ঈদে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে শাকিব খান অভিনীত ‘তুফান’। সিনেমাটি পরিচালনা করেছেন রায়হান রাফী। সারা দেশের ১২৯টি সিনেমা হলে মুক্তি পেয়েছে সিনেমাটি। প্রতিদিনই লাফিয়ে বাড়ছে এর শোয়ের সংখ্যা। মাল্টিপ্লেক্স চেইন স্টার সিনেপ্লেক্সে সর্বকালের রেকর্ড ভেঙেছে সিনেমাটি। আজ (২১ জুন) থেকে চলছে এর ৫৮টি শো, যা স্মরণকালের ইতিহাসে সর্বোচ্চ। সিনেমাটিতে গ্যাংস্টারের চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান।
‘তুফান’ সিনেমায় শাকিবের ছোটবেলার চরিত্রে দেখা গেছে অভিনেতা সমৃদ্ধ পালকে। সোশ্যাল মিডিয়াতে এ অভিনেতাকে নিয়ে বেশ কিছু পোস্ট চোখে পড়েছে। সেখানে নেটিজেনদের অনেকেই তাঁর অভিনয়ের প্রশংসা করেছেন। তবে এই সমৃদ্ধ পাল কে? তিনি কি বাংলাদেশের অভিনেতা নাকি ভারতের, তা নিয়ে নেটিজেনদের মাঝে জানার আগ্রহ লক্ষ করা গেছে। যেনে নেওয়া যাক সমৃদ্ধ পাল সম্পর্কে কিছু তথ্য।
শিশু বয়সেই অভিনয় দক্ষতা দিয়ে সবার মন জয় করেন সমৃদ্ধ পাল। ভারতীয় টেলিভিশনের জনপ্রিয় এক সিরিয়ালে তাঁর ‘লজেন্স দাদা’ চরিত্রটি বেশ জনপ্রিয়তা পেয়েছিল।
ভারতীয় টেলিভিশন জি বাংলার জনপ্রিয় সিরিয়াল ‘ভুতু’র ছোট্ট ভুতুকে মনে আছে? একটা সময় আট থেকে আশি সবার মনে ঘর করে নিয়েছিল এ মিষ্টি ভূত। লজেন্স দাদা আর ভুতুর দুষ্টুমি মন জয় করেছিল সবার। আর ‘ভুতুর’ সেই লজেন্স দাদাই শাকিবের ছোটবেলার চরিত্রে অভিনয় করা সমৃদ্ধ পাল।
এরপর সমৃদ্ধকে আরও বেশ কিছু টেলিভিশন সিরিয়ালে দেখা গেছে, এর মধ্যে আকাশ আটের ‘মা একাদশীর ব্রত-মেয়েদের ব্রতকথা’ অন্যতম।
ঈদে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে শাকিব খান অভিনীত ‘তুফান’। সিনেমাটি পরিচালনা করেছেন রায়হান রাফী। সারা দেশের ১২৯টি সিনেমা হলে মুক্তি পেয়েছে সিনেমাটি। প্রতিদিনই লাফিয়ে বাড়ছে এর শোয়ের সংখ্যা। মাল্টিপ্লেক্স চেইন স্টার সিনেপ্লেক্সে সর্বকালের রেকর্ড ভেঙেছে সিনেমাটি। আজ (২১ জুন) থেকে চলছে এর ৫৮টি শো, যা স্মরণকালের ইতিহাসে সর্বোচ্চ। সিনেমাটিতে গ্যাংস্টারের চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান।
‘তুফান’ সিনেমায় শাকিবের ছোটবেলার চরিত্রে দেখা গেছে অভিনেতা সমৃদ্ধ পালকে। সোশ্যাল মিডিয়াতে এ অভিনেতাকে নিয়ে বেশ কিছু পোস্ট চোখে পড়েছে। সেখানে নেটিজেনদের অনেকেই তাঁর অভিনয়ের প্রশংসা করেছেন। তবে এই সমৃদ্ধ পাল কে? তিনি কি বাংলাদেশের অভিনেতা নাকি ভারতের, তা নিয়ে নেটিজেনদের মাঝে জানার আগ্রহ লক্ষ করা গেছে। যেনে নেওয়া যাক সমৃদ্ধ পাল সম্পর্কে কিছু তথ্য।
শিশু বয়সেই অভিনয় দক্ষতা দিয়ে সবার মন জয় করেন সমৃদ্ধ পাল। ভারতীয় টেলিভিশনের জনপ্রিয় এক সিরিয়ালে তাঁর ‘লজেন্স দাদা’ চরিত্রটি বেশ জনপ্রিয়তা পেয়েছিল।
ভারতীয় টেলিভিশন জি বাংলার জনপ্রিয় সিরিয়াল ‘ভুতু’র ছোট্ট ভুতুকে মনে আছে? একটা সময় আট থেকে আশি সবার মনে ঘর করে নিয়েছিল এ মিষ্টি ভূত। লজেন্স দাদা আর ভুতুর দুষ্টুমি মন জয় করেছিল সবার। আর ‘ভুতুর’ সেই লজেন্স দাদাই শাকিবের ছোটবেলার চরিত্রে অভিনয় করা সমৃদ্ধ পাল।
এরপর সমৃদ্ধকে আরও বেশ কিছু টেলিভিশন সিরিয়ালে দেখা গেছে, এর মধ্যে আকাশ আটের ‘মা একাদশীর ব্রত-মেয়েদের ব্রতকথা’ অন্যতম।
খ্যাতিমান কথাসাহিত্যিক শহীদুল জহিরের ছোটগল্পের অনুপ্রেরণায় তৈরি হয়েছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘দাঁড়কাক’। বানিয়েছেন জায়েদ সিদ্দিকী। তোরাব শেখ নামের একজন বয়স্ক মানুষকে নিয়ে এ সিনেমার গল্প। তার উপার্জন নেই, ফলে এই সংসারে নিজেকে অপ্রয়োজনীয় বোধ করে সে। তার অজান্তে মেয়ের বিয়ে দেওয়ায় সে ক্ষুব্ধ হয়।
৪ ঘণ্টা আগেমুহাম্মদ ইমরান হোসেনের ‘অন্তরালে প্রেম’ নাটকে প্রথম একসঙ্গে অভিনয় করেছিলেন তানিয়া বৃষ্টি ও পার্থ শেখ। আগামী কোরবানির ঈদের জন্য আবার তাঁরা একসঙ্গে অভিনয় করলেন। নাটকের নাম ‘এই শহরে মেঘেরা একা’। মেহরাব জাহিদের রচনায় নাটকটি পরিচালনা করছেন সোহেল রানা ইমন। গত রোব ও সোমবার রাজধানীর উত্তরার দোলনচাঁপা শুটিং
৪ ঘণ্টা আগেঈদে মুক্তি পেয়েছিল সালমান খানের নতুন সিনেমা ‘সিকান্দার’। মুক্তির আগেই পড়েছিল পাইরেসির কবলে। তবু প্রথম কয়েক দিন হলে ভিড় ছিল ভালোই। কিন্তু সিকান্দারের গল্প, অভিনয় মন ছুঁতে পারেনি দর্শকের। ফলে প্রত্যাশিত ব্যবসা করতে ব্যর্থ হয়েছে এ আর মুরুগাদোস পরিচালিত সিনেমাটি। ৩০ মার্চ মুক্তি পাওয়া সিকান্দার প্রায়
৪ ঘণ্টা আগেবছরের শুরুতে গত ৭ জানুয়ারি রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে অনুষ্ঠিত হয়েছিল বিবর্তন সাংস্কৃতিক কেন্দ্রের নাটক ‘ক্রীতদাস কথা’। প্রথম প্রদর্শনীতে সুধীজনের নজর কেড়েছিল নাটকটি। এবার একই মঞ্চে নাটকটির দ্বিতীয় প্রদর্শনীর আয়োজন করেছে বিবর্তন সাংস্কৃতিক কেন্দ্র। আজ সন্ধ্যা ৭টায়
৪ ঘণ্টা আগে