বিনোদন প্রতিবেদক
আজ শুক্রবার সারা দেশের ২১টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে মৌ খান অভিনীত সিনেমা ‘যেমন জামাই তেমন বউ’। এতে মৌ খানের বিপরীতে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল। সিনেমাটির মাধ্যমে প্রথমবারের মতো একসঙ্গে পর্দায় হাজির হলেন তাঁরা। এই সিনেমাট নির্মাণ করেছেন চলচ্চিত্র নির্মাতা মমতাজুর রহমান আকবর।
‘যেমন জামাই তেমন বউ’ ছবিতে অভিনয়ের পাশাপাশি প্রযোজনা করেছেন মনোয়ার হোসেন ডিপজল। এতে ডিপজল ও মৌ খান ছাড়াও আরও অভিনয় করছেন নাহিদ এরফান, শ্যামল, প্রিয়াংকা জামান, রিনা খনসহ আরও অনেকে।
সিনেমাটি নিয়ে মৌ খান বলেন, ‘প্রত্যাশা অনেক বেশি। কারণ, ডিপজল ভাইয়া অনেক গুণী একজন অভিনেতা। প্রথমবারের মতো একসঙ্গে বড় পর্দায় আমরা। আশা করি দর্শকেরা সুন্দর একটা জুটি দেখতে পারবেন। এ ছাড়া দর্শক যারা হলে আসবেন, তাঁদের কাছেও অবশ্যই ছবিটি ভালো লাগবে। তারা যে প্রত্যাশা নিয়ে হলে আসবেন, আশা করি সেটা পূরণ হবে।’
উল্লেখ্য, ‘প্রতিশোধের আগুন’ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় মৌ খানের। এই ছবিতে মৌ খানের বিপরীতে অভিনয় করেন জায়েদ খান। চলচ্চিত্রটি নির্মাণ করেছেন মোহাম্মদ আসলাম। বর্তমানে অপেক্ষায় রয়েছে মৌ খান অভিনীত ছয়টি চলচ্চিত্র ‘বান্ধব’, ‘বাহাদুরী’, ‘অমানুষ হলো মানুষ’, ‘বাংলার হার-কিউলিস’, ‘মাফিয়া’ ও ‘জ্বলছি আমি’।
আজ শুক্রবার সারা দেশের ২১টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে মৌ খান অভিনীত সিনেমা ‘যেমন জামাই তেমন বউ’। এতে মৌ খানের বিপরীতে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল। সিনেমাটির মাধ্যমে প্রথমবারের মতো একসঙ্গে পর্দায় হাজির হলেন তাঁরা। এই সিনেমাট নির্মাণ করেছেন চলচ্চিত্র নির্মাতা মমতাজুর রহমান আকবর।
‘যেমন জামাই তেমন বউ’ ছবিতে অভিনয়ের পাশাপাশি প্রযোজনা করেছেন মনোয়ার হোসেন ডিপজল। এতে ডিপজল ও মৌ খান ছাড়াও আরও অভিনয় করছেন নাহিদ এরফান, শ্যামল, প্রিয়াংকা জামান, রিনা খনসহ আরও অনেকে।
সিনেমাটি নিয়ে মৌ খান বলেন, ‘প্রত্যাশা অনেক বেশি। কারণ, ডিপজল ভাইয়া অনেক গুণী একজন অভিনেতা। প্রথমবারের মতো একসঙ্গে বড় পর্দায় আমরা। আশা করি দর্শকেরা সুন্দর একটা জুটি দেখতে পারবেন। এ ছাড়া দর্শক যারা হলে আসবেন, তাঁদের কাছেও অবশ্যই ছবিটি ভালো লাগবে। তারা যে প্রত্যাশা নিয়ে হলে আসবেন, আশা করি সেটা পূরণ হবে।’
উল্লেখ্য, ‘প্রতিশোধের আগুন’ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় মৌ খানের। এই ছবিতে মৌ খানের বিপরীতে অভিনয় করেন জায়েদ খান। চলচ্চিত্রটি নির্মাণ করেছেন মোহাম্মদ আসলাম। বর্তমানে অপেক্ষায় রয়েছে মৌ খান অভিনীত ছয়টি চলচ্চিত্র ‘বান্ধব’, ‘বাহাদুরী’, ‘অমানুষ হলো মানুষ’, ‘বাংলার হার-কিউলিস’, ‘মাফিয়া’ ও ‘জ্বলছি আমি’।
বাংলা আধুনিক সংগীতের তিনজন গীতিকবি শহীদ মাহমুদ জঙ্গী, লিটন অধিকারী রিন্টু ও গোলাম মোর্শেদকে সম্মাননা দিল গীতিকবি সংঘ বাংলাদেশ। গত শনিবার বিশ্বসাহিত্য কেন্দ্র মিলনায়তনে গীতিকবি সংঘ বাংলাদেশ আয়োজিত প্রথম ‘গীতিকবি আড্ডা’ অনুষ্ঠানে তাঁদের এই সম্মাননা দেওয়া হয়।
২ মিনিট আগেট্রাক ড্রাইভার আব্বাস একজন প্রেমিক মানুষ। সাত জেলায় সাতটি বিয়ে করেছে সে। সাত বউকে একে অপরের থেকে গোপন রেখে সুনিপুণভাবে সাত সংসার সামলায় সে। একদিন এক বৃদ্ধের সঙ্গে বিয়ে হওয়া থেকে যুবতী এক সুন্দরীকে রক্ষা করার পর সেই সুন্দরী তার প্রেমে পড়ে যায়। তাকে বিয়ে করতে চায়। কিন্তু আব্বাস জানে আট মানে সর্বনাশ,
১০ মিনিট আগেসংস্কৃতি অঙ্গনের সফল সন্তানদের মায়েদের হাতে মা দিবসে তুলে দেওয়া হলো ‘মা পদক ২০২৫’। আলী-রূপা ফাউন্ডেশনের উদ্যোগে, মাদিহা মার্সিহা অ্যাডভারটাইজিংয়ের আয়োজনে ১০ মে বিকেল ৪টায় রাজধানীর হোটেল রিজেন্সিতে এক অনুষ্ঠানের মাধ্যমে এই পদক দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অভিনেত্রী ডলি জহুর। উপস্থিত ছিলেন
২২ মিনিট আগেভারত-পাকিস্তানের মধ্যকার উত্তপ্ত পরিস্থিতি আপাতত প্রশমিত হলেও সংকট কাটল না ‘ভুল চুক মাফ’-এর। নতুন করে বিপাকে পড়েছে রাজকুমার রাও-ওয়ামিকা গাব্বি অভিনীত সিনেমাটি। ভুল চুক মাফের মুক্তির কথা ছিল ৯ মে। মাসখানেকের বেশি সময় ধরে চলে প্রচার। তবে পাকিস্তানের বিরুদ্ধে ভারত সরকার ‘অপারেশন সিঁদুর’ ঘোষণার পর পিছু
২৫ মিনিট আগে