বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন হলিউডের জনপ্রিয় দম্পতি ‘ব্ল্যাক সোয়ান’ অভিনেত্রী নাটালি পোর্টম্যান এবং তাঁর স্বামী বেঞ্জামিন মিলেপিড। তাদের ১১ বছরের সংসার ভাঙনের সংবাদ জানিয়েছে যুক্তরাষ্ট্রের সাপ্তাহিক সংবাদপত্র ইউএস উইকলি।
সংবাদমাধ্যমটি জানিয়েছে সম্পর্কের মধ্যে তৃতীয় ব্যক্তির আনাগোনার কারণেই তাঁরা বিচ্ছেদের পথ বেছে নিয়েছেন। যদিও এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেননি এই দুই তারকা।
সংবাদমাধ্যমটি আরও জানিয়েছে অস্ট্রেলিয়ার সিডনিতে অ্যাঞ্জেল সিটি এফসি ইভেন্টের সময় নাটালি পোর্টম্যানকে বিয়ের আংটি ছাড়া দেখামাত্রই তাদের বিচ্ছেদের গুজব ছড়িয়ে পড়েছিল।
এরপর তাদের সম্পর্কের মধ্যে তৃতীয় ব্যক্তির আনাগোনা নিয়ে গুজব উঠে। অভিনেত্রীর স্বামী বেঞ্জামিন নাকি ২৫ বছর বয়সী এক জলবায়ু কর্মী ক্যামিল ইটিনের সঙ্গে সম্পর্ক রয়েছে।
জনপ্রিয় এই দম্পতির ১২ বছরের ছেলে ও ছয় বছরের একটি মেয়ে সন্তান রয়েছে।
ইউএস উইকলির প্রতিবেদনে বলা হয়, নাটালি বিশ্বাস করেন যে বেঞ্জামিনের এ অবৈধ সম্পর্ক হয়েছে অল্প সময়ের জন্য, তা কখনোই দীর্ঘায়িত হবে না।
নাটালি আরও চান তাদের সম্পর্ক ভাঙনের আঁচড় যেন কিছুতেই তাদের বাচ্চাদের ওপর না পড়ে। এই মুহূর্তে তারা তাদের সন্তানদের লালন-পালনের জন্য উপযুক্ত পরিবেশ খোঁজার চেষ্টা করছেন।
নাটালি পোর্টম্যান ও বেঞ্জামিন মিলেপিড ২০০৯ সালে ড্যারেন অ্যারোনোফস্কির থ্রিলার ‘ব্ল্যাক সোয়ান’-এ কাজ করার সময় একে অপরের সঙ্গে দেখা করেছিলেন। তখন থেকেই তাদের সম্পর্কের সূত্রপাত।
নাটালি পোর্টম্যান ‘হোয়্যার দ্য হার্ট ইজ’, ‘স্টার ওয়ার্স: পর্ব ৩-রিভেঞ্জ অব দ্য সিথ’, ‘নো স্ট্রিংস’, ‘অ্যাটস’সহ একাধিক সুপারহিট চলচ্চিত্রের জন্য বিখ্যাত। অন্যদিকে, বেঞ্জামিন মিলেপিড একজন পেশাদার ব্যালে নৃত্যশিল্পী। তিনি তার স্ত্রীর সঙ্গে ভক্স লাক্স চলচ্চিত্রের কোরিওগ্রাফিতে কাজ করেছিলেন।
বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন হলিউডের জনপ্রিয় দম্পতি ‘ব্ল্যাক সোয়ান’ অভিনেত্রী নাটালি পোর্টম্যান এবং তাঁর স্বামী বেঞ্জামিন মিলেপিড। তাদের ১১ বছরের সংসার ভাঙনের সংবাদ জানিয়েছে যুক্তরাষ্ট্রের সাপ্তাহিক সংবাদপত্র ইউএস উইকলি।
সংবাদমাধ্যমটি জানিয়েছে সম্পর্কের মধ্যে তৃতীয় ব্যক্তির আনাগোনার কারণেই তাঁরা বিচ্ছেদের পথ বেছে নিয়েছেন। যদিও এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেননি এই দুই তারকা।
সংবাদমাধ্যমটি আরও জানিয়েছে অস্ট্রেলিয়ার সিডনিতে অ্যাঞ্জেল সিটি এফসি ইভেন্টের সময় নাটালি পোর্টম্যানকে বিয়ের আংটি ছাড়া দেখামাত্রই তাদের বিচ্ছেদের গুজব ছড়িয়ে পড়েছিল।
এরপর তাদের সম্পর্কের মধ্যে তৃতীয় ব্যক্তির আনাগোনা নিয়ে গুজব উঠে। অভিনেত্রীর স্বামী বেঞ্জামিন নাকি ২৫ বছর বয়সী এক জলবায়ু কর্মী ক্যামিল ইটিনের সঙ্গে সম্পর্ক রয়েছে।
জনপ্রিয় এই দম্পতির ১২ বছরের ছেলে ও ছয় বছরের একটি মেয়ে সন্তান রয়েছে।
ইউএস উইকলির প্রতিবেদনে বলা হয়, নাটালি বিশ্বাস করেন যে বেঞ্জামিনের এ অবৈধ সম্পর্ক হয়েছে অল্প সময়ের জন্য, তা কখনোই দীর্ঘায়িত হবে না।
নাটালি আরও চান তাদের সম্পর্ক ভাঙনের আঁচড় যেন কিছুতেই তাদের বাচ্চাদের ওপর না পড়ে। এই মুহূর্তে তারা তাদের সন্তানদের লালন-পালনের জন্য উপযুক্ত পরিবেশ খোঁজার চেষ্টা করছেন।
নাটালি পোর্টম্যান ও বেঞ্জামিন মিলেপিড ২০০৯ সালে ড্যারেন অ্যারোনোফস্কির থ্রিলার ‘ব্ল্যাক সোয়ান’-এ কাজ করার সময় একে অপরের সঙ্গে দেখা করেছিলেন। তখন থেকেই তাদের সম্পর্কের সূত্রপাত।
নাটালি পোর্টম্যান ‘হোয়্যার দ্য হার্ট ইজ’, ‘স্টার ওয়ার্স: পর্ব ৩-রিভেঞ্জ অব দ্য সিথ’, ‘নো স্ট্রিংস’, ‘অ্যাটস’সহ একাধিক সুপারহিট চলচ্চিত্রের জন্য বিখ্যাত। অন্যদিকে, বেঞ্জামিন মিলেপিড একজন পেশাদার ব্যালে নৃত্যশিল্পী। তিনি তার স্ত্রীর সঙ্গে ভক্স লাক্স চলচ্চিত্রের কোরিওগ্রাফিতে কাজ করেছিলেন।
সৌদি আরবের প্রথম দিকের কয়েকজন নারী র্যাপারের একজন জারা। সংগীতশিল্পী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে সৌদির সীমানা পেরিয়ে তিনি এখন সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে থাকছেন। আরবি, ইংরেজির পাশাপাশি সুইডিশ ভাষাতেও সাবলীল এই তরুণী। জানান, আরও একটি ভাষা শেখার ইচ্ছা আছে তাঁর। সম্প্রতি প্রকাশিত হয়েছে তাঁর গান...
১৭ ঘণ্টা আগেবিজ্ঞাপন, মিউজিক ভিডিও ও নাচের মঞ্চে মামনুন ইমন ও প্রার্থনা ফারদিন দীঘি জুটি হয়েছিলেন আগে। এবার এই জুটিকে প্রথমবারের মতো দেখা যাবে বড় পর্দায়। সরকারি অনুদানের ‘দেনাপাওনা’ সিনেমায় অভিনয় করবেন তাঁরা।
১ দিন আগেঅত ভালো ছাত্র ছিলেন না সুরিয়া। টেনেটুনে পাস করতেন। ফেল ছিল তাঁর নিত্যসঙ্গী। সেই গড়পড়তা ছাত্র এখন হাজারো শিক্ষার্থীর ভরসা। ২০০৬ সালে তামিল এই অভিনেতা গড়ে তোলেন আগারাম ফাউন্ডেশন নামের একটি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি থেকে তামিলনাড়ুর প্রত্যন্ত অঞ্চলের পিছিয়ে পড়া শিক্ষার্থীদের জন্য কাজ করেন তি
১ দিন আগেএকসময় টিভি নাটকে ছিল পারিবারিক গল্পের রাজত্ব। মাঝে প্রেম আর কমেডি গল্পের ভিড়ে হারিয়ে যেতে বসেছিল এই ধরনের নাটক। সংখ্যায় কম হলেও সম্প্রতি আবার ফিরছে পারিবারিক গল্পের নাটক। গত বছরের শেষ দিকে কে এম সোহাগ রানা শুরু করেন ‘দেনা পাওনা’ নামের ধারাবাহিকের কাজ। শুরুতে ইউটিউবে ৮ পর্বের মিনি সিরিজ হিসেবে পরিকল্
১ দিন আগে