ঈদে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে শাকিব খান অভিনীত ‘তুফান’। সিনেমাটি পরিচালনা করেছেন রায়হান রাফী। সারা দেশের ১২৯টি সিনেমা হলে মুক্তি পেয়েছে সিনেমাটি। প্রতিদিনই লাফিয়ে বাড়ছে এর শোয়ের সংখ্যা। মাল্টিপ্লেক্স চেইন স্টার সিনেপ্লেক্সে সর্বকালের রেকর্ড ভেঙেছে সিনেমাটি। আজ (২১ জুন) থেকে চলছে এর ৫৮টি শো, যা স্মরণকালের ইতিহাসে সর্বোচ্চ। সিনেমাটিতে গ্যাংস্টারের চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান।
‘তুফান’ সিনেমায় শাকিবের ছোটবেলার চরিত্রে দেখা গেছে অভিনেতা সমৃদ্ধ পালকে। সোশ্যাল মিডিয়াতে এ অভিনেতাকে নিয়ে বেশ কিছু পোস্ট চোখে পড়েছে। সেখানে নেটিজেনদের অনেকেই তাঁর অভিনয়ের প্রশংসা করেছেন। তবে এই সমৃদ্ধ পাল কে? তিনি কি বাংলাদেশের অভিনেতা নাকি ভারতের, তা নিয়ে নেটিজেনদের মাঝে জানার আগ্রহ লক্ষ করা গেছে। যেনে নেওয়া যাক সমৃদ্ধ পাল সম্পর্কে কিছু তথ্য।
শিশু বয়সেই অভিনয় দক্ষতা দিয়ে সবার মন জয় করেন সমৃদ্ধ পাল। ভারতীয় টেলিভিশনের জনপ্রিয় এক সিরিয়ালে তাঁর ‘লজেন্স দাদা’ চরিত্রটি বেশ জনপ্রিয়তা পেয়েছিল।
ভারতীয় টেলিভিশন জি বাংলার জনপ্রিয় সিরিয়াল ‘ভুতু’র ছোট্ট ভুতুকে মনে আছে? একটা সময় আট থেকে আশি সবার মনে ঘর করে নিয়েছিল এ মিষ্টি ভূত। লজেন্স দাদা আর ভুতুর দুষ্টুমি মন জয় করেছিল সবার। আর ‘ভুতুর’ সেই লজেন্স দাদাই শাকিবের ছোটবেলার চরিত্রে অভিনয় করা সমৃদ্ধ পাল।
এরপর সমৃদ্ধকে আরও বেশ কিছু টেলিভিশন সিরিয়ালে দেখা গেছে, এর মধ্যে আকাশ আটের ‘মা একাদশীর ব্রত-মেয়েদের ব্রতকথা’ অন্যতম।
ঈদে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে শাকিব খান অভিনীত ‘তুফান’। সিনেমাটি পরিচালনা করেছেন রায়হান রাফী। সারা দেশের ১২৯টি সিনেমা হলে মুক্তি পেয়েছে সিনেমাটি। প্রতিদিনই লাফিয়ে বাড়ছে এর শোয়ের সংখ্যা। মাল্টিপ্লেক্স চেইন স্টার সিনেপ্লেক্সে সর্বকালের রেকর্ড ভেঙেছে সিনেমাটি। আজ (২১ জুন) থেকে চলছে এর ৫৮টি শো, যা স্মরণকালের ইতিহাসে সর্বোচ্চ। সিনেমাটিতে গ্যাংস্টারের চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান।
‘তুফান’ সিনেমায় শাকিবের ছোটবেলার চরিত্রে দেখা গেছে অভিনেতা সমৃদ্ধ পালকে। সোশ্যাল মিডিয়াতে এ অভিনেতাকে নিয়ে বেশ কিছু পোস্ট চোখে পড়েছে। সেখানে নেটিজেনদের অনেকেই তাঁর অভিনয়ের প্রশংসা করেছেন। তবে এই সমৃদ্ধ পাল কে? তিনি কি বাংলাদেশের অভিনেতা নাকি ভারতের, তা নিয়ে নেটিজেনদের মাঝে জানার আগ্রহ লক্ষ করা গেছে। যেনে নেওয়া যাক সমৃদ্ধ পাল সম্পর্কে কিছু তথ্য।
শিশু বয়সেই অভিনয় দক্ষতা দিয়ে সবার মন জয় করেন সমৃদ্ধ পাল। ভারতীয় টেলিভিশনের জনপ্রিয় এক সিরিয়ালে তাঁর ‘লজেন্স দাদা’ চরিত্রটি বেশ জনপ্রিয়তা পেয়েছিল।
ভারতীয় টেলিভিশন জি বাংলার জনপ্রিয় সিরিয়াল ‘ভুতু’র ছোট্ট ভুতুকে মনে আছে? একটা সময় আট থেকে আশি সবার মনে ঘর করে নিয়েছিল এ মিষ্টি ভূত। লজেন্স দাদা আর ভুতুর দুষ্টুমি মন জয় করেছিল সবার। আর ‘ভুতুর’ সেই লজেন্স দাদাই শাকিবের ছোটবেলার চরিত্রে অভিনয় করা সমৃদ্ধ পাল।
এরপর সমৃদ্ধকে আরও বেশ কিছু টেলিভিশন সিরিয়ালে দেখা গেছে, এর মধ্যে আকাশ আটের ‘মা একাদশীর ব্রত-মেয়েদের ব্রতকথা’ অন্যতম।
শাকিব খান অভিনীত তাণ্ডব একইসঙ্গে মুক্তি পাবে দেশের দুই ওটিটি প্ল্যাটফর্ম হইচই ও চরকিতে। আজ প্ল্যাটফর্ম দুটি এ ঘোষণা দিয়েছে। ওটিটিতে তাণ্ডব মুক্তির নির্দিষ্ট তারিখ না জানালেও প্ল্যাটফর্ম দুটি নিশ্চিত করেছে, আগস্ট মাসে ওটিটিতে আসবে সিনেমাটি।
১ ঘণ্টা আগেবাবার কথা অক্ষরে অক্ষরে মেনে চলেন সালমান খান। তাঁর বাবা প্রখ্যাত চিত্রনাট্যকার ও প্রযোজক সেলিম খান। ক্যারিয়ারের শুরু থেকেই বাবার পরামর্শ মেনে কাজ করছেন বলিউড ভাইজান। তাঁর ব্যক্তিজীবনেও ছাপ ফেলেছে বাবার জীবনদর্শন। তবে সম্প্রতি বাবার মুখ থেকে একটি উপদেশ শুনে বেশ আফসোসই হলো সালমানের। ভক্তদের সঙ্গে সেটা
৩ ঘণ্টা আগেযুক্তরাজ্যের যে সিনেমা হলে এই ঘটনা ঘটেছে, সেখানে পবন কল্যাণ অভিনীত তেলুগু সিনেমা ‘হারি হারা ভেরা মাল্লু’র প্রদর্শনী চলছিল। হঠাৎ প্রদর্শনী থামিয়ে দেওয়া হয়। কেন সিনেমা হল নোংরা করা হচ্ছে—দর্শকদের এমন প্রশ্ন করেন হলের কর্মীরা।
৫ ঘণ্টা আগেওয়েব কনটেন্টের নিয়মিত দর্শক চিত্রাঙ্গদা সিং। এই বলিউড অভিনেত্রীর ওয়াচ লিস্টে রয়েছে সারা বিশ্বের সিনেমা-সিরিজ। বর্তমানে তিনি দেখছেন ‘ল্যান্ডম্যান’। চিত্রাঙ্গদার প্রিয় হয়ে উঠেছে সিরিজটি। অভিনেত্রী জানালেন তাঁর আরও দুই পছন্দের ওয়েব সিরিজের নাম।
৯ ঘণ্টা আগে