Ajker Patrika

৩৫–এ পা দিলেন ওয়ানডা ম্যাক্সিমফ

বিনোদন ডেস্ক
Thumbnail image

মাত্র চার বছর বয়সে শিশু শিল্পী হিসেবে একটি সিনেমায় অভিনয়ের মাধ্যমে হলিউডে পা রাখেন এলিজাবেথ ওলসেন। এরপর থেকে টিভি সিরিজ ও চলচ্চিত্রে নিয়মিত কাজ শুরু করেন তিনি। ২০ বছর বয়সে ‘সাইলেন্ট হাউস’ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে বড় পরিসরে তাঁর অভিনয়ের সুযোগ আসে। চলচ্চিত্রটি বেশ প্রশংসিতও হয়। একই বছর পরপর আরও কিছু চলচ্চিত্রে অভিনয় করেন এলিজাবেথ। 

 ২০১১ সালে থ্রিলারধর্মী চলচ্চিত্র ‘মার্থা মার্সি মারলিন’ অভিনয় করে হলিউড জুড়ে পরিচিতি পান এলিজাবেথ। ২০১৪ সালে এলিজাবেথ ওলসেন অভিনয় করেন সারা বিশ্বে আলোড়ন তোলা চলচ্চিত্র ‘গডজিলা’য়। চলচ্চিত্রটি যেমন অর্জন করে বিশ্বব্যাপী জনপ্রিয়তা, পাশাপাশি এলিজাবেথকেও এনে দেয় বিশ্বজোড়া খ্যাতি। 

অভিনেত্রী এলিজাবেথ ওলসেন। ছবি: ইনস্টাগ্রাম২০১৫ সালে অ্যাভেঞ্জার্স সিরিজের ‘অ্যাভেঞ্জার্স: এজ অব আলট্রন’ চলচ্চিত্রে অভিনয় করেন এই অভিনেত্রী। এরপর ২০১৮ সালে একই চরিত্র নিয়ে আবারও হাজির হন অ্যাভেঞ্জার্সের পরবর্তী চলচ্চিত্র ‘অ্যাভেঞ্জার্স: ইনফিনিটি ওয়ার’ চলচ্চিত্রটিতে। মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের ওয়ানডা ম্যাক্সিমফ চরিত্রে রীতিমতো আইকনে পরিণত হয়েছেন এলিজাবেথ। 

গডজিলা, অ্যাভেঞ্জার্সের বাইরেও বেশ সফল অভিনেত্রী হিসেবেই তাঁকে আরও বিভিন্ন চলচ্চিত্রে দেখা যায়। এর মধ্যে—ভেরি গুড গার্লস, লিবারেল আর্টস, আই স দ্য লাইট, ক্যাপ্টেন আমেরিকা: সিভিল ওয়ার, উইন্ড রিভার অন্যতম। 

অভিনেত্রী এলিজাবেথ ওলসেন। ছবি: ইনস্টাগ্রামঅ্যাভেঞ্জার্স সিরিজের ইনফিনিটি ওয়ার সিনেমাটির মাধ্যমে ২০১৮ সাল মাতিয়েই থেমে যাননি এই অভিনেত্রী। এরই ধারাবাহিকতায় একই সিরিজের সিনেমা এন্ডগেম দিয়ে ২০১৯ সালেও উজ্জ্বল ছিলেন। 

গত বছরের অন্যতম ব্যবসাসফল সিনেমা ‘ডক্টর স্ট্রেঞ্জ: ইন দ্য মাল্টিভার্স অব ম্যাডনেস’–এ এলিজাবেথকে দেখা যায়। চলচ্চিত্রটি মুক্তির প্রথম মাসেই ৮৭ কোটি ৩০ লাখ ডলারেরও বেশি আয় করে। 

অভিনেত্রী এলিজাবেথ ওলসেন। ছবি: ইনস্টাগ্রামতুমুল জনপ্রিয় এইচবিও সিরিজ ‘গেম অব থ্রন’–এর মাদার অব ড্রাগন ডেনেরিস টারগারিয়েন চরিত্রে অডিশন দিয়েছিলেন এলিজাবেথ ওলসেন। শেষ পর্যন্ত চরিত্রটি তিনি পাননি। সেই চরিত্রটি পান ব্রিটিশ অভিনেত্রী এমিলিয়া ক্লার্ক। 

অভিনেত্রী এলিজাবেথ ওলসেন। ছবি: ইনস্টাগ্রামএলিজাবেথ ওলসেন দুই বিখ্যাত আমেরিকান নির্মাতা কোয়েন ব্রাদার্সের দারুণ ভক্ত। এই দুই ভাইয়ের নির্মিত চলচ্চিত্রের সঙ্গে মিল রেখে প্রিয় পোষ্য কুকুরের নাম রেখেছেন ‘ফার্গো’। 

অভিনেত্রী এলিজাবেথ ওলসেন। ছবি: ইনস্টাগ্রামগতকাল বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) ছিল এলিজাবেথ ওলসেনের জন্মদিন। ১৯৮৯ সালে জন্ম এই অভিনেত্রীর। সে হিসাবে তিনি ৩৫ বছরে পা দিলেন তিনি।

অভিনেত্রী এলিজাবেথ ওলসেন। ছবি: ইনস্টাগ্রাম

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নারীদের খেলায় আর নাক গলাবে না, দেশ ও বিশ্ববাসীর কাছে ক্ষমা চাইল ভাঙচুরকারীরা

বিয়ে করলেন সারজিস আলম

অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়ছে শ্রীলঙ্কা, ভারত-ইংল্যান্ড ম্যাচ কোথায় দেখবেন

ইতালি নেওয়ার কথা বলে লিবিয়ায় ফরিদপুরের ২ জনকে গুলি করে হত্যা

সাবেক শিক্ষার্থীর প্রাইভেট কারে ধাক্কা, জাবিতে ১২ বাস আটকে ক্ষতিপূরণ আদায় ছাত্রদলের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত