কণ্ঠ নকল করে ইউটিউব ও টিকটকে এসব মিউজিক ছাড়া হচ্ছে। তবে অনেক সংগীতশিল্পী এই কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারে বিরক্ত। রীতিমতো অস্তিত্ব সংকটে...
৫ ঘণ্টা আগে