Ajker Patrika

নাতিকে নিয়ে গুজব

বিনোদন প্রতিবেদক
আপডেট : ১৩ জুন ২০২১, ১১: ১৪
নাতিকে নিয়ে গুজব

ঢাকা : জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’ দিয়ে নাতি হিসেবে পরিচিত শওকত আলী তালুকদার। ডাক নাম নিপু। জনপ্রিয় কমেডিয়ানের মৃত্যুসংবাদ ছড়িয়েছে দুই দিন ধরে। সামাজিক যোগাযোগমাধ্যম তাঁর মৃত্যুর খবরের পোস্টে ভরে গেছে। সেসব পোস্টে বলা হচ্ছে, ইত্যাদির নাতি চরিত্রে অভিনয় করা ‘মোস্তাফিজুর রহমান’ মারা গেছেন। কিন্তু এটি পুরোপুরি গুজব। নিজের মৃত্যুর গুজবে ফোনের পর ফোনে অস্থির হয়ে এক ছোট ভাইয়ের ফেসবুক লাইভে এসে নিপু নিজেই জানান, খবরটি মিথ্যা। তিনি ভালো আছেন। মূলত যে মোস্তাফিজুর রহমান মারা গেছে বলে দাবি করা হচ্ছে, তিনি ইত্যাদির সেই বিখ্যাত নাতি নন। তিনিও কৌতুক অভিনেতা। তাঁকে দেখা গেছে হারুন কিসিঞ্জার, চিকন আলীদের সঙ্গে অভিনয় করতে। কিছু সিনেমাতেও কাজ করেছেন মোস্তাফিজ। তাঁর বাড়ি জয়পুরহাটে। শ্বাসকষ্টে ভুগে তাঁর মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছেন অভিনেতা চিকন আলী।

চিকন আলী জানান, ১০ জুন রংপুর মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মোস্তাফিজ। তিনি ছিলেন জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার কুসুম্বা ইউনিয়নের সারাপাড়া গ্রামের সন্তান।

১৯৮১ সালে ঢাকায় জন্মেছেন নিপু। ‘ইত্যাদি’ ছাড়া অন্য কোনো টেলিভিশন অনুষ্ঠানে দেখা যায় না এই অভিনেতাকে। প্রথমে অভিনেতা অমল বোসের সঙ্গে নাতির চরিত্রে অভিনয় করেন নিপু। অমল বোস মারা যাওয়ার পর শবনম পারভীনের সঙ্গে অভিনয় করছেন তিনি। নানা-নাতির পর্বটি এখন প্রচারিত হচ্ছে ‘নানি-নাতি’ নামে। নানির সঙ্গে অভিনয় করেও বেশ আলোচনায় শওকত আলী তালুকদার নিপু।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

বৃদ্ধের চার বিয়ে, থানায় স্বরাষ্ট্র উপদেষ্টার জেরার মুখে হাসির রোল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত