Ajker Patrika

দ্য বিটলস ব্যান্ড নিয়ে চার সিনেমার ঘোষণা

বিনোদন ডেস্ক
বিটলস বায়োপিকের চার অভিনেতা। ছবি: ইনস্টাগ্রাম
বিটলস বায়োপিকের চার অভিনেতা। ছবি: ইনস্টাগ্রাম

জনপ্রিয় ইংলিশ রক ব্যান্ড ‘দ্য বিটলস’-এর গল্প আসছে সিনেমার পর্দায়। এ খবর জানা গিয়েছিল গত বছর। সনি এন্টারটেইনমেন্ট ব্যান্ডটির বায়োপিক বানানোর পরিকল্পনা করছে অনেক দিন ধরে। এতে কারা অভিনয় করবেন, সে ঘোষণা এল সম্প্রতি। লাস ভেগাসে আয়োজিত সিনেমাকন উৎসবের মঞ্চে এসে পরিচালক স্যাম মেন্ডিস জানিয়ে দিলেন, একটি নয়, বিটলস ব্যান্ড নিয়ে চারটি সিনেমার পরিকল্পনা করেছেন তাঁরা।

দ্য বিটলস ছিল চার সদস্যের ব্যান্ড। প্রত্যেক সদস্যের দৃষ্টিভঙ্গিতে তৈরি হবে একেকটি সিনেমা। এতে জন লেননের চরিত্রে থাকবেন হ্যারিস ডিকিনসন, পল ম্যাককার্টনির চরিত্রে পল মেসকাল, জর্জ হ্যারিসনের চরিত্রে জোসেফ কুইন ও রিঙ্গো স্টারের চরিত্রে অভিনয় করবেন ব্যারি কেওগান। সিনেমাকন উৎসবে এ চার অভিনেতাও হাজির হয়েছিলেন।

রক গানের ইতিহাসে দ্য বিটলস সবচেয়ে জনপ্রিয় ও আলোচিত ব্যান্ড। বিটলস তৈরির ইতিহাস, ব্যান্ডের চার সদস্যের গল্প, তাঁদের জার্নি—প্রায় সবই জানা ভক্তদের। এ কথা মাথায় রেখেও পরিচালক স্যাম মেন্ডিস বলছেন, ‘আরও অনেক কিছু অজানা রয়েছে গেছে এ ব্যান্ড সম্পর্কে, সেসব গল্প আমরা এ সিনেমাগুলোয় দেখাব।’ জানা গেছে, ২০২৮ সালের এপ্রিলে মুক্তি পাবে এই চার সিনেমা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত