Ajker Patrika

কলকাতার পার্নো কেন রাজশাহীর প্রত্যন্ত গ্রামে

খায়রুল বাসার নির্ঝর, ঢাকা
আপডেট : ০৭ নভেম্বর ২০২১, ১৩: ০০
কলকাতার পার্নো কেন রাজশাহীর প্রত্যন্ত গ্রামে

কয়েক বছর আগে মোস্তফা সরয়ার ফারুকীর ‘ডুব’ ছবিতে অভিনয় করেছিলেন কলকাতার অভিনেত্রী পার্নো মিত্র। ওটাই ছিল বাংলাদেশে তাঁর প্রথম কাজ। ‘ডুব’-এ তাঁর সহশিল্পী ছিলেন ইরফান খান। জানা গেল, বাংলাদেশের আরেকটি ছবিতে কাজ করছেন তিনি। ওই ছবিতে পার্নো অভিনয় করবেন মোশাররফ করিমের সঙ্গে।

মোশাররফ ও পার্নো জুটির এই নতুন ছবির নাম ‘বিলডাকিনি’। বানাবেন ফজলুল কবীর তুহিন। ডিসেম্বরের প্রথম দিকে রাজশাহীর এক প্রত্যন্ত গ্রামে ‘বিলডাকিনি’র শুটিং শুরু হওয়ার কথা। পার্নোর সঙ্গে শিডিউল নিয়ে আলাপ করতে নির্মাতা তুহিন এখন কলকাতায়। সেখান থেকেই জানালেন, এটি নারীশক্তির গল্প। মাতৃত্বের স্বাধীনতার গল্প। মোশাররফ করিম থাকবেন ছবিতে। আরও থাকবেন লুৎফর রহমান জর্জ।

‘বিলডাকিনি’ হতে যাচ্ছে মোশাররফ-পার্নোর একসঙ্গে প্রথম ছবি। কিন্তু কী কারণে এ ছবিতে পার্নো মিত্রকে চাইছেন নির্মাতা? তুহিন বলেন, ‘এই গল্পে একজন গ্রামের মেয়ের যে চরিত্র, সেটা পার্নোর সঙ্গে মানানসই হবে, প্রথম থেকেই এটা আমার মনে হয়েছিল।’

মোশাররফ করিমপার্নো মিত্রের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ‘বিলডাকিনি’-তে অভিনয়ের খবর নিশ্চিত করে বলেন, ‘এ ছবির প্রস্তাব পাওয়ার কিছুদিন পর গল্পটা হাতে আসে। গল্প পড়ে ভালো লেগেছিল। তারপর যখন শুনলাম মোশাররফ করিমের সঙ্গে কাজ করব, খুশি হই। তাঁর সঙ্গে ভিডিও কলে কথা হয়েছে।’

মোশাররফ করিম এখন ‘ড্রাইভার’ ছবির শুটিং করছেন সাভারে। এ ছবির কাজ শেষ হবে চলতি মাসেই। ডিসেম্বর থেকে ‘বিলডাকিনি’র জন্য শিডিউল রেখেছেন তিনি। অন্যদিকে পার্নো মিত্র বর্তমানে একটি হিন্দি ছবিতে অভিনয় করছেন। কিছুদিনের বিরতিতে কলকাতা এসেছিলেন। শিগগিরই আবার শহর ছাড়বেন। হিন্দি ছবিটির শুটিং শেষ করে ডিসেম্বরে আসবেন বাংলাদেশে। ‘বিলডাকিনি’ ছবিতে চিত্রগ্রাহক হিসেবে থাকবেন সাহিল রনি। আগামী বছরের এপ্রিল মাসে ছবিটি মুক্তি দেওয়ার ইচ্ছা নির্মাতার।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ইতিহাস দরজায় কড়া নেড়ে বলছে, ১৯৭১ থেকে পাকিস্তান কি শেখেনি কিছুই

‘আমাদের মরদেহ বাড়িতে নিয়ো না’

কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের খামারবাড়ি অবরোধের ঘোষণা

মারধর করে ছাত্রলীগ কর্মীর পিঠে পাড়া দিয়ে অটোরিকশায় শহর ঘোরাল ছাত্রদল, সঙ্গে উচ্চ স্বরে গান

যশোরে আত্মগোপনে থাকা আ.লীগের শীর্ষস্থানীয় নেতাদের বাড়িতে পুলিশের অভিযান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত