মাত্র চার বছর বয়সে শিশু শিল্পী হিসেবে একটি সিনেমায় অভিনয়ের মাধ্যমে হলিউডে পা রাখেন এলিজাবেথ ওলসেন। এরপর থেকে টিভি সিরিজ ও চলচ্চিত্রে নিয়মিত কাজ শুরু করেন তিনি। ২০ বছর বয়সে ‘সাইলেন্ট হাউস’ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে বড় পরিসরে তাঁর অভিনয়ের সুযোগ আসে। চলচ্চিত্রটি বেশ প্রশংসিতও হয়। একই বছর পরপর আরও কিছু চলচ্চিত্রে অভিনয় করেন এলিজাবেথ।
২০১১ সালে থ্রিলারধর্মী চলচ্চিত্র ‘মার্থা মার্সি মারলিন’ অভিনয় করে হলিউড জুড়ে পরিচিতি পান এলিজাবেথ। ২০১৪ সালে এলিজাবেথ ওলসেন অভিনয় করেন সারা বিশ্বে আলোড়ন তোলা চলচ্চিত্র ‘গডজিলা’য়। চলচ্চিত্রটি যেমন অর্জন করে বিশ্বব্যাপী জনপ্রিয়তা, পাশাপাশি এলিজাবেথকেও এনে দেয় বিশ্বজোড়া খ্যাতি।
২০১৫ সালে অ্যাভেঞ্জার্স সিরিজের ‘অ্যাভেঞ্জার্স: এজ অব আলট্রন’ চলচ্চিত্রে অভিনয় করেন এই অভিনেত্রী। এরপর ২০১৮ সালে একই চরিত্র নিয়ে আবারও হাজির হন অ্যাভেঞ্জার্সের পরবর্তী চলচ্চিত্র ‘অ্যাভেঞ্জার্স: ইনফিনিটি ওয়ার’ চলচ্চিত্রটিতে। মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের ওয়ানডা ম্যাক্সিমফ চরিত্রে রীতিমতো আইকনে পরিণত হয়েছেন এলিজাবেথ।
গডজিলা, অ্যাভেঞ্জার্সের বাইরেও বেশ সফল অভিনেত্রী হিসেবেই তাঁকে আরও বিভিন্ন চলচ্চিত্রে দেখা যায়। এর মধ্যে—ভেরি গুড গার্লস, লিবারেল আর্টস, আই স দ্য লাইট, ক্যাপ্টেন আমেরিকা: সিভিল ওয়ার, উইন্ড রিভার অন্যতম।
অ্যাভেঞ্জার্স সিরিজের ইনফিনিটি ওয়ার সিনেমাটির মাধ্যমে ২০১৮ সাল মাতিয়েই থেমে যাননি এই অভিনেত্রী। এরই ধারাবাহিকতায় একই সিরিজের সিনেমা এন্ডগেম দিয়ে ২০১৯ সালেও উজ্জ্বল ছিলেন।
গত বছরের অন্যতম ব্যবসাসফল সিনেমা ‘ডক্টর স্ট্রেঞ্জ: ইন দ্য মাল্টিভার্স অব ম্যাডনেস’–এ এলিজাবেথকে দেখা যায়। চলচ্চিত্রটি মুক্তির প্রথম মাসেই ৮৭ কোটি ৩০ লাখ ডলারেরও বেশি আয় করে।
তুমুল জনপ্রিয় এইচবিও সিরিজ ‘গেম অব থ্রন’–এর মাদার অব ড্রাগন ডেনেরিস টারগারিয়েন চরিত্রে অডিশন দিয়েছিলেন এলিজাবেথ ওলসেন। শেষ পর্যন্ত চরিত্রটি তিনি পাননি। সেই চরিত্রটি পান ব্রিটিশ অভিনেত্রী এমিলিয়া ক্লার্ক।
এলিজাবেথ ওলসেন দুই বিখ্যাত আমেরিকান নির্মাতা কোয়েন ব্রাদার্সের দারুণ ভক্ত। এই দুই ভাইয়ের নির্মিত চলচ্চিত্রের সঙ্গে মিল রেখে প্রিয় পোষ্য কুকুরের নাম রেখেছেন ‘ফার্গো’।
গতকাল বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) ছিল এলিজাবেথ ওলসেনের জন্মদিন। ১৯৮৯ সালে জন্ম এই অভিনেত্রীর। সে হিসাবে তিনি ৩৫ বছরে পা দিলেন তিনি।
মাত্র চার বছর বয়সে শিশু শিল্পী হিসেবে একটি সিনেমায় অভিনয়ের মাধ্যমে হলিউডে পা রাখেন এলিজাবেথ ওলসেন। এরপর থেকে টিভি সিরিজ ও চলচ্চিত্রে নিয়মিত কাজ শুরু করেন তিনি। ২০ বছর বয়সে ‘সাইলেন্ট হাউস’ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে বড় পরিসরে তাঁর অভিনয়ের সুযোগ আসে। চলচ্চিত্রটি বেশ প্রশংসিতও হয়। একই বছর পরপর আরও কিছু চলচ্চিত্রে অভিনয় করেন এলিজাবেথ।
২০১১ সালে থ্রিলারধর্মী চলচ্চিত্র ‘মার্থা মার্সি মারলিন’ অভিনয় করে হলিউড জুড়ে পরিচিতি পান এলিজাবেথ। ২০১৪ সালে এলিজাবেথ ওলসেন অভিনয় করেন সারা বিশ্বে আলোড়ন তোলা চলচ্চিত্র ‘গডজিলা’য়। চলচ্চিত্রটি যেমন অর্জন করে বিশ্বব্যাপী জনপ্রিয়তা, পাশাপাশি এলিজাবেথকেও এনে দেয় বিশ্বজোড়া খ্যাতি।
২০১৫ সালে অ্যাভেঞ্জার্স সিরিজের ‘অ্যাভেঞ্জার্স: এজ অব আলট্রন’ চলচ্চিত্রে অভিনয় করেন এই অভিনেত্রী। এরপর ২০১৮ সালে একই চরিত্র নিয়ে আবারও হাজির হন অ্যাভেঞ্জার্সের পরবর্তী চলচ্চিত্র ‘অ্যাভেঞ্জার্স: ইনফিনিটি ওয়ার’ চলচ্চিত্রটিতে। মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের ওয়ানডা ম্যাক্সিমফ চরিত্রে রীতিমতো আইকনে পরিণত হয়েছেন এলিজাবেথ।
গডজিলা, অ্যাভেঞ্জার্সের বাইরেও বেশ সফল অভিনেত্রী হিসেবেই তাঁকে আরও বিভিন্ন চলচ্চিত্রে দেখা যায়। এর মধ্যে—ভেরি গুড গার্লস, লিবারেল আর্টস, আই স দ্য লাইট, ক্যাপ্টেন আমেরিকা: সিভিল ওয়ার, উইন্ড রিভার অন্যতম।
অ্যাভেঞ্জার্স সিরিজের ইনফিনিটি ওয়ার সিনেমাটির মাধ্যমে ২০১৮ সাল মাতিয়েই থেমে যাননি এই অভিনেত্রী। এরই ধারাবাহিকতায় একই সিরিজের সিনেমা এন্ডগেম দিয়ে ২০১৯ সালেও উজ্জ্বল ছিলেন।
গত বছরের অন্যতম ব্যবসাসফল সিনেমা ‘ডক্টর স্ট্রেঞ্জ: ইন দ্য মাল্টিভার্স অব ম্যাডনেস’–এ এলিজাবেথকে দেখা যায়। চলচ্চিত্রটি মুক্তির প্রথম মাসেই ৮৭ কোটি ৩০ লাখ ডলারেরও বেশি আয় করে।
তুমুল জনপ্রিয় এইচবিও সিরিজ ‘গেম অব থ্রন’–এর মাদার অব ড্রাগন ডেনেরিস টারগারিয়েন চরিত্রে অডিশন দিয়েছিলেন এলিজাবেথ ওলসেন। শেষ পর্যন্ত চরিত্রটি তিনি পাননি। সেই চরিত্রটি পান ব্রিটিশ অভিনেত্রী এমিলিয়া ক্লার্ক।
এলিজাবেথ ওলসেন দুই বিখ্যাত আমেরিকান নির্মাতা কোয়েন ব্রাদার্সের দারুণ ভক্ত। এই দুই ভাইয়ের নির্মিত চলচ্চিত্রের সঙ্গে মিল রেখে প্রিয় পোষ্য কুকুরের নাম রেখেছেন ‘ফার্গো’।
গতকাল বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) ছিল এলিজাবেথ ওলসেনের জন্মদিন। ১৯৮৯ সালে জন্ম এই অভিনেত্রীর। সে হিসাবে তিনি ৩৫ বছরে পা দিলেন তিনি।
১৯৯৯ সালে যাত্রা শুরু নেমেসিস ব্যান্ডের। প্রতিষ্ঠার ছয় বছর পর ২০০৫ সালে প্রকাশ পেয়েছিল ব্যান্ডের প্রথম স্টুডিও অ্যালবাম ‘অন্বেষণ’। এরপর ২০১১ ও ২০১৭ সালে আসে ‘তৃতীয় যাত্রা’ ও ‘গণজোয়ার’ নামের আরও দুটি স্টুডিও অ্যালবাম। প্রতিটি অ্যালবামে ছিল ৬ বছরের গ্যাপ। তবে চতুর্থ অ্যালবাম প্রকাশ করতে আরও বেশি সময়
৮ ঘণ্টা আগেবিজ্ঞাপনের মডেল হওয়ার পর গত বছর মুহাম্মদ মোস্তফা কামাল রাজের ‘সন্ধিক্ষণ’ নাটক দিয়ে অভিনয়ে নাম লিখিয়েছেন মালাইকা চৌধুরী। সম্পর্কে তিনি মেহজাবীন চৌধুরীর ছোট বোন। নিজ অভিজ্ঞতার আলোকে পরামর্শ দিয়ে বোন মালাইকাকে সার্বক্ষণিক সহযোগিতা করছেন মেহজাবীন। অভিনয়ের প্রথম প্রশিক্ষণও বড় বোনের কাছেই পেয়েছেন মালাইকা।
৮ ঘণ্টা আগে৫ মে শুরু হয়েছে তারকাদের ক্রিকেট টুর্নামেন্ট ‘সেলিব্রিটি চ্যাম্পিয়নস ট্রফি’ বা সিসিটি। প্রথম রাউন্ড শেষে ফাইনালে উঠেছে গিগাবাইট টাইটানস ও স্বপ্নধরা স্পারটান্স। দল দুটির মেন্টর হিসেবে আছেন নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম ও মুহাম্মদ মোস্তফা কামাল রাজ।
৮ ঘণ্টা আগেসিনেমার কোনো সীমান্ত নেই, সিনেমা মানে না কাঁটাতারের বিধিনিষেধ—প্রতিবছর কান চলচ্চিত্র উৎসবে সেটা আরও স্পষ্ট হয়ে ধরা দেয়। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে পরিচালক, প্রযোজক, সেলস এজেন্ট ও সাংবাদিকেরা হাজির হন ‘বড় পর্দার অলিম্পিক’খ্যাত এ উৎসবে। নির্মাতারা আসেন তাঁদের সিনেমা দেখাতে। সেসব বিক্রির প্রক্রিয়া
৮ ঘণ্টা আগে