বিনোদন ডেস্ক
‘মিশন: ইমপসিবল’-এর প্রতিটি সিনেমায় যেন মৃত্যুর কাছ থেকে ফিরে আসেন টম ক্রুজ। দুর্ধর্ষ গোয়েন্দা ইথান হান্ট হয়ে কখনো তাঁকে ঝুলে থাকতে দেখা যায় প্লেনে, ট্রেনে; কখনো বুর্জ খলিফায়। এ সিরিজের নতুন পর্ব ‘মিশন: ইমপসিবল—দ্য ফাইনাল রেকনিং’-এ টম ক্রুজ আবার জীবনের ঝুঁকি নেবেন, তা তো জানা কথা। গতকাল প্যারামাউন্ট পিকচার্স প্রকাশ করেছে সিনেমার ট্রেলার। এতে আরও অপ্রতিরোধ্য টম ক্রুজ।
ক্রিস্টোফার ম্যাককোয়ারি পরিচালিত মিশন: ইমপসিবল—দ্য ফাইনাল রেকনিং হতে পারে ইথান হান্ট হিসেবে টম ক্রুজের শেষ সিনেমা। ট্রেলারেও পাওয়া গেল সে ইঙ্গিত, শেষ দৃশ্যে তিনি বলছেন, ‘শেষবারের মতো তোমাদের ভরসা আমার দরকার।’ শেষ সিনেমাতেও এতটুকু ছাড় দেননি টম ক্রুজ। সর্বোচ্চ ঝুঁকি নিয়েছেন। শেষ মিশনে পুরোনো সহকর্মীদের জড়ো করতে দেখা যায় ইথান হান্টকে, তাই ট্রেলারে ঘুরেফিরে এসেছে আগের পর্বগুলোর বিভিন্ন ক্লিপস।
মিশন: ইমপসিবল সিরিজের অষ্টম সিনেমা এটি। শেষ পর্বের গল্প বলা হয়েছে দুই ভাগে। এর আগের পর্ব ‘ডেড রেকনিং পার্ট ওয়ান’ মুক্তি পেয়েছিল ২০২৩ সালে। আগের গল্প যেখানে শেষ হয়েছিল, সেখান থেকেই শুরু হবে দ্য ফাইনাল রেকনিং। দ্য এনটিটি নামক একটি বিশেষ এআই প্রোগ্রাম ছিল গল্পের কেন্দ্রে। এ প্রযুক্তির নিয়ন্ত্রণ নিয়ে একচ্ছত্র আধিপত্য বিস্তার করতে চায় গ্যাব্রিয়েল, তার বিরুদ্ধেই ছিল ইথান হান্টের যুদ্ধ। দ্য ফাইনাল রেকনিংয়ে এনটিটিকে মোকাবিলার সূত্র পেয়েছে ইথান হান্ট, চেষ্টা করছে তার সাবেক সহকর্মীদের জড়ো করার। তাদের নিয়ে ডুবে যাওয়া সাবমেরিনটি খুঁজে বের করতে হবে, যাতে রয়েছে গুরুত্বপূর্ণ কোড।
টম ক্রুজ ছাড়াও দ্য ফাইনাল রেকনিংয়ে অভিনয় করেছেন সাইমন পেগ, ভিং রামেস, ভেনেসা কিরবি, হেইলি অ্যাটওয়েল, এসাই মোরালেস প্রমুখ। আগামী ২৩ মে মুক্তি পাবে সিনেমাটি। এর আগে ১৪ মে প্রিমিয়ার হবে কান চলচ্চিত্র উৎসবে।
‘মিশন: ইমপসিবল’-এর প্রতিটি সিনেমায় যেন মৃত্যুর কাছ থেকে ফিরে আসেন টম ক্রুজ। দুর্ধর্ষ গোয়েন্দা ইথান হান্ট হয়ে কখনো তাঁকে ঝুলে থাকতে দেখা যায় প্লেনে, ট্রেনে; কখনো বুর্জ খলিফায়। এ সিরিজের নতুন পর্ব ‘মিশন: ইমপসিবল—দ্য ফাইনাল রেকনিং’-এ টম ক্রুজ আবার জীবনের ঝুঁকি নেবেন, তা তো জানা কথা। গতকাল প্যারামাউন্ট পিকচার্স প্রকাশ করেছে সিনেমার ট্রেলার। এতে আরও অপ্রতিরোধ্য টম ক্রুজ।
ক্রিস্টোফার ম্যাককোয়ারি পরিচালিত মিশন: ইমপসিবল—দ্য ফাইনাল রেকনিং হতে পারে ইথান হান্ট হিসেবে টম ক্রুজের শেষ সিনেমা। ট্রেলারেও পাওয়া গেল সে ইঙ্গিত, শেষ দৃশ্যে তিনি বলছেন, ‘শেষবারের মতো তোমাদের ভরসা আমার দরকার।’ শেষ সিনেমাতেও এতটুকু ছাড় দেননি টম ক্রুজ। সর্বোচ্চ ঝুঁকি নিয়েছেন। শেষ মিশনে পুরোনো সহকর্মীদের জড়ো করতে দেখা যায় ইথান হান্টকে, তাই ট্রেলারে ঘুরেফিরে এসেছে আগের পর্বগুলোর বিভিন্ন ক্লিপস।
মিশন: ইমপসিবল সিরিজের অষ্টম সিনেমা এটি। শেষ পর্বের গল্প বলা হয়েছে দুই ভাগে। এর আগের পর্ব ‘ডেড রেকনিং পার্ট ওয়ান’ মুক্তি পেয়েছিল ২০২৩ সালে। আগের গল্প যেখানে শেষ হয়েছিল, সেখান থেকেই শুরু হবে দ্য ফাইনাল রেকনিং। দ্য এনটিটি নামক একটি বিশেষ এআই প্রোগ্রাম ছিল গল্পের কেন্দ্রে। এ প্রযুক্তির নিয়ন্ত্রণ নিয়ে একচ্ছত্র আধিপত্য বিস্তার করতে চায় গ্যাব্রিয়েল, তার বিরুদ্ধেই ছিল ইথান হান্টের যুদ্ধ। দ্য ফাইনাল রেকনিংয়ে এনটিটিকে মোকাবিলার সূত্র পেয়েছে ইথান হান্ট, চেষ্টা করছে তার সাবেক সহকর্মীদের জড়ো করার। তাদের নিয়ে ডুবে যাওয়া সাবমেরিনটি খুঁজে বের করতে হবে, যাতে রয়েছে গুরুত্বপূর্ণ কোড।
টম ক্রুজ ছাড়াও দ্য ফাইনাল রেকনিংয়ে অভিনয় করেছেন সাইমন পেগ, ভিং রামেস, ভেনেসা কিরবি, হেইলি অ্যাটওয়েল, এসাই মোরালেস প্রমুখ। আগামী ২৩ মে মুক্তি পাবে সিনেমাটি। এর আগে ১৪ মে প্রিমিয়ার হবে কান চলচ্চিত্র উৎসবে।
কথিত তৌহিদী জনতার হুমকিতে মহিলা সমিতিতে বন্ধ হয়ে গিয়েছিল প্রাঙ্গণেমোর প্রযোজিত ‘শেষের কবিতা’ নাটক প্রদর্শনী। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রশাসনের নিরাপত্তা সহযোগিতায় এবার নাটকটি পয়লা বৈশাখ ও তার পরের দিন দুটো প্রদর্শনী হচ্ছে।
১২ ঘণ্টা আগেনামাজ না পড়লেও রোজা ও জাকাত আদায় করেন বলিউডের মুসলিম চলচ্চিত্র নির্মাতা ও ড্যান্স কোরিওগ্রাফার ফারাহ খান। দিনে পাঁচবার নামাজ না পড়লেও নিজেকে ভালো মুসলিম ও ভালো মানুষ দাবি করেন তিনি।
১৬ ঘণ্টা আগেতিক্ততা, সম্পর্কের ভাঙন দেখা গেল বলিউডের সংগীত জগতে। ভক্তদের অবাক করে দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ নিজ হ্যান্ডলে কাক্কার ফ্যামিলির বড় কন্যা ভারতীয় প্লেব্যাক গায়িকা, গীতিকার এবং টেলিভিশন ব্যক্তিত্ব সোনু জানালেন সম্পর্ক বিচ্ছেদের খবর।
১৮ ঘণ্টা আগেপ্রথম দিন থেকে প্রশংসিত হচ্ছে ঈদে মুক্তি পাওয়া ঢাকাই সিনেমাগুলো। দ্বিতীয় সপ্তাহেও সিনেমা দেখতে বেশির ভাগ প্রেক্ষাগৃহে দেখা যাচ্ছে দর্শকদের লম্বা লাইন। দর্শক চাহিদার কারণে স্টার সিনেপ্লেক্স থেকে নামিয়ে দেওয়া হয়েছে হলিউড সিনেমা। একই সঙ্গে গতকাল শনিবার শুরু হয়েছে ঈদের সিনেমার বিদেশযাত্রা...
১ দিন আগে