Ajker Patrika

অস্কার মঞ্চে ক্রিস রককে চড়, আট মাস পর যা বললেন উইল স্মিথ

অস্কার মঞ্চে ক্রিস রককে চড়, আট মাস পর যা বললেন উইল স্মিথ

চলতি বছরের মার্চে অস্কারের মঞ্চে কৌতুক অভিনেতা ক্রিস রককে চড় মারেন হলিউড অভিনেতা উইল স্মিথ। তখন তিনি নানা রকম সমালোচনার মুখোমুখি হন, অস্কার গালা এবং অ্যাকাডেমির অন্যান্য অনুষ্ঠানে ১০ বছরের জন্য নিষিদ্ধ করা হয় তাঁকে। 

সেই ঘটনার প্রায় আট মাস পর প্রথমবারের মতো মুখ খুললেন স্মিথ। ‘দ্য ডেইলি শো উইথ ট্রেভর নোয়াহ’ নামের একটি অনুষ্ঠানে তিনি বলেন, রাগের বশবর্তী হয়েই তিনি ক্রিস রককে চড় মেরেছিলেন। 

অস্কারের সেই রাতকে তাঁর জীবনের সবচেয়ে ভয়াবহ রাত বলে আখ্যা দিয়েছেন স্মিথ। তিনি বলেন, ‘আমি সে রাতে কীসের মধ্য দিয়ে গিয়েছি, সেটা আপনারা কেউ জানেন না, অবশ্যই আমি আমার আচরণের পক্ষে এখানে কোনো সাফাই গাইছি না।’ 

স্মিথের মতে, ‘আমার মনে হয়, একজন কখনোই জানবে না, অন্যজন কোন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে।’ যদিও সেই পরিস্থিতি সম্পর্কে কোনো ব্যাখ্যা দেননি অভিনেতা। 

স্ত্রীর ন্যাড়া মাথা নিয়ে রসিকতা করার কারণে গত ২৭ মার্চ অস্কার অনুষ্ঠান চলাকালীন কৌতুক অভিনেতা ও উপস্থাপক ক্রিস রককে মঞ্চে উঠে চড় মেরেছিলেন উইল স্মিথ। তাঁর স্ত্রী অ্যালোপেশিয়া রোগের কারণে মাথার চুল হারিয়েছিলেন। তাই এমন একটি স্পর্শকাতর বিষয়ে রসিকতা নিয়ে স্মিথ মাথা ঠান্ডা রাখতে পারেননি। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত