Ajker Patrika

পরীর ডিভোর্স লেটারের খবরে রাজ বললেন, আপনার কাছেই প্রথম শুনলাম

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৩, ১৫: ৪৮
পরীর ডিভোর্স লেটারের খবরে রাজ বললেন, আপনার কাছেই প্রথম শুনলাম

অভিনেতা শরীফুল রাজ ও চিত্রনায়িকা পরীমণির সংসার কি ভেঙে যাচ্ছে? দেশের একটি টেলিভিশন চ্যানেল খবর থেকে এমন ধারণা তৈরি হয়েছে। গত ১৮ সেপ্টেম্বর পরীমণি রাজকে ডিভোর্স দিয়েছেন।

এ বিষয়ে মোবাইল ফোনে কথা হয় শরীফুল রাজের সঙ্গে। প্রশ্ন শুনে চমকে কণ্ঠে এই অভিনেতা আজকের পত্রিকাকে বলেন, ‘তাই নাকি? আপনার কাছেই প্রথম শুনলাম।’

অভিনেতা শরীফুল রাজ ও চিত্রনায়িকা পরীমণি। ছবি: সংগৃহীত

শরীফুল আরও বলেন, ‘ভাই আমি মাত্র ঘুম থেকে উঠেছি। এ ব্যাপারে কিছুই জানি না।’

‘গুণিন’ সিনেমার শুটিং করতে গিয়ে প্রেমের সম্পর্কে জড়ান পরীমণি ও শরীফুল রাজ। ২০২১ সালের ১৭ অক্টোবর গোপনে বিয়ে করেন তাঁরা। এরপর গত বছরের ১০ জানুয়ারি সেই খবর প্রকাশ্যে আনেন। মা হতে চলার খবরও একই দিনে প্রকাশ করেন পরীমণি। গত বছরের ১০ আগস্ট তাঁদের ঘর আলো করে আসে ছেলে শাহীম মুহাম্মদ রাজ্য।

সন্তান রাজ্যের সঙ্গে রাজ–পরী। ছবি: সংগৃহীত

এরপর বিভিন্ন সময়ে তাদের সম্পর্কের টানাপড়েন বা বিচ্ছেদের আভাস মিললেও আনুষ্ঠানিক ঘোষণা পাওয়া যায়নি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত