কিংবদন্তি মার্কিন গায়ক ও অভিনেতা ফ্রাঙ্ক সিনাত্রার জীবন এবার উঠে আসবে সেলুলয়েডের পর্দায়। এই গায়কের বায়োপিক বানাবেন হলিউডের প্রখ্যাত নির্মাতা মার্টিন স্করসেসি। দ্য গার্ডিয়ান জানিয়েছে, বায়োপিকটিতে সিনাত্রার চরিত্রে অভিনয় করবেন হলিউড অভিনেতা লিওনার্দো ডিক্যাপ্রিও। আর সিনাত্রার স্ত্রী আডা গার্ডনারের চরিত্রে দেখা যাবে জেনিফার লরেন্সকে। ১৯৫১ সাল থেকে ১৯৫৭ সাল পর্যন্ত আডা গার্ডনারের সঙ্গে দাম্পত্য সম্পর্কে ছিলেন সিনাত্রা।
২০২১ সালে ‘ডোন্ট লুক আপ’ সিনেমায় জুটি বেঁধেছিলেন ডিক্যাপ্রিও-লরেন্স। আর অস্কার মঞ্চে সেরা ছবির মনোনয়ন পাওয়া ‘কিলার্স অব দ্য ফ্লাওয়ার মুন’-এর পর ফের একবার স্করসেসির সঙ্গে কাজ করতে যাচ্ছেন ডিক্যাপ্রিও।
সংগীতশিল্পে বিপ্লব আনার অন্যতম কারিগরদের একজন ফ্রাঙ্ক সিনাত্রা ১৯৯৮ সালে ৮২ বছর বয়সে মারা যান এই গায়ক। তিনি গ্র্যামি মঞ্চে তিনবার ‘অ্যালবাম অব দ্য ইয়ার’ খেতাব জয় করেন। সর্বকালের সর্বাধিক বিক্রীত সংগীতশিল্পীদের একজন তিনি, বিশ্বব্যাপী ১৫০ মিলিয়নের অধিক রেকর্ড বিক্রি হয়েছে সিনাত্রার।
সংগীতের বাইরে সিনাত্রা ব্যক্তিগত জীবনও বরাবর থেকেছেন আলোচনার কেন্দ্রবিন্দুতে। সিনেমায় অভিনয় থেকে চারবার বিয়ে, তাঁর জীবন কোনো ছবির থেকে কম নাটকীয় নয়। তবে সিনেমাটি নির্মাণের ব্যাপারে এখনো সিনাত্রার মেয়ে টিনা মার্টিন স্করসেসিকে আনুষ্ঠানিক অনুমতি দেননি।
সিনাত্রাকে নিয়ে এর আগেও চলচ্চিত্র নির্মাণের পরিকল্পনা করেছিলেন মার্টিন স্করসেসি। ইউনিভার্সাল স্টুডিও প্রযোজিত সিনেমাটির পরিকল্পনার খবর ছড়ায় ২০০৯ সালে। তখনো নির্মাতার পছন্দের তালিকায় ডিক্যাপ্রিও ছিলেন।
কিংবদন্তি মার্কিন গায়ক ও অভিনেতা ফ্রাঙ্ক সিনাত্রার জীবন এবার উঠে আসবে সেলুলয়েডের পর্দায়। এই গায়কের বায়োপিক বানাবেন হলিউডের প্রখ্যাত নির্মাতা মার্টিন স্করসেসি। দ্য গার্ডিয়ান জানিয়েছে, বায়োপিকটিতে সিনাত্রার চরিত্রে অভিনয় করবেন হলিউড অভিনেতা লিওনার্দো ডিক্যাপ্রিও। আর সিনাত্রার স্ত্রী আডা গার্ডনারের চরিত্রে দেখা যাবে জেনিফার লরেন্সকে। ১৯৫১ সাল থেকে ১৯৫৭ সাল পর্যন্ত আডা গার্ডনারের সঙ্গে দাম্পত্য সম্পর্কে ছিলেন সিনাত্রা।
২০২১ সালে ‘ডোন্ট লুক আপ’ সিনেমায় জুটি বেঁধেছিলেন ডিক্যাপ্রিও-লরেন্স। আর অস্কার মঞ্চে সেরা ছবির মনোনয়ন পাওয়া ‘কিলার্স অব দ্য ফ্লাওয়ার মুন’-এর পর ফের একবার স্করসেসির সঙ্গে কাজ করতে যাচ্ছেন ডিক্যাপ্রিও।
সংগীতশিল্পে বিপ্লব আনার অন্যতম কারিগরদের একজন ফ্রাঙ্ক সিনাত্রা ১৯৯৮ সালে ৮২ বছর বয়সে মারা যান এই গায়ক। তিনি গ্র্যামি মঞ্চে তিনবার ‘অ্যালবাম অব দ্য ইয়ার’ খেতাব জয় করেন। সর্বকালের সর্বাধিক বিক্রীত সংগীতশিল্পীদের একজন তিনি, বিশ্বব্যাপী ১৫০ মিলিয়নের অধিক রেকর্ড বিক্রি হয়েছে সিনাত্রার।
সংগীতের বাইরে সিনাত্রা ব্যক্তিগত জীবনও বরাবর থেকেছেন আলোচনার কেন্দ্রবিন্দুতে। সিনেমায় অভিনয় থেকে চারবার বিয়ে, তাঁর জীবন কোনো ছবির থেকে কম নাটকীয় নয়। তবে সিনেমাটি নির্মাণের ব্যাপারে এখনো সিনাত্রার মেয়ে টিনা মার্টিন স্করসেসিকে আনুষ্ঠানিক অনুমতি দেননি।
সিনাত্রাকে নিয়ে এর আগেও চলচ্চিত্র নির্মাণের পরিকল্পনা করেছিলেন মার্টিন স্করসেসি। ইউনিভার্সাল স্টুডিও প্রযোজিত সিনেমাটির পরিকল্পনার খবর ছড়ায় ২০০৯ সালে। তখনো নির্মাতার পছন্দের তালিকায় ডিক্যাপ্রিও ছিলেন।
কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা তাঁর সংগীতজীবনের ৬০ বছর পূর্ণ করেছেন। এই উপলক্ষে মাছরাঙা টেলিভিশনের স্টার নাইট অনুষ্ঠানটি সাজানো হয়েছে বিশেষ আয়োজনে। অংশ নিয়েছেন রুনা লায়লা, কথা বলেছেন তাঁর গান ও ক্যারিয়ারের নানা বিষয়ে।
৯ ঘণ্টা আগেগত কোরবানির ঈদে প্রেক্ষাগৃহে চমক দেখিয়েছিল ‘উৎসব’। ধুন্ধুমার অ্যাকশনের মধ্যে তানিম নূরের সিনেমাটি যেন স্বস্তির বাতাস এনে দিয়েছিল দর্শকের মাঝে। প্রথম দিন থেকেই দর্শকের আগ্রহের কেন্দ্রে ছিল নব্বইয়ের দশকের প্রেক্ষাপটে নির্মিত পারিবারিক গল্পের উৎসব সিনেমাটি।
১৯ ঘণ্টা আগেপৈতৃক সম্পত্তি নিয়ে ভাই-বোনের বিরোধ অনেক পরিবারেই দেখা যায়। অনেক সময় সম্পত্তির ভাগের জন্য নষ্ট হয়ে যায় ভাই-বোনের সম্পর্ক। সম্পর্ক আর অধিকারের এমন গল্পের সিনেমা নিয়ে আসছেন কোয়েল মল্লিক। কালীপূজা উপলক্ষে ২১ অক্টোবর মুক্তি পাবে ‘স্বার্থপর’ নামের সিনেমাটি। বানিয়েছেন অন্নপূর্ণা বসু।
২০ ঘণ্টা আগে১০ বছর পর জাজ মাল্টিমিডিয়ার সিনেমায় ফিরছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। ‘অন্তর্যামী’ নামের সিনেমাটি বানাবেন সৈকত নাসির। গতকাল ফার্স্ট লুক প্রকাশ করে নতুন এই সিনেমার ঘোষণা দিয়েছে জাজ।
২০ ঘণ্টা আগে