বিনোদন ডেস্ক
সেরা সিনেমা বিভাগে অস্কার জিতেছে ‘কোডা’। অ্যাপল টিভি প্রযোজিত এই সিনেমা এবার সেরা অ্যাডাপটেড চিত্রনাট্য ও সেরা সহ অভিনেতা শাখাতেও পুরষ্কার জিতেছে।
২০১৪ সালে মুক্তিপ্রাপ্ত ফরাসি ব্যবসাসফল ছবি ‘দি অ্যারিস ফ্যামিলি’র ইংরেজি ভাষার রিমেক এটি। ‘কোডা’ র গল্প একটি বধির পরিবারের একমাত্র শ্রবণশক্তি থাকা কিশোরী রুবিকে কেন্দ্র করে। বধির দম্পতির শ্রবণশক্তিসম্পন্ন তরুণীর গায়িকা হওয়ার স্বপ্ন নিয়ে সাজানো হয়েছে ছবিটি। রুবি চরিত্রে অভিনয় করেছেন ব্রিটিশ টিভি উপস্থাপক অ্যালেডের মেয়ে এমিলিয়া জোন্স। বাস্তব জীবনে বধির অভিনয়শিল্পীরা ছবিটিতে কাজ করেছেন। আমেরিকার প্রতীকী ভাষা ব্যবহার করেছেন তারা।
সিনেমাটি আমাদের সমাজের, আশেপাশের একটি ঘটনা কে নিয়ে। ‘বধির’ একটি পরিবার কে কেন্দ্র করে। বন্ধু, চাকরি কিংবা বিভিন্ন কাজে, আমরা তাদের ছোট করে দেখি। সামান্য থেকে সামান্য বিষয়ে তাদের ছোট করা হয়। বেশির ভাগ সময় একই পরিবারে সবাই সুস্থ স্বাভাবিক থাকে। হঠাৎ বধির, অন্ধ এমন একজন কে দেখা যায়। কিন্তু, কখনো এমন দেখেছেন? যেখানে ৪ জন সদস্যদের মধ্যে ৩ জন বধির।
বাকি ১ জনের মানিয়ে নেয়াটা নিশ্চয় খুব কষ্টের? আপাত দৃষ্টিতে আমাদের কষ্ট মনে হতে পারে। পরিবারের সদস্য হওয়াতে এমন খারাপ হয়তো তার লাগছে না। এরকম একজন হল ‘রুবি’। যাদের পরিবারে শুধু সে একজন স্বাভাবিক সবদিক দিয়ে। বাকিদের সাইন ল্যাঙ্গুয়েজ সে বোঝে। অথচ, কখনো নিজের মনের কথা, স্বপ্ন, ইচ্ছে গুলো পরিবারের কাউকে বলে বোঝাতে পারেনা।
সিনেমাটি রুবির পরিবারকে নিয়ে। সে যেহেতু পরিবারের বাকিদের থেকে আলাদা সুস্থ স্বাভাবিক, তারও আমাদের মত স্বপ্ন রয়েছে। মাইন্ড রিফ্রেশ করা একটি মুভি। ড্রামা, কমেডি, রোমান্স, মিউজিকের সমাহার- সব এলিমেন্ট একসাথে রয়েছে এই সিনেমায়।
যারা গতানুগতিক সিনেমা থেকে সুন্দর গল্প দেখতে পছন্দ করেন তাদের জন্য এই সিনেমা। সিনেমাজুড়ে একটি বধির পরিবারে দৈনন্দিন কাজ, ছোট ছোট স্বপ্ন সব দেখতে পাবেন।
এই বছর সেরা সিনেমার মনোনয়ন তালিকায় আরও ছিলো বেলফাস্ট, ডোন্ট লুক আপ, ড্রাইভ মাই কার, ডিউন, কিং রিচার্ড, লিকোরিস পিৎজা, নাইটমেয়ার অ্যালি, দ্য পাওয়ার অব দ্য ডগ ও ওয়েস্ট সাইড স্টোরি।
সর্বশেষ যারা পেলেন পুরস্কার:
সেরা সিনেমা: কোডা
সেরা পরিচালক: জেন ক্যাম্পিয়ন
সেরা অভিনেতা: উইল স্মিথ (কিং রিচার্ড)
অরিজিনাল চিত্রনাট্য: বেলফাস্ট
বেস্ট সাউন্ড: ডুন
বেস্ট ডকুমেন্টারি শর্ট সাবজেক্ট: দ্য কুইন অব বাস্কেটবল
বেস্ট অ্যানিমেটেড শর্ট ফিল্ম: দ্য উইন্ডশিল্ড উইপার
বেস্ট লাইভ অ্যাকশন শর্ট ফিল্ম: দ্য লং গুডবাই
বেস্ট অরিজিনাল স্কোর: হ্যানঝ জিমার (ডুন)
বেস্ট ফিল্ম এডিটিং: জো ওয়াকার (ডুন)
বেস্ট প্রোডাকশন ডিজাইন: ডুন
বেস্ট মেকআপ অ্যান্ড হেয়ারস্টাইল: দ্য আইজ অব টেমি ফে
পার্শ্ব চরিত্রের সেরা অভিনেত্রী: আরিয়ানা ডিবোস (ওয়েস্ট সাইড স্টোরি)
পার্শ্ব চরিত্রের সেরা অভিনেতা: ট্রয় কটসুর (কোডা)
বেস্ট সিনেমাটোগ্রাফি: গ্রেগ ফ্রাসার (ডুন)
বেস্ট ভিজ্যুয়াল ইফেক্টস: ডুন
বেস্ট অ্যানিমেটেড ফিচার ফিল্ম: এনচ্যান্টো
বেস্ট ইন্টারন্যাশনাল ফিচার: ড্রাইভ মাই কার
সেরা সিনেমা বিভাগে অস্কার জিতেছে ‘কোডা’। অ্যাপল টিভি প্রযোজিত এই সিনেমা এবার সেরা অ্যাডাপটেড চিত্রনাট্য ও সেরা সহ অভিনেতা শাখাতেও পুরষ্কার জিতেছে।
২০১৪ সালে মুক্তিপ্রাপ্ত ফরাসি ব্যবসাসফল ছবি ‘দি অ্যারিস ফ্যামিলি’র ইংরেজি ভাষার রিমেক এটি। ‘কোডা’ র গল্প একটি বধির পরিবারের একমাত্র শ্রবণশক্তি থাকা কিশোরী রুবিকে কেন্দ্র করে। বধির দম্পতির শ্রবণশক্তিসম্পন্ন তরুণীর গায়িকা হওয়ার স্বপ্ন নিয়ে সাজানো হয়েছে ছবিটি। রুবি চরিত্রে অভিনয় করেছেন ব্রিটিশ টিভি উপস্থাপক অ্যালেডের মেয়ে এমিলিয়া জোন্স। বাস্তব জীবনে বধির অভিনয়শিল্পীরা ছবিটিতে কাজ করেছেন। আমেরিকার প্রতীকী ভাষা ব্যবহার করেছেন তারা।
সিনেমাটি আমাদের সমাজের, আশেপাশের একটি ঘটনা কে নিয়ে। ‘বধির’ একটি পরিবার কে কেন্দ্র করে। বন্ধু, চাকরি কিংবা বিভিন্ন কাজে, আমরা তাদের ছোট করে দেখি। সামান্য থেকে সামান্য বিষয়ে তাদের ছোট করা হয়। বেশির ভাগ সময় একই পরিবারে সবাই সুস্থ স্বাভাবিক থাকে। হঠাৎ বধির, অন্ধ এমন একজন কে দেখা যায়। কিন্তু, কখনো এমন দেখেছেন? যেখানে ৪ জন সদস্যদের মধ্যে ৩ জন বধির।
বাকি ১ জনের মানিয়ে নেয়াটা নিশ্চয় খুব কষ্টের? আপাত দৃষ্টিতে আমাদের কষ্ট মনে হতে পারে। পরিবারের সদস্য হওয়াতে এমন খারাপ হয়তো তার লাগছে না। এরকম একজন হল ‘রুবি’। যাদের পরিবারে শুধু সে একজন স্বাভাবিক সবদিক দিয়ে। বাকিদের সাইন ল্যাঙ্গুয়েজ সে বোঝে। অথচ, কখনো নিজের মনের কথা, স্বপ্ন, ইচ্ছে গুলো পরিবারের কাউকে বলে বোঝাতে পারেনা।
সিনেমাটি রুবির পরিবারকে নিয়ে। সে যেহেতু পরিবারের বাকিদের থেকে আলাদা সুস্থ স্বাভাবিক, তারও আমাদের মত স্বপ্ন রয়েছে। মাইন্ড রিফ্রেশ করা একটি মুভি। ড্রামা, কমেডি, রোমান্স, মিউজিকের সমাহার- সব এলিমেন্ট একসাথে রয়েছে এই সিনেমায়।
যারা গতানুগতিক সিনেমা থেকে সুন্দর গল্প দেখতে পছন্দ করেন তাদের জন্য এই সিনেমা। সিনেমাজুড়ে একটি বধির পরিবারে দৈনন্দিন কাজ, ছোট ছোট স্বপ্ন সব দেখতে পাবেন।
এই বছর সেরা সিনেমার মনোনয়ন তালিকায় আরও ছিলো বেলফাস্ট, ডোন্ট লুক আপ, ড্রাইভ মাই কার, ডিউন, কিং রিচার্ড, লিকোরিস পিৎজা, নাইটমেয়ার অ্যালি, দ্য পাওয়ার অব দ্য ডগ ও ওয়েস্ট সাইড স্টোরি।
সর্বশেষ যারা পেলেন পুরস্কার:
সেরা সিনেমা: কোডা
সেরা পরিচালক: জেন ক্যাম্পিয়ন
সেরা অভিনেতা: উইল স্মিথ (কিং রিচার্ড)
অরিজিনাল চিত্রনাট্য: বেলফাস্ট
বেস্ট সাউন্ড: ডুন
বেস্ট ডকুমেন্টারি শর্ট সাবজেক্ট: দ্য কুইন অব বাস্কেটবল
বেস্ট অ্যানিমেটেড শর্ট ফিল্ম: দ্য উইন্ডশিল্ড উইপার
বেস্ট লাইভ অ্যাকশন শর্ট ফিল্ম: দ্য লং গুডবাই
বেস্ট অরিজিনাল স্কোর: হ্যানঝ জিমার (ডুন)
বেস্ট ফিল্ম এডিটিং: জো ওয়াকার (ডুন)
বেস্ট প্রোডাকশন ডিজাইন: ডুন
বেস্ট মেকআপ অ্যান্ড হেয়ারস্টাইল: দ্য আইজ অব টেমি ফে
পার্শ্ব চরিত্রের সেরা অভিনেত্রী: আরিয়ানা ডিবোস (ওয়েস্ট সাইড স্টোরি)
পার্শ্ব চরিত্রের সেরা অভিনেতা: ট্রয় কটসুর (কোডা)
বেস্ট সিনেমাটোগ্রাফি: গ্রেগ ফ্রাসার (ডুন)
বেস্ট ভিজ্যুয়াল ইফেক্টস: ডুন
বেস্ট অ্যানিমেটেড ফিচার ফিল্ম: এনচ্যান্টো
বেস্ট ইন্টারন্যাশনাল ফিচার: ড্রাইভ মাই কার
গত শুক্রবার রাতে গুলশানের একটি পাঁচতারকা হোটেলে গান গাওয়ার সময় মঞ্চেই অসুস্থ হয়ে পড়েন সংগীতশিল্পী সাবিনা ইয়াসমীন। এখন তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে আছেন বলে জানিয়েছেন তাঁর মেয়ে বাঁধন।
২ ঘণ্টা আগেসিনেমা অনবদ্য অভিনয়, নির্মাণ, প্রযোজনার পাশাপাশি ব্যক্তিগত জীবন ও সম্পর্কে ইতিবাচক দৃষ্টিভঙ্গির কারণে অন্যরকম জনপ্রিয়তা রয়েছে মিস্টার পারফেকশনিস্ট খ্যাত বলিউড তারকা আমীর খান। প্রাক্তন দুই স্ত্রীর সঙ্গে এখনো বন্ধুত্বপূর্ণ ও শ্রদ্ধাশীল সম্পর্ক রয়েছে তাঁর। সম্প্রতি তাঁর মায়ের জন্মদিনে অন্য স্বজন...
৬ ঘণ্টা আগেআজ শুরু হচ্ছে অমর একুশে বইমেলা। নতুন বইয়ের গন্ধে বইপ্রেমীরা মেতে উঠবে বাংলা একাডেমি প্রাঙ্গণ ও সোহরাওয়ার্দী উদ্যানে। প্রতিবছরই মেলায় খ্যাতিমান লেখকদের বই যেমন প্রকাশিত হয়, তেমনি তরুণ লেখকদের বইও আসে। পাশাপাশি শোবিজ তারকারাও উপহার দেন তাঁদের লেখা বই। সেই ধারাবাহিকতায় এ বছরও আসছে বেশ কজন তারকার নতুন..
৬ ঘণ্টা আগেঅভিনেতা হিসেবে তিনি যে দুর্দান্ত, তা বলা বাহুল্য। বলিউডে দুই যুগের বেশি সময় ধরে রাজত্ব করছেন তিনি। সেই বোমান ইরানি এবার দাঁড়ালেন ক্যামেরার পেছনে। প্রথমবারের মতো হাজির হলেন পরিচালক হিসেবে। বানিয়েছেন ‘দ্য মেহতা বয়েজ’। ৭ ফেব্রুয়ারি আমাজন প্রাইম ভিডিওতে মুক্তি পাবে সিনেমাটি। সম্প্রতি প্রকাশ পেয়েছে...
৭ ঘণ্টা আগে