ইকবাল হোসেন চৌধুরীর ‘বলী’ সিনেমার প্রদর্শনীর মধ্য দিয়ে শেষ হলো ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ২৩তম আসর। রাজধানীর জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে আজ বিকেল ৪টায় জলতরঙ্গ নৃত্যদলের নৃত্য পরিবেশনের মধ্য দিয়ে শুরু হয় সমাপনী আয়োজন। এরপর ঘোষণা করা হয় উৎসবের বিভিন্ন বিভাগে বিজয়ীদের নাম। সেরাদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান জালাল আহমেদ।
পুরস্কার বিতরণ শেষে সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী বাংলাদেশের চলচ্চিত্র এবং ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব নিয়ে বেশ কিছু পরিকল্পনার কথা জানান। তিনি বলেন, ‘৩০ বছর আগে চলচ্চিত্র উৎসবের স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করেছিলাম। বিনা মূল্যে সিনেমা দেখার জন্যই স্বেচ্ছাসেবকের কাজ করেছিলাম। কারণ আমার কাছে তখন সিনেমা দেখার টাকা ছিল না। এরপর সিনেমা নির্মাণ শুরু করি। এখন সিনেমা পরিচালনা থেকে কিছু সময়ের বিরতি নিয়ে একটি অন্য রকম কাজ করছি। যার নাম সংস্কৃতি উপদেষ্টা। আমি জানি, আমার অনেক বড় দায়িত্ব। তবে আমাদের হাতে সময় একেবারে কম। আমাদের এখানে চলচ্চিত্র উৎসবের জন্য নির্দিষ্ট জায়গা নেই, প্রোপার ফিল্ম প্রজেকশন সিস্টেম নেই, ভালো সাউন্ড সিস্টেম নেই। একটি পরিপূর্ণ চলচ্চিত্র উৎসব করতে প্রয়োজন একটি ভালো সিস্টেমের, যেটা গত ৩০-৪০ বছরে হয়নি। আমি সেই প্রসেসটা শুরু করতে চাই। আমরা চলচ্চিত্র উৎসবের জন্য আলাদা বাজেট করতে চাই। যাতে আমরা বিভিন্ন দেশের চলচ্চিত্র আমন্ত্রণ করতে পারি।’
৯ দিনব্যাপী ঢাকা চলচ্চিত্র উৎসবে এবার প্রদর্শিত হয়েছে ৭৫টি দেশের ২০৩টি সিনেমা। ঢাকার ৫টি ভেন্যুতে দর্শক সিনেমা দেখার সুযোগ পেয়েছেন। চীন ও বাংলাদেশের ৫০ বছরের কূটনৈতিক সম্পর্কের উদ্যাপন উপলক্ষে এবার উৎসবের ওয়াইড অ্যাঙ্গেল বিভাগটি উৎসর্গ করা হয় চীনা চলচ্চিত্রকে। এ ছাড়া জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তন করিডরে চীনা চলচ্চিত্রের পোস্টার প্রদর্শনীর আয়োজন করা হয়। নারী নির্মাতাদের নিয়ে ছিল দুটি সেমিনার। আয়োজন করা হয় তিনটি মাস্টারক্লাসের। বাংলাদেশি চলচ্চিত্র সমালোচক বিধান রিবেরুর তত্ত্বাবধানে মাস্টারক্লাসগুলো পরিচালনা করেন বাংলাদেশ, সার্বিয়া, চীন ও নরওয়ের চলচ্চিত্রবোদ্ধারা। এবারের উৎসবে প্রখ্যাত রাশিয়ান চলচ্চিত্র পরিচালক আলেক্সেই ফেদোরচেনকোর রেট্রোস্পেকটিভ আয়োজন করা হয়।
উৎসবে সেরা হলেন যারা
বাদল রহমান অ্যাওয়ার্ড (চিলড্রেন সেকশন): হোয়্যার দ্য হোয়াইট ক্রেনস ড্যান্স (রাশিয়া)
স্পেশাল অডিয়েন্স অ্যাওয়ার্ড: দ্য গার্ডিয়ান অব অনার (ফিলিপাইন)
বেস্ট অডিয়েন্স অ্যাওয়ার্ড: পদাতিক (ভারত)
উইমেন ফিল্ম সেকশন
স্পেশাল মেনশন: নট জাস্ট এনি ডে (মালদোভা, রাশিয়া)
ফিচার ফিল্ম: কুমভা, হুইচ কামস ফ্রম সাইলেন্স (ফ্রান্স)
শর্টফিল্ম: স্কারলেট (বুলগেরিয়া)
পরিচালক: আগুস্তিনা সানসেজ গ্যাভিয়ার (আওয়ার ওন শ্যাডো; আর্জেন্টিনা, জার্মানি)
স্পিরিচুয়াল ফিল্ম সেকশন
স্পেশাল মেনশন: ইন দ্য নেম অব ফায়ার (ভারত)
ফিচার ফিল্ম: দ্য এলিয়েন (রাশিয়া)
শর্টফিল্ম: মন্টে ক্লেরিগো (পর্তুগাল)
বাংলাদেশ প্যানারোমা ট্যালেন্ট সেকশন
প্রথম রানারআপ: ফুলেরা পোশাক পরে না
দ্বিতীয় রানারআপ: পৈতৃক ভিটা
বেস্ট ফিল্ম (ফিপ্রেসি): আ লেজি নুন
বাংলাদেশ প্যানারোমা ফুল লেন্থ
বেস্ট ফিল্ম (ফিপ্রেসি): প্রিয় মালতী
এশিয়ান কম্পিটিশন সেকশন
সিনেমা: সানডে (উজবেকিস্তান)
পরিচালক: হাওফেং জু ও জুনফেং জু (হানড্রেড ইয়ারস)
পরিচালক (স্পেশাল মেনশন): মাহমুদ কালারি (সামার টাইম, ইরান)
অভিনেতা: রায়ান সারলাক (সামার টাইম, ইরান)
অভিনেত্রী: দিমান জানদি (মেলোডি; ইরান, তাজিকিস্তান)
চিত্রনাট্যকার: তাকাতো নিশি ও নোরিকো উয়াসা (পারফরমিং কায়োরুস ফিউনারেল; জাপান)
চিত্রগ্রাহক: দিলশাদ ক্যানন (হোয়েন দ্য ওয়ালনাট লিভস টার্ন ইয়োলো; তুরস্ক)
ইকবাল হোসেন চৌধুরীর ‘বলী’ সিনেমার প্রদর্শনীর মধ্য দিয়ে শেষ হলো ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ২৩তম আসর। রাজধানীর জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে আজ বিকেল ৪টায় জলতরঙ্গ নৃত্যদলের নৃত্য পরিবেশনের মধ্য দিয়ে শুরু হয় সমাপনী আয়োজন। এরপর ঘোষণা করা হয় উৎসবের বিভিন্ন বিভাগে বিজয়ীদের নাম। সেরাদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান জালাল আহমেদ।
পুরস্কার বিতরণ শেষে সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী বাংলাদেশের চলচ্চিত্র এবং ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব নিয়ে বেশ কিছু পরিকল্পনার কথা জানান। তিনি বলেন, ‘৩০ বছর আগে চলচ্চিত্র উৎসবের স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করেছিলাম। বিনা মূল্যে সিনেমা দেখার জন্যই স্বেচ্ছাসেবকের কাজ করেছিলাম। কারণ আমার কাছে তখন সিনেমা দেখার টাকা ছিল না। এরপর সিনেমা নির্মাণ শুরু করি। এখন সিনেমা পরিচালনা থেকে কিছু সময়ের বিরতি নিয়ে একটি অন্য রকম কাজ করছি। যার নাম সংস্কৃতি উপদেষ্টা। আমি জানি, আমার অনেক বড় দায়িত্ব। তবে আমাদের হাতে সময় একেবারে কম। আমাদের এখানে চলচ্চিত্র উৎসবের জন্য নির্দিষ্ট জায়গা নেই, প্রোপার ফিল্ম প্রজেকশন সিস্টেম নেই, ভালো সাউন্ড সিস্টেম নেই। একটি পরিপূর্ণ চলচ্চিত্র উৎসব করতে প্রয়োজন একটি ভালো সিস্টেমের, যেটা গত ৩০-৪০ বছরে হয়নি। আমি সেই প্রসেসটা শুরু করতে চাই। আমরা চলচ্চিত্র উৎসবের জন্য আলাদা বাজেট করতে চাই। যাতে আমরা বিভিন্ন দেশের চলচ্চিত্র আমন্ত্রণ করতে পারি।’
৯ দিনব্যাপী ঢাকা চলচ্চিত্র উৎসবে এবার প্রদর্শিত হয়েছে ৭৫টি দেশের ২০৩টি সিনেমা। ঢাকার ৫টি ভেন্যুতে দর্শক সিনেমা দেখার সুযোগ পেয়েছেন। চীন ও বাংলাদেশের ৫০ বছরের কূটনৈতিক সম্পর্কের উদ্যাপন উপলক্ষে এবার উৎসবের ওয়াইড অ্যাঙ্গেল বিভাগটি উৎসর্গ করা হয় চীনা চলচ্চিত্রকে। এ ছাড়া জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তন করিডরে চীনা চলচ্চিত্রের পোস্টার প্রদর্শনীর আয়োজন করা হয়। নারী নির্মাতাদের নিয়ে ছিল দুটি সেমিনার। আয়োজন করা হয় তিনটি মাস্টারক্লাসের। বাংলাদেশি চলচ্চিত্র সমালোচক বিধান রিবেরুর তত্ত্বাবধানে মাস্টারক্লাসগুলো পরিচালনা করেন বাংলাদেশ, সার্বিয়া, চীন ও নরওয়ের চলচ্চিত্রবোদ্ধারা। এবারের উৎসবে প্রখ্যাত রাশিয়ান চলচ্চিত্র পরিচালক আলেক্সেই ফেদোরচেনকোর রেট্রোস্পেকটিভ আয়োজন করা হয়।
উৎসবে সেরা হলেন যারা
বাদল রহমান অ্যাওয়ার্ড (চিলড্রেন সেকশন): হোয়্যার দ্য হোয়াইট ক্রেনস ড্যান্স (রাশিয়া)
স্পেশাল অডিয়েন্স অ্যাওয়ার্ড: দ্য গার্ডিয়ান অব অনার (ফিলিপাইন)
বেস্ট অডিয়েন্স অ্যাওয়ার্ড: পদাতিক (ভারত)
উইমেন ফিল্ম সেকশন
স্পেশাল মেনশন: নট জাস্ট এনি ডে (মালদোভা, রাশিয়া)
ফিচার ফিল্ম: কুমভা, হুইচ কামস ফ্রম সাইলেন্স (ফ্রান্স)
শর্টফিল্ম: স্কারলেট (বুলগেরিয়া)
পরিচালক: আগুস্তিনা সানসেজ গ্যাভিয়ার (আওয়ার ওন শ্যাডো; আর্জেন্টিনা, জার্মানি)
স্পিরিচুয়াল ফিল্ম সেকশন
স্পেশাল মেনশন: ইন দ্য নেম অব ফায়ার (ভারত)
ফিচার ফিল্ম: দ্য এলিয়েন (রাশিয়া)
শর্টফিল্ম: মন্টে ক্লেরিগো (পর্তুগাল)
বাংলাদেশ প্যানারোমা ট্যালেন্ট সেকশন
প্রথম রানারআপ: ফুলেরা পোশাক পরে না
দ্বিতীয় রানারআপ: পৈতৃক ভিটা
বেস্ট ফিল্ম (ফিপ্রেসি): আ লেজি নুন
বাংলাদেশ প্যানারোমা ফুল লেন্থ
বেস্ট ফিল্ম (ফিপ্রেসি): প্রিয় মালতী
এশিয়ান কম্পিটিশন সেকশন
সিনেমা: সানডে (উজবেকিস্তান)
পরিচালক: হাওফেং জু ও জুনফেং জু (হানড্রেড ইয়ারস)
পরিচালক (স্পেশাল মেনশন): মাহমুদ কালারি (সামার টাইম, ইরান)
অভিনেতা: রায়ান সারলাক (সামার টাইম, ইরান)
অভিনেত্রী: দিমান জানদি (মেলোডি; ইরান, তাজিকিস্তান)
চিত্রনাট্যকার: তাকাতো নিশি ও নোরিকো উয়াসা (পারফরমিং কায়োরুস ফিউনারেল; জাপান)
চিত্রগ্রাহক: দিলশাদ ক্যানন (হোয়েন দ্য ওয়ালনাট লিভস টার্ন ইয়োলো; তুরস্ক)
অনুমতি ছাড়া বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাইয়ের নাম-ছবি বেআইনিভাবে ব্যবহার করা হচ্ছে বিভিন্ন মাধ্যমে। এআই নির্মিত অশ্লীল-বিকৃত ছবি ছড়িয়ে দেওয়া হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। শুধু তা-ই নয়, প্রযুক্তির সাহায্য নিয়ে তাঁর কণ্ঠস্বরেরও অপব্যবহার হচ্ছে। তাই ভারতীয় আইন মোতাবেক ‘ব্যক্তিত্বের অধিকার’ কার্যকর করার দাবি
৪ ঘণ্টা আগেসংগীত ক্যারিয়ারে সাড়ে তিন দশকের পথচলা কনকচাঁপার। পুরো নাম রুমানা মোর্শেদ কনকচাঁপা। সাবিনা ইয়াসমীন ও রুনা লায়লার পর কনকচাঁপা প্লেব্যাক শিল্পী হিসেবে চলচ্চিত্রে ৩ হাজারের বেশি গানে কণ্ঠ দিয়েছেন। তাঁর অনেক গান শ্রোতাদের মুখে মুখে। জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন তিনবার। এ ছাড়া কনকচাঁপার একক অ্যালবাম
৪ ঘণ্টা আগেফিলিস্তিনের ওপর ইসরায়েলের বর্বরতা ও গণহত্যার বিরুদ্ধে শিল্পীদের প্রতিবাদ এবার আরও কঠোর হলো। আরও শক্ত অবস্থান নিলেন শিল্পীরা। হলিউডসহ সারা বিশ্বের বিভিন্ন ইন্ডাস্ট্রির ১২ শর বেশি শিল্পী ঘোষণা দিয়েছেন, এখন থেকে ইসরায়েলি কোনো ইনস্টিটিউশন কিংবা প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে
৪ ঘণ্টা আগে১ থেকে ৫ সেপ্টেম্বর ভারতের দিল্লিতে অনুষ্ঠিত হয়েছে ‘ডক প্রোডিউসিং সাউথ’ শীর্ষক আয়োজন। স্বাধীন চলচ্চিত্র নির্মাতাদের নিয়ে অনুষ্ঠিত এই আয়োজনে তথ্যচিত্র নির্মাণের বাজেট, ডিস্ট্রিবিউশন পরিকল্পনা, চিত্রনাট্য রচনাসহ নানা বিষয়ে আলোচনা করেন বিভিন্ন দেশের নির্মাতা ও প্রযোজকেরা।
১ দিন আগে