জেমস ক্যামেরনের ‘অ্যাভাটার’ সিরিজের তৃতীয় সিনেমাটি মুক্তি পাবে চলতি বছরের ১৯ ডিসেম্বর। ক্যামেরন তাঁর ভক্তদের জানিয়েছেন, অ্যাভাটার সিরিজের এই সিনেমাটি হবে এখন পর্যন্ত সবচেয়ে দীর্ঘ এবং আবেগঘন।
সম্প্রতি এম্পায়ার ম্যাগাজিনে প্রকাশিত একাধিক প্রতিবেদনে ৭০ বছর বয়সী ক্যামেরন উল্লেখ করেছেন, অ্যাভাটার-এর তৃতীয় কিস্তি ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’ সিনেমাটি দ্বিতীয় কিস্তির চেয়েও দীর্ঘ হবে। ২০২২ সালে মুক্তি পাওয়া অ্যাভাটার সিরিজের দ্বিতীয় কিস্তি ‘অ্যাভাটার: দ্য ওয়ে অব ওয়াটার’ সিনেমাটির দৈর্ঘ্য ছিল ৩ ঘণ্টা ১২ মিনিট।
পরবর্তী চলচ্চিত্রটির দীর্ঘ সময়ের কথা ছাড়াও ক্যামেরন জানান, তাঁর স্ত্রী সুজি অ্যামিস সিনেমাটি প্রথমবার দেখার পর গভীরভাবে আবেগপ্রবণ হয়ে পড়েন। ক্যামেরন বলেন, ‘সে ৪ ঘণ্টা ধরে কেঁদেছে!’
সুজির প্রতিক্রিয়া নিয়ে ক্যামেরন আরও বলেন, ‘সে নিজেকে সামলানোর চেষ্টা করছিল, যেন তাঁর প্রতিক্রিয়াগুলো আমাকে জানাতে পারে। কিন্তু বারবার কান্নায় ভেঙে পড়ছিল। শেষ পর্যন্ত আমি বললাম—হানি, আমি ঘুমাতে যাচ্ছি। পরে কথা বলব।’
ক্যামেরন ও সুজির প্রথম দেখা হয়েছিল ১৯৯৭ সালের ‘টাইটানিক’ সিনেমার সেটে। এই সিনেমায় লিজি ক্যালভার্ট চরিত্রে অভিনয় করেছিলেন সুজি। সেই সময়টিতে জেমস ক্যামেরন অবশ্য লিন্ডা হ্যামিলটনের সঙ্গে সম্পর্কে ছিলেন। তবে তাঁরা ১৯৯৭ সালে বিয়ে করলেও বিচ্ছেদ ঘটে ১৯৯৯ সালে। এরপর ক্যামেরন ও সুজি ২০০০ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন। তাদের তিন সন্তান—ক্লেয়ার, কুইন ও এলিজাবেথ।
সুজির চলচ্চিত্র রুচি সম্পর্কে ক্যামেরন বলেছেন, ‘সে খুব ভালো সমালোচক। সে টাইটানিক, অ্যাভাটার এবং অ্যাভাটার ২-এর সঠিক মূল্যায়ন করেছিল। তাই আমি তাঁর হৃদয়ের অনুভূতিকে বিশ্বাস করি।’
ক্যামেরনের কাছে ইতিমধ্যে অ্যাভাটার ৪ ও অ্যাভাটার ৫-এর পরিকল্পনাও রয়েছে। বর্তমানে তিনি চিত্রনাট্যকার রিক জাফা, আমান্ডা সিলভার, জোশ ফ্রিডম্যান ও শেন সালের্নোর সঙ্গে কাজ করছেন।
পরিকল্পনা অনুযায়ী, অ্যাভাটার সিরিজের চতুর্থ কিস্তি মুক্তি পাবে ২০২৯ সালের ডিসেম্বরে। আর অ্যাভাটার-৫ মুক্তি পাবে ২০৩১ সালের ডিসেম্বরে।
জেমস ক্যামেরনের ‘অ্যাভাটার’ সিরিজের তৃতীয় সিনেমাটি মুক্তি পাবে চলতি বছরের ১৯ ডিসেম্বর। ক্যামেরন তাঁর ভক্তদের জানিয়েছেন, অ্যাভাটার সিরিজের এই সিনেমাটি হবে এখন পর্যন্ত সবচেয়ে দীর্ঘ এবং আবেগঘন।
সম্প্রতি এম্পায়ার ম্যাগাজিনে প্রকাশিত একাধিক প্রতিবেদনে ৭০ বছর বয়সী ক্যামেরন উল্লেখ করেছেন, অ্যাভাটার-এর তৃতীয় কিস্তি ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’ সিনেমাটি দ্বিতীয় কিস্তির চেয়েও দীর্ঘ হবে। ২০২২ সালে মুক্তি পাওয়া অ্যাভাটার সিরিজের দ্বিতীয় কিস্তি ‘অ্যাভাটার: দ্য ওয়ে অব ওয়াটার’ সিনেমাটির দৈর্ঘ্য ছিল ৩ ঘণ্টা ১২ মিনিট।
পরবর্তী চলচ্চিত্রটির দীর্ঘ সময়ের কথা ছাড়াও ক্যামেরন জানান, তাঁর স্ত্রী সুজি অ্যামিস সিনেমাটি প্রথমবার দেখার পর গভীরভাবে আবেগপ্রবণ হয়ে পড়েন। ক্যামেরন বলেন, ‘সে ৪ ঘণ্টা ধরে কেঁদেছে!’
সুজির প্রতিক্রিয়া নিয়ে ক্যামেরন আরও বলেন, ‘সে নিজেকে সামলানোর চেষ্টা করছিল, যেন তাঁর প্রতিক্রিয়াগুলো আমাকে জানাতে পারে। কিন্তু বারবার কান্নায় ভেঙে পড়ছিল। শেষ পর্যন্ত আমি বললাম—হানি, আমি ঘুমাতে যাচ্ছি। পরে কথা বলব।’
ক্যামেরন ও সুজির প্রথম দেখা হয়েছিল ১৯৯৭ সালের ‘টাইটানিক’ সিনেমার সেটে। এই সিনেমায় লিজি ক্যালভার্ট চরিত্রে অভিনয় করেছিলেন সুজি। সেই সময়টিতে জেমস ক্যামেরন অবশ্য লিন্ডা হ্যামিলটনের সঙ্গে সম্পর্কে ছিলেন। তবে তাঁরা ১৯৯৭ সালে বিয়ে করলেও বিচ্ছেদ ঘটে ১৯৯৯ সালে। এরপর ক্যামেরন ও সুজি ২০০০ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন। তাদের তিন সন্তান—ক্লেয়ার, কুইন ও এলিজাবেথ।
সুজির চলচ্চিত্র রুচি সম্পর্কে ক্যামেরন বলেছেন, ‘সে খুব ভালো সমালোচক। সে টাইটানিক, অ্যাভাটার এবং অ্যাভাটার ২-এর সঠিক মূল্যায়ন করেছিল। তাই আমি তাঁর হৃদয়ের অনুভূতিকে বিশ্বাস করি।’
ক্যামেরনের কাছে ইতিমধ্যে অ্যাভাটার ৪ ও অ্যাভাটার ৫-এর পরিকল্পনাও রয়েছে। বর্তমানে তিনি চিত্রনাট্যকার রিক জাফা, আমান্ডা সিলভার, জোশ ফ্রিডম্যান ও শেন সালের্নোর সঙ্গে কাজ করছেন।
পরিকল্পনা অনুযায়ী, অ্যাভাটার সিরিজের চতুর্থ কিস্তি মুক্তি পাবে ২০২৯ সালের ডিসেম্বরে। আর অ্যাভাটার-৫ মুক্তি পাবে ২০৩১ সালের ডিসেম্বরে।
অন্যায়ের বিরুদ্ধে সব সময় গানে-কবিতায় সরব থাকেন সংগীতশিল্পী ফারজানা ওয়াহিদ সায়ান। রাজপথেও থাকেন সামনের সারিতে। জুলাইয়ে ছাত্র-জনতার অভ্যুত্থানেও সোচ্চার ছিলেন তিনি। সে সময় আলোচিত হয়েছিল তাঁর ‘ভয় বাংলায়’ গানটি। ছাত্র-জনতার পক্ষে নেমেছিলেন রাস্তায়। ছাত্র-জনতার অভ্যুত্থানের এক বছর পূর্তিতে এবার তিনি গানে
৪ ঘণ্টা আগেবার্টল্ট ব্রেখটের বিখ্যাত নাটক ‘দ্য এক্সসেপশন অ্যান্ড দ্য রুল’। এতে তুলে ধরা হয়েছে, পুঁজিবাদী সাম্রাজ্যের অন্তর্নিহিত বৈষম্য এবং আইনের শাসনের দুর্বলতা। ঢাকার মঞ্চে নাটকটি নিয়ে আসছে প্রাচ্যনাট নাট্যদল। নাম দেওয়া হয়েছে, ‘ব্যতিক্রম এবং নিয়ম’। এটি অনুবাদ করেছেন শহীদুল মামুন। নির্দেশনা দিয়েছেন আজাদ আবুল
৪ ঘণ্টা আগেক্রিস্টোফার নোলানের সর্বশেষ সিনেমা ‘ওপেনহাইমার’ ২০২৩ সালে বক্স অফিসে নতুন ইতিহাস গড়ে। প্রায় এক বিলিয়ন ডলার ব্যবসা করে প্রেক্ষাগৃহে। ১৩টি বিভাগে মনোনীত হয়ে ৭টি বিভাগে জেতে অস্কার। ওপেনহাইমারের পর নতুন সিনেমা বানাচ্ছেন নোলান। এবার তিনি বেছে নিয়েছেন গ্রিক কবি হোমারের ‘দ্য ওডিসি’ মহাকাব্য।
৪ ঘণ্টা আগেজনপ্রিয় ‘হ্যারি পটার’ সিনেমার অভিনেত্রী এমা ওয়াটসনকে ছয় মাসের জন্য ড্রাইভিং থেকে নিষিদ্ধ করা হয়েছে। গত বছরের ৩১ জুলাই ইংল্যান্ডের অক্সফোর্ডে ৩০ মাইল গতি-সীমার রাস্তায় তিনি ৩৮ মাইল প্রতি ঘণ্টা গতিতে গাড়ি চালাচ্ছিলেন।
১৩ ঘণ্টা আগে