Ajker Patrika

টরন্টো ফিল্ম ফেস্টিভ্যালে সেরার পুরস্কার পেল ‘হ্যামনেট’

বিনোদন ডেস্ক
‘হ্যামনেট’ সিনেমার শিল্পী ও কলাকুশলীরা। ছবি: সংগৃহীত
‘হ্যামনেট’ সিনেমার শিল্পী ও কলাকুশলীরা। ছবি: সংগৃহীত

টরন্টো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালের ৫০তম আসরে সেরার পুরস্কার পিপলস চয়েস অ্যাওয়ার্ড জিতে নিল ক্লোয়ে ঝাও পরিচালিত ‘হ্যামনেট’। ২০২০ সালে এ নির্মাতার আরেকটি সিনেমা ‘নোম্যাডল্যান্ড’ সেরা হয়েছিল এ উৎসবে। সে হিসেবে ক্লোয়ে ঝাও প্রথম নির্মাতা, যিনি টরন্টো উৎসবে দুইবার এ পুরস্কার জিতলেন।

টরন্টোতে পিপলস চয়েস অ্যাওয়ার্ড জেতার পর হ্যামনেট সিনেমা অস্কারের সম্ভাব্য তালিকায় অনেকটাই এগিয়ে গেল। কয়েক বছর ধরে টরন্টো উৎসব হয়ে উঠেছে অস্কারের অন্যতম ব্যারোমিটার। কারণ, এ উৎসবে জেতা সিনেমাগুলোই অস্কার প্রতিযোগিতায় অনেকটা এগিয়ে থাকে। ১৯৭৮ সালে পিপলস চয়েস অ্যাওয়ার্ড চালু হওয়ার পর থেকে এ পুরস্কার জেতা ৭টি সিনেমা অস্কারেও সেরা হয়েছে। যার মধ্যে পাঁচটিই এসেছে গত দুই দশকে।

হ্যামনেট সিনেমাটি তৈরি হয়েছে ম্যাগি ও’ফ্যারোলের উপন্যাস অবলম্বনে। উইলিয়াম শেক্‌সপিয়ার ও তাঁর স্ত্রী অ্যাগনেসের প্রেম ও দাম্পত্য নিয়ে গল্প। এতে গুরুত্ব পেয়েছে তাঁদের ছেলে হ্যামনেট, যে মাত্র ১১ বছর বয়সে মারা যায়। সন্তানকে হারিয়ে মা-বাবার যে শোক, সেটিই সিনেমার মূল গল্প। এতে শেক্‌সপিয়ারের চরিত্রে অভিনয় করেছেন পল মেসকাল এবং অ্যাগনেসের চরিত্রে জেসি বাকলি।

টরন্টো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালের ৫০তম আসরটি শুরু হয় ৪ সেপ্টেম্বর। ১৪ সেপ্টেম্বর রাতে সমাপনী উৎসবে পুরস্কার ঘোষণা করা হয়। এ উৎসবের ইন্টারন্যাশনাল পিপলস চয়েস বিভাগে চমক দেখিয়েছে ভারতীয় নির্মাতা নীরাজ ঘায়ওয়ানের ‘হোমবাউন্ড’। সেকেন্ড রানার-আপ হয়েছে ঈশান খাট্টার ও জাহ্নবী কাপুর অভিনীত সিনেমাটি। এ বিভাগে সেরা হয়েছে দক্ষিণ কোরিয়ান সিনেমা ‘নো আদার চয়েস’।

পুরস্কার জিতল যে সব সিনেমা

পিপলস চয়েস অ্যাওয়ার্ড

সেরা সিনেমা: হ্যামনেট

ফার্স্ট রানার-আপ: ফ্রাঙ্কেনস্টাইন

সেকেন্ড রানার-আপ: ওয়েক আপ ডেড ম্যান: আ নাইভস আউট মিস্ট্রি

ইন্টারন্যাশনাল পিপলস চয়েস অ্যাওয়ার্ড

সেরা সিনেমা: নো আদার চয়েস

ফার্স্ট রানার-আপ: সেন্টিমেন্টাল ভ্যালু

সেকেন্ড রানার-আপ: হোমবাউন্ড

পিপলস চয়েস ডকুমেন্টারি অ্যাওয়ার্ড

দ্য রোড বিটুইন আস: দ্য আলটিমেট রেসকিউ

পিপলস চয়েস মিডনাইট ম্যাডনেস অ্যাওয়ার্ড

নির্ভানা দ্য ব্যান্ড দ্য শো দ্য মুভি

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘আমি বিএনপি করি, তবে শেখ হাসিনার আদর্শে বিশ্বাসী’

রেডিট পোস্টের জেরে মধ্যরাতে উত্তাল বুয়েট, ছাত্রকে বহিষ্কারের পর মামলা

সন্তান জন্মের ৪ মাস পর বিয়ের খবর দিলেন জেমস

ড্রাইভিং লাইসেন্সে বিআরটিএর নিয়ন্ত্রণ থাকছে না: উপদেষ্টা ফাওজুল কবির

সেনানিবাসের সাবজেলেই রাখা হবে ১৫ সেনা কর্মকর্তাকে: কারা মহাপরিদর্শক

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ