বিনোদন ডেস্ক
গোল্ডেন গ্লোবসের আসর থেকেই গুঞ্জন রটেছিল, বাগদান সেরেছেন টম হল্যান্ড ও জেন্ডায়া। এ গুঞ্জন চাউর হওয়ার পেছনের একমাত্র কারণ জেন্ডায়ার আংটি। রেড কার্পেটে জেন্ডায়া যখন ফটোগ্রাফারদের সামনে পোজ দিচ্ছিলেন, সেখানে সব ছাপিয়ে দৃষ্টি কাড়ে অভিনেত্রীর মূল্যবান আংটি।
৪৮ ক্যারেট হীরার ওই আংটির দাম ২ লাখ মার্কিন ডলার। এর পরেই অভিনেত্রীর বাগদানের গুঞ্জন ছড়িয়ে পড়ে। যদিও টম বা জেন্ডায়া আনুষ্ঠানিকভাবে কিছু বলেননি। তবে সংবাদমাধ্যম টিএমজেড নিশ্চিত করেছে, কিছুদিন আগেই বাগদান হয়েছে তাঁদের।
কয়েক বছর ধরেই প্রেমের সম্পর্কে রয়েছেন টম হল্যান্ড ও জেন্ডায়া। নিজেদের সম্পর্ক নিয়ে কখনো লুকোছাপা করেননি তাঁরা। একসঙ্গে বিভিন্ন অনুষ্ঠানে যান। সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন ঘুরতে যাওয়ার ছবি। সম্পর্কের নানা বিষয় নিয়েও অকপট তাঁরা সব সময়। তবে কোনো অজানা কারণে বাগদানের খবরটি এখনো প্রকাশ্যে আনেননি।
টিএমজেড জানিয়েছে, প্রেমিকা জেন্ডায়াকে প্রপোজ করেছেন টম। বড়দিন ও নববর্ষের মাঝামাঝি একটি দিনে বাগদানের উদ্দেশ্যে তাঁরা এক হয়েছিলেন জেন্ডায়ার যুক্তরাষ্ট্রের বাড়িতে। আয়োজনটি ছিল আড়ম্বরহীন। অতিথিও বেশি ছিল না। বাগদানের মুহূর্তটি নিজেদের মতো করেই উদ্যাপন করেছেন এ তারকাজুটি।
‘স্পাইডার-ম্যান: হোমকামিং’ সিনেমায় কাজ করতে গিয়ে টম ও জেন্ডায়ার পরিচয়। ২০২১ সাল থেকে প্রেম করছেন তাঁরা। সম্পর্কের চার বছরের মাথায় এসে বাগদান সারলেন এ জুটি। বাগদানের পর এবার স্বাভাবিকভাবেই সবার মধ্যে কৌতূহল, কবে বিয়ে করছেন তাঁরা?
সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, শিগগির বিয়ের আয়োজনের পরিকল্পনা নেই তাঁদের। টম ও জেন্ডায়া দুজনই ব্যস্ত তারকা। এ বছর একাধিক বড় প্রজেক্টে ব্যস্ত থাকবেন তাঁরা। ফলে বিয়ের অনুষ্ঠানের জন্য তাঁদের কিছুটা সময় অপেক্ষা করতে হবে।
উল্লেখ্য, জেন্ডায়া এবার গোল্ডেন গ্লোবসের আসরে গিয়েছিলেন মিউজিক্যাল-কমেডি সিনেমা বিভাগের সেরা অভিনেত্রীর মনোনয়ন পেয়ে। শেষ পর্যন্ত অবশ্য পুরস্কার পাননি। ‘চ্যালেঞ্জারস’ সিনেমায় অভিনয় করে এ মনোনয়ন পান তিনি। রোমান্টিক স্পোর্টস ঘরানার সিনেমাটির অন্যতম প্রযোজকও জেন্ডায়া। এ বছর জেন্ডায়া ও টম হল্যান্ডকে একসঙ্গে আবারও পর্দায় দেখা যাবে। ‘স্পাইডার-ম্যান’ ফ্র্যাঞ্চাইজির নতুন সিনেমায় জুটি বেঁধে হাজির হবেন তাঁরা।
গোল্ডেন গ্লোবসের আসর থেকেই গুঞ্জন রটেছিল, বাগদান সেরেছেন টম হল্যান্ড ও জেন্ডায়া। এ গুঞ্জন চাউর হওয়ার পেছনের একমাত্র কারণ জেন্ডায়ার আংটি। রেড কার্পেটে জেন্ডায়া যখন ফটোগ্রাফারদের সামনে পোজ দিচ্ছিলেন, সেখানে সব ছাপিয়ে দৃষ্টি কাড়ে অভিনেত্রীর মূল্যবান আংটি।
৪৮ ক্যারেট হীরার ওই আংটির দাম ২ লাখ মার্কিন ডলার। এর পরেই অভিনেত্রীর বাগদানের গুঞ্জন ছড়িয়ে পড়ে। যদিও টম বা জেন্ডায়া আনুষ্ঠানিকভাবে কিছু বলেননি। তবে সংবাদমাধ্যম টিএমজেড নিশ্চিত করেছে, কিছুদিন আগেই বাগদান হয়েছে তাঁদের।
কয়েক বছর ধরেই প্রেমের সম্পর্কে রয়েছেন টম হল্যান্ড ও জেন্ডায়া। নিজেদের সম্পর্ক নিয়ে কখনো লুকোছাপা করেননি তাঁরা। একসঙ্গে বিভিন্ন অনুষ্ঠানে যান। সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন ঘুরতে যাওয়ার ছবি। সম্পর্কের নানা বিষয় নিয়েও অকপট তাঁরা সব সময়। তবে কোনো অজানা কারণে বাগদানের খবরটি এখনো প্রকাশ্যে আনেননি।
টিএমজেড জানিয়েছে, প্রেমিকা জেন্ডায়াকে প্রপোজ করেছেন টম। বড়দিন ও নববর্ষের মাঝামাঝি একটি দিনে বাগদানের উদ্দেশ্যে তাঁরা এক হয়েছিলেন জেন্ডায়ার যুক্তরাষ্ট্রের বাড়িতে। আয়োজনটি ছিল আড়ম্বরহীন। অতিথিও বেশি ছিল না। বাগদানের মুহূর্তটি নিজেদের মতো করেই উদ্যাপন করেছেন এ তারকাজুটি।
‘স্পাইডার-ম্যান: হোমকামিং’ সিনেমায় কাজ করতে গিয়ে টম ও জেন্ডায়ার পরিচয়। ২০২১ সাল থেকে প্রেম করছেন তাঁরা। সম্পর্কের চার বছরের মাথায় এসে বাগদান সারলেন এ জুটি। বাগদানের পর এবার স্বাভাবিকভাবেই সবার মধ্যে কৌতূহল, কবে বিয়ে করছেন তাঁরা?
সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, শিগগির বিয়ের আয়োজনের পরিকল্পনা নেই তাঁদের। টম ও জেন্ডায়া দুজনই ব্যস্ত তারকা। এ বছর একাধিক বড় প্রজেক্টে ব্যস্ত থাকবেন তাঁরা। ফলে বিয়ের অনুষ্ঠানের জন্য তাঁদের কিছুটা সময় অপেক্ষা করতে হবে।
উল্লেখ্য, জেন্ডায়া এবার গোল্ডেন গ্লোবসের আসরে গিয়েছিলেন মিউজিক্যাল-কমেডি সিনেমা বিভাগের সেরা অভিনেত্রীর মনোনয়ন পেয়ে। শেষ পর্যন্ত অবশ্য পুরস্কার পাননি। ‘চ্যালেঞ্জারস’ সিনেমায় অভিনয় করে এ মনোনয়ন পান তিনি। রোমান্টিক স্পোর্টস ঘরানার সিনেমাটির অন্যতম প্রযোজকও জেন্ডায়া। এ বছর জেন্ডায়া ও টম হল্যান্ডকে একসঙ্গে আবারও পর্দায় দেখা যাবে। ‘স্পাইডার-ম্যান’ ফ্র্যাঞ্চাইজির নতুন সিনেমায় জুটি বেঁধে হাজির হবেন তাঁরা।
ভারতের প্রায় ৮০ শতাংশ মানুষ হিন্দু ধর্মের অনুসারী এবং অধিকাংশই এখনো জাতপাত-ভিত্তিক সমাজব্যবস্থা অনুসরণ করেন। ফুলে দম্পতি এই ব্যবস্থার বিরুদ্ধে লড়াই করেছেন। বিশেষত দলিতদের শিক্ষার অধিকার ও সামাজিক সমতার পক্ষে লড়েছেন তাঁরা। যাদের হিন্দু বর্ণ প্রথায় ‘অস্পৃশ্য’ (যাদের স্পর্শ অপবিত্র বলে মনে করে উচ্চ
৩ ঘণ্টা আগে২০০২ সালে বাংলাদেশ টেলিভিশনের তালিকাভুক্ত শিল্পী হিসেবে টিভি নাটকে অভিষেক গুলশান আরার। অভিনয় করেছেন সিনেমাতেও। কাজল আরেফিন অমির ‘ব্যাচেলর পয়েন্ট’ ধারাবাহিক নাটকে পলি চেয়ারম্যানের চরিত্রে অভিনয় করে বর্তমান প্রজন্মের কাছেও বেশ জনপ্রিয় এই অভিনেত্রী।
৫ ঘণ্টা আগেআজ পয়লা বৈশাখ। বাংলা নববর্ষ ১৪৩২। সারা দেশে আনন্দ-উৎসবের পরিবেশ বিরাজ করছে। সোশ্যাল মিডিয়াতেও নববর্ষের শুভেচ্ছা বিনিময়ে মেতে উঠেছে সবাই। সাধারণ মানুষের পাশাপাশি এ যাত্রায় শামিল হয়েছেন শোবিজ তারকারাও।
১ দিন আগেঅনেক দিন ধরেই খবরে নেই অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সোশ্যাল মিডিয়াতেও নেই কোনো খোঁজ। গেল ঈদের সময়েও কোনো পোস্ট করতে দেখা যায়নি তাঁকে। বিরতি কাটিয়ে বাংলা নববর্ষের দিন সোশ্যাল মিডিয়ায় ফিরলেন বাঁধন। নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বাঁধন বললেন, সোশ্যাল মিডিয়া দূরে থেকে থাকায় শান্তিতে ছিলেন তিনি।
১ দিন আগে