কলকাতায় অভিনেত্রী সোহিনী সরকার ও পরিচালক সুব্রত সেনের দ্বন্দ্ব চরমে। সোহিনীর ওপর বেজায় চটেছেন পরিচালক সুব্রত সেন। সোহিনীর সঙ্গে তাঁর হোয়াটস অ্যাপ চ্যাটের স্ক্রিনশট শেয়ার করে নিজেই ক্ষোভ প্রকাশ করেন তিনি। নিজের নতুন ছবিতে একটি চরিত্রের জন্য সোহিনীকে পছন্দ করেছিলেন। ছবি নিয়ে কথাবার্তাও হয়েছে। কিন্তু পরিচালকের দাবি যে, সোহিনী বারবার সময় দিয়েও তাঁর সঙ্গে দেখা করতে আসেননি, তাঁর ফোন ধরেননি, এমনকি তাঁর মেসেজেরও রিপ্লাই করেননি। এতেই বিরক্ত হয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্কিনশট পোস্ট করেন তিনি। সোহিনীর উদ্দেশ্যে লেখেন, ‘যথেষ্ট হয়েছে, কেউ এত গুরুত্বপূর্ণ নয় যে তাঁকে বদলানো যাবে না।’
ব্যক্তিগত কথোপকথন সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করার জন্য অনেকেই পরিচালকের উপর ক্ষুব্ধ হয়েছেন। সুব্রত সেনের এই পোস্টের পর ভারতীয় গণমাধ্যমকে সোহিনী জানান যে, সুব্রত সেনের সঙ্গে দেখা করার কোন তারিখ দেওয়া হয়নি। তাছাড়া শুক্রবার তাঁর মায়ের জন্মদিন ছিল। এর মধ্যে অন্য ছবির ডাবিং নিয়েও ব্যস্ততা আছে। তাই তার কল ধরা হয়নি।
তিনি আরও জানান, তিনি এখনও ছবির চিত্রনাট্যই হাতে পাননি। সুব্রত সেনের গল্প শুনেই তিনি রাজি হয়েছিলেন। চিত্রনাট্য না শুনিয়েই সোহিনীকে পারিশ্রমিকও দিতে চেয়েছিলেন পরিচালক। কিন্তু সোহিনী তাতে রাজি হননি। বেশ কয়েকদিন শুটিংয়ে ব্যস্ত থাকার কারণেই পরিচালকের ফোন ধরতে পারেননি বলে জানিয়েছেন অভিনেত্রী।
অন্যদিকে পরিচালক সুব্রত সেন জানিয়েছেন, সোহিনী তাঁর সঙ্গে দেখা করতেই আসেননি। সবাই এসে চিত্রনাট্য পড়ে গেছেন। কিন্তু সোহিনী আসেননি। তাই জন্যই তাঁকে বারবার ফোন করেছেন পরিচালক।
সোহিনীর দাবি, সুব্রত সেন তাঁকে অপমান করেছেন। কারণ পরিচালক গণমাধ্যমে বলেছেন, সোহিনীর বয়ফ্রেন্ড রণজয় বিষ্ণুকে না নেওয়ার কারণেই কি এই ছবি করতে চাইছেন না তিনি? এতেই ক্ষুব্ধ সোহিনী। তাঁর দাবি, তিনি কখনই রণজয়কে এই ছবিতে নিতে অনুরোধ করেননি। এটা পরিচালক মিথ্যা বলেছেন। সোহিনীর দাবি, ফোন না ধরতে পারা যদি অপেশাদার আচরণ হয়, তাহলে চিত্রনাট্য না শুনিয়ে আগাম পারিশ্রমিক নিতে জোর করাও কি অপেশাদার আচরণ নয়?
সুব্রত সেন জানিয়েছেন, তিনি সোহিনীকে রবিবার অবধি সময় দিয়েছেন। তার মধ্যেই সোহিনী যেন তাঁকে জানিয়ে দেন যে তিনি এই ছবি করবেন কি করবেন না। অন্যদিকে সোহিনী জানিয়েছেন, শনিবার সকালে কিছুটা বিরক্ত আর অপমানিত হয়েই পরিচালকের প্রশ্নের উত্তর দেননি তিনি।
কলকাতায় অভিনেত্রী সোহিনী সরকার ও পরিচালক সুব্রত সেনের দ্বন্দ্ব চরমে। সোহিনীর ওপর বেজায় চটেছেন পরিচালক সুব্রত সেন। সোহিনীর সঙ্গে তাঁর হোয়াটস অ্যাপ চ্যাটের স্ক্রিনশট শেয়ার করে নিজেই ক্ষোভ প্রকাশ করেন তিনি। নিজের নতুন ছবিতে একটি চরিত্রের জন্য সোহিনীকে পছন্দ করেছিলেন। ছবি নিয়ে কথাবার্তাও হয়েছে। কিন্তু পরিচালকের দাবি যে, সোহিনী বারবার সময় দিয়েও তাঁর সঙ্গে দেখা করতে আসেননি, তাঁর ফোন ধরেননি, এমনকি তাঁর মেসেজেরও রিপ্লাই করেননি। এতেই বিরক্ত হয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্কিনশট পোস্ট করেন তিনি। সোহিনীর উদ্দেশ্যে লেখেন, ‘যথেষ্ট হয়েছে, কেউ এত গুরুত্বপূর্ণ নয় যে তাঁকে বদলানো যাবে না।’
ব্যক্তিগত কথোপকথন সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করার জন্য অনেকেই পরিচালকের উপর ক্ষুব্ধ হয়েছেন। সুব্রত সেনের এই পোস্টের পর ভারতীয় গণমাধ্যমকে সোহিনী জানান যে, সুব্রত সেনের সঙ্গে দেখা করার কোন তারিখ দেওয়া হয়নি। তাছাড়া শুক্রবার তাঁর মায়ের জন্মদিন ছিল। এর মধ্যে অন্য ছবির ডাবিং নিয়েও ব্যস্ততা আছে। তাই তার কল ধরা হয়নি।
তিনি আরও জানান, তিনি এখনও ছবির চিত্রনাট্যই হাতে পাননি। সুব্রত সেনের গল্প শুনেই তিনি রাজি হয়েছিলেন। চিত্রনাট্য না শুনিয়েই সোহিনীকে পারিশ্রমিকও দিতে চেয়েছিলেন পরিচালক। কিন্তু সোহিনী তাতে রাজি হননি। বেশ কয়েকদিন শুটিংয়ে ব্যস্ত থাকার কারণেই পরিচালকের ফোন ধরতে পারেননি বলে জানিয়েছেন অভিনেত্রী।
অন্যদিকে পরিচালক সুব্রত সেন জানিয়েছেন, সোহিনী তাঁর সঙ্গে দেখা করতেই আসেননি। সবাই এসে চিত্রনাট্য পড়ে গেছেন। কিন্তু সোহিনী আসেননি। তাই জন্যই তাঁকে বারবার ফোন করেছেন পরিচালক।
সোহিনীর দাবি, সুব্রত সেন তাঁকে অপমান করেছেন। কারণ পরিচালক গণমাধ্যমে বলেছেন, সোহিনীর বয়ফ্রেন্ড রণজয় বিষ্ণুকে না নেওয়ার কারণেই কি এই ছবি করতে চাইছেন না তিনি? এতেই ক্ষুব্ধ সোহিনী। তাঁর দাবি, তিনি কখনই রণজয়কে এই ছবিতে নিতে অনুরোধ করেননি। এটা পরিচালক মিথ্যা বলেছেন। সোহিনীর দাবি, ফোন না ধরতে পারা যদি অপেশাদার আচরণ হয়, তাহলে চিত্রনাট্য না শুনিয়ে আগাম পারিশ্রমিক নিতে জোর করাও কি অপেশাদার আচরণ নয়?
সুব্রত সেন জানিয়েছেন, তিনি সোহিনীকে রবিবার অবধি সময় দিয়েছেন। তার মধ্যেই সোহিনী যেন তাঁকে জানিয়ে দেন যে তিনি এই ছবি করবেন কি করবেন না। অন্যদিকে সোহিনী জানিয়েছেন, শনিবার সকালে কিছুটা বিরক্ত আর অপমানিত হয়েই পরিচালকের প্রশ্নের উত্তর দেননি তিনি।
কয়েক বছর ধরেই ভাঙাগড়ার মধ্যে চলছে ব্যান্ড চিরকুট। দুই বছর আগে ব্যান্ড ছাড়েন ইমন চৌধুরী। ইমনের পথ ধরে গত বছর চিরকুট ছেড়েছেন জাহিদ নীরব। ব্যান্ডের পাশাপাশি একক ক্যারিয়ারে মনোযোগ দিয়েছেন ড্রামার ও সংগীত প্রযোজক পাভেল আরিন। তবে থেমে নেই চিরকুটের কার্যক্রম। নতুন সদস্য নিয়ে এগিয়ে চলেছেন দলটির প্রধান ও ভোক
২ ঘণ্টা আগেবাংলা আধুনিক সংগীতের তিনজন গীতিকবি শহীদ মাহমুদ জঙ্গী, লিটন অধিকারী রিন্টু ও গোলাম মোর্শেদকে সম্মাননা দিল গীতিকবি সংঘ বাংলাদেশ। গত শনিবার বিশ্বসাহিত্য কেন্দ্র মিলনায়তনে গীতিকবি সংঘ বাংলাদেশ আয়োজিত প্রথম ‘গীতিকবি আড্ডা’ অনুষ্ঠানে তাঁদের এই সম্মাননা দেওয়া হয়।
২ ঘণ্টা আগেট্রাক ড্রাইভার আব্বাস একজন প্রেমিক মানুষ। সাত জেলায় সাতটি বিয়ে করেছে সে। সাত বউকে একে অপরের থেকে গোপন রেখে সুনিপুণভাবে সাত সংসার সামলায় সে। একদিন এক বৃদ্ধের সঙ্গে বিয়ে হওয়া থেকে যুবতী এক সুন্দরীকে রক্ষা করার পর সেই সুন্দরী তার প্রেমে পড়ে যায়। তাকে বিয়ে করতে চায়। কিন্তু আব্বাস জানে আট মানে সর্বনাশ,
২ ঘণ্টা আগেসংস্কৃতি অঙ্গনের সফল সন্তানদের মায়েদের হাতে মা দিবসে তুলে দেওয়া হলো ‘মা পদক ২০২৫’। আলী-রূপা ফাউন্ডেশনের উদ্যোগে, মাদিহা মার্সিহা অ্যাডভারটাইজিংয়ের আয়োজনে ১০ মে বিকেল ৪টায় রাজধানীর হোটেল রিজেন্সিতে এক অনুষ্ঠানের মাধ্যমে এই পদক দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অভিনেত্রী ডলি জহুর। উপস্থিত ছিলেন
২ ঘণ্টা আগে