Ajker Patrika

নির্মাতার জন্মদিনে চরকিতে আসছে ‘নীল মুকুট’

বিনোদন প্রতিবেদক, ঢাকা
Thumbnail image

ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পাচ্ছে কামার আহমাদ সাইমন পরিচালিত ডকু–ড্রামা ফিল্ম ‘নীল মুকুট’। আগামী ৮ আগস্ট ছবিটি মুক্তি দেবে তারা। একই দিনে ছবির নির্মাতা কামার আহমাদ সাইমনের জন্মদিন। এই দিনে দর্শকদের জন্য ছবিটি হতে যাচ্ছে বিশেষ উপহার।

কামার আহমাদ সাইমন বলেন, ‘জন্মদিন নিয়ে আমার বিশেষ কোনো উত্তেজনা কাজ করে না কখনোই। কিন্তু ইদানীং সকালে যখন ঘুম থেকে উঠি, মনে হয় যেন একটা নতুন জন্ম পেলাম। চারপাশে এতো হাহাকার আর মৃত্যুর মাঝখানে আমার জন্মদিনে ‘নীল মুকুট’ মুক্তির খবর একটা অন্যরকম অনুভূতি তৈরি করেছে।’

‘নীল মুকুট’ ছবির শুটিং হয়েছে হাইতিতে। এই ছবির বিষয়বস্তুতে আছে রহস্য। যেটি এখনই খোলাসা করতে চান না নির্মাতা। গত বছর ছবিটি মুক্তি দেওয়ার কথা ছিল। ওই সময় কামার প্রতিশ্রুতি দিয়েছিলেন, কোনো আন্তর্জাতিক উৎসব নয়, এই ছবিটি সবার আগে দেখবে বাংলাদেশের দর্শক। কিন্তু করোনা পরিস্থিতিতে দেশের প্রেক্ষাগৃহগুলো বন্ধ হয়ে যাওয়ায় থেমে যায় ছবির মুক্তি। অবশেষে গত মাসে ঘোষণা আসে, ‘নীল মুকুট’ মুক্তি পাবে চরকিতে।

গত ১২ জুলাই যাত্রা শুরু করে চরকি। এরই মধ্যে অরিজিনাল সিরিজ, অরিজিনাল ফিল্ম ও অ্যান্থলজি সিরিজ মুক্তি দিয়ে সাড়া ফেলেছে প্ল্যাটফর্মটি। ব্যক্তিক্রমধর্মী কনটেন্ট নির্বাচনের কারণে তারা প্রশংসা কুড়িয়েছে দর্শকমহলে। এবার অপেক্ষা চরকি নিবেদিত ‘নীল মুকুট’–এর।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত