বিনোদন ডেস্ক
বিখ্যাত ইতালিয়ান ফ্যাশন ব্র্যান্ড গুচির অন্দরের গল্প নিয়ে সিনেমা নির্মিত হচ্ছে। নাম ‘হাউস অব গুচি’। ব্রিটিশ নির্মাতা ও প্রযোজক রিডলে স্কট নির্মাণ করছেন এ সিনেমা। ইতালির মিলানে ‘হাউস অব গুচি’র শুটিং চলছে। শুটিংয়ের বেশ কিছু ছবি ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে। আর তা দেখেই ক্ষেপেছে গুচি পরিবার। তীব্র ভৎর্সনা জানিয়েছে তাঁরা এ সিনেমার কলাকুশলীদের বিরুদ্ধে!
ব্র্যান্ডটির প্রতিষ্ঠাতা গুচিও গুচির বংশধর প্যাট্রিজিয়া গুচি, যিনি সম্পর্কে গুচিওর পৌত্রী, তিনি বলছেন, ‘আমরা হতাশ। মনে হচ্ছে, আমাদের পরিবারের নাম ব্যবহার করে তাঁরা সুবিধা নিতে চাচ্ছে। গুচি পরিবারের দীর্ঘদিনের ঐতিহ্য আছে। গোপনীয়তা আছে। আপনি অনেক কিছু নিয়েই কথা বলতে পারেন। কিন্তু কোথাও গিয়ে একটা সীমারেখা থাকা উচিত।’
গুচি পরিবারের প্রধান আপত্তি সিনেমার কলাকুশলী নিয়ে। বিখ্যাত আমেরিকান অভিনেতা আল পাসিনো এতে গুচিও গুচির চরিত্রে অভিনয় করেছেন। গুচি ব্র্যান্ড প্রতিষ্ঠাতার চরিত্রে আল পাচিনো, মোটেই মানতে পারছে না গুচি পরিবার। প্যাট্রিজিয়া বলছেন, ‘আমার দাদা ছিলেন খুবই সুদর্শন। বেশ লম্বা। নীল চোখ। রুচিসম্পন্ন। আল পাচিনো অতোটা লম্বা নয়। ছবিতে তাঁকে দেখা যাচ্ছে মোটা, খাটো, গোঁফওয়ালা, খুবই কুৎসিত! তাঁকে মোটেই গুচিও গুচির মতো দেখাচ্ছে না।’
আপত্তি আছে মার্কিন অভিনেতা জ্যারেড লেটোকে নিয়েও। তিনি অভিনয় করছেন পাওলো গুচির চরিত্রে, যিনি গুচি ব্র্যান্ড প্রতিষ্ঠাতার পৌত্র।
ব্র্যান্ডটির একসময়ের প্রধান মৌরিজিও গুচির হত্যাকান্ড ‘হাউস অব গুচি’ সিনেমার অন্যতম প্রেক্ষাপট। ১৯৯৫ সালে ইতালির মিলানে তিনি গুলিবিদ্ধ হয়ে মারা যান। বলা হয়, তাঁর প্রাক্তন স্ত্রী প্যাট্রিজিয়া রেগাইনি ভাড়াটে খুনি দিয়ে স্বামীকে হত্যা করিয়েছেন। ১৯৯৮ সালে প্যাট্রিজিয়া হত্যাকাণ্ডের অভিযোগে গ্রেপ্তার হন। পরবর্তী ১৮ বছর তাঁকে কারাবাস করতে হয়।
জীবনসঙ্গী মৌরিজিও গুচি হত্যার দায়ে গ্রেপ্তার হয়ে ২০১৬ সালে ছাড়া পান প্যাট্রিজিয়া রেগাইনি। তিনি বলছেন, ‘আমি খুবই বিরক্ত যে, লেডি গাগা আমার চরিত্রে অভিনয় করছে, অথচ আমার সঙ্গে বিষয়টি নিয়ে বিন্দুমাত্র আলোচনা করেনি।’
সংবাদমাধ্যমকে প্যাট্রিজিয়া রেগাইনি জানিয়েছেন, মুক্তি পাওয়ার পর সিনেমাটি দেখে তবেই বাকি সিদ্ধান্ত নেবে গুচি পরিবার।
সারা গে ফরডেন এর লেখা ‘দ্য হাউস অব গুচি: আ সেনসেশনাল স্টোরি অব মার্ডার, ম্যাডনেস, গ্ল্যামার অ্যান্ড গ্রিড’ বই থেকেই সিনেমাটি নির্মাণ করছেন রিডলে স্কট। আগামী ২৪ নভেম্বর সিনেমাটি মুক্তি পাওয়ার কথা।
সূত্র: ভ্যারাইটি।
বিখ্যাত ইতালিয়ান ফ্যাশন ব্র্যান্ড গুচির অন্দরের গল্প নিয়ে সিনেমা নির্মিত হচ্ছে। নাম ‘হাউস অব গুচি’। ব্রিটিশ নির্মাতা ও প্রযোজক রিডলে স্কট নির্মাণ করছেন এ সিনেমা। ইতালির মিলানে ‘হাউস অব গুচি’র শুটিং চলছে। শুটিংয়ের বেশ কিছু ছবি ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে। আর তা দেখেই ক্ষেপেছে গুচি পরিবার। তীব্র ভৎর্সনা জানিয়েছে তাঁরা এ সিনেমার কলাকুশলীদের বিরুদ্ধে!
ব্র্যান্ডটির প্রতিষ্ঠাতা গুচিও গুচির বংশধর প্যাট্রিজিয়া গুচি, যিনি সম্পর্কে গুচিওর পৌত্রী, তিনি বলছেন, ‘আমরা হতাশ। মনে হচ্ছে, আমাদের পরিবারের নাম ব্যবহার করে তাঁরা সুবিধা নিতে চাচ্ছে। গুচি পরিবারের দীর্ঘদিনের ঐতিহ্য আছে। গোপনীয়তা আছে। আপনি অনেক কিছু নিয়েই কথা বলতে পারেন। কিন্তু কোথাও গিয়ে একটা সীমারেখা থাকা উচিত।’
গুচি পরিবারের প্রধান আপত্তি সিনেমার কলাকুশলী নিয়ে। বিখ্যাত আমেরিকান অভিনেতা আল পাসিনো এতে গুচিও গুচির চরিত্রে অভিনয় করেছেন। গুচি ব্র্যান্ড প্রতিষ্ঠাতার চরিত্রে আল পাচিনো, মোটেই মানতে পারছে না গুচি পরিবার। প্যাট্রিজিয়া বলছেন, ‘আমার দাদা ছিলেন খুবই সুদর্শন। বেশ লম্বা। নীল চোখ। রুচিসম্পন্ন। আল পাচিনো অতোটা লম্বা নয়। ছবিতে তাঁকে দেখা যাচ্ছে মোটা, খাটো, গোঁফওয়ালা, খুবই কুৎসিত! তাঁকে মোটেই গুচিও গুচির মতো দেখাচ্ছে না।’
আপত্তি আছে মার্কিন অভিনেতা জ্যারেড লেটোকে নিয়েও। তিনি অভিনয় করছেন পাওলো গুচির চরিত্রে, যিনি গুচি ব্র্যান্ড প্রতিষ্ঠাতার পৌত্র।
ব্র্যান্ডটির একসময়ের প্রধান মৌরিজিও গুচির হত্যাকান্ড ‘হাউস অব গুচি’ সিনেমার অন্যতম প্রেক্ষাপট। ১৯৯৫ সালে ইতালির মিলানে তিনি গুলিবিদ্ধ হয়ে মারা যান। বলা হয়, তাঁর প্রাক্তন স্ত্রী প্যাট্রিজিয়া রেগাইনি ভাড়াটে খুনি দিয়ে স্বামীকে হত্যা করিয়েছেন। ১৯৯৮ সালে প্যাট্রিজিয়া হত্যাকাণ্ডের অভিযোগে গ্রেপ্তার হন। পরবর্তী ১৮ বছর তাঁকে কারাবাস করতে হয়।
জীবনসঙ্গী মৌরিজিও গুচি হত্যার দায়ে গ্রেপ্তার হয়ে ২০১৬ সালে ছাড়া পান প্যাট্রিজিয়া রেগাইনি। তিনি বলছেন, ‘আমি খুবই বিরক্ত যে, লেডি গাগা আমার চরিত্রে অভিনয় করছে, অথচ আমার সঙ্গে বিষয়টি নিয়ে বিন্দুমাত্র আলোচনা করেনি।’
সংবাদমাধ্যমকে প্যাট্রিজিয়া রেগাইনি জানিয়েছেন, মুক্তি পাওয়ার পর সিনেমাটি দেখে তবেই বাকি সিদ্ধান্ত নেবে গুচি পরিবার।
সারা গে ফরডেন এর লেখা ‘দ্য হাউস অব গুচি: আ সেনসেশনাল স্টোরি অব মার্ডার, ম্যাডনেস, গ্ল্যামার অ্যান্ড গ্রিড’ বই থেকেই সিনেমাটি নির্মাণ করছেন রিডলে স্কট। আগামী ২৪ নভেম্বর সিনেমাটি মুক্তি পাওয়ার কথা।
সূত্র: ভ্যারাইটি।
সিনেমা অনবদ্য অভিনয়, নির্মাণ, প্রযোজনার পাশাপাশি ব্যক্তিগত জীবন ও সম্পর্কে ইতিবাচক দৃষ্টিভঙ্গির কারণে অন্যরকম জনপ্রিয়তা রয়েছে মিস্টার পারফেকশনিস্ট খ্যাত বলিউড তারকা আমীর খান। প্রাক্তন দুই স্ত্রীর সঙ্গে এখনো বন্ধুত্বপূর্ণ ও শ্রদ্ধাশীল সম্পর্ক রয়েছে তাঁর। সম্প্রতি তাঁর মায়ের জন্মদিনে অন্য স্বজন...
৩ মিনিট আগেআজ শুরু হচ্ছে অমর একুশে বইমেলা। নতুন বইয়ের গন্ধে বইপ্রেমীরা মেতে উঠবে বাংলা একাডেমি প্রাঙ্গণ ও সোহরাওয়ার্দী উদ্যানে। প্রতিবছরই মেলায় খ্যাতিমান লেখকদের বই যেমন প্রকাশিত হয়, তেমনি তরুণ লেখকদের বইও আসে। পাশাপাশি শোবিজ তারকারাও উপহার দেন তাঁদের লেখা বই। সেই ধারাবাহিকতায় এ বছরও আসছে বেশ কজন তারকার নতুন..
৩২ মিনিট আগেঅভিনেতা হিসেবে তিনি যে দুর্দান্ত, তা বলা বাহুল্য। বলিউডে দুই যুগের বেশি সময় ধরে রাজত্ব করছেন তিনি। সেই বোমান ইরানি এবার দাঁড়ালেন ক্যামেরার পেছনে। প্রথমবারের মতো হাজির হলেন পরিচালক হিসেবে। বানিয়েছেন ‘দ্য মেহতা বয়েজ’। ৭ ফেব্রুয়ারি আমাজন প্রাইম ভিডিওতে মুক্তি পাবে সিনেমাটি। সম্প্রতি প্রকাশ পেয়েছে...
৪২ মিনিট আগেনব্বইয়ের দশকে ঢাকার মঞ্চের কয়েকজন তরুণ নাট্যপ্রেমী গড়ে তোলেন ‘প্রাচ্যনাট’ নামের নতুন নাট্যদল। নামটি দিয়েছিলেন প্রখ্যাত নাট্যকার ও গবেষক সেলিম আল দীন। ১৯৯৭ সালের ২১ ফেব্রুয়ারি দলটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। সেই থেকে দলটি যেমন নতুন নতুন নাটক উপহার দিয়েছে, তেমনি নাট্যকর্মী সৃষ্টিতেও গুরুত্বপূর্ণ...
৪৪ মিনিট আগে