নতুন বছরের শুধু জানুয়ারিতেই মুক্তির অপেক্ষায় আছে দক্ষিণের পাঁচটি বড় সিনেমা। প্রতিটি ট্রেলার এরই মধ্যে ঝড় তুলেছে ইন্টারনেটে। গতকাল শনিবার মুক্তি পেয়েছে দুটি সিনেমার ট্রেলার। চিরঞ্জীবী অভিনীত ‘ওয়াল্টেয়ার ভিরাইয়া’ ও নন্দামুরি বালাকৃষ্ণের ‘ভিরা সিমহা রেড্ডি’।
‘ভিরা সিমহা রেড্ডি’র ২ মিনিট ২৪ সেকেন্ডের ট্রেলারটি প্রধান চরিত্র অভিনেতা নন্দামুরি বালাকৃষ্ণকে ঘিরে আবর্তিত হয়েছে। বালাকৃষ্ণের হুংকারের মাধ্যমে ট্রেলারটি শুরু হয়। এরপর তাঁকে বলতে শোনা যায়, ‘নিজ হাতে আমি তলোয়ার তুলে নিয়েছি, যেন অন্য কেউ তোলার সাহস না পায়। আমি কর্তৃত্ব চাই না, আমার প্রভাব দেখাতে চাই। আমার ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমার ওপর এই দায়িত্ব অর্পিত হয়েছে।’
ট্রেলারে আরও দেখা যায় নায়ক অন্ধ্রপ্রদেশের কুর্নুলের সবচেয়ে সম্মানিত ব্যক্তি। তিনি পুলিচরলায় জন্মগ্রহণ করেন, অনন্তপুরে পড়াশোনা শেষ করেছেন। ট্রেলারের প্রায় পুরোটাতেই তাঁকে ভরপুর অ্যাকশন দৃশ্যে দেখা যায়। ট্রেলার দেখে ধারণা করা যায়, সিনেমাটিতে বালাকৃষ্ণ একটি প্রতিবাদী চরিত্রে দেখা যাবে।
মুক্তি পাওয়া ট্রেলারটি এখন পর্যন্ত ১ কোটি ১০ লাখ বার দেখা হয়েছে। নান্দামুরি বালাকৃষ্ণ অভিনীত সিনেমা ‘ভিরা সিমহা রেড্ডি’ মুক্তি পাচ্ছে আগামী ১২ জানুয়ারি। শ্রুতি হাসান এতে প্রধান নারী চরিত্রে অভিনয় করেছেন। এ ছাড়া জনপ্রিয় কন্নড় অভিনেতা দুনিয়া বিজয় এই সিনেমার মাধ্যমে তেলুগু সিনেমায় আত্মপ্রকাশ করছেন। এ ছাড়া বড়লক্ষ্মী শরৎকুমার, হানি রোজ, লাল, চন্দ্রিকা রবি, এবং পি. রবি শংকর এতে অভিনয় করেছেন।
দাপটের সঙ্গে গত বছর পার করেছে দক্ষিণ ভারতের চলচ্চিত্র শিল্প। গত বছরের প্রিয় পুরোটা জুড়েই দর্শকদের প্রত্যাশা পূরণ ও ব্যবসায়িক সাফল্য পেয়েছে দক্ষিণী চলচ্চিত্রগুলো। ‘পুষ্পা’, ‘কেজিএফ: চ্যাপ্টার ২ ’, ‘বিক্রম’, ‘আরআরআর’-এর মতো বড় বাজেটের সিনেমাগুলো যেমন প্রত্যাশা পূরণ করেছে, তেমন বক্স অফিসেও একের পর এক রেকর্ড ভেঙেছে। এ ছাড়া তুলনামূলক কম বাজেটের সিনেমা ‘কান্তারা’, ‘লাভ টুডে’ দুর্দান্ত সাফল্য এনে দিয়েছে। এর রেশ এ বছরও অব্যাহত থাকবে বলে ধারণা করছেন সিনেমা বিশ্লেষকেরা।
নতুন বছরের শুধু জানুয়ারিতেই মুক্তির অপেক্ষায় আছে দক্ষিণের পাঁচটি বড় সিনেমা। প্রতিটি ট্রেলার এরই মধ্যে ঝড় তুলেছে ইন্টারনেটে। গতকাল শনিবার মুক্তি পেয়েছে দুটি সিনেমার ট্রেলার। চিরঞ্জীবী অভিনীত ‘ওয়াল্টেয়ার ভিরাইয়া’ ও নন্দামুরি বালাকৃষ্ণের ‘ভিরা সিমহা রেড্ডি’।
‘ভিরা সিমহা রেড্ডি’র ২ মিনিট ২৪ সেকেন্ডের ট্রেলারটি প্রধান চরিত্র অভিনেতা নন্দামুরি বালাকৃষ্ণকে ঘিরে আবর্তিত হয়েছে। বালাকৃষ্ণের হুংকারের মাধ্যমে ট্রেলারটি শুরু হয়। এরপর তাঁকে বলতে শোনা যায়, ‘নিজ হাতে আমি তলোয়ার তুলে নিয়েছি, যেন অন্য কেউ তোলার সাহস না পায়। আমি কর্তৃত্ব চাই না, আমার প্রভাব দেখাতে চাই। আমার ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমার ওপর এই দায়িত্ব অর্পিত হয়েছে।’
ট্রেলারে আরও দেখা যায় নায়ক অন্ধ্রপ্রদেশের কুর্নুলের সবচেয়ে সম্মানিত ব্যক্তি। তিনি পুলিচরলায় জন্মগ্রহণ করেন, অনন্তপুরে পড়াশোনা শেষ করেছেন। ট্রেলারের প্রায় পুরোটাতেই তাঁকে ভরপুর অ্যাকশন দৃশ্যে দেখা যায়। ট্রেলার দেখে ধারণা করা যায়, সিনেমাটিতে বালাকৃষ্ণ একটি প্রতিবাদী চরিত্রে দেখা যাবে।
মুক্তি পাওয়া ট্রেলারটি এখন পর্যন্ত ১ কোটি ১০ লাখ বার দেখা হয়েছে। নান্দামুরি বালাকৃষ্ণ অভিনীত সিনেমা ‘ভিরা সিমহা রেড্ডি’ মুক্তি পাচ্ছে আগামী ১২ জানুয়ারি। শ্রুতি হাসান এতে প্রধান নারী চরিত্রে অভিনয় করেছেন। এ ছাড়া জনপ্রিয় কন্নড় অভিনেতা দুনিয়া বিজয় এই সিনেমার মাধ্যমে তেলুগু সিনেমায় আত্মপ্রকাশ করছেন। এ ছাড়া বড়লক্ষ্মী শরৎকুমার, হানি রোজ, লাল, চন্দ্রিকা রবি, এবং পি. রবি শংকর এতে অভিনয় করেছেন।
দাপটের সঙ্গে গত বছর পার করেছে দক্ষিণ ভারতের চলচ্চিত্র শিল্প। গত বছরের প্রিয় পুরোটা জুড়েই দর্শকদের প্রত্যাশা পূরণ ও ব্যবসায়িক সাফল্য পেয়েছে দক্ষিণী চলচ্চিত্রগুলো। ‘পুষ্পা’, ‘কেজিএফ: চ্যাপ্টার ২ ’, ‘বিক্রম’, ‘আরআরআর’-এর মতো বড় বাজেটের সিনেমাগুলো যেমন প্রত্যাশা পূরণ করেছে, তেমন বক্স অফিসেও একের পর এক রেকর্ড ভেঙেছে। এ ছাড়া তুলনামূলক কম বাজেটের সিনেমা ‘কান্তারা’, ‘লাভ টুডে’ দুর্দান্ত সাফল্য এনে দিয়েছে। এর রেশ এ বছরও অব্যাহত থাকবে বলে ধারণা করছেন সিনেমা বিশ্লেষকেরা।
ছেলের অসুস্থতার কারণে দুই বছরের অধিক সময় ধরে কানাডাতেই বেশির ভাগ সময় কাটে সংগীতশিল্পী কুমার বিশ্বজিতের। সেখান থেকে সুযোগ পেলে কনসার্টে অংশ নিচ্ছেন, তৈরি করছেন নতুন গান। গত আগস্টে প্রকাশ পেয়েছিল তাঁর সুর ও সংগীতায়োজনে কিশোর দাসের ‘কান্দে রে ভাই কান্দে’ শিরোনামের একটি গান।
৩ ঘণ্টা আগেলালন সাঁইয়ের ১৩৫তম তিরোধান দিবস উপলক্ষে আজ থেকে কুষ্টিয়া, ঢাকাসহ সারা দেশে একযোগে শুরু হচ্ছে লালন উৎসব—ভক্ত, সাধক আর শিল্পীদের মিলনমেলা। সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে বাংলাদেশ শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় আজ কুষ্টিয়াসহ দেশের ৬৪ জেলায় একযোগে লালন উৎসব ও লালন মেলা পালিত হবে।
৩ ঘণ্টা আগেপ্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাবে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
৩ ঘণ্টা আগেসাত বছর আগে ২০১৮ সালে চ্যানেল আইয়ে টিভি সিরিজ হিসেবে প্রচারিত হয়েছিল ‘সাত ভাই চম্পা’। টিভিতে প্রচারের পর গত বছর ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে ওয়েব ফিল্ম হিসেবে মুক্তি পেয়েছিল এই টিভি সিরিজ। টিভি ও ওটিটির পর এবার প্রেক্ষাগৃহে দেখা যাবে সাত ভাই চম্পা। আজ দেশের তিনটি প্রেক্ষাগৃহে সিনেমা...
৩ ঘণ্টা আগে