বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ চলচ্চিত্র উৎসব সানড্যান্সে প্রদর্শিত হতে যাচ্ছে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার বড় মেয়ে মালিয়ার নির্মিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘দ্য হার্ট’। হলিউড রিপোর্টারের প্রতিবেদন অনুযায়ী, ছবিটির গল্পও মালিয়ার লেখা। চলচ্চিত্রটি মার্কিন শর্ট ফিকশন ক্যাটাগরিতে উৎসবে অংশ নিচ্ছে।
চলচ্চিত্রটির প্রথম প্রদর্শনী আগামী বুধবার, সপ্তাহজুড়ে এটি প্রদর্শিত হবে। সানড্যান্স জানিয়েছে, মালিয়ার ‘দ্য হার্ট’ এবার আয়োজনে শর্ট ফিল্ম প্রোগ্রাম ১–এ প্রদর্শিত হবে।
এ নিয়ে হলিউড রিপোর্টারকে দেওয়া এক ভিডিও বার্তায় মালিয়া ওবামা (২৫) বলেন, সিনেমার গল্পটি মাকে হারানো এক নিঃসঙ্গ ছেলের জীবনযাপনকে কেন্দ্র করে। গভীর শোক ও নিঃসঙ্গতার মধ্যে তিনি মায়ের এক অদ্ভুত অনুরোধ তাঁকে রক্ষা করতে হয়।
মালিয়া বলেন, সিনেমাটি প্রিয় বস্তু হারানো এবং নিঃসঙ্গ মানুষের গল্প। এতে রয়েছে ক্ষমা আর খেদের কাহিনি। তবে আমার মনে হয়, গল্পের পরতে পরতে মমতা আর আন্তরিকতা আবিষ্কারের একটা প্রয়াস রয়েছে। আমরা আশা করি, আপনার ছবিটি উপভোগ করবেন, এই ছবি আপনাদের নিঃসঙ্গতা কাটিয়ে উঠতে একটু হলেও সহায়তা করে, অন্তত প্রিয়জনদের স্মৃতি আগলে রাখার তাগিদ অনুভব করবেন।
‘দ্য হার্ট’ এর আগে টেলুরাইড ফিল্ম ফেস্টিভ্যালের পাশাপাশি শিকাগো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে প্রদর্শিত হয়েছে। সেখানে এটি সেরা লাইভ অ্যাকশন শর্ট বিভাগে পুরস্কার জিতেছে। এ ছাড়া মালিয়া এর আগে ডোনাল্ড গ্লোভার প্রযোজিত সিরিজ ‘দ্য সোয়ার্ম’ এ লেখক হিসেবে কাজ করেন।
ওবামা পরিবারে অবশ্য সিনেমার সঙ্গে সম্পর্ক নতুন নয়। ২০১৮ সালে ওবামা দম্পতি তাঁদের প্রযোজনা প্রতিষ্ঠান হাইয়ার গ্রাউন্ড প্রোডাকশনসের সঙ্গে নেটফ্লিক্সের চুক্তি করেন। দুটি প্রতিষ্ঠান যৌথভাবে বেশি কয়েকটি প্রজেক্টে কাজ করেছে। এর মধ্যে গত মাসে মুক্তিপ্রাপ্ত থ্রিলার সিনেমা ‘লিভ দ্য ওয়ার্ল্ড বিহাইন্ড’ অন্যতম। এ সিনেমায় অভিনয় করেছেন অস্কার বিজয়ী অভিনেতা মাহেরশালা আলী এবং জুলিয়া রবার্টস।
এ ছাড়া ‘ওয়ার্কিং: হোয়াট উই ডু অল ডে’ প্রামাণ্যচিত্রে নেপথ্য কণ্ঠ দিয়েছেন বারাক ওবামা। চলতি মাসেই সেরা নেপথ্য কণ্ঠ হিসেবে দ্বিতীয়বার ক্রিয়েটিভ আর্টস অ্যামি জিতেছেন তিনি।
বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ চলচ্চিত্র উৎসব সানড্যান্সে প্রদর্শিত হতে যাচ্ছে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার বড় মেয়ে মালিয়ার নির্মিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘দ্য হার্ট’। হলিউড রিপোর্টারের প্রতিবেদন অনুযায়ী, ছবিটির গল্পও মালিয়ার লেখা। চলচ্চিত্রটি মার্কিন শর্ট ফিকশন ক্যাটাগরিতে উৎসবে অংশ নিচ্ছে।
চলচ্চিত্রটির প্রথম প্রদর্শনী আগামী বুধবার, সপ্তাহজুড়ে এটি প্রদর্শিত হবে। সানড্যান্স জানিয়েছে, মালিয়ার ‘দ্য হার্ট’ এবার আয়োজনে শর্ট ফিল্ম প্রোগ্রাম ১–এ প্রদর্শিত হবে।
এ নিয়ে হলিউড রিপোর্টারকে দেওয়া এক ভিডিও বার্তায় মালিয়া ওবামা (২৫) বলেন, সিনেমার গল্পটি মাকে হারানো এক নিঃসঙ্গ ছেলের জীবনযাপনকে কেন্দ্র করে। গভীর শোক ও নিঃসঙ্গতার মধ্যে তিনি মায়ের এক অদ্ভুত অনুরোধ তাঁকে রক্ষা করতে হয়।
মালিয়া বলেন, সিনেমাটি প্রিয় বস্তু হারানো এবং নিঃসঙ্গ মানুষের গল্প। এতে রয়েছে ক্ষমা আর খেদের কাহিনি। তবে আমার মনে হয়, গল্পের পরতে পরতে মমতা আর আন্তরিকতা আবিষ্কারের একটা প্রয়াস রয়েছে। আমরা আশা করি, আপনার ছবিটি উপভোগ করবেন, এই ছবি আপনাদের নিঃসঙ্গতা কাটিয়ে উঠতে একটু হলেও সহায়তা করে, অন্তত প্রিয়জনদের স্মৃতি আগলে রাখার তাগিদ অনুভব করবেন।
‘দ্য হার্ট’ এর আগে টেলুরাইড ফিল্ম ফেস্টিভ্যালের পাশাপাশি শিকাগো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে প্রদর্শিত হয়েছে। সেখানে এটি সেরা লাইভ অ্যাকশন শর্ট বিভাগে পুরস্কার জিতেছে। এ ছাড়া মালিয়া এর আগে ডোনাল্ড গ্লোভার প্রযোজিত সিরিজ ‘দ্য সোয়ার্ম’ এ লেখক হিসেবে কাজ করেন।
ওবামা পরিবারে অবশ্য সিনেমার সঙ্গে সম্পর্ক নতুন নয়। ২০১৮ সালে ওবামা দম্পতি তাঁদের প্রযোজনা প্রতিষ্ঠান হাইয়ার গ্রাউন্ড প্রোডাকশনসের সঙ্গে নেটফ্লিক্সের চুক্তি করেন। দুটি প্রতিষ্ঠান যৌথভাবে বেশি কয়েকটি প্রজেক্টে কাজ করেছে। এর মধ্যে গত মাসে মুক্তিপ্রাপ্ত থ্রিলার সিনেমা ‘লিভ দ্য ওয়ার্ল্ড বিহাইন্ড’ অন্যতম। এ সিনেমায় অভিনয় করেছেন অস্কার বিজয়ী অভিনেতা মাহেরশালা আলী এবং জুলিয়া রবার্টস।
এ ছাড়া ‘ওয়ার্কিং: হোয়াট উই ডু অল ডে’ প্রামাণ্যচিত্রে নেপথ্য কণ্ঠ দিয়েছেন বারাক ওবামা। চলতি মাসেই সেরা নেপথ্য কণ্ঠ হিসেবে দ্বিতীয়বার ক্রিয়েটিভ আর্টস অ্যামি জিতেছেন তিনি।
উত্তরা সেক্টর-৪ এলাকায় নাটক ও চলচ্চিত্রের শুটিং কার্যক্রমে জারি করা নিষেধাজ্ঞা শিগগির শর্ত সাপেক্ষে প্রত্যাহার করা হতে পারে। উত্তরা কল্যাণ সমিতির পক্ষ থেকে এ সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
৭ ঘণ্টা আগেএকজন গর্ভবতী নারীর দীর্ঘপথ পাড়ি দিয়ে বেঁচে থাকার সংগ্রাম, সাতটি দেশের অভিবাসন-পথ পেরিয়ে বেঁচে থাকার গল্প- এটি কোনো কাল্পনিক থ্রিলার নয়, বরং বাস্তবতার ওপর নির্মিত এক সিনেম্যাটিক দলিল। বাংলাদেশি নির্মাতা আজিজুল হাসান সূর্য পরিচালিত আসন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র ‘ফিল্ডস অব ফ্রিডম’ এমন এক গল্প নিয়ে এগিয়ে
৭ ঘণ্টা আগেঅভিনয়শিল্পীদের নাম দেখে অনেকে হয়তো পরিবার নিয়ে সিরিজটি দেখার কথা ভাববেন। তবে তেমনটা না ভাবাই উত্তম। কারণ, পরিবার নিয়ে দেখতে বসলে আপনাকে পড়তে হবে বিব্রতকর পরিস্থিতিতে। আইস্ক্রিনে মুক্তি পাওয়া ‘পাপ কাহিনী’ ওয়েব সিরিজটি যেন আবার ফিরিয়ে নিয়ে গেল অশ্লীলতার অন্ধকার সময়ে।
৯ ঘণ্টা আগেএ নাটকের কেন্দ্রীয় চরিত্র শুভঙ্কর। সে এই ভোগবাদী সমাজের স্বপ্ন ও বাস্তবতার বিস্তর ফারাক নিয়ে বড় হয়ে ওঠা এক নতজানু নাগরিক। তবে সময়ের প্রয়োজন ঠিকই সে নামে রাজপথে।
৯ ঘণ্টা আগে