Ajker Patrika

অভিনয়ে জিতের দুই দশক

বিনোদন ডেস্ক
Thumbnail image

২০০১ সালে তেলুগু ভাষার ‘চাঁদু’ ছবিতে প্রথম অভিনয় করেন জিৎ। এ বছর ক্যারিয়ারের দুই দশক পার করছেন তিনি। ২০০২ সালে প্রিয়াঙ্কা ত্রিবেদির বিপরীতে ‘সাথী’ ছবিতে অভিনয়ের মাধ্যমে টালিউড ফিল্ম ইন্ডাস্ট্রিতে পা রাখেন।

পর্দায় তাঁর নাম জিৎ হলেও জন্মসূত্রে তিনি জিতেন্দ্র মদনানি। ১৯৭৮ সালের ৩০ নভেম্বর সিন্ধি পরিবারে জন্ম জিতের।

ভবানীপুর এডুকেশন সোসাইটি থেকে পড়াশোনা করেছেন জিৎ, এরপর ১৯৯৩ সালে মডেল হিসেবে গ্ল্যামার দুনিয়ায় আত্মপ্রকাশ। ছবির দুনিয়ায় পা রাখার আগে ‘বিষবৃক্ষ’, ‘জননী’, ‘ডটারস অব দ্য সেঞ্চুরি’র মতো বেশ কিছু সিরিয়ালে অভিনয় করেছেন জিৎ। বড় পর্দায় অভিষেক হওয়া তামিল ছবি ‘চান্দু’ ব্যর্থ হয়। সেখানে তিনি ৭৫ হাজার টাকা পারিশ্রমিক পেয়েছিলেন।

এ বছর ক্যারিয়ারের দুই দশক পার করছেন জিৎএখনকার অনেক নায়িকার অভিষেক হয় জিতের হাত ধরে। এর মধ্যে অন্যতম কোয়েল মল্লিক ও নুসরাত জাহান। হরনাথ চক্রবর্তীর ‘নাটের গুরু’তে জিৎ জুটি বেঁধেছিলেন রঞ্জিত মল্লিকের মেয়ে কোয়েলের সঙ্গে। রাজ চক্রবর্তীর ‘শত্রু’ ছবিতে জিতের সঙ্গেই নুসরাতের টালিউড সফর শুরু। শ্রাবন্তীরও নায়িকা হিসেবে অভিষেক জিতের ‘চ্যাম্পিয়ন’ ছবি দিয়ে।

একসময় গুঞ্জন ছিল, অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়ের সঙ্গে প্রেম করছেন জিৎ। প্রথম স্বামীর সঙ্গে ডিভোর্সের পর স্বস্তিকার প্রথম ছবি, ‘মাস্তান’-এর নায়ক ছিলেন জিৎ। যদিও বেশি দিন টেকেনি সেই সম্পর্ক।

এ বছর ক্যারিয়ারের দুই দশক পার করছেন জিৎ২০১১ সালে স্কুলশিক্ষিকা মোহনা রতলানিকে বিয়ে করেন। তিনি এক কন্যাসন্তানের জনক। মেয়ের নাম নবন্যা।

শপিং করতে দারুণ ভালোবাসেন জিৎ। শপিংয়ের জন্য জিতের পছন্দের জায়গা ইতালি।

টালিউডে জিতের বন্ধুর সংখ্যা হাতে গোনা। টালিউড পার্টি থেকে দূরেই থাকেন জিৎ। অবসর সময়টা ছোটবেলার বন্ধুদের সঙ্গেই কাটাতে বেশি পছন্দ করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত