Ajker Patrika

১০ বছর পর ফিরলেন ডিয়াজ

বিনোদন ডেস্ক
ক্যামেরন ডিয়াজ। ছবি: সংগৃহীত
ক্যামেরন ডিয়াজ। ছবি: সংগৃহীত

নেটফ্লিক্সে গতকাল মুক্তি পেয়েছে নতুন সিনেমা ‘ব্যাক ইন অ্যাকশন’। অভিনয়ে ক্যামেরন ডিয়াজ ও জেমি ফক্স। সিনেমাটির শিরোনামের সঙ্গে আশ্চর্য মিল ক্যামেরন ডিয়াজের বাস্তবজীবনের। তিনি অ্যাকশনে ফিরলেন, তা-ও ১০ বছর পর। ২০১৪ সালে ‘অ্যানি’ সিনেমার পর হলিউড থেকে বিরতি নিয়েছিলেন তিনি। বন্ধ করেছিলেন প্রকাশ্যে আসা। এই দীর্ঘ সময় পরিবারকে কেন্দ্র করেই ছিল তাঁর সব ব্যস্ততা।

এক দশক বিরতির পর ব্যাক ইন অ্যাকশনে অভিনয় করলেও এখন থেকে নিয়মিত ক্যামেরার সামনে আসবেন কি না, নিশ্চিত নন ক্যামেরন ডিয়াজ। এম্পায়ার ম্যাগাজিনকে তিনি জানান, আর কখনো সিনেমায় অভিনয় না করার অধিকার যেমন তাঁর রয়েছে, তেমনি ভবিষ্যতে যেকোনো প্রস্তাবে হ্যাঁ বলার অধিকারও রয়েছে। নিয়মিত অভিনয়ের বিষয়ে এখনো ভাবছেন না তিনি।

ক্যামেরন ডিয়াজ বলেন, ‘আর কোনো সিনেমায় অভিনয় করব, এমন ভাবনা ছিল না। আমি নিজের জীবন নিয়ে ভালো আছি। এর মধ্যে একদিন জেমি ফক্স ফোন করে আমাকে। তাকে না বলার ক্ষমতা আমার ছিল না। কারণ, ইন্ডাস্ট্রিতে যদি এমন কোনো অভিনেতা থাকে, যার সঙ্গে আমি স্বাচ্ছন্দ্যে মাসের পর মাস সেটে হেসেখেলে কাটাতে পারি; সে জেমি ফক্স।’ উল্লেখ্য, বিরতির আগে ডিয়াজের সর্বশেষ সিনেমা অ্যানিও ছিল জেমির সঙ্গে।

ব্যাক ইন অ্যাকশন সিনেমায় ডিয়াজ অভিনয় করেছেন এমিলি চরিত্রে। ফক্সের চরিত্রের নাম ম্যাট। দুজনই সিআইএর সাবেক গুপ্তচর।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মাত্র তিনজনের জন্য লাখ লাখ মানুষ মরছে, কাদের কথা বললেন ট্রাম্প

জুয়ার বিজ্ঞাপনের প্রচার: আলোচিত টিকটকার জান্নাতের স্বামী তোহা কারাগারে

বৈশাখী মেলার নাগরদোলায় চড়িয়ে অন্তঃসত্ত্বা স্ত্রীকে গলা কেটে হত্যা

ঈদের ছুটিতে কৃষি প্রকল্পে পাতানো দরপত্র

জেলা প্রশাসনের আনন্দ শোভাযাত্রায় অংশ নেওয়া সেই আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত