Ajker Patrika

আবারও স্থগিত ‘মিশন ইম্পসিবল’ সিনেমার শুটিং

আপডেট : ২৯ মে ২০২৪, ১০: ২৪
আবারও স্থগিত ‘মিশন ইম্পসিবল’ সিনেমার শুটিং

হলিউডের অন্যতম সফল ও জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি টম ক্রুজের ‘মিশন ইম্পসিবল’। আসতে যাচ্ছে এর অষ্টম কিস্তি। ইতিমধ্যেই এর বাজেট ছাড়িয়েছে ৪ হাজার কোটি টাকা। এখনো পর্যন্ত এটাই সব থেকে বড় বাজেটের সিনেমা। সাবমেরিনে চলছিল সিনেমাটির গুরুত্বপূর্ণ একটি দৃশ্যের শুটিং। তবে কিছু সমস্যা হওয়ায় সেই দৃশ্যের শুটিং সম্ভব হয়নি। সাবমেরিন আবার সারিয়ে তারপর শুরু হবে শুটিং। তার জন্য অপেক্ষা করতে হবে বেশ কয়েক সপ্তাহ।

এমনিতেই সিনেমাটির বাজেট নিয়ে চিন্তায় ছিলেন নির্মাতারা। তার ওপর এই বাড়তি খরচ তাঁদের ভাবাচ্ছে। সিনেমার বাজেট এখন পর্যন্ত প্রায় ৪০০ মিলিয়ন ডলার, যা হতে যাচ্ছে ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল সিনেমা।

বারবার এই দেরি হওয়ায় প্রোডাকশন টিম বিরক্ত। যত দেরি হবে, ততই টাকার অঙ্কটা বাড়তে থাকবে। ‘মিশন ইম্পসিবল’-এর অষ্টম পর্ব এ বছর গ্রীষ্মে মুক্তি পাওয়ার কথা ছিল। তবে এখন শোনা যাচ্ছে এটা মুক্তি পাবে ২০২৫-এর মে মাসে।

গত বছর হলিউড রাইটারদের স্ট্রাইকের জন্য বেশ কিছুটা সময় পিছিয়ে যায় সিনেমাটির শুটিং। এই বছর ফের মার্চে কাজ শুরু হয়। কিন্তু বারবার বাজেট বেড়ে গেলে নির্মাতারা শেষ পর্যন্ত কী করবেন তা নিয়ে চিন্তায় কলাকুশলীরা।

‘মিশন ইম্পসিবল’ ফ্র্যাঞ্চাইজির দৃশ্যে টম ক্রুজ। ছবি: সংগৃহীতপ্রসঙ্গত, ‘মিশন ইম্পসিবল’-এর ৮ নম্বর এই সিনেমা একেবারে প্রথম সিনেমাটির সরাসরি সিক্যুয়েল হতে চলেছে। সিনেমাটিতে প্রোটাগনিস্ট ইথান হান্টের চরিত্রে ফিরছেন টম ক্রুজ। নায়কের পাশাপাশি রেবেকা ফার্গুসন, ভেনেসা কার্বির মতো অভিনেতারাও রয়েছেন এই সিনেমায়।

পরিচালনার দায়িত্বে রয়েছেন ক্রিস্টোফার ম্যাককুয়েরি। ২০১৫ সালে এই বিগ বাজেট ফ্র্যাঞ্চাইজিতে যোগ দেওয়ার পরে তাঁর পরিচালনায় এটি চতুর্থ সিনেমা হতে যাচ্ছে। ১৯৯৬ সালে ব্রায়ান দে পালমার পরিচালনায় দেখা গিয়েছিল প্রথম এই ফ্র্যাঞ্চাইজির প্রথম সিনেমা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ট্রান্সশিপমেন্ট বাতিলের আগে বাংলাদেশ কী করেছিল, সেদিকে নজর দিন: ভারত

ভ্যাটিকানের মতো একটি ক্ষুদ্র মুসলিম রাষ্ট্র নিয়ে জোর জল্পনা

ভারতের সংখ্যালঘু ইস্যুতে বাংলাদেশের মন্তব্যের প্রতিক্রিয়া জানাল দিল্লি

‘ক্রিকেটাররা আমাকে ন্যুড পাঠাত’, বিস্ফোরক ভারতের সাবেক কোচের সন্তান

বিএনপি ধর্মনিরপেক্ষতার পক্ষে নয়, বহুত্ববাদেরও বিপক্ষে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত