Ajker Patrika

আমাকে গ্রেপ্তার করুন, আপনাদের ক্ষমতা দেখান: ইলিয়াস কাঞ্চন

আপডেট : ২৩ অক্টোবর ২০২৪, ১৫: ৪১
আমাকে গ্রেপ্তার করুন, আপনাদের ক্ষমতা দেখান: ইলিয়াস কাঞ্চন

দীর্ঘ সময় ধরে নিরাপদ সড়কের দাবিতে আন্দোলন করে যাচ্ছেন অভিনেতা ইলিয়াস কাঞ্চন। সড়কের বিভিন্ন সমস্যা ও পরিবহন মালিকদের অরাজকতা নিয়েও সরব হয়েছেন বারবার। ফলে নানা ঝামেলায়ও পড়তে হয়েছে তাঁকে।

তবে সম্প্রতি ইলিয়াস কাঞ্চনের সঙ্গে সাবেক নৌপরিবহনমন্ত্রী শাজাহান খানকে জড়িয়ে অপপ্রচার চালানো হচ্ছে, এমনটাই দাবি অভিনেতার। অপপ্রচার না করে আওয়ামী লীগের সঙ্গে জড়িত থাকলে তাঁকে গ্রেপ্তার করতে বলেছেন ইলিয়াস কাঞ্চন।

গতকাল জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ কর্তৃক আয়োজিত আলোচনা সভায় বক্তারা দাবি করেন, ২০১৮ সালে নিরাপদ সড়কের দাবির আন্দোলনের ভিত্তিতেই নিরাপদ সড়ক নিয়ে জন-আকাঙ্ক্ষা তৈরি হয়েছে। এর আগে নিরাপদ সড়কের জন্য মানুষের কোনো আকাঙ্ক্ষা ছিল না।

এমন বক্তব্য শুনে সঙ্গে সঙ্গে সভা বয়কট করে চলে যান ‘নিরাপদ সড়ক চাই’ আন্দোলনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন। তাঁর দাবি, দীর্ঘদিন ধরে চালিয়ে নেওয়া তাঁর আন্দোলনের ধারাবাহিকতায় আজ সরকারিভাবে ‘জাতীয় নিরাপদ সড়ক দিবস’ পালিত হচ্ছে। কিন্তু একটি মহল বিষয়টি অস্বীকার করছে।

বৈষম্যমূলক আচরণের প্রতিবাদে নিজ কার্যালয়ে তাৎক্ষণিক সংবাদ সম্মেলন করেন ইলিয়াস কাঞ্চন। সেখানে তিনি বলেন, ‘নিরাপদ সড়ক চাই আন্দোলন করতে গিয়ে আমাকে শাজাহান খান গংদের মতো মাফিয়া চক্রের সঙ্গে যুদ্ধ করতে হয়েছে। শুধু তাই নয়, আমার ছবি টাঙিয়ে তাঁরা জুতা নিক্ষেপ করেছেন। আমার ছবিতে ঝাড়ু দিয়ে পিটিয়েছেন। নতুন সরকার এসেছে, কিন্তু চক্রান্ত আজও শেষ হয়নি।’

কোনো রাজনৈতিক দলের সঙ্গে জড়িত নন দাবি করে ইলিয়াস কাঞ্চন বলেন, ‘বিভিন্ন চক্র আমাকে রাজনৈতিক ট্যাগ দিচ্ছেন। বলা হচ্ছে আমি আওয়ামী লীগ করি। আমি কোনো দল করি না। এর পরও আমাকে বলা হয় আমি অমুক দল করি তমুক দল করি। তাহলে আমাকে গ্রেপ্তার করুন। আপনাদের ক্ষমতা দেখান। তবু অপপ্রচার চালাবেন না। আমি দেশবাসীর কাছে এই অপপ্রচারের বিচার চাই।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত