বিনোদন ডেস্ক
যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের হলিউড ডলবি থিয়েটারে স্থানীয় সময় রোববার রাত ৮টায় বসবে তারার মেলা। জমকালো নানা আয়োজনে বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে সম্মানজনক অস্কার পুরস্কার তুলে দেওয়া হবে বিজয়ীদের হাতে।
অস্কারে মনোনয়ন পাওয়া সবার ভাগ্যে সোনালি ট্রফি জুটবে না। তাই বলে একেবারে খালি হাতে ফিরতে হবে না মনোনীতদের অধিকাংশকেই। অস্কারে প্রথম সারির বিভাগগুলোতে মনোনীত সবাই উপহার ভর্তি ব্যাগ নিয়ে বাড়ি ফিরবেন।
আর এই ব্যাগে কী পরিমাণ অর্থের উপহার সামগ্রী থাকে, সেটির প্রকৃত অঙ্ক অজানা। তবে এ বছর প্রত্যেকের থলেতে আনুমানিক ১ লাখ ডলারের বেশি মূল্যমানের উপহার সামগ্রী থাকবে বলে ধারণা করা হচ্ছে।
এবার উপহার হিসেবে থাকছে বিভিন্ন প্রসাধনী সামগ্রী, বিলাসবহুল প্রিমিয়াম এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল, ৩৬০ ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরানো যায় এমন অত্যাধুনিক চশমা, পপকর্ন, পানীয়, কফি কিট, বিলাসবহুল পারফিউমসহ ৫০টিরও বেশি উপহার সামগ্রী।
লস অ্যাঞ্জেলেসে ডলবি থিয়েটার থেকে অস্কার অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করবে এবিসি। বাংলাদেশের দর্শকেরা এটি দেখতে পাবেন সোমবার ভোর ছয়টায়।
তথ্যসূত্র: ফক্স বিজনেস, ই-অনলাইন ও দ্য ইন্ডিপেনডেন্ট
যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের হলিউড ডলবি থিয়েটারে স্থানীয় সময় রোববার রাত ৮টায় বসবে তারার মেলা। জমকালো নানা আয়োজনে বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে সম্মানজনক অস্কার পুরস্কার তুলে দেওয়া হবে বিজয়ীদের হাতে।
অস্কারে মনোনয়ন পাওয়া সবার ভাগ্যে সোনালি ট্রফি জুটবে না। তাই বলে একেবারে খালি হাতে ফিরতে হবে না মনোনীতদের অধিকাংশকেই। অস্কারে প্রথম সারির বিভাগগুলোতে মনোনীত সবাই উপহার ভর্তি ব্যাগ নিয়ে বাড়ি ফিরবেন।
আর এই ব্যাগে কী পরিমাণ অর্থের উপহার সামগ্রী থাকে, সেটির প্রকৃত অঙ্ক অজানা। তবে এ বছর প্রত্যেকের থলেতে আনুমানিক ১ লাখ ডলারের বেশি মূল্যমানের উপহার সামগ্রী থাকবে বলে ধারণা করা হচ্ছে।
এবার উপহার হিসেবে থাকছে বিভিন্ন প্রসাধনী সামগ্রী, বিলাসবহুল প্রিমিয়াম এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল, ৩৬০ ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরানো যায় এমন অত্যাধুনিক চশমা, পপকর্ন, পানীয়, কফি কিট, বিলাসবহুল পারফিউমসহ ৫০টিরও বেশি উপহার সামগ্রী।
লস অ্যাঞ্জেলেসে ডলবি থিয়েটার থেকে অস্কার অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করবে এবিসি। বাংলাদেশের দর্শকেরা এটি দেখতে পাবেন সোমবার ভোর ছয়টায়।
তথ্যসূত্র: ফক্স বিজনেস, ই-অনলাইন ও দ্য ইন্ডিপেনডেন্ট
ফিলিস্তিনি এক অধিকারকর্মীর সঙ্গে ইসরায়েলের এক সাংবাদিকের বন্ধুত্বের গল্প ডকুমেন্টারির অন্যতম উপজীব্য। ২০১৯ থেকে ২০২৩ সাল পর্যন্ত চার বছর ধরে সংগ্রহ করা হয়েছে এই ডকুমেন্টারির তথ্য। পশ্চিম তীরে ইসরায়েলি দখলদারি, সেনাবাহিনীর নির্যাতন, দখলদারদের অত্যাচার সবকিছু ফুটিয়ে তোলা হয়েছে ডকুমেন্টারিটিতে।
১৫ ঘণ্টা আগেদ্য ব্রুটালিস্ট সিনেমার জন্য সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন অ্যাড্রিয়েন ব্রুডি। এমিলিয়া প্যারেজ–এর জন্য জো সালডানা এবং অ্যা রিয়েল পেইন–এর জন্য কিয়েরা কালকিন পেয়েছেন সেরা পার্শ্ব অভিনেতার পুরস্কার।
১৭ ঘণ্টা আগেছোট পর্দার অনেক অভিনয়শিল্পী ওটিটিতে মনোযোগী হলেও ব্যতিক্রম জাহিদ হাসান। মোশাররফ করিম, চঞ্চল চৌধুরীরা ওটিটি দাপিয়ে বেড়ালেও ওয়েবে জাহিদের কাজ হাতে গোনা। সর্বশেষ দুই বছর আগে গৌতম কৌরির ওয়েব সিরিজ ‘কে’তে দেখা গিয়েছিল তাঁকে। বিরতি কাটিয়ে আবার ওটিটিতে ফিরছেন জাহিদ হাসান। ‘আমলনামা’ নামের ওয়েব ফিল্মে দেখা য
২০ ঘণ্টা আগেআন্দোলনে গত জুলাইয়ে সারা দেশ যখন উত্তাল, সে সময় ‘চলো ভুলে যাই’ শিরোনামের গান বাঁধেন পারশা মাহজাবীন। মুহূর্তেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে গানটি। আলোচনায় চলে আসেন পারশা। সেই পারশা প্যারিসে ইউনেসকো সদর দপ্তরে আয়োজিত আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের ২৫ বছর পূর্তির অনুষ্ঠানে গাইলেন।
২০ ঘণ্টা আগে