কনসার্টে যাওয়ার পথে ব্রাজিলের জনপ্রিয় তরুণ শিল্পী ম্যারিলিয়া ম্যানডোনসা বিমান দুর্ঘটনায় মারা গেছেন। স্থানীয় সময় শুক্রবার এই দুর্ঘটনা ঘটে। স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে এমনটি জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
দমকল বাহিনীর বরাত দিয়ে এএফপি জানায়, ল্যাটিন গ্র্যামী জয়ী সঙ্গীত শিল্পী ২৬ বছর বয়সী ম্যানডোনসাকে বহনকারী বিমানটি মিনাস গেরাইস রাজ্যে বিধ্বস্ত হয়। ম্যান্ডোনসা ল্যাটিন সার্তানেহো সঙ্গীতের জন্য জনপ্রিয় ছিল।
এই বিমান বিধ্বস্তের ঘটনায় একজন গ্র্যামি পুরষ্কার জয়ী প্রযোজক এবং তাঁর চাচাও নিহত হয়েছেন। সেই সঙ্গে মারা গেছেন বিমানটি দুইজন পাইলটও।
স্থানীয় পুলিশ প্রধান ইভান লোপেজ জানিয়েছেন, বিমান দুর্ঘটনার ঘটনায় তদন্ত করা হচ্ছে।
একটি সংবাদ সম্মেলনে লোপেজ বলেন, আমরা এখনও বলতে পারি না যে বিমানটি কী কারণে বিধ্বস্ত হয়েছে। তবে দেখে মনে করা হচ্ছে যে বিমানটি পড়ার আগে একটি (পাওয়ার) অ্যান্টেনার সাথে সংঘর্ষ হয়েছিল।
স্থানীয় সময় শুক্রবার মিনাস গেরাইসের কারাতিঙ্গা শহরের কাছে একটি গ্রাম্য এলাকায় বিমানটি বিধ্বস্ত হয়।
ম্যানডোনসা ২০১৯ সালে ল্যাটিন গ্র্যামি পুরষ্কার জেতেন। ইউটিউবে এই শিল্পীর দুই কোটি ২০ লাখ অনুসারী রয়েছে। জনপ্রিয় মিউজিক ও অডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম স্পটিফাইতে প্রতি মাসে প্রায় ৮০ লাখ শ্রোতা তাঁর গান শুনতেন।
কনসার্টে যাওয়ার পথে ব্রাজিলের জনপ্রিয় তরুণ শিল্পী ম্যারিলিয়া ম্যানডোনসা বিমান দুর্ঘটনায় মারা গেছেন। স্থানীয় সময় শুক্রবার এই দুর্ঘটনা ঘটে। স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে এমনটি জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
দমকল বাহিনীর বরাত দিয়ে এএফপি জানায়, ল্যাটিন গ্র্যামী জয়ী সঙ্গীত শিল্পী ২৬ বছর বয়সী ম্যানডোনসাকে বহনকারী বিমানটি মিনাস গেরাইস রাজ্যে বিধ্বস্ত হয়। ম্যান্ডোনসা ল্যাটিন সার্তানেহো সঙ্গীতের জন্য জনপ্রিয় ছিল।
এই বিমান বিধ্বস্তের ঘটনায় একজন গ্র্যামি পুরষ্কার জয়ী প্রযোজক এবং তাঁর চাচাও নিহত হয়েছেন। সেই সঙ্গে মারা গেছেন বিমানটি দুইজন পাইলটও।
স্থানীয় পুলিশ প্রধান ইভান লোপেজ জানিয়েছেন, বিমান দুর্ঘটনার ঘটনায় তদন্ত করা হচ্ছে।
একটি সংবাদ সম্মেলনে লোপেজ বলেন, আমরা এখনও বলতে পারি না যে বিমানটি কী কারণে বিধ্বস্ত হয়েছে। তবে দেখে মনে করা হচ্ছে যে বিমানটি পড়ার আগে একটি (পাওয়ার) অ্যান্টেনার সাথে সংঘর্ষ হয়েছিল।
স্থানীয় সময় শুক্রবার মিনাস গেরাইসের কারাতিঙ্গা শহরের কাছে একটি গ্রাম্য এলাকায় বিমানটি বিধ্বস্ত হয়।
ম্যানডোনসা ২০১৯ সালে ল্যাটিন গ্র্যামি পুরষ্কার জেতেন। ইউটিউবে এই শিল্পীর দুই কোটি ২০ লাখ অনুসারী রয়েছে। জনপ্রিয় মিউজিক ও অডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম স্পটিফাইতে প্রতি মাসে প্রায় ৮০ লাখ শ্রোতা তাঁর গান শুনতেন।
ওয়েব কনটেন্টের নিয়মিত দর্শক চিত্রাঙ্গদা সিং। এই বলিউড অভিনেত্রীর ওয়াচ লিস্টে রয়েছে সারা বিশ্বের সিনেমা-সিরিজ। বর্তমানে তিনি দেখছেন ‘ল্যান্ডম্যান’। চিত্রাঙ্গদার প্রিয় হয়ে উঠেছে সিরিজটি। অভিনেত্রী জানালেন তাঁর আরও দুই পছন্দের ওয়েব সিরিজের নাম।
৪ ঘণ্টা আগেউত্তরা সেক্টর-৪ এলাকায় নাটক ও চলচ্চিত্রের শুটিং কার্যক্রমে জারি করা নিষেধাজ্ঞা শিগগির শর্ত সাপেক্ষে প্রত্যাহার করা হতে পারে। উত্তরা কল্যাণ সমিতির পক্ষ থেকে এ সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
১৩ ঘণ্টা আগেএকজন গর্ভবতী নারীর দীর্ঘপথ পাড়ি দিয়ে বেঁচে থাকার সংগ্রাম, সাতটি দেশের অভিবাসন-পথ পেরিয়ে বেঁচে থাকার গল্প- এটি কোনো কাল্পনিক থ্রিলার নয়, বরং বাস্তবতার ওপর নির্মিত এক সিনেম্যাটিক দলিল। বাংলাদেশি নির্মাতা আজিজুল হাসান সূর্য পরিচালিত আসন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র ‘ফিল্ডস অব ফ্রিডম’ এমন এক গল্প নিয়ে এগিয়ে
১৩ ঘণ্টা আগেঅভিনয়শিল্পীদের নাম দেখে অনেকে হয়তো পরিবার নিয়ে সিরিজটি দেখার কথা ভাববেন। তবে তেমনটা না ভাবাই উত্তম। কারণ, পরিবার নিয়ে দেখতে বসলে আপনাকে পড়তে হবে বিব্রতকর পরিস্থিতিতে। আইস্ক্রিনে মুক্তি পাওয়া ‘পাপ কাহিনী’ ওয়েব সিরিজটি যেন আবার ফিরিয়ে নিয়ে গেল অশ্লীলতার অন্ধকার সময়ে।
১৫ ঘণ্টা আগে