চলতি বছরের মার্চে অস্কারের মঞ্চে কৌতুক অভিনেতা ক্রিস রককে চড় মারেন হলিউড অভিনেতা উইল স্মিথ। তখন তিনি নানা রকম সমালোচনার মুখোমুখি হন, অস্কার গালা এবং অ্যাকাডেমির অন্যান্য অনুষ্ঠানে ১০ বছরের জন্য নিষিদ্ধ করা হয় তাঁকে।
সেই ঘটনার প্রায় আট মাস পর প্রথমবারের মতো মুখ খুললেন স্মিথ। ‘দ্য ডেইলি শো উইথ ট্রেভর নোয়াহ’ নামের একটি অনুষ্ঠানে তিনি বলেন, রাগের বশবর্তী হয়েই তিনি ক্রিস রককে চড় মেরেছিলেন।
অস্কারের সেই রাতকে তাঁর জীবনের সবচেয়ে ভয়াবহ রাত বলে আখ্যা দিয়েছেন স্মিথ। তিনি বলেন, ‘আমি সে রাতে কীসের মধ্য দিয়ে গিয়েছি, সেটা আপনারা কেউ জানেন না, অবশ্যই আমি আমার আচরণের পক্ষে এখানে কোনো সাফাই গাইছি না।’
স্মিথের মতে, ‘আমার মনে হয়, একজন কখনোই জানবে না, অন্যজন কোন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে।’ যদিও সেই পরিস্থিতি সম্পর্কে কোনো ব্যাখ্যা দেননি অভিনেতা।
স্ত্রীর ন্যাড়া মাথা নিয়ে রসিকতা করার কারণে গত ২৭ মার্চ অস্কার অনুষ্ঠান চলাকালীন কৌতুক অভিনেতা ও উপস্থাপক ক্রিস রককে মঞ্চে উঠে চড় মেরেছিলেন উইল স্মিথ। তাঁর স্ত্রী অ্যালোপেশিয়া রোগের কারণে মাথার চুল হারিয়েছিলেন। তাই এমন একটি স্পর্শকাতর বিষয়ে রসিকতা নিয়ে স্মিথ মাথা ঠান্ডা রাখতে পারেননি।
চলতি বছরের মার্চে অস্কারের মঞ্চে কৌতুক অভিনেতা ক্রিস রককে চড় মারেন হলিউড অভিনেতা উইল স্মিথ। তখন তিনি নানা রকম সমালোচনার মুখোমুখি হন, অস্কার গালা এবং অ্যাকাডেমির অন্যান্য অনুষ্ঠানে ১০ বছরের জন্য নিষিদ্ধ করা হয় তাঁকে।
সেই ঘটনার প্রায় আট মাস পর প্রথমবারের মতো মুখ খুললেন স্মিথ। ‘দ্য ডেইলি শো উইথ ট্রেভর নোয়াহ’ নামের একটি অনুষ্ঠানে তিনি বলেন, রাগের বশবর্তী হয়েই তিনি ক্রিস রককে চড় মেরেছিলেন।
অস্কারের সেই রাতকে তাঁর জীবনের সবচেয়ে ভয়াবহ রাত বলে আখ্যা দিয়েছেন স্মিথ। তিনি বলেন, ‘আমি সে রাতে কীসের মধ্য দিয়ে গিয়েছি, সেটা আপনারা কেউ জানেন না, অবশ্যই আমি আমার আচরণের পক্ষে এখানে কোনো সাফাই গাইছি না।’
স্মিথের মতে, ‘আমার মনে হয়, একজন কখনোই জানবে না, অন্যজন কোন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে।’ যদিও সেই পরিস্থিতি সম্পর্কে কোনো ব্যাখ্যা দেননি অভিনেতা।
স্ত্রীর ন্যাড়া মাথা নিয়ে রসিকতা করার কারণে গত ২৭ মার্চ অস্কার অনুষ্ঠান চলাকালীন কৌতুক অভিনেতা ও উপস্থাপক ক্রিস রককে মঞ্চে উঠে চড় মেরেছিলেন উইল স্মিথ। তাঁর স্ত্রী অ্যালোপেশিয়া রোগের কারণে মাথার চুল হারিয়েছিলেন। তাই এমন একটি স্পর্শকাতর বিষয়ে রসিকতা নিয়ে স্মিথ মাথা ঠান্ডা রাখতে পারেননি।
১৯৯৮ সালে মুক্তি পেয়েছিল বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার ‘হঠাৎ বৃষ্টি’। সিনেমাটি প্রথম প্রদর্শিত হয় টেলিভিশনে। এরপর সিনেমা হলে মুক্তি পেয়েও রেকর্ড পরিমাণ ব্যবসা করে। সিনেমার গল্পে দর্শক যেভাবে মুগ্ধ হয়েছেন, গানগুলোও পেয়েছিল জনপ্রিয়তা।
২ ঘণ্টা আগেনাটকে অভিনয় কমিয়ে দিয়েছেন অভিনেতা, নাট্যকার ও নাট্যনির্দেশক আবুল হায়াত। ভালো গল্প ও চরিত্র পেলে কাজ করতে চান তিনি। এ বিষয়ে তিনি বলেন, ‘এখন আগের মতো টানা কাজ করার আগ্রহ পাই না। বয়স বেড়েছে; শরীরটাকে বিশ্রাম দেওয়া দরকার।
২ ঘণ্টা আগেশুরু হচ্ছে নতুন ধারাবাহিক নাটক ‘তেল ছাড়া পরোটা’। সমাজের নীতিমান ও নীতিহীন মানুষের গল্পে ধারাবাহিকটি রচনা ও পরিচালনা করেছেন কচি খন্দকার। আগামী ৭ আগস্ট থেকে মাছরাঙা টেলিভিশনে প্রচার করা হবে ধারাবাহিকটি। প্রচারিত হবে সপ্তাহের রবি থেকে বৃহস্পতিবার রাত ৮টায়।
২ ঘণ্টা আগেএক যুগের বেশি সময় ধরে বলিউডে কাজ করছেন আলিয়া ভাট। শুরুটা হয়েছিল ২০১২ সালে ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’ সিনেমা দিয়ে। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাঁকে। উপহার দিয়েছেন ‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’, ‘রাজি’র মতো সিনেমা।
৩ ঘণ্টা আগে