স্ত্রী জাডা পিঙ্কেটকে নিয়ে রসিকতা করায় মেজাজ ধরে রাখতে পারেননি উইল স্মিথ। উপস্থাপক কমেডিয়ান ক্রিস রককে চড় মেরে প্রতিশোধ নেন। গত বছর ৯৪ তম অস্কার আসরে এমন ঘটনায় দর্শকসারির সবাই হতবাক হয়ে গিয়েছিলেন। এ নিয়ে পরে কম জল ঘোলা হয়নি! উইল স্মিথও দুঃখ প্রকাশ করেছেন। অবশ্য তাতে রেহাই পাননি; ১০ বছরের জন্য অস্কার থেকে নিষিদ্ধ হোন।
এতদিন পর সেই জাডাই বলছেন, সেই অস্বস্তিকর ঘটনাই নাকি তাঁর বিবাহ বিচ্ছেদ ঠেকিয়ে দিয়েছে। ওই ঘটনার আগে থেকেই তাঁরা আলাদা থাকছিলেন। ওই ঘটনা না ঘটলে হয়তো এতদিনে তাঁদের ছাড়াছাড়ি হয়ে যেত!
সম্প্রতি জাডা সংবাদমাধ্যমে বলেন, প্রথমে ঘটনাটা তাঁর বিশ্বাসই হয়নি। মনে হয়েছিল, এটা হয়তো অতিরঞ্জিত। পরে যখন উইল নিজের চেয়ারের দিকে হাঁটতে শুরু করেন, তখন বুঝতে পারেন এটা অতিরঞ্জিত নয়।
তিনি জানান, সাত বছর ধরে আলাদা থাকছেন স্মিথ দম্পতি। সে হিসাবে গত বছরের চড় কাণ্ডের অনেক আগে থেকেই আলাদা থাকছেন তাঁরা। জাডার কথায়, ‘আমাদের বৈবাহিক জীবন মোটেও শান্তির ছিল না।’
এবার চড় কাণ্ড ও নিজেদের বিচ্ছেদ নিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইলের সঙ্গে কথা বলেছেন জাডা। জাডা জানিয়েছেন, সে বছর অস্কারে তাঁর উপস্থিত থাকার ইচ্ছে ছিল না। কিন্তু তিনি ভাগ্যবান, ‘পবিত্র চড়’ নিজ চোখে দেখতে পেরেছিলেন। তাঁর কথায়, ‘ক্রিস রককে দেওয়া এই চড় আমাদের বিবাহ বিচ্ছেদ ঠেকিয়েছে!’
অভিনেত্রী ডেইলি মেইলকে দেওয়া সাক্ষাৎকারে আরও জানিয়েছেন, অস্কার মঞ্চে ক্রিস রককে দেওয়া উইল স্মিথের চড় তাঁকে বুঝতে সাহায্য করেছিল যে, তাঁরা বাকি জীবন একসঙ্গেই থাকবেন।
জাডা বলেন, ‘কয়েক বছর ধরে আমি যখন উইল স্মিথকে ছেড়ে যাওয়ার কথা চিন্তা করছিলাম, ঠিক তখনই এই চড় আমাকে উপলব্ধি করতে সাহায্য করে, ওকে কখনো আমি ছেড়ে যাব না। এটা না ঘটলে আমাদের সম্পর্ক কোথায় গিয়ে দাঁড়াত কে জানে!’
স্ত্রী জাডা পিঙ্কেটকে নিয়ে রসিকতা করায় মেজাজ ধরে রাখতে পারেননি উইল স্মিথ। উপস্থাপক কমেডিয়ান ক্রিস রককে চড় মেরে প্রতিশোধ নেন। গত বছর ৯৪ তম অস্কার আসরে এমন ঘটনায় দর্শকসারির সবাই হতবাক হয়ে গিয়েছিলেন। এ নিয়ে পরে কম জল ঘোলা হয়নি! উইল স্মিথও দুঃখ প্রকাশ করেছেন। অবশ্য তাতে রেহাই পাননি; ১০ বছরের জন্য অস্কার থেকে নিষিদ্ধ হোন।
এতদিন পর সেই জাডাই বলছেন, সেই অস্বস্তিকর ঘটনাই নাকি তাঁর বিবাহ বিচ্ছেদ ঠেকিয়ে দিয়েছে। ওই ঘটনার আগে থেকেই তাঁরা আলাদা থাকছিলেন। ওই ঘটনা না ঘটলে হয়তো এতদিনে তাঁদের ছাড়াছাড়ি হয়ে যেত!
সম্প্রতি জাডা সংবাদমাধ্যমে বলেন, প্রথমে ঘটনাটা তাঁর বিশ্বাসই হয়নি। মনে হয়েছিল, এটা হয়তো অতিরঞ্জিত। পরে যখন উইল নিজের চেয়ারের দিকে হাঁটতে শুরু করেন, তখন বুঝতে পারেন এটা অতিরঞ্জিত নয়।
তিনি জানান, সাত বছর ধরে আলাদা থাকছেন স্মিথ দম্পতি। সে হিসাবে গত বছরের চড় কাণ্ডের অনেক আগে থেকেই আলাদা থাকছেন তাঁরা। জাডার কথায়, ‘আমাদের বৈবাহিক জীবন মোটেও শান্তির ছিল না।’
এবার চড় কাণ্ড ও নিজেদের বিচ্ছেদ নিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইলের সঙ্গে কথা বলেছেন জাডা। জাডা জানিয়েছেন, সে বছর অস্কারে তাঁর উপস্থিত থাকার ইচ্ছে ছিল না। কিন্তু তিনি ভাগ্যবান, ‘পবিত্র চড়’ নিজ চোখে দেখতে পেরেছিলেন। তাঁর কথায়, ‘ক্রিস রককে দেওয়া এই চড় আমাদের বিবাহ বিচ্ছেদ ঠেকিয়েছে!’
অভিনেত্রী ডেইলি মেইলকে দেওয়া সাক্ষাৎকারে আরও জানিয়েছেন, অস্কার মঞ্চে ক্রিস রককে দেওয়া উইল স্মিথের চড় তাঁকে বুঝতে সাহায্য করেছিল যে, তাঁরা বাকি জীবন একসঙ্গেই থাকবেন।
জাডা বলেন, ‘কয়েক বছর ধরে আমি যখন উইল স্মিথকে ছেড়ে যাওয়ার কথা চিন্তা করছিলাম, ঠিক তখনই এই চড় আমাকে উপলব্ধি করতে সাহায্য করে, ওকে কখনো আমি ছেড়ে যাব না। এটা না ঘটলে আমাদের সম্পর্ক কোথায় গিয়ে দাঁড়াত কে জানে!’
নতুন গান প্রকাশ করল ব্যান্ড মেঘদল। শিরোনাম ‘গোলাপের নাম’। এটি মেঘদলের নতুন অ্যালবাম ‘অ্যালুমিনিয়ামের ডানা’র ৭ম গান। গানটি লিখেছেন ও সুর করেছেন শিবু কুমার শীল। ভিডিও নির্মাণ করেছেন সৌরভ সরকার।
১২ ঘণ্টা আগেএত দিনে ২০২৩ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ীদের ঘরে থাকার কথা ছিল। তবে বাস্তবতা হলো, রাজনৈতিক পট পরিবর্তনের কারণে সময়মতো আসেনি জাতীয় পুরস্কারের ঘোষণা, আয়োজন করা যায়নি অনুষ্ঠানের। শোনা যাচ্ছে, আগামী মাসেই ২০২৩ সালের বিজয়ীদের হাতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার তুলে দেওয়া হবে। গত আগস্টের আগেও সবার...
১২ ঘণ্টা আগেসংস্কৃতি খাতে জাতীয় বাজেটে ন্যূনতম ১ শতাংশ বরাদ্দের দাবি করেছেন সংস্কৃতিকর্মীরা। তাঁরা বলছেন, বিগত এক যুগে জাতীয় বাজেটের আকার বাড়লেও উল্লেখযোগ্য হারে বাড়েনি সংস্কৃতি খাতের বরাদ্দ। গত এক দশকে বাজেটে সংস্কৃতি খাতে বরাদ্দ শূন্য দশমিক শূন্য ৯ শতাংশ থেকে শূন্য দশমিক ১৬ শতাংশের ওপরে ওঠেনি...
১২ ঘণ্টা আগেবিশ্বের কাছে নতুন বিস্ময় এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রযুক্তি। এআই প্রযুক্তি ব্যবহার করে নানা কণ্ঠের মিথস্ক্রিয়ায় নতুন গান তৈরি হচ্ছে দেদার। সেলিব্রিটিদের কণ্ঠ নকল করে ইউটিউব ও টিকটকে এসব মিউজিক ছাড়া হচ্ছে। তবে অনেক সংগীতশিল্পী এই কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারে বিরক্ত। রীতিমতো অস্তিত্ব সংকটে...
১২ ঘণ্টা আগে